
28/04/2025
আনন্দ ও উৎসবমুখর পরিবেশে লেখক ফোরামের প্রথম বর্ষপূর্তি উদযাপিত
জাতীয় শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা ‘নব ভাবনা’-এর সহযোগী সংগঠন ‘নব ভাবনা লেখক ফোরাম’-এর প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। গতকাল ২৬ এপ্রিল ২০২৫ তারিখে ঢাকাস্থ নব ভাবনা কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই উৎসবের কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, প্রবন্ধ পাঠ ও কেক কাটা।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, রম্যলেখক, অনুবাদক (টেলিভিশন নাট্যকার) অমল সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব ভাবনার প্রধান সম্পাদক (ভাবনা প্রকাশের প্রকাশক) আব্দুল্লাহ আল অলিদ, বিশিষ্ট কবি (কলামিস্ট ও রাষ্ট্রবিজ্ঞানী) অথই নূরুল আমিন, নব ভাবনার সম্পাদক ও লেখক ফোরামের সুপ্রিম এ্যাম্বাসেডর (কবি ও গল্পকার) ইমরুল কায়েস।
লেখক ফোরামের চীফ এ্যাম্বাসেডর (কবি ও কথাশিল্পী) রাহমান ওয়াহিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নিজের ব্যক্তিগত অনুভূতির মিশেলে লেখক ফোরামের এক বছরের পথ চলা, কার্যক্রম, পরিকল্পনা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন লেখক ফোরামের প্রথম সমন্বয়ক ও এম্বাসেডর জেনারেল মনিরুল ইসলাম শ্রাবণ।
সভায় খুলনা বিভাগের লেখক এ্যাম্বাসেডর ও কেন্দ্রীয় পরিষদের ফান্ড রাইজার (কবি, গল্পকার ও সম্পাদক) অনির্বাণ চক্রবর্তীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পিরোজপুর জেলা এ্যাম্বাসেডর (কবি ও নন্দনতত্ত্ব গবেষক) প্রভাষক দেবনাথ মণ্ডল।
সভায় লেখক ফোরামের এক বছরের পথ চলা ও আগামীর সম্ভাবনা নিয়ে নিজ নিজ আনন্দ অনুভূতির প্রকাশ করেন নব ভাবনা সহকারী সম্পাদক (কবি ও প্রাবন্ধিক) আলী হোসেন, নির্বাহী সম্পাদক এ এইচ এম জাকির হোসেন, লেখক ফোরামের ময়মনসিংহ বিভাগের এ্যাম্বাসেডর (লেখক ও সাংবাদিক) অরবিন্দ পাল, লেখক ফোরামের নরসিংদী জেলার সমন্বয়ক ( লেখক, সম্পাদক ও সংগঠক) কিবরিয়া লিপন, নব ভাবনার সহযোগী প্রতিষ্ঠান ‘কাগজ ঘর’-এর সমন্বয়ক (লেখক, আবৃত্তি শিল্পী ও অভিনেতা) তারিকুল আমিন, নব ভাবনার আইটি ইনচার্জ আবু তালহা, কবি ফয়সাল আহমেদ ও তরুণ কবি মুহিতুল ইসলাম মুন্না প্রমুখ।
সভাশেষে অতিথিবৃন্দ লেখক ফোরামের বর্ষপূর্তির কেক কাটেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান। কেককাটায় আনন্দযোগ করে ৫ বছরের ছোট্ট শিশু আল মুনতাসির মামনূন।
উল্লেখ্য বর্ষপূর্তির এই দিনটিতে লেখক ফোরামের ‘কেন্দ্রীয় ফান্ড’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। উপস্থিত সংগঠক ও অতিথিবৃন্দের স্বেচ্ছাপ্রণোদিত দেয়া চাঁদার মাধ্যমে এই ‘ফান্ড’ ক্রিয়েট করা হয়। দেশব্যাপী লেখক ফোরামের কার্যক্রমের পরিধি বিস্তৃত ও গতিশীলতা বৃদ্ধির জন্য পর্যায়ক্রমে উক্ত ফান্ডের আকার বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা উপস্থাতি হয়। নির্দিষ্ট নীতিমালা ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে উক্ত ফান্ড পরিচালিত হবে।
একই দিনে আরও দু’টি সভা হয় অনুষ্ঠিত হয়। দুপরের খাবার বিরতির পর দ্বিতীয় সভাটি ছিল ‘নব ভাবনার সৃজন পুরস্কার’ সংশ্লিষ্ট। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সমন্বয়ে অনুষ্ঠিত এ সভায় দেশের সৃজনশীল ব্যক্তিদের পুরস্কার ও সম্মাননা প্রদানের জন্য ১৫টি ক্যাটাগরি নির্ধারণ করা হয়। সংশ্লিষ্ট কমিটি এই পুরস্কারের জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে এক বা একাধিক ব্যক্তিকে পুরস্কৃত করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
তৃতীয় সভাটি ছিল লেখক ফোরামের কেন্দ্রীয় পরিষদের। এ সভায় লেখক ফোরামের পরবর্তী করণীয় সম্পর্কে ১০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত সমূহ নিম্নরূপ
০১. কেন্দ্রীয় কমিটির নিস্ক্রীয় সদস্যদের পদ স্থগিত করা হয়েছে ও নতুন সদস্য স্থলাভিষিক্ত করণের প্রক্রিয়া চালানো হবো।
০২. সিলেট বিভাগীয় লেখক এ্যাম্বাসেডর মনোনয়ন দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
০৩. প্রস্তাবিত কুমিল্লা জোন-এ (ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, চাঁদপুর ও নোয়াখালী জেলার সমন্বয়ে গঠিত) লেখক এ্যাম্বাসেডর দেওয়া হবে।
০৪. ময়মনসিংহ, নরসিংদী, বরিশাল, মাদারীপুর, পটুয়াখালী জেলা কমিটি গঠন করার প্রক্রিয়া তড়ান্বিত করতে হবে।
০৫. অন্যান্য জেলা কমিটি গঠনের লক্ষ্যে সংশ্লিষ্ট লেখক-সংগঠকদের কার্যক্রম সম্পর্কে ধারণা সংগ্রহ করা হবে।
০৬. নিজ নিজ বিভাগের অন্তর্গত জেলা কমিটি গঠনের লক্ষ্যে বিভাগীয় এ্যাম্বাসেডরগণকে সাথে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
০৭. সদ্যগঠিত জেলা কমিটিসমূহে পরিচিতি সভার আয়োজন করতে হবে।
০৮. লেখক ফোরামের ব্যাংক অ্যাকাউন্ট পরিচালানোর জন্য প্রয়োজনীয় ফাইল ওয়ার্ক করা হবে।
০৯. প্রতিটি জেলা কমিটির পরিচিতি সভা ও সাহিত্য সভা আয়োজনের জন্য কেন্দ্রীয় ফান্ড থেকে কিছু অর্থ প্রদান এবং কমন ব্যানারের ডিজাইন দেওয়া হবে।
১০. লেখক ফোরামের সদস্যদের আইটি দক্ষতা বৃদ্ধির জন্য ঢাকায় কর্মশালার আয়োজন করা হবে।
সুপ্রিম এ্যাম্বাসেডর, চীফ এ্যাম্বাসেডরের পরামর্শক্রমে উপরে বর্ণিত সিদ্ধান্তসমূহ সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে জানানো হলো ।
মনিরুল ইসলাম শ্রাবণ
এ্যাম্বাসেডর জেনারেল
নব ভাবনা লেখক ফোরাম, কেন্দ্রীয় পরিষদ
সূত্র: সাংগঠনিক রিপোর্ট : ০৩:২০২৫
তারিখ: ২৭ এপ্রিল ২৫