22/01/2024
এত এত পাবলিক ভার্সিটি থাকা সত্ত্বেও ব্রাক ভার্সিটির প্রতি ছিল আলাদা একটা ভালো লাগা৷ বর্তমানে বেশিরভাগ পাবলিক ভার্সিটিকে ছাড়িয়ে শীর্ষ স্থানে আছে এই ব্রাক ভার্সিটি। মেধাবী স্টুডেন্ট বের হচ্ছে ঠিকই, মানুষ হচ্ছে কতজন! পাঠ্যবইয়ের শিক্ষায় শিক্ষায় শিক্ষিত করছে, ঈমানটা রাখছে তো! ঈমানি দায়িত্ব থেকে একটা বই বয়কট করার বিপরীতে একজন যোগ্য শিক্ষককে যখন চাকরিচ্যুত করতে পারে, আর যাইহোক এটা কোনো খাঁটি মুসলিমের পড়ার স্থান হতে পারে না। তীব্র নি- ন্দা ও প্র-তি-বা-দ জানিয়ে আমাদের সকলের উচিত ব্রাকের আওতাভুক্ত সকল মাধ্যম বয়কট করা।