DIT অনলাইন টিভি HD

DIT অনলাইন টিভি HD its a news online channel

জান্নাতে যাওয়ার জন্য অনেক টাকার দরকার ছিল জান্নাতুল আক্তার।অফিস সহকারী,সাব-রেজিস্ট্রার অফিস।দৌলতপুর উপজেলা,কুষ্টিয়া।জান...
27/01/2022

জান্নাতে যাওয়ার জন্য অনেক টাকার দরকার ছিল জান্নাতুল আক্তার।
অফিস সহকারী,সাব-রেজিস্ট্রার অফিস।
দৌলতপুর উপজেলা,কুষ্টিয়া।

জান্নাতের ড্রয়ারে হঠাৎ দুদকের হাত।
নগদ ৩ লক্ষ ১ হাজার ২ শত টাকা উদ্ধার!

পবিত্র রামাদানের আর ৬৮ দিন বাকি।আলহামদুলিল্লাহ ❤️
25/01/2022

পবিত্র রামাদানের
আর ৬৮ দিন বাকি।
আলহামদুলিল্লাহ ❤️

চলুন সবাই আওয়াজ তুলি একসাথে। আমাদের প্রাণের দাবি জানাই একসাথে।
13/01/2022

চলুন সবাই আওয়াজ তুলি একসাথে।
আমাদের প্রাণের দাবি জানাই একসাথে।

আজ বাঙালির মহান স্বাধীনতা ও বিজয়ের পরিপূর্ণতা লাভের দিন, অন্ধকার হতে আলোর পথে যাত্রার দিন। আজ ১০ই জানুয়ারি জাতির পিতা বঙ...
10/01/2022

আজ বাঙালির মহান স্বাধীনতা ও বিজয়ের পরিপূর্ণতা লাভের দিন, অন্ধকার হতে আলোর পথে যাত্রার দিন।

আজ ১০ই জানুয়ারি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন-এর ৫০ বছর পূর্তি।

বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।।

আইভির বাড়াবাড়ি, অহঙ্কার এবং বেয়াদবীর মাত্রা চরম সীমায় পৌঁছেছে।"শামীম ওসমান আমার বড় ভাই, শামীম ওসমানের সঙ্গে কোনো দ্বন্দ্...
09/01/2022

আইভির বাড়াবাড়ি, অহঙ্কার এবং বেয়াদবীর মাত্রা চরম সীমায় পৌঁছেছে।

"শামীম ওসমান আমার বড় ভাই, শামীম ওসমানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নাই" - এমন বক্তব্যের মাত্র এক সপ্তাহের মাথায় সেই শামীম ওসমানকেই "দন্তবিহীন গডফাদার" হিসেবে আখ্যায়িত করেছেন ডা. সেলিনা হায়াত আইভী। শামীম ওসমান বললেন-- "দুদিন আগে ভাই ছিলাম, এখন গডফাদার হলাম কীভাবে?"

শামীম ওসমান এমপি তার বোন আইভীকে গণমংযোগের সময় পড়তে দুইটি 'নৌকা ছাপা শাড়ী' বানিয়ে উপহার দিয়েছেন। আর এ সময়ে মেয়র প্রার্থী আইভির এমন কথাবার্তা খুবই বেমানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বইছে। অনেকেই মন্তব্য করেছেন- অতি বাড়াবাড়ি, বেয়াদবী এবং অহঙ্কারের কারণে আইভীকে খেসারত দিতে হতে পারে।

18/12/2021

নবীনগর কুড়িঘর গ্রামে দুবৃর্ত্তদের গুলিতে নিহত আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক মরদেহ
নিহতের বাড়িতে নিয়ে আসা হয়েছে।
নান্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজের জানাজা অনুষ্ঠিত হচ্ছে।

10/12/2021

১০ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয় - প্রেসক্লাবের সামনে সমাপনীর প্রাক্কালে -বক্তব্য রেখেছেন ব্রাহ্মণ বাড়িয়া জেলা মানবাধিকার নেতৃবর্গ --

ওগো অাল্লাহ,ওগো কাবার মালিক,ওগো দয়াল অাল্লাহ!তুমি আরশে আজীম থেকে তোমার গোলাম দের মুক্তির ফায়সালা পাঠাও।তুমি তোমার গোলামদ...
17/04/2021

ওগো অাল্লাহ,

ওগো কাবার মালিক,

ওগো দয়াল অাল্লাহ!

তুমি আরশে আজীম থেকে তোমার গোলাম দের মুক্তির ফায়সালা পাঠাও।

তুমি তোমার গোলামদেরকে করোনা নামক অাজরাইল থেকে রহম কর অাল্লাহ।

হে অাল্লাহ তুমি অার মৃত্যু দিও না।হে অাল্লাহ তোমার করোনা কারনে মৃত্যু কত সহজ হয়ে গেছে,সেই সহজ মৃত্যু থেকে তোমার প্রিয় বান্দাদের রহম কর অাল্লাহ।

হে অাল্লাহ অামরা গোনাগার বান্দা।তোমার মৃত্যুকেই অামরা সবসময় ভুলে যায়,শুধু দুনিয়াতে আজীবন থাকার মনোভাব নিয়ে চলি।কিন্তু মৃত্যু কোন বাধা মানিনা।

হে আল্লাহ তোমার সকল বান্দাদেরকে করোনা থেকে রক্ষা করো,

নিরাপদ করো তোমার পৃথিবীকে।

এই মৃত্যুর মিছিল থেকে আমাদের হেফাজত করুন, দয়াল অাল্লাহ।

11/04/2021
-কি ভাবছো?  হেরে গেছো?  সবাই হাসছে তোমার উপর! চেষ্টা করো, ধৈর্য ধরো, অপেক্ষা করো!শেষ                 হাসিটা তুমিই ...
19/03/2021

-কি ভাবছো? হেরে গেছো? সবাই হাসছে তোমার উপর! চেষ্টা করো, ধৈর্য ধরো, অপেক্ষা করো!শেষ হাসিটা তুমিই হাসবে!❤️

সারা পৃথিবীর স্বাধীনতা ও মুক্তিকামী মানুষের প্রেরনার উৎস, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, বাঙ্গালি জাতির অবিসংবাদীত নেতা জ...
17/03/2021

সারা পৃথিবীর স্বাধীনতা ও মুক্তিকামী মানুষের প্রেরনার উৎস, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, বাঙ্গালি জাতির অবিসংবাদীত নেতা জাতির জনক বঙ্গবন্ধু "শেখ মুজিবুর রহমান"-

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা পৃথিবী জোরে যে উৎসবের অামেজ তৈরী হয়েছে সেটাকে কাজে লাগিয়ে চলুন অামরা যারা বঙ্গবন্ধুর নীতি অাদর্শের সঠিক অনুসারি, যাদের মধ্যে বঙ্গবন্ধুর রাজনৈতিক চেতনা বিদ্যমান তারা সবায় মিলে দৃপ্ত শপথ করি---

বঙ্গবন্ধুুর নীতি অাদর্শের বাইরে কোন নেতা নেত্রী দল পরিচালনা করতে চাইলে তাকে প্রতিরোধ করি,বা বয়কট করি,কোন এমপি মন্ত্রী নীতি অাদর্শহীন কাজ করলে তাকে রুখে দেই, কোথাও কোন বহিরাগতকে নেতৃত্বে অানলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি-

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে ও অাধুনিক ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে, ক্ষুধা, দারিদ্র্য ও শোষনমুক্ত সমাজ গঠনে জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে ঐক্যবদ্ধ উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় ভুমিকা রাখি--

টাকা পয়সা থাকলেই আপনি ধনী না, আপনি ধনী হবেন তখনই।যখন টাকা পয়সার সঠিক ব্যবহার আপনি করতে পারবেন।
03/03/2021

টাকা পয়সা থাকলেই আপনি ধনী না, আপনি ধনী হবেন তখনই।
যখন টাকা পয়সার সঠিক ব্যবহার আপনি করতে পারবেন।

স্রোতের বিপরীতে হেটে দেখুন, কতজন পাশে থাকে।স্রোতের দিকে তো কচুরিপানাও ভাসে!...🙂
23/02/2021

স্রোতের বিপরীতে হেটে দেখুন, কতজন পাশে থাকে।
স্রোতের দিকে তো কচুরিপানাও ভাসে!...🙂

একুশে ফ্রেরুয়ারী স্মৃতির পাতায় মাতৃ ভাষাবাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার প্রাণের ভাষাএই বাংলাকে  আমরা ভালবাসিতাইতো বারে ...
20/02/2021

একুশে ফ্রেরুয়ারী
স্মৃতির পাতায় মাতৃ ভাষা

বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার প্রাণের ভাষা
এই বাংলাকে আমরা ভালবাসি
তাইতো বারে বারে ফিরে আসে
একুশে ফ্রেরুয়ারী।।
আমরা কি তাদের ভুলিতে পারি
সালাম,বরকত,রফিক, জব্বার
আরও কত কি নাম
ভাষার জন্য দিয়ে গেছে প্রাণ
তারাই আমাদের গর্বিত সন্তান
দিতে হবে তাদের রক্তের দাম।।
ইতিহাসের প্রতিটি পাতায় পাতায়
লিখা রয়েছে ভাষা শহীদদের নাম
যতদিন রবে পদ্মা, মেঘনা, যমুনার
স্রোতধারা বহমাান
ততদিন আমরা সবাই মিলে জাগিয়ে রাখব
একুশে ফ্রেরুয়ারীর সম্মান।।
তারাই আমাদের সূর্য সন্তান
জীবন দিয়ে রক্ষা করেছে
বাংলা ভাষার মান।।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন ২০২১ বর্তমান কাউন্সিলর ওমর ফারুক জীবনকে  ৬ নং ওয়ার্ডের একক প্রার্থি  বিনা প্রতিদ্বন্দ্ব...
01/02/2021

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন ২০২১ বর্তমান কাউন্সিলর ওমর ফারুক জীবনকে ৬ নং ওয়ার্ডের একক প্রার্থি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত করায় ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। এসময় গেটের সামনে উনার লোকজন সমর্থন লোকজন অনেক ছিল
6 নং ওয়ার্ড কাউন্সিলর নমিনেশন সাবমিট উপলক্ষে শোডাউন

31/12/2020

ভালো কথা ভালো লাগছে সবাই শুনেন ছবি দিয়ে ভিডিও বানিয়ে দিলাম

31/12/2020

ব্রাহ্মণবাড়িয়া গাটিয়ারা যুব সংগঠনের উদ্যোগে ও জহিরুল হুদা আলমগীরের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সংগঠনের সভাপতি জহিরুল হুদা আলমগীর

বাংলা মায়ের আচল ঘেরাছোট্ট সেরা আমার এ দেশনামটি তাহার বাংলাদেশ জন্ম নিয়েছি এই দেশেতেধন্য হয়েছে জীবনকত না আপন জনজাগিয়ে তুল...
10/12/2020

বাংলা মায়ের আচল ঘেরা
ছোট্ট সেরা আমার এ দেশ
নামটি তাহার বাংলাদেশ
জন্ম নিয়েছি এই দেশেতে
ধন্য হয়েছে জীবন
কত না আপন জন
জাগিয়ে তুলেছে ভুবন
চারিদিকে পাখির কলতান
গোলা ভরা ধান মধুর যত গান
সবই যেন কেড়ে নিয়েছে সকলের প্রাণ
আমরা বাঙালি আমাদের আছে স্বজনপ্রীতি
জাগিয়ে তুলবো উদারনীতি
একদিন ঠিকই জয় করে আনব
বাংলা মায়ের সম্মান
জেগে উঠুক সকলের প্রাণ
একই সুরে গাইব বাংলার জয়গান
আমরা বাঙালি আমরা বাংলা মায়ের সন্তান
যতই বাধা আসুক জাগিয়ে তুলবো
লাল সবুজের পতাকার বিজয় নিশান।।

মিথ্যা দিয়ে কোন কিছু জয় করা যায় না। ক্ষণিকের জন্য হয়তোবা সুবিধা নেওয়া যায়।
18/11/2020

মিথ্যা দিয়ে কোন কিছু জয় করা যায় না।
ক্ষণিকের জন্য হয়তোবা সুবিধা নেওয়া যায়।

চেয়ারম্যান ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ইউনিয়ন পরিষদ শেখ ওমর ফারুক সাহেবের সাথে দুপুরের খাবারের সময়
16/11/2020

চেয়ারম্যান ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ইউনিয়ন পরিষদ শেখ ওমর ফারুক সাহেবের সাথে দুপুরের খাবারের সময়

"নিজেকে যতই শক্তিশালী বা ক্ষমতাশালী মনে করেন না কেন, ভুল সিদ্ধান্ত নিলেই কিন্তু উচিত শিক্ষা পেয়ে যাবেন"
09/11/2020

"নিজেকে যতই শক্তিশালী বা ক্ষমতাশালী মনে করেন না কেন, ভুল সিদ্ধান্ত নিলেই কিন্তু উচিত শিক্ষা পেয়ে যাবেন"

07/11/2020

হে আল্লাহ আপনি মহান,,আপনি আমাদের সবাইকে মিলে মিশে চলার তাওফিক দান করুন।এই ধরনের নেককার জনক ঘটনা থেকে সবাইকে হেফাজত করুন।আমি ব্যাক্তিগত ভাবে খুবই মর্মাহত লজ্জিত অপমানিত বোধ করছি। ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ইউনিয়নের মধ্যে বিশৃংখলা সৃষ্টিকারী ব্যাকটেরিয়া চাইনা। ঝগড়া,মারামারি ভাঙচুর, লুটতরাজ,ঘুষখোর দূর্নীতি ,দলাদলি বন্ধ হোক। এলাকার উন্নয়নের স্বার্থে এই ধরনের ঘটনা অপ্রত্যাশিত।যারা এই ধরনের নেককার জনক ঘটনা ঘটানোর ইন্ধন দাতা এবং পিছনে গুটি নারছে তাদের কালো হাত খুঁজে বের করতে হবে। ‌কিছু দূর্নীতি বাজ ঘুষখোর, ধান্দাবাজ, স্বার্থ নেশী মানুষ নামের অমানুষ বর্বর জানোয়ারের জন্য আমরা সকল ইউনিয়ন বাসী জিম্মি হতে পারিনা। আসুন সত্য সুন্দর প্রতিশ্রুতি নিয়ে আলোচনা সমালোচনা করি। কিন্তু এলাকার বিশৃংখলা সৃষ্টি না করি।কেউ যদি কোন অন্যায় অপরাধ করে তা সামাজিক ও প্রশাসনিক ভাবে সমাধান করি। দলাদলি মারামারি ভাঙচুর লুটতরাজ থেকে বিরত থাকি ‌দলমত নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন ক্ষমা করুন সঠিক দ্বীনের পথে চলার তাওফিক দান করুন।

সুলতানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বর্তমান রানিং মেম্বার জাহাঙ্গীর ভূইয়ার উপর অতর্কিত হামলা হয়েছে। সেই হামলায় সিরিয়াস আহত হয়...
07/11/2020

সুলতানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বর্তমান রানিং মেম্বার জাহাঙ্গীর ভূইয়ার উপর অতর্কিত হামলা হয়েছে। সেই হামলায় সিরিয়াস আহত হয়ে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক দল তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন। এই মুহূর্তে জাহাঙ্গীর ভূইয়াকে নিয়ে ঢাকার পথে রওয়ানা দিয়েছেন নিকটাত্মীয় স্বজন। সবার কাছে ওনার পরিবার দোয়া চেয়েছেন। আল্লাহ পাক মেম্বার সাহেবকে অতি তাড়াতাড়ি সুস্থ করে দিন, আমীন অপরাধীদের বিচার চাই

হাজার চেষ্টা করেও একজন মানুষ কখনো সবার চোখে ভালো হতে পারে না।
05/11/2020

হাজার চেষ্টা করেও একজন মানুষ কখনো সবার চোখে ভালো হতে পারে না।

শেখ ওমর ফারুক চেয়ারম্যান সুলতানপুর ইউনিয়ন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া সেন্টু ভাইয়ের ছোট ভাইয়ের বিয়ার অনুষ্ঠানের উপস্থিত ...
02/11/2020

শেখ ওমর ফারুক চেয়ারম্যান সুলতানপুর ইউনিয়ন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া সেন্টু ভাইয়ের ছোট ভাইয়ের বিয়ার অনুষ্ঠানের উপস্থিত আছেন আরো অনেকে

♦ ব্রাহ্মণবাড়িয়া যুক্ত হচ্ছে দক্ষিণ এশিয়ার                উপ-আঞ্চলিক সড়ক নেটওয়ার্কে ♦উত্থান ঘটতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার উপ...
29/10/2020

♦ ব্রাহ্মণবাড়িয়া যুক্ত হচ্ছে দক্ষিণ এশিয়ার
উপ-আঞ্চলিক সড়ক নেটওয়ার্কে ♦

উত্থান ঘটতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার উপ-আঞ্চলিক (সাব রিজিওনাল কানেকটিভিটি) সড়ক যোগাযোগ। ব্রাহ্মণবাড়িয়া দিয়েই যুক্ত হবে এর নেটওয়ার্ক। দক্ষিণ, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সমূহের মধ্যে উপ-আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা উন্নতের নিমিত্তে করিডোরের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দরের সাথে আখাউড়া স্থলবন্দরকে সরাসরি সংযুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ সরকার ও এক্সিম ব্যাংক অব ইন্ডিয়ার মধ্যে স্বাক্ষরিত দ্বিতীয় ভারতীয় নমনীয় ঋণচুক্তির আওতায় আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-ধরখার-আখাউড়া স্থল বন্দর মহাসড়কটিকে চার লেন জাতীয় মহাসড়কে উন্নীতকরন প্রকল্প হিসেবে গ্রহণ করা হয়।

তিন হাজার ৫৬৭ কোটি ৮৫ লাখ টাকা প্রকল্প মূল্যে (জিওবি ১৩১২০৮.০৩ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ২২৫৫৭৬.৯৭ লাখ টাকা)। সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্পটি ২০১৭ সালের ২০ জুলাই একনেক বৈঠকে অনুমোদিত হয়। প্রাথমিকভাবে ২০২১ সালের ৩০ জুন প্রকল্প বাস্তবায়ন কাজ শেষ হওয়ার কথা। এই প্রকল্পের মাধ্যমে প্রতিবেশী দেশ ভারত, নেপাল, ভুটানের সাথে নতুন নতুন সড়ক নেটওয়ার্ক যুক্ত হবে বাংলাদেশে। উপ-আঞ্চলিক করিডোর বাস্তবায়ন হলে অনেকটাই সচল হবে দেশের অর্থনীতির চাকা। বাংলাদেশের জন্য উপ-আঞ্চলিক করিডোর খুবই গুরুত্বপূর্ণ বলে জানান সংশ্লিষ্টরা। খুব শীঘ্রই পূর্বাঞ্চলের জেলা ব্রাহ্মণবাড়িয়া দিয়ে নতুন হাইওয়ে নেটওয়ার্ক যুক্ত হবে বলে জানান কর্মকর্তারা। পুরোপুরি ভূমি অধিগ্রহণ না করায় এবং করোনাকালে কনসালটেন্টরা সময়মতো কাজ করতে না পারায় ফোরলেন প্রকল্পের কাজ চলছে কিছুটা ধীর গতিতে।

সংশ্লিষ্ট সুত্রমতে, ভূমি অধিগ্রহণজনিত সমস্যা কেটে গেলে ও বর্ষার মওসুমের পর পরই বিভিন্ন স্থানে নতুন কার্যক্রম শুরু হবে। চলমান করোনার কারণে ভারতীয় কনসালটেন্ট ও ঠিকাদাররা সঠিক সময়ে আসতে না পারায় প্রকল্পের কাজ চলছে ধীর গতিতে। অনুসন্ধানে জানা গেছে, দেশের গুরুত্বপূর্ণ আশুগঞ্জ নদী বন্দর থেকে ৫০. ৫৮ কিলোমিটার দীর্ঘ এ সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। এর অধীনে নির্মাণ হবে ১৬টি সেতু, দুইটি রেলওয়ে ওভারপাস, তিনটি আন্ডারপাস, ৩৬টি কালভার্ট এবং ১০টি ফুটওভারব্রীজ। তিনটি পূর্ত কাজের প্যাকেজ রয়েছে প্রকল্পটিতে। প্রথম প্যাকেজে আশুগঞ্জ নদীবন্দর হতে সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) পর্যন্ত (ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের অংশ) ১২.২১১ কিলোমিটার, দ্বিতীয় প্যাকেজে সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) হতে ধরখার (ব্রাহ্মণবাড়িয়া) পর্যন্ত (কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের অংশ) ২৭.০৫৪ কিলোমিটার এবং তৃতীয় প্যাকেজে ধরখার (ব্রাহ্মণবাড়িয়া) হতে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ১১.৩১৫ কিলোমিটার মহাসড়কে ধীর গতিসম্পন্ন যানবাহন চলাচলের পৃথক দুইটি লেনসহ চার লেন জাতীয় মহাসড়কে উন্নীত করা হবে। প্রকল্পে অধিগ্রহণ করা হয়েছে ১০৭.৫০ হেক্টর ভূমি। প্রকল্পটিতে মহাসড়ককে ফোর লেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণের জন্য তিনটি পূর্ত কাজের প্যাকেজের মধ্যে দুইটি প্যাকেজের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। বাকি একটি প্যাকেজের আহবান করা হয়েছে দরপত্র, যার মূল্যায়ন কার্যক্রম চলমান। বর্তমানে পূর্ত কাজের দুইটি প্যাকেজের অধীনে সার্ভে কাজ, বিভিন্ন সেতুর স্থানে মাটি পরীক্ষা ও টেস্ট পাইলিং কাজ সম্পন্ন হয়েছে। বিভিন্ন স্থানে পাইলিংয়ের লোড টেস্ট কাজ চলছে। শীঘ্রই শুরু হবে মূল পাইলিং কাজ।

আশুগঞ্জ নদীবন্দর থেকে সরাইল বিশ্বরোড হয়ে আখাউড়ার ধরখার দিয়ে এ সড়কটি প্রতিবেশী দেশ ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তে গিয়ে পৌঁছাবে। এরমধ্যেই এই সড়কের জন্য ভূমি অধিগ্রহণ ও মাটি পরীক্ষণসহ প্রাথমিক সকল কাজ শুরু হয়েছে। এদিকে, ধরখার-আখাউড়া স্থলবন্দরগামী হাইওয়ে সড়কে সরকারী অর্থ হাতিয়ে নিতে নতুন নতুন ভবন ও স্থাপনা তৈরীর হিড়িক পড়েছে। কর্মকর্তারা বলছেন প্রকল্পের শুরুতেই ডাটাবেজ,ভিডিও ফুটেজ ও মানচিত্র প্রস্তুত করে সংরক্ষণ করা হয়েছে। উদ্দেশ্যমূলকভাবে সরকারি অর্থ হাতিয়ে নেয়ার কোন সুযোগ নেই। চলতি বছরের ফেব্রুয়ারিতে এর কার্যাদেশ দেয়া হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই প্রকল্পের বাস্তব কাজ শুরু হবে।

বাংলাদেশ-ভারতেরর মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ফোর লেনের কাজটি ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান বাস্তবায়ন করছে। এতে ব্যায় হবে তিন হাজার ৫০০ কোটি টাকা। ব্যায়ের ২০ শতাংশ বাংলাদেশ সরকার এবং অবশিষ্টাংশ ভারত সরকার প্রদান করবে। প্রকল্পে ২৬৫ একর জমি অধিগ্রহণে ব্যয় ধরা হয় ৫৬২ কোটি টাকা। বাংলাদেশ এবং ভারতের লাইন অব ক্রিয়েটের আওতায় দুইটি প্যাকেজে এসব কাজ বাস্তবায়ন হবে। শীঘ্রই প্রকল্পের কাজ পুরোদমে শুরু হবার কথা জানান সংশ্লিষ্টরা। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, অতিরিক্ত মুনাফার আশায় এবং সরকারি অর্থ হাতিয়ে নিতে এক শ্রেণীর লোক ধরখার-আখাউড়ার হাইওয়ের জন্য সম্ভাব্য স্থানে বাড়িঘর নির্মাণ করছে। স্থানীয়রা জানান, সড়কটি সোজাসোজি গেলে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি কম হওয়ার পাশাপাশি সরকারি অর্থের ব্যয় কমবে। এতে লাভবান হবে সরকার। আখাউড়া উপজেলা প্রশাসনের একটি সুত্র জানায়, অন্যায়ভাবে সম্ভাব্য সড়কের পাশে স্থাপনা করায় সম্প্রতি কয়েকজনকে আটক করা হয়। তারা মুচলেকা দিয়ে গেছে। সরকারি অর্থ উদ্দেশ্যমূলক ভাবে হাতিয়ে নিতে স্থাপনা নির্মাণ করা হলে নেয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।

প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার শাহরুল আমিন জানান, 'বাড়তি অর্থ হাতিয়ে নেয়ার কোন সুযোগ নেই।' জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেন, ভূমি অধিগ্রহনের জন্য প্রস্তাবকৃত স্থানের ভিডিও আগেই করা আছে। নুতন করে স্থাপনা নির্মাণের ক্ষতিপূরণ কেউ পাবেন না।'
#

 #বাবা ঢাকার এমপি শশুর নোয়াখালীর  #এমপি শাশুড়ি উপজেলা  #চেয়ারম্যান,                               /নিজে ওয়ার্ড  #কাউ...
27/10/2020

#বাবা ঢাকার এমপি
শশুর নোয়াখালীর #এমপি
শাশুড়ি উপজেলা #চেয়ারম্যান,
/
নিজে ওয়ার্ড #কাউন্সিলর
তবুও রক্ষা পায়নি দাপুটে এমপি পুত্র
#ইরফান_সেলিম !!
ধন্যবাদ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কে।

ফোর লেন রাস্তার কাজ পরিদর্শন করেছেন শেখ ওমর ফারুক চেয়ারম্যান সুলতানপুর ইউনিয়ন পরিষদ   গজাইরা  উরশীউড়া ।জেলখানার সামনে...
26/10/2020

ফোর লেন রাস্তার কাজ পরিদর্শন করেছেন শেখ ওমর ফারুক চেয়ারম্যান সুলতানপুর ইউনিয়ন পরিষদ গজাইরা উরশীউড়া ।জেলখানার সামনে রাস্তার কাজ করার সময় পানি আটকে ছিল এটি পরিষ্কার করার ব্যবস্থা করেছেন ধানক্ষেতের তলিয়ে গিয়েছিল পানি সরানোর ব্যবস্থা করেছেন

চেয়ারম্যান শেখ ওমর ফারুক‘র  শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,  সনাতন ধর্ম...
23/10/2020

চেয়ারম্যান শেখ ওমর ফারুক‘র শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের সহ সকলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি সকলের সুখ সমৃদ্ধি মঙ্গল ও সুখানুভবে সকলের মাঝে আনন্দ সৌহার্দ সম্প্রীতি কামনা করেন। আনন্দঘন পরিবেশে শান্তিপূর্ণভাবে এই উৎসব পালনে সকলের সার্বিক সহযোগিতা সহ অশুভ শক্তির বিনাশ কামনা এবং সারা বিশ্বে শান্তির জয়ের জন্য সুদৃঢ় বন্ধনের আহবান জানান।

22/10/2020
22/10/2020
22/10/2020

Address

Brahmanbaria
3400

Telephone

+8801911534441

Website

Alerts

Be the first to know and let us send you an email when DIT অনলাইন টিভি HD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share