অভিমানী রাজকন্যা ২.২

অভিমানী রাজকন্যা ২.২ প্রিয়-!❤️

➤সবাইতো খুশি চায়..!!
➤আর আমি প্রতিটা খুশিতে..!!🦋
➤আপনাকে চাই..!!🥰

✰✰
(28)

ওরা আপনার জীবনে আসবে কেবল শূন্যতা ছড়িয়ে দিতে;🖤🌸ওরা নিজে থেকে চলেও যাবে,আবার আপনাকে দোষারোপও করে যাবে!দিনশেষে আপনি একা এক...
16/06/2025

ওরা আপনার জীবনে আসবে কেবল শূন্যতা ছড়িয়ে দিতে;🖤🌸
ওরা নিজে থেকে চলেও যাবে,আবার আপনাকে দোষারোপও করে যাবে!
দিনশেষে আপনি একা একটা মানুষকে, ওরা আরো বেশি একাকী করে দিয়ে চলে যাবে!
ওদের ধর্মই চলে যাওয়া!💔
কিছুদিন,ময়না পাখির বুলির মতো,,,খুব কিচিরমিচির করবে!
আপনি ভাববেন,এই বুঝি সুখ!এই বুঝি পাওয়া!
তারপর,যখনি আপনি আপনার সবটা দিয়ে ভালোবাসবেন,
ঠিক তখনি কোনো না কোনো ছুতোয়,বাস্তবতার দোহাই দিয়ে ওরা ঠিক চলে যাবে!
হ্যা,,,ওরা চলে যায়!
__থেকে গেলে হয় না?
নাহ,,ওদের চলে যাওয়াই ধর্ম!

অতঃপর_
সবশেষে,সববুঝে,আপনি নিঃশেষ,আপনি মৃত!

#অন্তত এইটুকু শিক্ষা নিন,আপনার আবেগ,অনুভূতিগুলোকে অন্যের হাতে তুলে দিবেন না প্লিজ,বিবেককে সর্বদা সজাগ রাখুন;❤️🌹

#স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়❤️
#বৃষ্টিবারি🌸

পৃথিবীতে কিছু সম্পর্ক ঠিক আগুনের মতো! আলো দেয়, আবার পোড়ায়ও।🙂 🤗
15/06/2025

পৃথিবীতে কিছু সম্পর্ক ঠিক আগুনের মতো! আলো দেয়, আবার পোড়ায়ও।🙂 🤗

✍️🥀হয়ত গন্তব্য অনেক দুরে কিন্তু আল্লাহর উপর ভরসা আছে✍️🥀আমি পথ চলার সাথি চাই এমন সাথি জিনি মৃত্যুর আগ পর্যন্ত হাত ধরে রাখ...
15/06/2025

✍️🥀হয়ত গন্তব্য অনেক দুরে কিন্তু
আল্লাহর উপর ভরসা আছে

✍️🥀আমি পথ চলার সাথি চাই এমন সাথি
জিনি মৃত্যুর আগ পর্যন্ত হাত ধরে রাখবে

আমি দুনিয়ার এই রিতি নিতীতে 🥀
বিশ্বাসি না আপনি এক দিকে আর. পুরো দুনিয়ার

✍️আর এক দিকে. থাকবে আমি হয়ত গুনাহ গার
কিন্তু আপনি এসে আমার ঈমানের হাল ধরনের

একা পথা চলতে আমাও কস্ট হয় আমিও হেরে
জাই নিজের এই অবাদ্ধ নফছের কাছে 🥀

✍️আমি চাই আপনি আমার ঢাল হবেন এক সাথে
পারি জমাবো দুনিয়ার প্রতি কুল স্রোতে 🥀

আল্লাহ তায়ালা আপনাকে সুস্থ রাখুন
امين آمين يارب العالمين 🥺🥀

🖤যারা বলছে ছেড়ে যাবে না কখনো তারা বহু আগেই ছেড়ে গিয়েছে যারা বলেছে তোমার মত ভাল মানুষ তার জীবনে আর পাইনি তারা ভয়ংকর ক...
14/06/2025

🖤
যারা বলছে ছেড়ে যাবে না কখনো
তারা বহু আগেই ছেড়ে গিয়েছে

যারা বলেছে তোমার মত ভাল মানুষ তার জীবনে আর পাইনি

তারা ভয়ংকর কলঙ্ক আর মিথ্যা অপবাদ দিয়ে গেছে
যত জন যাই বলেছে
কারো কথা আর শেষ পর্যন্ত মিল ছিল না,,,,

মুগ্ধতা আর দায়বদ্ধতা কেটে গেলে মানুষের প্রতি আর কোন মায়া থাকে না

আগে যা ছিল সব মিথ্যা করে দিয়ে মানুষ একে অপরকে ছেড়ে যায়।

মানুষের মোহ মায়া মমতা দুই দিন আর আল্লাহতালার জান্নাত পর্যন্ত। আল্লাহতালা সবাইকে হেদায়েত দিন আমীন

11/06/2025

পরিশ্রম মানুষকে কখনো ততটা ক্লান্ত করেনা
যতটা কথিত প্রিয়জনদের কটু কথা অবহেলা আর তিরস্কার ক্লান্ত করে,
শুধু ক্লান্ত নয় বরং প্রিয়ত্বের অবহেলা ভিতর থেকে মানুষকে অকেজো করে দেয়।

11/06/2025

যে একাকিত্ব আমাকে আমার রবের দিকে নিয়ে যায়, সেই একাকিত্ব আমার জীবনে বার বার আসুক।🙂

এই শহরে প্রতিদিন কিছু না কিছু ঘটে। নতুন আলো জ্বলে, নতুন মানুষ আসে, নতুন ভবন গড়ে ওঠে, আর পুরনো ধুলোকে কেউ নীরবে সরিয়ে দেয়...
11/06/2025

এই শহরে প্রতিদিন কিছু না কিছু ঘটে। নতুন আলো জ্বলে, নতুন মানুষ আসে, নতুন ভবন গড়ে ওঠে, আর পুরনো ধুলোকে কেউ নীরবে সরিয়ে দেয়।

কিন্তু আমার ভেতরে কিছুই ঘটে না। না কোনো নির্মাণ, না কোনো ভাঙন। আমি যেন এক ঠান্ডা বিস্ফোরণ— যার শব্দ নেই, আলো নেই, কিন্তু ছাই ছড়িয়ে পড়ে সময়ের গায়ে।

আমি দিন গুনে যাই, কিন্তু দিনগুলো আমাকে গুনে না। আমি ক্যালেন্ডারের পৃষ্ঠায় নামহীন একটা ছায়া মাত্র— কোনো উৎসব নেই, ছুটি নেই, আহ্বান নেই।

লোকেরা ভাবে আমি বেঁচে আছি। কারণ আমার দু’চোখ এখনো খোলা, আর পায়ের নিচে পৃথিবী। কিন্তু আমার ভেতরে কোনো মেরুদণ্ড নেই, শুধু এক নিষ্প্রাণ ভারসাম্য— যেন জীবনের সাথে কোনো শর্তহীন সন্ধি করেছি।

কখনো কখনো আমি আয়নায় তাকাই। চেহারাটা আমার, কিন্তু চাহনিটা কার, জানি না। আমার মতো দেখতে কেউ ভেতরে হেঁটে বেড়ায়, আর আমি বাইরে দাঁড়িয়ে দেখি, তাকে চিনতে পারি না।

মানুষ মূলত একা.!😔
11/06/2025

মানুষ মূলত একা.!😔

কঠিন সময়ে টিকে থাকুন…👇জীবনের পথে আমরা সবাই এক সময় না এক সময় কঠিন সময়ের মুখোমুখি হই।হঠাৎ প্রিয়জনের দূরত্ব, চাকরির অনিশ্চয়...
11/06/2025

কঠিন সময়ে টিকে থাকুন…👇
জীবনের পথে আমরা সবাই এক সময় না এক সময় কঠিন সময়ের মুখোমুখি হই।

হঠাৎ প্রিয়জনের দূরত্ব, চাকরির অনিশ্চয়তা, নিজের ভেতরের একাকীত্ব, কিংবা আত্মসম্মান আর ব্যক্তিত্বের টানাপোড়েন এসব কষ্ট যেন আমাদের ভেঙে ফেলতে চায়।
তবে মনে রাখবেন, সবচেয়ে গভীর অন্ধকারের পরেই আসে নতুন ভোর। কঠিন সময় মানেই শেষ নয়,বরং এ সময়েই আপনি চিনে নেবেন চারপাশের মানুষকে। কে সত্যিকারের বন্ধু, কে সহায়; আর কে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা হায়েনা—যে আপনার দুর্বল মুহূর্তে সুযোগ খোঁজে আপনাকে ছিঁড়ে ফেলার!

এই চেনা-জানার প্রক্রিয়াটাই কঠিন সময়ের সবচেয়ে বড় উপহার। হ্যাঁ, আপনার কান্না, হতাশা, ভেঙে পড়া সবই স্বাভাবিক। কাঁদুন, মন খারাপ করুন, নিজেকে সময় দিন। তবে মনে রাখবেন, আপনি ভেঙে পড়লেও ভেঙে যেতে পারবেন না।
নিজেকে এক রাখুন, নিজেকে জোড়া দিন।
ভাবুন, এতকিছুর মধ্যেও আপনি এখনও বেঁচে আছেন, লড়ছেন, হাঁটছেন—এটাই প্রমাণ করে আপনি কতটা সাহসী। হয়তো আজ কেউ বুঝবে না আপনার লড়াইয়ের গল্প, কিন্তু একদিন এই গল্পই হবে অন্য কারও অনুপ্রেরণা।
একদিন, আপনার টিকে থাকাই হয়ে উঠবে একটি বিজয়ের ইতিহাস। নিজেকে ভালোবাসুন, সময় দিন, নিজের যত্ন নিন। প্রিয় মানুষের পাশে থাকুন। আর সবচেয়ে বড় কথা— হাল ছাড়বেন না। আপনি একা নন। এই যুদ্ধ সবার।
“ঝড় যতই প্রবল হোক, তা চিরকাল থাকে না।
সূর্য একদিন ঠিকই ফিরে আসে—আলো নিয়ে, আশা নিয়ে।
আর যারা ঝড়ের ভেতরেও দাঁড়িয়ে থাকতে শিখে,
ইতিহাস ঠিক তাদের নামটাই মনে রাখে।”

আপনার পথ কঠিন হতে পারে, কিন্তু আপনি হারিয়ে যাবার জন্য জন্মাননি। আপনি জন্মেছেন লড়াই করে জেতার জন্য।
তাই…
ভেঙে পড়লেও গড়ুন নিজেকে নতুন করে।
কারণ আপনি আপনার নিজের গল্পের নায়ক/নায়িকা।

বিলাসিতার রঙ্গিন জগতে আমি এক সাদা-কালো মস্তিষ্কের মানুষ 🖤⃝࿐🙂
10/06/2025

বিলাসিতার রঙ্গিন জগতে আমি
এক সাদা-কালো মস্তিষ্কের মানুষ 🖤⃝࿐🙂

সওয়াল:-তাবিজ হচ্ছে শির্ক! যারা বলছে তাবিজ জায়েজ, কোরআনের আয়াত দিয়ে হোক শিরিক হবে?জওয়াব :-দেখুন নবী করীম (সাঃ) বলেছে...
09/06/2025

সওয়াল:-তাবিজ হচ্ছে শির্ক! যারা বলছে তাবিজ জায়েজ, কোরআনের আয়াত দিয়ে হোক শিরিক হবে?

জওয়াব :-দেখুন নবী করীম (সাঃ) বলেছেন, “আত-তামায়িমু শিরকুন” - তাবিজ হচ্ছে শিরক। এটা আল্লাহর নবীর কথা (হাদীস), কোনো আলেমের ফতোয়া না! ফতোয়া হলে ভাবতেন মানুষের মত, ভুল-ত্রুটি হতে পারে।
কিন্তু এটি কার কথা?
নবী (সাঃ) এর কথা।

আচ্ছা কেউ যদি বলে, তাবিজ যার মধ্যে শিরক থাকবে সেটা শিরক, আর যেটা কুরআনের দুয়া দিয়ে করবো, কুরআনের সুরা বা নবীর হাদীসের দুয়া দিয়ে করবো সেগুলোতে কোনো সমস্যা নেই।

নবী (সাঃ) এগুলোর মাঝে কোনো পার্থক্য করেননি, যদি পার্থক্য করতেন তাহলে তিনি অবশ্যই বলে দিতেন, দেখো তোমরা কুরআন হাদীসের দুয়া দিয়ে তাবিজ করিও কোনো অসুবিধা নেই। আর শিরকি কথা দিয়ে বা বুঝা যায়না এমন কথা বার্তা দিয়ে তাবিজ করিওনা। এভাবে তিনি ভেঙ্গে দুইটাকে আলাদা করে বলতেন, কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে শরীয়ত স্পষ্ট করে মানুষের কাছে পোঁছে দেওয়ার জন্যই এসেছিলেন। কিন্তু তিনি এইরকম কোনো পার্থক্য করেন নি, সব তাবিজকেই শিরক বলেছেন। সুতরাং, তাবিজ তা যেকোনো রকমেরই হোকনা কেনো, আল্লাহর নবী বলেছেন - তাবিজ হচ্ছে শিরক!
সুতরাং শিরক!!!

এখন প্রশ্ন হচ্ছে, তাবিজ শিরক হয় কিভাবে? তাবিজ পূজার শিরক নয়, সেজদা করার শিরক না কারণ তাবিজকে কেউ পূজা বা সেজদা করেনা। কিন্তু এটা হচ্ছে ভরসা করার শিরক। আল্লাহর উপর ভরসা করতে হবে, আস্থা রাখতে হবে আর আস্থা ও ভরসা পুরোপুরি হয়ে গেছে তাবিজের উপরে। এইজন্য যারা তাবিজ ঝুলায় তারা গর্বের সাথে বলে, তাবিজ আছে, কোনো যাদু আমার ক্ষতি করতে পারবেনা, তাবিজ আছে, কোনো পরোয়া নেই – কোনো জিন আমাকে স্পর্শ করতে পারবেনা।
তাদের মনে বল কিজন্য?
তাদের মনের বল পুরোপুরি এই তাবিজের উপরে। এইযে প্রশ্নকারীর মন খুব দুর্বল হয়ে পড়েছে ভয় লাগছে, কেনো?
তার আস্থা ছিলো এই তাবিজের উপরে। আল্লাহর উপর ভরসা না করে তাবিজের উপর ভরসা করা সেটা কি?
সেটা হচ্ছে শিরক! –
সেটা কুরআনের দুয়া দিয়েই তাবিজ করুক না কেনো?
আর শিরকি কথা বা গাছ-গাছড়া দিয়ে তাবিজ করা হোকনা কেনো?

এ সম্পর্কে কুরআনে অনেক আয়াত আছে, “যদি তুমি মুমিন হয়ে থাকে তাহলে শুধুমাত্র আল্লাহর উপরেই ভরসা করো” তাহলে তাবিজের উপর যে ভরসা করবে সে মুমিন না মুশরেক?
সে মুশরকে হয়ে যাবে।

আবার অনেকে বলে, কুরআন হাদীস দিয়ে তাবিজ করবো এটা এমন কি খারাপ কথা?

"আঘাতের গল্পটা সবসময় নিরব থাকে""আঘাত কেবল দেহে লাগে না, মনেও পোড়ে..."যে আঘাত পায়, সে চিৎকার করে না।সে কাঁদে—অন্তরের গভীর...
05/06/2025

"আঘাতের গল্পটা সবসময় নিরব থাকে"
"আঘাত কেবল দেহে লাগে না, মনেও পোড়ে..."

যে আঘাত পায়, সে চিৎকার করে না।
সে কাঁদে—অন্তরের গভীরে, নিঃশব্দে।
সে হাসে—ভাঙা মুখে, চোখের কোণে অশ্রু লুকিয়ে।
সে ভালোবাসে—ভাঙা হৃদয় নিয়েও, কারও না বলা ভালোবাসার খাতিরে।

আর যে আঘাত দেয়?
সে তো জানেই না, তার ফেলে যাওয়া একটা কথা, একটা অবহেলা, একটা ভুল বোঝা—
কাউকে ভিতর থেকে কতটা ভেঙে দেয়।
সে বোঝেই না, তার কারণেই কেউ রাতজেগে কান্নায় ভাসে,
নিজেকে দোষী ভাবে, নিজের অস্তিত্বকেই প্রশ্ন করে।

সবচেয়ে কষ্টের ব্যাপার হলো—
যে কষ্ট পায় তার যন্ত্রণা চিৎকার করে বলার অধিকারটাও অনেক সময় থাকে না।
আর যে কষ্ট দেয় সে নিজের অজান্তেই নিজেকে নির্দোষ ভাবতে থাকে।

আঘাত দেওয়া মানুষটা নিজের মতো করে বাঁচে, হাসে, চলে যায়...
আর যে আঘাতটা সহ্য করে, সে প্রতিটা মুহূর্তে নিজেকে জোড়া লাগাতে চেষ্টা করে।
ভাঙা আয়নায় নিজের ছায়া দেখে ভয় পায়।

তাই বলি, একটু সাবধানে কথা বলো,
একটু মন দিয়ে সম্পর্কগুলোকে বোঝো।
কারণ কেউ হয়তো তোমার একটুখানি অবহেলায় নিঃশেষ হয়ে যাচ্ছে—
আর তুমি জানতেও পারছো না...

✍️মাইসারা জান্নাত মিম
স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়

Address

Chittagong
Brahmanbaria

Alerts

Be the first to know and let us send you an email when অভিমানী রাজকন্যা ২.২ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category