দৈনিক ব্রাহ্মণবাড়িয়া The Daily Brahmanbaria

দৈনিক ব্রাহ্মণবাড়িয়া The Daily Brahmanbaria First and Most Circulated Newspaper in Brahmanbaria since 1991

সর্বপ্রথম ও সর্বাধিক প্রচারিত দৈনিক
------------------------------------
সম্পাদক: ফয়জুন নাহার
নির্বাহী সম্পাদক: ফাতিহা প্রীতি
------------------------------
Email:
[email protected]

24/08/2025
দৈনিক ব্রাহ্মণবাড়িয়া পরিবারের শোক।পাশাপাশি জানাচ্ছি,আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত।
21/07/2025

দৈনিক ব্রাহ্মণবাড়িয়া পরিবারের শোক।
পাশাপাশি জানাচ্ছি,আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত।

আজ ১৯ জুলাই। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারের মৃত্যু বার্ষিকী।যেখানেই থাকুন সৃষ্টিকর্তার অশেষ করুণাধারায় সিক্ত...
19/07/2025

আজ ১৯ জুলাই।
জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারের মৃত্যু বার্ষিকী।
যেখানেই থাকুন সৃষ্টিকর্তার অশেষ করুণাধারায় সিক্ত থাকুন 🌿

আজকের দৈনিক ব্রাহ্মণবাড়িয়া 🌿
17/07/2025

আজকের দৈনিক ব্রাহ্মণবাড়িয়া 🌿

একসময় ডাকটিকিট সংগ্রহ মানুষের কেবল শখ ছিলোনা। ছিলো একটা নেশা।এই নেশায় বিভোর হয়ে দেশবিদেশের শিক্ষা,সংস্কৃতি,ঐতিহ্য কত কিছ...
12/07/2025

একসময় ডাকটিকিট সংগ্রহ মানুষের কেবল শখ ছিলোনা। ছিলো একটা নেশা।এই নেশায় বিভোর হয়ে দেশবিদেশের শিক্ষা,সংস্কৃতি,ঐতিহ্য কত কিছু জানা হয়ে যেত সংগ্রাহকের।সেইসব দিন বোধহয় হারিয়েই গেছে।
এই প্রজন্মের কোনো ছেলেমেয়ে ডাকটিকিট সংগ্রহ করে এমনটা আমার চোখে পড়েনি।কি দুঃখজনক একটা বিষয়।

জীবন সুন্দর হউক সকলের।আনন্দেরও।
শুভসকাল 🌿



শুভ সকাল 🌿
24/02/2025

শুভ সকাল 🌿

আলহামদুলিল্লাহ! ৩৪ বছরে পদার্পণ করলো ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রথম দৈনিক সংবাদপত্র "দৈনিক ব্রাহ্মণবাড়িয়া"।মোহাম্মদ নূরুল হো...
01/02/2025

আলহামদুলিল্লাহ!
৩৪ বছরে পদার্পণ করলো ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রথম দৈনিক সংবাদপত্র "দৈনিক ব্রাহ্মণবাড়িয়া"।
মোহাম্মদ নূরুল হোসেন ছিলেন এর প্রতিষ্ঠাতা-সম্পাদক,আমার বাবা।
স্বপ্নবাজ মানুষ ছিলেন বাবা। স্বপ্নের কেন্দ্রবিন্দু ছিলো খবর ও খবরের কাগজ। মাত্র বারো বছর বয়সে হাতেলেখা দেয়াল পত্রিকা প্রকাশ করার মাধ্যমে সংবাদপত্রের জগতে বাবার পথচলা শুরু হয়েছিল।আশির দশকে তৎকালীন ব্রাহ্মণবাড়িয়ার সংবাদপত্র জগতের ভরসা ও প্রত্যাশার নাম ছিল "সাপ্তাহিক তিতাস"।জুবিলি প্রেস থেকে প্রতি মঙ্গলবার প্রকাশিত হতো তৎকালীন সময়ের একমাত্র এই সাপ্তাহিকটি।এর প্রতিষ্ঠাতা সম্পাদকও ছিলেন বাবা।চলতি শতকের গোড়ার দিকে পত্রিকাটি হাতবদল হয়।
সপ্তাহের উল্লেখযোগ্য খবরাখবর নিয়ে পত্রিকাটি প্রকাশিত হলেও এতে মন ভরছিল না বাবার।চিন্তা করছিলেন একটি দৈনিক সংবাদপত্র প্রকাশ করবেন।এই নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার অনেক সুধীজনের সাথে আলোচনাও করেছেন দীর্ঘদিন।অধ্যাপক হরলাল রায় স্যার,অধ্যাপক মিন্নত আলী স্যার তাদের মধ্যে অন্যতম ছিলেন।তা়ঁরা দুইজনই বাবার শিক্ষক ছিলেন।এজন্য বাবার মুখে তাঁদের দুজনের নাম অনেকবার শুনেছি ।তাঁদের ছাড়া আরও অনেকেই ছিলেন।আমার ব্যাক্তিগতভাবে তাঁদের কথা মনে নেই।
তৎকালীন সময়ের প্রেক্ষাপটে ব্রাহ্মণবাড়িয়ার মতো একটা জেলা শহর থেকে দৈনিক সংবাদপত্র প্রকাশ একটা চ্যালেঞ্জ ছিল।বাবা সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং সফল হলেন, আলহামদুলিল্লাহ।১৯৯১ সালের ১ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে দৈনিক ব্রাহ্মণবাড়িয়া।
২০১৮ সালে বাবার মৃত্যুর পর আমার মা দেওয়ান ফয়জুন্নাহার চৌধুরী বর্তমানে সংবাদপত্রটির সম্পাদক।নানারকম প্রতিকূল পরিস্থিতির পরও অনেকের সহযোগিতা ও ভালোবাসায় এখনো তিনি পত্রিকাটি প্রকাশ করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।
পত্রিকার এই গৌরবময় ৩৪ বছর বয়সে দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার শুরু থেকে এখন পর্যন্ত সেসকল সাংবাদিক,পাঠক,বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীগণ পাশে ছিলেন,আছেন তাদের প্রতি দৈনিক ব্রাহ্মণবাড়িয়া পরিবারের অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ ও শুভেচ্ছা রইল 🌿💐

আজ ৮ ডিসেম্বর 🇧🇩ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস 🇧🇩
08/12/2024

আজ ৮ ডিসেম্বর 🇧🇩
ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস 🇧🇩

21/10/2024

পুরোনো দিন আমাকে খুব টানে। পুরোনো দেয়াল,পুরোনো সুর এমনকি পুরোনো মানুষ 🌿

শৈশবমাখা এই বিস্কুট এখনো খুব পছন্দ আমার।সব দোকানে আজকাল পাওয়া যায় না। মাঝেমধ্যে খুঁজে আনি।এককাপ চায়ে ডুবিয়ে পুরনোদিনের স্মৃতি হাতড়ে বেড়াই 🌿
শুভসন্ধ্যা 🌿

টেকনোলজি উইক ২০২৪ উপলক্ষে ডাটা রিকভারি এক্সপার্টদের নিয়ে স্পেনের মেলেগা শহরে অনুষ্ঠিত হচ্ছে একটি সেমিনার ও সম্মেলন।বিশ্ব...
05/10/2024

টেকনোলজি উইক ২০২৪ উপলক্ষে ডাটা রিকভারি এক্সপার্টদের নিয়ে স্পেনের মেলেগা শহরে অনুষ্ঠিত হচ্ছে একটি সেমিনার ও সম্মেলন।বিশ্বের বিভিন্ন দেশের ডাটা রিকভারি এক্সপার্টদের সাথে কোনো বাংলাদেশী হিসেবে প্রথমবারের মতো এই সম্মেলনে যোগ দিয়েছেন ডাটা রিকভারি এক্সপার্ট মাহবুব হোসেন শাহী।
এর আগে তিনি চায়না থেকে প্রথম বাংলাদেশী হিসেবে অর্জন করেছিলেন ডাটা রিকভারি এক্সপার্ট সার্টিফিকেট।
মাহবুব হোসেন শাহীর জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া।তিনি দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম নূরুল হোসেন ও বর্তমান সম্পাদক দেওয়ান ফয়জুন্নাহার চৌধুরীর সন্তান।
একজন বাংলাদেশী হিসেবে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে মাহবুব হোসেন শাহী অত্যন্ত আনন্দিত।

Address

Madrasha Raod
Brahmanbaria
3400

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক ব্রাহ্মণবাড়িয়া The Daily Brahmanbaria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category