Brahmanbaria.tv ব্রাহ্মণবাড়িয়া টিভি

Brahmanbaria.tv ব্রাহ্মণবাড়িয়া টিভি প্রতি মুহুর্তের খবর পেতে আমাদের ফেসব?

নাসিরনগরে বজ্রপাতে ২ জনের মৃত্যু।ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুজন মারা গেছেন।মঙ্গলবার সকল...
08/10/2024

নাসিরনগরে বজ্রপাতে ২ জনের মৃত্যু।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুজন মারা গেছেন।

মঙ্গলবার সকল ৮টার সময় এ ঘটনা ঘটেছে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিরনগর উপজেলা গোয়ালনগর ইউনিয়নে লালয়ারটুক গ্রামের সাজু মিয়ার ছেলে শাহিন মিয়া (৩২) সকাল ৮টার দিকে রিং জাল দিয়ে বাড়ির পাশে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন।

আপরদিকে ভোলাকোট ইউনিয়নে বাঘী গ্রামের মতিলাল বিশ্বাসের ছেলে অষ্টলাল বিশ্বাস (৫০) মাঠে কাজ করছিলেন। মাঠে কাজ করা অবস্থায় অষ্টলাল বিশ্বাস (৫০) দুপুর সাড়ে ১২টার দিকে বজ্রাপাতে মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুল হক ভুঁইয়া জানান, উপজেলার গোয়ালনগর ইউনিয়নে লালয়ারটুক গ্রামের সাজু মিয়ার ছেলে শাহিন মিয়া (৩২) ও একই উপজেলার ভলাকুটের ইউনিয়নের বাঘী গ্রামের মতিলাল বিশ্বাসের ছেলে অষ্টলাল বিশ্বাস (৫০) দুজনই বজ্রপাতে মৃত্যুবরণ করেন।

আখাউড়ায় যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযান, আটক ৬।ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় ভারতীয়...
04/10/2024

আখাউড়ায় যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযান, আটক ৬।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় ভারতীয় মালামাল ও দেশীয় অস্ত্রসহ ১ জন এবং সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৫ জনসহ ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান এর নির্দেশে, সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, কসবা সার্কেল এর দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাসিম এর সার্বিক তত্ত্বাবধানে আখাউড়ায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালিত হয়।

আখাউড়া থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ৩ অক্টোবর, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার সময় আখাউড়া উপজেলার ৫নং আখাউড়া দক্ষিণ ইউপি, ৬নং ওয়ার্ডের দ্বিজয়পুর (গাজীর বাজার) থেকে আসামি আফজাল হোসেন প্রকাশ জুম্মানকে গ্রেফতার করা হয়। এসময় তার শয়নকক্ষে থাকা অবৈধ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আফজাল আখাউড়ার গাজীর বাজার ৫নং ইউপি’র ৬নং ওয়ার্ডের মৃত মোখলেছুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে আখাউড়া থানায় ১টি চোরাচালান ও ১টি অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।

আরেক অভিযানে এসআই মো. মশিউর রহমান খান, এসআই মো. এরশাদ মিয়া, এএসআই উৎপল দেওয়ান, এএসআই রনি বড়ুয়া, এএসআই ইকবাল হোসেন, এএসআই ধীমান বড়ুয়া ও সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে একই দিন রাতে অভিযান চালিয়ে ১ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও ৪ জন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, মনির মিয়া, মোছা. রুহেনা আক্তার, মো. আবুল মিয়া, মো. স্বপন মিয়া ও আল আমিন। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইয়াবা দিয়ে বিএনপির নেতাকে ফাঁসানোর অভিযোগ, ওসি সহ ৩ কর্মকর্তা প্রত্যাহার।ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইয়াবা দিয়ে নোমান মিয়া ...
04/10/2024

ইয়াবা দিয়ে বিএনপির নেতাকে ফাঁসানোর অভিযোগ, ওসি সহ ৩ কর্মকর্তা প্রত্যাহার।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইয়াবা দিয়ে নোমান মিয়া নামে বিএনপির এক নেতাকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। তিনি উপজেলার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের শিল্প বিষয়ক সম্পাদক।

বুধবার (২ অক্টোবর) রাতে আশুগঞ্জ শহরের জহিরুল হক মুন্সী শপিং কমপ্লেক্স এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে আশুগঞ্জ থানার ওসি সহ দুই উপ পরিদর্শককে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

জেলা পুলিশ লাইনে সংযুক্তরা হল আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন, থানার উপপরিদর্শক দীপক কুমার ও প্রদ্যুত ঘোষ চৌধুরী।

বৃহস্পতিবার বিকেলে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান। এবং এই ঘটনাটি তদন্ত করে দ্রুত প্রতিবেদন দেয়ার জন্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। এ ঘটনায় রোমান মিয়া বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছে।

লিখিত অভিযোগে জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে আশুগঞ্জ বাজারের জহিরুল হক মুন্সী মার্কেট এলাকায় নোমান মিয়ার ভাড়া বাসায় যৌথ বাহিনীর একটি দল আসেন। এ সময় সেনাবাহিনীর সদস্যরা পুরো বাসায় তল্লাসি চালায়। তল্লাসি করার পর কিছু পায়নি। একপর্যায়ে আশুগঞ্জ থানার উপপরিদর্শক দীপক কুমার ও প্রদ্যুত ঘোষ চৌধুরী নোমানের বাসায় প্রবেশ করে। এ সময় হঠাৎ করে কিছু ইয়াবা টেবলেটের একটি প্যাকেট সোফার কাছে ফেলে দেয়। এবং ঘরে থাকা নগদ ৫ লাখ ৫৬ হাজার টাকা ও স্বাক্ষর করা চেক বই নিয়ে যায় পুলিশ সদস্যরা। পরে তাকে ধরে থানায় নিয়ে আসেন। থানার আনার পর ঘটনাটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তখন পুলিশ সদস্যরা ইয়াবা দিয়ে গ্রেপ্তার করা হবে না আশ্বাস দেয়া হয়।

এদিকে, নোমান মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় হওয়া মামলার আসামি ছিলেন। তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একটি মামলায় ৬ নম্বার আসামি তিনি। সেই মামলায় তাকে আটক দেখিয়ে আদালতে প্রেরণের প্রক্রিয়া শুরু হয়। পরে সকালে মামলার বাদী রমজান মিয়া এসে নোমানের বিষয়ে কোনো অভিযোগ না থাকায় পুলিশ দুপুরে ১২টার দিকে ছেড়ে দেয় তাকে।

এ বিষয়ে মামলার বাদী রমজান মিয়া বলেন, নোমান মিয়াকে ভুল ক্রমে আসামি করা হয়েছে। এবং নোমানের বিষয়ে আদালতে এফিওফিড করে দেয়া হয়েছে। তাই নোমান মিয়াকে ছেড়ে দিতে পুলিশকে বলেছি।

রোমান মিয়া বলেন, আমি এই ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান বলেন, নোমান মিয়া একটি মামলার ৬ নং আসামি। রাতে তাকে আটক করা হলেও সকালে বাদী নোমান মিয়ার নাম ভুলক্রমে এজাহারে লেখা হয়েছে বলে জানিয়েছেন। বাদী বিষয়টি আদালতেও জানিয়েছেন। বাদীর বক্তব্যের কারণেই রোমান মিয়াকে ছেড়ে দেয়া হয়েছে।

তবে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার বিষয়ে ইতোমধ্যে তদন্ত কমিটি করা হয়েছে। এরই মধ্যে ওসিসহ তিনজনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তবে কেউ অপরাধ করলে তাকে ছাড় দেয়া হবে না। কঠোরভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিতর্কিত আলীনুরের ইবি’র ভিসি হতে দৌড়ঝাঁপ।স্টাফ রিপোর্টার (মো: সুমন শুভ)  ইসলামী বিশ্ববিদ্যালয়ে এবার ভিসি হওয়ার তদবির শুর...
03/10/2024

বিতর্কিত আলীনুরের ইবি’র ভিসি হতে দৌড়ঝাঁপ।

স্টাফ রিপোর্টার (মো: সুমন শুভ) ইসলামী বিশ্ববিদ্যালয়ে এবার ভিসি হওয়ার তদবির শুরু করেছেন ২০০৪-২০০৫ সালে নিয়োগ বাণিজ্যের মূল হোতা ড. আলী নুর। কুষ্টিয়ার ইবিতে এ কথা এখন জনে জনে। ইবির বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা জানান, বিতর্কিত কর্মকান্ডের জন্য তৎকালীন সাধারণ শিক্ষার্থীরা প্রক্টর ড. আলী নুরের অফিস কক্ষে আগুন ধরিয়ে দিয়ে তাকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করে। জানা যায়, আলী নুর এক্ষেত্রে হাতিয়ার হিসেবে সর্বক্ষেত্রে ব্যবহার করেন তখনকার ইবি ছাত্রদলের সভাপতি মমিনুর রহমানকে। শুধু তাই নয়, সেসময় ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরির প্রলোভন দেখিয়ে প্রক্টর আলীনুর ও তার অপকর্মের সহযোগী মমিন কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় বলেও অভিযোগ রয়েছে। সরজমিনে গিয়ে ভুক্তভোগীসহ বিভিন্ন জনের সাথে কথা বলেও মেলে আলীনুরের নিয়োগ বাণিজ্যের সত্যতা। জানা যায়, আলীনুর ও মমিন চাকরি দেওয়ার নাম করে কীভাবে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে বাগিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। পরবর্তীতে চাকরি নামক সোনার হরিণ না পেয়ে তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন শুরু হয়, এতেও প্রতিকার না হলে আলীনুর ও মমিনকে ইবিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে ড. আলীনুরের বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার ফিরিস্তি। তৎকালীন কয়েকজন শিক্ষার্থী জানান, একদিকে প্রক্টর পদ অন্যদিকে সিন্ডিকেট মেম্বার। এই দুই পদ কাজে লাগিয়ে নিয়োগ বাণিজ্য করে ”আঙুল ফুলে কলা গাছ” বনে যান ড. আলীনুর। মেতে ওঠেন নিয়োগ বাণিজ্যের রমরমা কর্মকাণ্ডে। ইবির প্রাক্তন শিক্ষার্থীরা বলেন; বিশ্ববিদ্যালয়টির প্রতিটা ইট-পাথরও যেন আজ আলীনুরের অপকর্মের রাজ সাক্ষী। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট একাধিক সুত্র জানায়, স্বৈরাচার সরকারের মসনদ গণঅভ্যুত্থানে ভেঙে তছনছ হওয়ার পরপরই গর্ত থেকে উঠেই ডানা মেলতে শুরু করেন ড. আলীনুর ও তার অপকর্মের বিশ্বস্ত দোসররা। যারা আঁতাত করে পিঠ বাঁচিয়েছিলেন আওয়ামী লীগের আমলে। অবাঞ্ছিত হওয়া নিয়োগ বাণিজ্যের মূল কারিগর আলীনুর এবার ইবির ভিসি হওয়ার জন্য মাথাচাড়া দিয়ে উঠেছেন বলেও জানায় ইবির ওই সূত্রগুলো। এমনকি যেকোনো শর্তে বিপুল অঙ্কের বিনিময়ে হলেও ভিসি হওয়ার তদবির করছেন বলেও জানায় সূত্র। তবে, ইবির একাধিক সূত্র বলছে আলীনুর ভিসি হলে অস্থিতিশীল হতে পারে ক্যাম্পাস। এদিকে, এসব অভিযোগের বিষয়ে ড. আলীনুরের সাথে যোগাযোগ করলে সকল অভিযোগ অস্বীকার করেন তিনি।

যৌথবাহিনির মাদক বিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা আসামি আটক ৬ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পুলিশের মাদক বির...
03/10/2024

যৌথবাহিনির মাদক বিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা আসামি আটক ৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৪ ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনাকালে ভারতীয় মালামাল ও দেশীয় অস্ত্র সহ ১ জন এবং সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৫ জনসহ ৬ জন আসামীকে গ্রেফতার করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান এর নির্দেশে, সহকারী পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন, কসবা সার্কেল এর দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাসিম এর সার্বিক তত্ত্বাবধানে আখাউড়ায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আখাউড়া থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ৩ অক্টোবর বৃহস্পতিবার ভোর ৪.৩০ ঘটিকার সময় আখাউড়া উপজেলার ৫ নং আখাউড়া দক্ষিণ ইউপি, ৬নং ওয়ার্ডের দ্বিজয়পুর (গাজীর বাজার) থেকে আসামী আফজাল হোসেন প্রকাশ জুম্মান(৩৪), তার শয়ন কক্ষে থাকা অবৈধ বিপুল পরিমান ভারতীয় পণ্য ও দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি আফজাল হোসেন প্রকাশ জুম্মান (৩৪) আখাউড়ার গাজীর বাজার ৫ নং ইউপি’র ৬ নং ওয়ার্ডের মৃত মোখলেছুর রহমানের ছেলে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় ১টি চোরাচালান আইনে মামলা ও ১টি অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।
অন্য আরেকটি অভিযানকালে এস.আই(নিরস্ত্র) মোঃ মশিউর রহমান খান, এসআই(নিরস্ত্র) মোঃ এরশাদ মিয়া, এ.এস.আই(নিরস্ত্র) উৎপল দেওয়ান, এএসআই(নিরস্ত্র) রনি বড়ুয়া, এএসআই(নিরস্ত্র) ইকবাল হোসেন, এএসআই (নিরস্ত্র) ধীমান বড়ুয়া ও সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে একেই দিনে রাত্রিবেলা অভিযান পরিচালনাকালে ১জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও ৪জন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, মনির মিয়া, মোছাঃ রুহেনা আক্তার, মোঃ আবুল মিয়া, মোঃ স্বপন মিয়া, আল আমিন।গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়।

সরাইল বিজিবি’র অভিযানে অবৈধ ভারতীয় মালামাল আটকব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে মাদকসহ একজনকে আটক করেছে সরাইল ব্যাটালিয়...
03/10/2024

সরাইল বিজিবি’র অভিযানে অবৈধ ভারতীয় মালামাল আটক

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে মাদকসহ একজনকে আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) হরষপুরের রাজেন্দ্রপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আসামি হলেন, মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের মোঃ আবুল কালাম ছেলে জীবন মিয়া। ২৫ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালায়। এসময় ইয়াবা ট্যাবলেটসহ জীবন মিয়াকে আটক করে। আটককৃত আসামীকে ইয়াবাসহ মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে।



এছাড়াও (২৫ বিজিবি’র) অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে সিলেট হতে ঢাকাগামী এস এ পরিবহন নামে একটি কাভার্ড ভ্যান থেকে ১ কোটি ৪ লক্ষ ৯৬ হাজার ৮৭০ টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের থান কাপড় ৪,৫১১.২ মিটার, ভারতীয় ORIS সিগারেট- ৩,৯৩০ প্যাকেট এবং ভারতীয় কিউ কারপিন অলিভ অয়েল ও স্কিন সাইন ক্রিম- ২,৭৬১ পিস আটক করে।

বর্তমানে আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল বিজিবি’র হেফাজতে রয়েছে যা আখাউড়া কাস্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সম্পত্তি দখলের জন্য মুক্তিযোদ্ধার সন্তানকে মারধরের অভিযোগে মামলাব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তি দখলের জন্য মুক্তিযোদ্ধার সন্তান...
03/10/2024

সম্পত্তি দখলের জন্য মুক্তিযোদ্ধার সন্তানকে মারধরের অভিযোগে মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তি দখলের জন্য মুক্তিযোদ্ধার সন্তানকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ৩০ সেপ্টেম্বর, সোমবার এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন প্রয়াত মুক্তিযোদ্ধা হুসেন আলীর ছেলে বাদী জিয়াউর রহমান।

জিয়াউর রহমান বলেন, আমি ২০১৯ সালে আমার চাচাতো ভাই জজ মিয়া ও ছোটন মিয়া থেকে ডোবার জায়গা ৩ শতক ও বাড়ির জায়গা ৩ শতক মোট ৬ শতক জায়গা ক্রয় করি। ডোবার ৩ শতক জায়গা দখল বুঝিয়ে দিলেও বাড়তি ৩ শতক জায়গা তারা এখনো দখল বুঝিয়ে দেয়া হয়নি। জায়গা বুঝিয়ে দেওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গত ২৮ সেপ্টেম্বর শনিবার তারা আমাকে মারধোর করে এবং হাতের আঙ্গুল কামড়ে জখম করে। তারা বিগত প্রায় ২০ বছর ধরে আমাদেরকে জায়গায় জন্য বিভিন্ন সময় অত্যাচার নির্যাতন করে আসছে। ২০০৫ সালে আমার বাবা মৃত্যুবরণ করলে তারা আমাদের জাল পরিচয়পত্র তৈরি করার মাধ্যমে এবং আমার মা ও ছোটভাই সহ আমাকে মারধোর করে ভয়ভীতি দেখিয়ে জাল দলিল তৈরি করে সাড়ে চার শতক জায়গা জোরপূর্বক দখল করে নেয়। এছাড়াও আমার এই অসহায়ত্ব দেখে সুযোগ পেয়ে কিছু দুষ্কৃতিকারী লোক আমার আরো কিছু জায়গা অবৈধ ভাবে দখল করে রেখেছে যে ব্যাপারে আমি ২০১৯ সালে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ এবং এবছর এপ্রিল মাসে সহকারী কমিশনার (ভূমি) এর কাছে লিখিত অভিযোগ জানিয়েছি। হামলার মামলায় আসামি জজ মিয়া বলেন বাদী জিয়াউর রহমানের সাথে আমার কোন প্রকার লেনদেন নাই। কথাকাকাটির এক পর্যায়ে আমাকে আক্রমণ করলে আমার হাত থেকে বাঁচতে আঙুল কামড়ে ধরি।

বাদী জিয়াউর জানান, বিবাদমান ৩ শতক জায়গা আমি জজ মিয়া ও তার ভাই করিম মিয়ার কাছ থেকেই কিনেছি। ফলে তার সাথে লেনদেন না থাকার দাবি সম্পূর্ণ মিথ্যা।

এ বিষয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী ও মামলার স্বাক্ষী নিলুফা আক্তার বলেন, জিয়াউর রহমান শহর থেকে আসার পর আমার থেকে ২ লক্ষ টাকা নিয়ে আমির মিয়ার বাড়িতে যাওয়ার পথে ছোটন মিয়া দৌঁড় দিয়ে এসে জিয়াউর রহমানকে ধরলে তখন জজমিয়া সহ তাদের ভাতিজা আরমান আকরাম লাঠি নিয়ে জিয়াউর রহমানের উপর আক্রমণ করে। তখন জিয়াউর রহমান কোনভাবে জীবন নিয়ে পালিয়ে গেলেও তার আঙ্গুল ক্ষতবিক্ষত হয়ে যায় এবং ধস্তাধস্তির সময় তার থেকে টাকা ছিনিয়ে নিয়ে যায়।

মামলার নিয়োজিত কৌশলী এডভোকেট সুমন ভুঁইয়া বলেন, বাদী জিয়াউর রহমানের উপর হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নবীনগর আমলী আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি এখন তদন্তাধীন আছে। আদালত শুনানি শেষে সন্তুষ্ট হয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দিয়েছেন এবং হাসপতালের রিপোর্ট সহ সকল কাগজপত্র পর্যালোচনা পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

নাসিরনগরে সিরাতুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মহা-সম্মেলন অনুষ্ঠিত ।ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সিরাতুন্নবী (সাল্...
03/10/2024

নাসিরনগরে সিরাতুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মহা-সম্মেলন অনুষ্ঠিত ।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সিরাতুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ফাউন্ডেশনের উদ্যোগে সিরাতুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মহা-সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই সম্মেলনে আলেম-উলামা ও মুসল্লীরা সভাস্থলে উপস্থিত হন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। প্রধান আলোচক ছিলেন আল্লামা আবদুল হামিদ পীরসাহেব মধুপুর। সিরাতুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মোঃ মেরাজুল হক মাজহারীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নুরুল আমিন খানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব আল্লামা জুনায়েদ আল-হাবিব,যুগ্ম-মহাসচিব আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী,আল্লামা সাইদুর রহমান পীরসাহেব বরুণা,আল্লামা খুরশিদ আলম কাসেমী,মাওলানা আশরাফ আলী,মাওলানা মোঃ আবদুস ছাত্তার,মুফতি মোঃ ফয়েজুল্লাহ আশরাফী,মাওলানা মোঃ আবদুল হান্নান,মাওলানা মোঃ ইসলাম উদ্দিন ফারুকী,মাওলানা মোঃ আমানুল্লাহ আনসারী,মুফতি মোঃ সাইদুর রহমান,মাওলানা মোঃ আরিফুল ইসলাম আনসারী,মাওলানা রায়হান উদ্দিন শরীফী,মূফতি জাহিদুল ইসলাম ফারুকী,মাওলানা হিফজুল্লাহ আনোয়ারী,মাওলানা এখলাছুর রহমান আনসারী,মাওলানা ইসমাইল হোসাইন,মাওলানা ফখরুল ইসলাম কাসেমী,মূফতি আবদুল লতিফ নুরী,মাওলানা জানে আলম সিদ্দিকী,মাওলানা আব্দুল্লাহ বিন সাঈদ,মূফতি আবদুল মতিন মিয়াজী প্রমূখ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন,আওয়ামী লীগ জালেম শাসক গোষ্ঠি থেকে স্বাধীনতা অর্জনে উলামায়ে কেরামের সবচেয়ে বেশি অবদান রয়েছে। ২০১৩ সালের ৫মে হেফাজতে ইসলামের গণজমায়েয়েতের ওপর নৃশংস হত্যা,২০২১ সালে মোদিবিরোধী বিক্ষোভে আলেম,মাদ্রাসা ছাত্র ও নিরীহ জনগনকে হত্যা এবং এ বছরের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের জালেম শাসক গণহত্যা চালিয়েছে তাদের বিচার করতে হবে। আগামীতে এই জমিনেয় কোন জালিমকে ছাত্রজনতা বরদাশত করবে না। আল্লাহ,আল্লাহর রাসুল(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এবং কোরআন-হাদিস ও ইসলাম ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাতকারী নাস্তিক,মুরদাদ ও নবীর দুশমনদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।

বিজয়নগরে তিনশত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার।ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইকবাল হোসেন(২৪) নামে এক ...
03/10/2024

বিজয়নগরে তিনশত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইকবাল হোসেন(২৪) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাত টার দিকে উপজেলার ১০নং পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা বাজার টু তোফায়েল নগর পাকা রাস্তার উপর খাটিংগা মোড়ে তাকে আটক করা হয়। গ্রেফতার হওয়া ওই যুবক বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মধুপুর গ্রামের আব্দু রোপ মিয়ার ছেলা।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে খাটিংগা এলাকায় অভিযান চালায়। এসময় মো. ইকবাল হোসেন এর শরীরে তল্লাসী করে তিন শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এবং ইকবাল এর বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা দায়ের পুর্বক বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজ্ঞ আদালতে সপর্দ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগ নেতা শাহ আলমসহ গ্রেপ্তার ২ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. শ...
03/10/2024

ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগ নেতা শাহ আলমসহ গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. শাহ আলমসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) পৌর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্যজন হলেন শাকিবুর চৌধুরী অন্তর (২০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সদস্য এবং মধ্যপাড়া বর্ডার বাজার এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম চৌধুরী ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ ও ৫ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন কাউতলী ও মধ্যপাড়া বর্ডার বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলাসহ থানা ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর, অস্ত্র লুটপাট সংক্রান্ত ঘটনা ঘটে। পরে এ ঘটনায় তাদের বিরুদ্ধে গত ২৪ আগস্ট ও গত ২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িযা সদর থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলাগুলোর আসামিদের গ্রেপ্তার অভিযানে প্রেক্ষিতে আজ বুধবার (২ সেপ্টেম্বর) পৌর শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার শাহ আলম ও অন্তরের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আজ রাজনৈতিক ব্যাক্তিত্ব আল-মামুন সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জে...
03/10/2024

আজ রাজনৈতিক ব্যাক্তিত্ব আল-মামুন সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী

আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২৩ সালের এই দিনে (২ই অক্টোবর) তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পরিবার ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে মরহুমের বাগানবাড়িস্থ বাসভবনে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া সরকারি শিশু পরিবারে এতিম শিশুদের মাঝে দোয়া ও বিশেষ খাবার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বুদ্ধি প্রতিবন্ধি স্কুলসহ বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়েছে।

সরাইলে মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে ৪০০পিস ইয়াবা ও ৩কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতারব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪০০ পিস ইয়াবা ও ...
03/10/2024

সরাইলে মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে ৪০০পিস ইয়াবা ও ৩কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪০০ পিস ইয়াবা ও ৩ কেজি গাঁজাসহ ২জন নারীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (২ অক্টোবর) উপজেলার ইসলামাদ (নোয়াগাঁও) এলাকাস্থ সবুজ বাংলা হোটেলের সামনে উত্তর পার্শ্বে ঢাকা সিলেট মহাসড়কের উপর তল্লাশী করে এ দুই নারীর কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও ৩ কেজি গাঁজা পাওয়া যায়।

অভিযানের নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির।

গ্রেফতারকৃত আসামীরা হলো- টাঙাইল জেলার নাগরপুর থানার ছলিমাবাদের মোঃ আব্দুর রবের মেয়ে রহিমা বেগম (৩০), ও জামালপুর জেলা সদরের মহেশপুরের আনাকাছার মোঃ শাহজাহান মিয়ার মেয়ে রেহেনা বেগম (৪০)।

প্রেস বিজ্ঞপ্তি তথ্যে জানা গেছে, আসামীদের বিরুদ্ধে সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১(এক) টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Address

Brahmanbaria District
Brahmanbaria
BRAHMANBARIADISTRICT3400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Brahmanbaria.tv ব্রাহ্মণবাড়িয়া টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Brahmanbaria.tv ব্রাহ্মণবাড়িয়া টিভি:

Share

Category