Ishmam Taqy

Ishmam Taqy Hi, I am Ishmam Taqy. I am a Professional Graphic Designer and Digital Marketer.

গুগলে এডস রোল সেট করার সময় হুট করে মনে পড়ল 🥳
22/10/2024

গুগলে এডস রোল সেট করার সময় হুট করে মনে পড়ল 🥳

20/10/2024

জীবন মানেই সবসময় নতুন কিছু শুরু করা, জীবন মানেই সর্বদা নিজেকে অন্যমাত্রায় দেখতে চাওয়া।

Skill Seeker Never Sleeps 😴 1:52 AM
15/10/2024

Skill Seeker Never Sleeps 😴 1:52 AM

Google Search Ads Expert হিসেবে নিজেকে পরিচয় দিতে বা কাজ করতে হলে আপনাকে কিছু নির্দিষ্ট বিষয় ভালোভাবে জানতে হবে। নিচে কি...
11/10/2024

Google Search Ads Expert হিসেবে নিজেকে পরিচয় দিতে বা কাজ করতে হলে আপনাকে কিছু নির্দিষ্ট বিষয় ভালোভাবে জানতে হবে। নিচে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরা হলো, যা আপনাকে একজন দক্ষ Google Search Ads Expert হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে:

1. Google Ads Platform এর ইন্টারফেস বোঝা:
Google Ads dashboard এবং এর বিভিন্ন ট্যাব, সেটিংস এবং অপশনগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে।

2. Keyword Research এবং Selection:
বিভিন্ন ধরনের কিওয়ার্ড (broad, phrase, exact match) এবং তাদের প্রভাব বুঝতে হবে।
Negative keywords কিভাবে কাজ করে তা জানতে হবে।

3. Ad Copywriting:
আকর্ষণীয়, রিলেভেন্ট এবং সঠিক মেসেজের মাধ্যমে এড কপির লেখা শিখতে হবে।
CTA (Call-to-Action) এর সঠিক ব্যবহার জানতে হবে।

4. Campaign Structure:
Campaign, Ad Groups, এবং Ads এর মধ্যে পার্থক্য ও সম্পর্ক সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে।
সঠিকভাবে ক্যাম্পেইন সেটআপ করা এবং তা রিসোর্স অনুযায়ী সাজানো জানতে হবে।

5. Bidding Strategies:
Manual CPC, Enhanced CPC, Target CPA, Target ROAS, এবং অন্যান্য বিডিং স্ট্র্যাটেজি সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
কিভাবে বিডিং স্ট্র্যাটেজি অপ্টিমাইজ করতে হয় তা শিখতে হবে।

6. Ad Extensions:
Sitelink, Callout, Structured Snippet, Call Extension ইত্যাদি ব্যবহার করে এডসকে আরও আকর্ষণীয় করা।

7. Conversion Tracking:
Conversion Tracking সঠিকভাবে সেটআপ এবং তা মনিটর করতে পারা।
Google Tag Manager এবং Google Analytics Integration সম্পর্কে ধারণা রাখা।

8. Performance Metrics:
CTR (Click Through Rate), CPC (Cost Per Click), CPA (Cost Per Acquisition), Conversion Rate ইত্যাদি বুঝতে হবে এবং তাদের বিশ্লেষণ করতে হবে।

9. A/B Testing:
A/B Testing এর মাধ্যমে কোন এড কপির পারফর্মেন্স ভালো তা বিশ্লেষণ করা এবং প্রয়োজনে এড অপটিমাইজ করা।

10. Quality Score:
Quality Score কীভাবে কাজ করে এবং কিভাবে এটি বাড়ানো যায় তা জানতে হবে। যেমন: Ads relevance, Landing page experience, এবং Expected CTR।

11. Search Terms এবং Query Management:
Search terms report বিশ্লেষণ করা এবং Negative keywords ব্যবহার করে এডসের পারফর্মেন্স উন্নত করা।

12. Budget Management:
ক্যাম্পেইনের বাজেট কন্ট্রোল এবং ROI (Return on Investment) এর উপর ফোকাস করে বাজেট বরাদ্দ করা।

13. Google Ads Policies:
Google Ads এর নীতিমালা সম্পর্কে ভালোভাবে জানা এবং সেগুলো মেনে চলা।

14. Competitor Analysis:
প্রতিযোগীদের এড বিশ্লেষণ করার ক্ষমতা এবং নিজস্ব এড স্ট্র্যাটেজি উন্নত করা।

15. Reporting এবং Analysis:
Google Ads এর রিপোর্ট তৈরি করা এবং সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য তা বিশ্লেষণ করা।

এগুলো ছাড়া, সার্চ ট্রেন্ড ও পরিবর্তন সম্পর্কে আপডেট থাকা এবং নতুন টুলস বা ফিচার সম্পর্কে জানাও একজন দক্ষ Google Search Ads Expert হিসেবে গড়ে ওঠার জন্য গুরুত্বপূর্ণ।

Happy Birthday Google 🥳
27/09/2024

Happy Birthday Google 🥳

আওয়ামীলীগ ও শেখ হাসিনার আমলের শেষ ছবি 🤫যখন নেট ছিলো না তখন এভাবেই দিন পার করেছি।
24/09/2024

আওয়ামীলীগ ও শেখ হাসিনার আমলের শেষ ছবি 🤫

যখন নেট ছিলো না তখন এভাবেই দিন পার করেছি।

Suggest me the best one! by commenting on the Specific photo.
30/08/2024

Suggest me the best one! by commenting on the Specific photo.

09/08/2024

অবিলম্বে বাংলাদেশে PayPal এর সার্ভিস চাই। প্রোফাইলে যারা Freelancer আছেন তারা শুরু করেন।

নতুন সরকারের শপথ গ্রহণ সম্পন্ন। শুভকামনা রইল 💕🇧🇩
08/08/2024

নতুন সরকারের শপথ গ্রহণ সম্পন্ন।
শুভকামনা রইল 💕🇧🇩

06/08/2024

এখন থেকে দেশের সব স্তরে যেখানে যত ছোটই দূর্নীতি হোক না কেন রুখে দিবে ছাত্র সমাজ ইনশাল্লাহ্।

দূর্নীতি মুক্ত বাংলাদেশ চাই।

ইনকিলাব জিন্দাবাদ।

হাল ছেড়ে দিয়েছিলাম এই বায়ার আমাকে আবার জাগ্রত করল। আলহামদুলিল্লাহ্।এটার জন্যই সব!
13/07/2024

হাল ছেড়ে দিয়েছিলাম এই বায়ার আমাকে আবার জাগ্রত করল। আলহামদুলিল্লাহ্।
এটার জন্যই সব!

Address

Brahmanbaria Sadar
Brahmanbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ishmam Taqy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ishmam Taqy:

Share