18/05/2025
আমরা সব সময় ভুল মানুষকে ভালোবেসে, আমাদের জীবন থেকে আমাদের মূল্যবান সময়, আমাদের ইমোশন, আমাদের ইফোর্ট নষ্ট করি।
এর পর আসে মুভ অন করার কঠিন পার্ট, কেউ কেউ খুব সহজেই মুভ অন করে ফেলে কয়েক মাসেই, কেউ কেউ কয়েক বছরেও মুভ অন করতে পারেনা। এখানেও আমাদের সময় নষ্ট, আমাদের ইমোশনের বারোটা বেজে যাওয়া।কত ইফোর্ট , কত ইমোশন, কত চোখের জল, আমারা ভুল জায়গায় ঢালি, আফসোস লাগে, এখন নিজের জন্য।
সর্বোপরি, ভালোবাসা জিনিসটা স্বপ্নের মতো যদি আপনার জীবনে সঠিক মানুষ আসে, আর নয়তো দুনিয়াতেই জাহান্নাম।🍂