Brahmanbaria24bd.net

Brahmanbaria24bd.net আমরা জনগণের পক্ষে, আমরা সত্যের পক্ষে

 #উপজেলা পরিষদ নির্বাচনচেয়ারম্যান পদে আখাউড়ায় মোঃ মনির হোসেন, কসবায় সাইদুর রহমান স্বপন জয়ী, অভিনন্দন।----------ব্রাহ্মণব...
21/05/2024

#উপজেলা পরিষদ নির্বাচন
চেয়ারম্যান পদে আখাউড়ায় মোঃ মনির হোসেন,
কসবায় সাইদুর রহমান স্বপন জয়ী, অভিনন্দন।
----------
ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা পরিষদ নির্বাচনে আখাউড়ায় মনির হোসেন ও কসবায় সাইদুর রহমান স্বপন উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাতে আখাউড়া ও কসবা উপজেলা পরিষদ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্ণিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন। ফলাফলে আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে মো. মনির হোসেন (ঘোড়া) প্রতীকে ২৮ হাজার ৩০৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি মুরাদ হোসেন (আনারস) প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৫৭৩ ভোট এবং কসবা উপজেলায় সাইদুর রহমান স্বপন (কাপ-পিরিচ) প্রতীকে ৮৫ হাজার ৯৩০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি রাশেদুল কাওসার ভূইয়া জীবন (আনারস) প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৯৫৭ ভোট।

.net

18/05/2024

রসুলপুর ব্রিজের নিচে গোসল করতে নেমে সিয়াম নামের এক যুবক নিহত এক দিন পর উদ্ধার।

অজ্ঞাত মেয়ে শিশুটি মারা গেছে-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।।গতকাল রাতে পৌরসভার মেড্ডা পুরাতন পুলিশ ফাঁড়ির সামন...
21/02/2024

অজ্ঞাত মেয়ে শিশুটি মারা গেছে-
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।।

গতকাল রাতে পৌরসভার মেড্ডা পুরাতন পুলিশ ফাঁড়ির সামনের একটি নালার কালভার্টের নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় শিশুটি উদ্ধার করা হয়। শিশুটির গাল ও হাতের মাংশ ইঁদুর খেয়ে ফেলছিল। শিশুটি সদর হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যায়।

21/02/2024

মানুষ নাকি পশু তারা...😡

ময়লার নালায় পলিথিনে মোড়িয়ে নবজাতক এই কন্যাটিকে ফেলে যায় কে বা কারা। কান্নার শব্দে স্থানীয়রা এই নবজাতকটিকে উদ্ধার করে। উদ্ধারের পর দেখা যায় নবজাতকের মুখমণ্ডল ও হাতের আঙুল পোকামাকড় খেয়ে ক্ষতবিক্ষত করেছে।

অমানুষের দল। কেউ একটি সন্তানের আশায় বুক বেধে থাকে, আর এসব পশু গুলো সন্তান পেয়েও ছুড়ে ফেলেছে।
ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা পুরাতন পুলিশ ফাঁড়ি সামনে

Address

Sadar
Brahmanbaria
3400

Alerts

Be the first to know and let us send you an email when Brahmanbaria24bd.net posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Brahmanbaria24bd.net:

Share