05/10/2025
📌📌📌📌📌📌
আজ ৫ আক্টোবর, ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে, হেফাজতে ইসলাম বাংলাদেশকে নিয়ে কুটক্তি করা ও জেলা হেফাজতের নেতৃবৃন্দের সঙ্গে অসৌজন্য মূলক আচরণ করায়, জেলা প্রশাসক, দিদারুল আলমকে জামিয়া ইউনুছিয়া মাদরাসায় এসে অবশ্যই নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এই বিষয়ে সতর্ক থাকার ওয়াদা করতে হবে।
আজ রাত ৮টার মধ্যে সে যদি ক্ষমা না চায়, পর্ববর্তী কঠোর কর্মসূচি শীঘ্রই ঘোষণা হবে ইনশাআল্লাহ।
আহবানে,
কওমি ছাত্র ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া।
,