Md. Limon Miah

  • Home
  • Md. Limon Miah
আলহামদুলিল্লাহ, সবাইকে অভিনন্দন।
09/07/2025

আলহামদুলিল্লাহ, সবাইকে অভিনন্দন।

অভিনন্দন ও কৃতজ্ঞতার শ্রদ্ধাঞ্জলি মোঃ আজিজুর রহমান লিটন—একটি নাম, যিনি ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক, সামাজিক ও মানবিক অঙ্গনে...
17/06/2025

অভিনন্দন ও কৃতজ্ঞতার শ্রদ্ধাঞ্জলি
মোঃ আজিজুর রহমান লিটন—একটি নাম, যিনি ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক, সামাজিক ও মানবিক অঙ্গনে এক উজ্জ্বল আলোকবর্তিকা।

তার এই সাফল্যের শিকড় প্রোথিত রয়েছে এক মহান পিতার আদর্শে—
মরহুম জিল্লুর রহমান সাহেব, ‍সাবেক চেয়ারম্যান, সুহিলপুর ইউনিয়ন পরিষদ।
তিনি ছিলেন ‍সুহিলপুরের গর্বিত পথপ্রদর্শক ও একজন সত্যিকারের জননেতা।

তাঁর নেতৃত্বে গড়ে উঠেছে গ্রামীণ প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও কবরস্থান।
তিনি স্থাপন করেছেন মসজিদ, খেলার মাঠ, হাটবাজার, পুকুর, গার্ডওয়ালসহ বহু উন্নয়ন প্রকল্প।
তিনি বিশ্বাস করতেন— “মানবিকতা, শিক্ষা ও নিষ্ঠা—এই তিনেই জনসেবা।”

এই মহান পিতার আদর্শেই অনুপ্রাণিত হয়ে মোঃ আজিজুর রহমান লিটন আজ নিজেকে গড়ে তুলেছেন একজন জনদরদী চেয়ারম্যান, সমাজসেবক ও সম্মানিত রাজনৈতিক সংগঠক হিসেবে।

আজ সেই মানুষটির কাঁধে আরও একটি গুরুদায়িত্ব—
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ব্রাহ্মণবাড়িয়া জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।

এই দায়িত্ব শুধু সম্মান নয়—এটি একটি ভবিষ্যতের প্রতিশ্রুতি।
আমরা বিশ্বাস করি, তার অভিজ্ঞতা, বাবার আদর্শ ও মানবিক নেতৃত্ব এই কমিটিকে আরও জনবান্ধব ও গতিশীল করবে।

অভিনন্দন মোঃ আজিজুর রহমান লিটন চেয়ারম্যান !
আপনার পথচলা হোক আলোকিত।
বাবার মতো আপনিও হোন প্রজন্মের অনুপ্রেরণা।

আল্লাহ যেন মরহুম জিল্লুর রহমান সাহেবকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।

#জাতীয়_নাগরিক_পার্টি
#ব্রাহ্মণবাড়িয়া_জেলা
#প্রধান_সমন্বয়কারী
#আজিজুর_রহমান_লিটন
#সাবেক_চেয়ারম্যান_জিল্লুর_রহমান
#নেতৃত্ব_ও_মানবতা
#আদর্শের_প্রজন্ম

10/04/2025
শিশুদের জন্য ঈদ
31/03/2025

শিশুদের জন্য ঈদ

Eid Mubarak
31/03/2025

Eid Mubarak

Address


Telephone

01812835353

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Limon Miah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Limon Miah:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share