
01/08/2025
নিজের করা জিনিস এর শান্তি ই আলাদা❤️ শশুর এর বিশাল বাড়ি+ তিন তলা বিল্ডিং এ ও এতো শান্তি লাগে নাই যতটা শান্তি এখন নিজের টিন এর ঘরে লাগছে❤️ এটা ভেবেই বেশি ভালো লাগছে যে এটা শুধুই আমার, কারোর ভাগ নেই,, কোনো কিছু করতে কারো অনুমতি লাগবে না বরং আমার অনুমতি চলবে,, যেটা যাওয়ার সেটা যাবেই কোনো আফসোস নেই বরং খুশি হয়েছি যে সব ঝামেলা থেকে মুক্তি পেয়েছি❤️ যারা দুর্নীতি করে আমার আর সন্তান এর অধিকার থেকে বঞ্চিত করেছে তাদের উপর আমাদের প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে হাক থাকবে,,যেহেতু এই বয়সে টিনের ঘর করেছি আলহামদুলিল্লাহ,, চ্যালেন্জ ও রেখেছি বহুত পরিশ্রম করে অর্ধবয়স বা বুড়ো বয়সে হলেও সন্তান এর জন্য বড় বাড়ি+ বিল্ডিং করে দিব ইনশাআল্লাহ❤️