
16/06/2025
ওরা আপনার জীবনে আসবে কেবল শূন্যতা ছড়িয়ে দিতে;🖤🌸
ওরা নিজে থেকে চলেও যাবে,আবার আপনাকে দোষারোপও করে যাবে!
দিনশেষে আপনি একা একটা মানুষকে, ওরা আরো বেশি একাকী করে দিয়ে চলে যাবে!
ওদের ধর্মই চলে যাওয়া!💔
কিছুদিন,ময়না পাখির বুলির মতো,,,খুব কিচিরমিচির করবে!
আপনি ভাববেন,এই বুঝি সুখ!এই বুঝি পাওয়া!
তারপর,যখনি আপনি আপনার সবটা দিয়ে ভালোবাসবেন,
ঠিক তখনি কোনো না কোনো ছুতোয়,বাস্তবতার দোহাই দিয়ে ওরা ঠিক চলে যাবে!
হ্যা,,,ওরা চলে যায়!
__থেকে গেলে হয় না?
নাহ,,ওদের চলে যাওয়াই ধর্ম!
অতঃপর_
সবশেষে,সববুঝে,আপনি নিঃশেষ,আপনি মৃত!
#অন্তত এইটুকু শিক্ষা নিন,আপনার আবেগ,অনুভূতিগুলোকে অন্যের হাতে তুলে দিবেন না প্লিজ,বিবেককে সর্বদা সজাগ রাখুন;❤️🌹
#স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়❤️
#বৃষ্টিবারি🌸