Asma Akter

Asma Akter সবার মতো হবো এটা কখনো হয়?
আমার মতো আমি কারোর মতো নই।

22/01/2024

এত এত পাবলিক ভার্সিটি থাকা সত্ত্বেও ব্রাক ভার্সিটির প্রতি ছিল আলাদা একটা ভালো লাগা৷ বর্তমানে বেশিরভাগ পাবলিক ভার্সিটিকে ছাড়িয়ে শীর্ষ স্থানে আছে এই ব্রাক ভার্সিটি। মেধাবী স্টুডেন্ট বের হচ্ছে ঠিকই, মানুষ হচ্ছে কতজন! পাঠ্যবইয়ের শিক্ষায় শিক্ষায় শিক্ষিত করছে, ঈমানটা রাখছে তো! ঈমানি দায়িত্ব থেকে একটা বই বয়কট করার বিপরীতে একজন যোগ্য শিক্ষককে যখন চাকরিচ্যুত করতে পারে, আর যাইহোক এটা কোনো খাঁটি মুসলিমের পড়ার স্থান হতে পারে না। তীব্র নি- ন্দা ও প্র-তি-বা-দ জানিয়ে আমাদের সকলের উচিত ব্রাকের আওতাভুক্ত সকল মাধ্যম বয়কট করা।




18/12/2023

আপনার সন্তানকে 'অভাব' শেখান। আপনার প্রচুর সামর্থ্য থাকলেও সন্তানকে 'অভাব' শেখান। আপনি বাবা; এটিএম মেশিন না। আপনি মা; ঘষা দেয়া প্রদীপের দৈত্য নন যে, সন্তান যখন যা চাইবে তা-ই উপস্থিত করবেন। সন্তান যা চাইবে তা-ই যদি দিয়ে দেন তাহলে আপনার সন্তানের 'মানুষ' হওয়ার সম্ভাবনা খুবই কম। সন্তানকে জীবনের মানে বুঝানোর অর্থ কম ভালোবাসা না, বরং তাকে বেশী ভালোবাসা। কারণ আপনি যখন থাকবেন না, দুনিয়ার কঠিন পথে তাকে একা চলতে হবে। আপনার সন্তানকে এটা শেখান যে, 'চাইলেই সব কিছু পাওয়া যায় না'। সব কিছু পাওয়ার প্রয়োজনও নেই। কষ্টের মাধ্যমে অর্জিত জিনিসের মূল্য বোঝান। তাকে বোঝান সবকিছু ছাড়াও জীবন চলে। অভাবকে ভালোবাসতে হয়, তাতে অজ্ঞাতসারে স্বভাবটাও ভাল হয়।

বইঃ ফুটিয়ে তুলুন সুবাসিত ফুল।

17/12/2023

আপনাকে ফলো করে এমন মানুষ কি খুবই কম? তাহলে আল্লাহ তা‘আলাকে ধন্যবাদ দিন। কারণ, এখন আপনার ভুলগুলো বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে না।

বই: হারিয়ে যাওয়া মুক্তো

16/12/2023

"মদিনাতুল মনোয়ারা" সে তো এক কুলাহলহীন নির্জন স্বর্গীয় নগরী।
এ নগরীর পরতে পরতে আমার রাসূলের স্মৃতি।
এখানে সবুজের ছায়াতলে শায়িত আছেন সেই মহান মানব।
উনার পবিত্রতা ধারন করে সবুজের আলপনায় আঁকা হৃদয় ব্যাকুল করা সৌন্দর্যে আলোকিত পবিত্র মদিনা।
অধুনা বিশ্বের সবচেয়ে শান্তির রাজ্য এই নগরী।
এটিই সেই নগরী যেই নগরের মানুষজন প্রায় দের হাজার বছর আগে নবিজীকে বরন করতে ছুটে গিয়েছিল শহরের শেষ প্রান্তে। শিশুরা গেয়ে উঠেছিল ""তালায়াল বাদরু আলাইনা,,,,।
এই তো সেই মদিনা যেখানে যাওয়া এবং প্রিয় রওজা মুবারক যিয়ারত করা প্রত্যেকটা মুমিন হৃদয়ের চিরহরিৎ স্বপ্ন।
এই তো সেই মদিনা, যেথায় আজও যাওয়া হল না!💔🥀
~Asma akter

কাজের মেয়ে নয়, বাচ্চা নিরাপদ মায়ের হাতেইবিভিন্ন কারণে বাসায় কাজের মেয়ে রাখা উচিত নয়। অনেক নারী বাসার বাইরে কাজ করেন। ...
15/12/2023

কাজের মেয়ে নয়, বাচ্চা নিরাপদ মায়ের হাতেই
বিভিন্ন কারণে বাসায় কাজের মেয়ে রাখা উচিত নয়। অনেক নারী বাসার বাইরে কাজ করেন। তারা বাচ্চা দেখাশোনার জন্য আয়া ভাড়া করেন। ঠিক যে সময়টাতে মায়ের কাছে শিশুর দ্বীন ও দুনিয়ার শিক্ষা দরকার, সেই সময় তাকে এমন আয়ার হাতে ছেড়ে দেয়া হচ্ছে যে হয়তো কোনো দ্বীনদার মুসলিম নয়। মায়ের অনুপস্থিতিতে আয়া যা খুশি তা-ই বাচ্চার সাথে করতে পারে। এভাবে বাচ্চা তার সাথে সারাদিন কাটায়, তার চরিত্রের দ্বারা প্রভাবিত হয়। আর আয়া যদি অমুসলিম হয় তবে তো শিশুর ঈমানকে ধ্বংস করার জন্য সে-ই যথেষ্ট।
প্রথম দিকের বছরগুলোতে শিশুকে শিক্ষা দেওয়া ও লালনপালন করার দায়িত্ব তার পরিবারের, বিশেষ করে তার মায়ের। একদম অপরিচিত কারও হাতে এই গুরুদায়িত্ব দেওয়া কোনোভাবেই উচিত নয়।
মায়েরা, আপনারা মন দিয়ে লেখাটি পড়ুন। আপনার কাজের মেয়েটি হতে পারে অনেক ভালো। কিন্তু সে কখনোই আপনার বিকল্প হতে পারবে না। সন্তানের জন্য মায়ের মতো আর কেউ নেই। “দাম্পত্যের ছন্দপতন” বইয়ের গুরুত্বপূর্ণ এই পাঠটি নোট করে রাখুন। নিজে এটা নিয়ে সিরিয়াস হন, অন্য মায়েদের কাছেও এই বার্তাটি পৌঁছে দিন।

08/12/2023

▫️ প্রশান্তি !
▫️সুরাঃ আদ-দোহা!
▫️🎙️ওসমান আল-হাদ্দাদ!

সবুজ প্রেম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 🌸
05/11/2023

সবুজ প্রেম।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 🌸

25/10/2023

আমরা রবের কাছে জবাবদিহি করার জন্য প্রস্তুত আছি তো?
"ফরজে আইন" পালন না করে মুনাফিকদের মত চুপ করে তামাশা দেখাতেই মগ্ন আছি আমরা।

রব্বুল আলামীন শুধু দ খ লদার ই হু দিদেরই পাকড়াও করবেন না, সাথে আমাদেরকেও পাকড়াও করবেন।

17/10/2023

এক নজরে দেখে নিন কিভাবে ব্যবহার করবেন।🌻

এই তো আর কিছুটা পথ.....! 🥀
17/10/2023

এই তো আর কিছুটা পথ.....! 🥀

ইয়া রব কবুল করুন।🥀
14/10/2023

ইয়া রব কবুল করুন।🥀

Address

Brahmanbaria
1234

Alerts

Be the first to know and let us send you an email when Asma Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share