Jhilmil News

Jhilmil News Jhilmil News - A reliable media to publish local, national and international news.

আনন্দ ও উৎসবমুখর পরিবেশে লেখক ফোরামের প্রথম বর্ষপূর্তি উদযাপিতজাতীয় শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা ‘নব ভাবনা’-এ...
28/04/2025

আনন্দ ও উৎসবমুখর পরিবেশে লেখক ফোরামের প্রথম বর্ষপূর্তি উদযাপিত

জাতীয় শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা ‘নব ভাবনা’-এর সহযোগী সংগঠন ‘নব ভাবনা লেখক ফোরাম’-এর প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। গতকাল ২৬ এপ্রিল ২০২৫ তারিখে ঢাকাস্থ নব ভাবনা কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই উৎসবের কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, প্রবন্ধ পাঠ ও কেক কাটা।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, রম্যলেখক, অনুবাদক (টেলিভিশন নাট্যকার) অমল সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব ভাবনার প্রধান সম্পাদক (ভাবনা প্রকাশের প্রকাশক) আব্দুল্লাহ আল অলিদ, বিশিষ্ট কবি (কলামিস্ট ও রাষ্ট্রবিজ্ঞানী) অথই নূরুল আমিন, নব ভাবনার সম্পাদক ও লেখক ফোরামের সুপ্রিম এ্যাম্বাসেডর (কবি ও গল্পকার) ইমরুল কায়েস।

লেখক ফোরামের চীফ এ্যাম্বাসেডর (কবি ও কথাশিল্পী) রাহমান ওয়াহিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নিজের ব্যক্তিগত অনুভূতির মিশেলে লেখক ফোরামের এক বছরের পথ চলা, কার্যক্রম, পরিকল্পনা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন লেখক ফোরামের প্রথম সমন্বয়ক ও এম্বাসেডর জেনারেল মনিরুল ইসলাম শ্রাবণ।

সভায় খুলনা বিভাগের লেখক এ্যাম্বাসেডর ও কেন্দ্রীয় পরিষদের ফান্ড রাইজার (কবি, গল্পকার ও সম্পাদক) অনির্বাণ চক্রবর্তীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পিরোজপুর জেলা এ্যাম্বাসেডর (কবি ও নন্দনতত্ত্ব গবেষক) প্রভাষক দেবনাথ মণ্ডল।

সভায় লেখক ফোরামের এক বছরের পথ চলা ও আগামীর সম্ভাবনা নিয়ে নিজ নিজ আনন্দ অনুভূতির প্রকাশ করেন নব ভাবনা সহকারী সম্পাদক (কবি ও প্রাবন্ধিক) আলী হোসেন, নির্বাহী সম্পাদক এ এইচ এম জাকির হোসেন, লেখক ফোরামের ময়মনসিংহ বিভাগের এ্যাম্বাসেডর (লেখক ও সাংবাদিক) অরবিন্দ পাল, লেখক ফোরামের নরসিংদী জেলার সমন্বয়ক ( লেখক, সম্পাদক ও সংগঠক) কিবরিয়া লিপন, নব ভাবনার সহযোগী প্রতিষ্ঠান ‘কাগজ ঘর’-এর সমন্বয়ক (লেখক, আবৃত্তি শিল্পী ও অভিনেতা) তারিকুল আমিন, নব ভাবনার আইটি ইনচার্জ আবু তালহা, কবি ফয়সাল আহমেদ ও তরুণ কবি মুহিতুল ইসলাম মুন্না প্রমুখ।

সভাশেষে অতিথিবৃন্দ লেখক ফোরামের বর্ষপূর্তির কেক কাটেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান। কেককাটায় আনন্দযোগ করে ৫ বছরের ছোট্ট শিশু আল মুনতাসির মামনূন।

উল্লেখ্য বর্ষপূর্তির এই দিনটিতে লেখক ফোরামের ‘কেন্দ্রীয় ফান্ড’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। উপস্থিত সংগঠক ও অতিথিবৃন্দের স্বেচ্ছাপ্রণোদিত দেয়া চাঁদার মাধ্যমে এই ‘ফান্ড’ ক্রিয়েট করা হয়। দেশব্যাপী লেখক ফোরামের কার্যক্রমের পরিধি বিস্তৃত ও গতিশীলতা বৃদ্ধির জন্য পর্যায়ক্রমে উক্ত ফান্ডের আকার বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা উপস্থাতি হয়। নির্দিষ্ট নীতিমালা ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে উক্ত ফান্ড পরিচালিত হবে।

একই দিনে আরও দু’টি সভা হয় অনুষ্ঠিত হয়। দুপরের খাবার বিরতির পর দ্বিতীয় সভাটি ছিল ‘নব ভাবনার সৃজন পুরস্কার’ সংশ্লিষ্ট। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সমন্বয়ে অনুষ্ঠিত এ সভায় দেশের সৃজনশীল ব্যক্তিদের পুরস্কার ও সম্মাননা প্রদানের জন্য ১৫টি ক্যাটাগরি নির্ধারণ করা হয়। সংশ্লিষ্ট কমিটি এই পুরস্কারের জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে এক বা একাধিক ব্যক্তিকে পুরস্কৃত করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

তৃতীয় সভাটি ছিল লেখক ফোরামের কেন্দ্রীয় পরিষদের। এ সভায় লেখক ফোরামের পরবর্তী করণীয় সম্পর্কে ১০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত সমূহ নিম্নরূপ
০১. কেন্দ্রীয় কমিটির নিস্ক্রীয় সদস্যদের পদ স্থগিত করা হয়েছে ও নতুন সদস্য স্থলাভিষিক্ত করণের প্রক্রিয়া চালানো হবো।

০২. সিলেট বিভাগীয় লেখক এ্যাম্বাসেডর মনোনয়ন দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

০৩. প্রস্তাবিত কুমিল্লা জোন-এ (ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, চাঁদপুর ও নোয়াখালী জেলার সমন্বয়ে গঠিত) লেখক এ্যাম্বাসেডর দেওয়া হবে।

০৪. ময়মনসিংহ, নরসিংদী, বরিশাল, মাদারীপুর, পটুয়াখালী জেলা কমিটি গঠন করার প্রক্রিয়া তড়ান্বিত করতে হবে।

০৫. অন্যান্য জেলা কমিটি গঠনের লক্ষ্যে সংশ্লিষ্ট লেখক-সংগঠকদের কার্যক্রম সম্পর্কে ধারণা সংগ্রহ করা হবে।

০৬. নিজ নিজ বিভাগের অন্তর্গত জেলা কমিটি গঠনের লক্ষ্যে বিভাগীয় এ্যাম্বাসেডরগণকে সাথে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

০৭. সদ্যগঠিত জেলা কমিটিসমূহে পরিচিতি সভার আয়োজন করতে হবে।

০৮. লেখক ফোরামের ব্যাংক অ্যাকাউন্ট পরিচালানোর জন্য প্রয়োজনীয় ফাইল ওয়ার্ক করা হবে।

০৯. প্রতিটি জেলা কমিটির পরিচিতি সভা ও সাহিত্য সভা আয়োজনের জন্য কেন্দ্রীয় ফান্ড থেকে কিছু অর্থ প্রদান এবং কমন ব্যানারের ডিজাইন দেওয়া হবে।

১০. লেখক ফোরামের সদস্যদের আইটি দক্ষতা বৃদ্ধির জন্য ঢাকায় কর্মশালার আয়োজন করা হবে।

সুপ্রিম এ্যাম্বাসেডর, চীফ এ্যাম্বাসেডরের পরামর্শক্রমে উপরে বর্ণিত সিদ্ধান্তসমূহ সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে জানানো হলো ।

মনিরুল ইসলাম শ্রাবণ
এ্যাম্বাসেডর জেনারেল
নব ভাবনা লেখক ফোরাম, কেন্দ্রীয় পরিষদ

সূত্র: সাংগঠনিক রিপোর্ট : ০৩:২০২৫
তারিখ: ২৭ এপ্রিল ২৫

পৌর কর্মচারী কিরণ মোল্লার উপর হামলাকারীদেরকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল।সন্ত্রাসী রাজিবকে তিন ...
08/12/2024

পৌর কর্মচারী কিরণ মোল্লার উপর হামলাকারীদেরকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল।

সন্ত্রাসী রাজিবকে তিন দিনের মধ্যে গ্রেফতার না করা হলে কর্ম বিরতিতে যাওয়ার ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সুপারভাইজার কিরণ মোল্লার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ মিছিল ও মানববন্ধন করেছে পৌরসভার সংরক্ষণ শাখা ও অন্যান্য শাখার কর্মীরা। আজ রবিবার সকাল ১০টায় পৌরসভা অফিসের সামনে থেকে মিছিল শুরু হয়ে মঠের গোড়া হয়ে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মোতালেব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী কমরেড নজরুল ইসলাম, পৌর পানি সরবরাহ শাখা কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম শ্রাবণ, সংরক্ষণ শাখার টিম লিডার দোলোয়ার হোসেন দিলু। শিবচরণ বিশ্বাস-এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. এমরান হোসেন, মো. খালেদ মিয়া, মো. তাজুল ইসলাম, মো. মনির হোসেন, মোহাম্মদ খা, মিলন খাঁ প্রমুখ।

সভায় বক্তারা বলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখে পরিচ্ছন্নতা কর্মীরা। সামান্য কারণে তাদের উপর অনেক সময় মারধরের ঘটনা ঘটে। এসব ঘটনার বিচার হয় না বলেই শহরের বিভিন্ন এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীরা একের পর এক অপরাধ করে যাচ্ছে। বক্তারা অবিলম্বে সংরক্ষণ সুপারভাইজার কিরণ মোল্লার উপর হামলাকারী শহরের কাউতলী এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ রাজিব (২৫) তানিম (৩০) ও সাইদুল (২৮) গংদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির জন্য প্রশাসনের প্রতি দাবি জানান। সমাবেশ বলেন- আগামী তিন দিনের মধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার না করা হলে সমগ্র পৌরসভায় ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম থেকে কর্মবিরতি দেবে পরিচ্ছন্নতা কর্মীরা। কারণ জীবনের ঝুকি নিয়ে কাজ করতে রাজি নয় তারা।

উল্লেখ্য গত ০১ ডিসেম্বর দুপুরে পেশাগত দায়িত্ব পালন করতে কাউতলী যায় কিরণ মোল্লা। এ সময় কাউতলী স্টেডিয়ামের গেটের উত্তর পাশে পূর্ব থেকে ওত পেতে থাকা সন্ত্রাসী রাজিব ও তার সহকারীরা কিরণ মোল্লার উপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র, দা ও চা চাপাতি দিয়ে নির্মমভাবে কিরণকে জখম করে। কিরণ মোল্লার চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। যাবার সময় তার কিরণ মোল্লার মোবাইল ও নগর টাকা ছিনিয়ে নিয়ে যায়। এলাকাবাসীর কিরণ মোল্লাকে মুমূর্ষু অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে সদর হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত তাকে ঢাকা মেডিকেলে রেফার করে। কিরণ মোল্লার শরীরে শতাধিক সেলাই দিতে হয়েছে। তার জীবন এখনো শঙ্কা মুক্ত নয়। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৭, তারিখ: ০১/১২/২০২৪।

রেল ভ্রমণে দুর্দশা লাঘবে মন্ত্রিপরিষদ বিভাগের অনুশাসন বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের কাছে জেলা নাগরিক ফোরামের স্মারকল...
03/10/2024

রেল ভ্রমণে দুর্দশা লাঘবে মন্ত্রিপরিষদ বিভাগের অনুশাসন বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের কাছে জেলা নাগরিক ফোরামের স্মারকলিপি প্রদান

ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে নতুন ট্রেন সার্ভিস চালু করণ, আন্তঃনগর বিজয় ও কালনী এক্সপ্রেসের ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে যাত্রা বিরতি ও বিদ্যমান ট্রেনসমূহের আসন সংখ্যা বৃদ্ধি করা বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা দ্রুত বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম-এর কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা নাগরিক ফোরাম, ব্রাহ্মণবাড়িয়া।

আজ ৩ অক্টোবর ২০২৪ জেলা প্রশাসক এর কার্যালয়ে উক্ত স্মারকলিপি প্রদান করে সংগঠনের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য্য ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত। এসময় উপস্থিত ছিলেন সমাজকর্মী কমরেড নজরুল ইসলাম, জাহাঙ্গীর সানলাইফ ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতাল-এর চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রথম শ্রেণির ঠিকাদার ও সমাজকর্মী মো. আল আমিন।

স্মারকলিপিতে উল্লেখ্য করা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর দীর্ঘদিনের এই দাবির পক্ষে জেলা নাগরিক ফোরাম, ব্রাহ্মণবাড়িয়া ধারাবাহিকভাবে বিভিন্ন সময় সভা-সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে। এক পর্যায়ে ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগের বরাবর এক স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত স্মারকলিপির প্রেক্ষাপটে বিগত ২০২৩ সালের ৫ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ, মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার স্মারক নং ০৪.০০.০০০০.৫১২.১৬.০০২.১৮.১০১-এর এক প্রজ্ঞাপনে জানানো হয় যে, ব্রাহ্মণবাড়িয়াবাসীর রেল ভ্রমণের দুর্দশা লাঘবে জেলাবাসীর এই প্রাণের দাবি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। তারপর থেকে ব্রাহ্মণবাড়িয়াবাসী এই দাবিটির বাস্তবায়ন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু আঠারো মাস অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগের এই নির্দেশনার বাস্তবায়ন না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়াবাসী ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত নিয়ে অনেক দুর্ভোগ পোহাচ্ছে। এমতো অবস্থায় দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকলিপিতে আবেদন জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি
(৩ অক্টোবর ২০২৪)

রেল যাতায়াত, যানজট ও লোডশেডিং সমস্যা সমাধানের দাবিতেনাগরিক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিতঢাকা-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে নতুন ...
29/09/2024

রেল যাতায়াত, যানজট ও লোডশেডিং সমস্যা সমাধানের দাবিতে
নাগরিক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে নতুন ট্রেন সার্ভিস চালু করণ, আন্তঃনগর বিজয় ও কালনী এক্সপ্রেসের ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে যাত্রা বিরতি ও বিদ্যমান ট্রেনসমূহের আসন সংখ্যা বৃদ্ধি করাসহ শহরের লোডশেডিং ও যানজট সমস্যা সমাধানের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা নাগরিক ফোরামের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক পীযূষ কান্তি আচার্য-এর সভাপতিত্বে উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য স্বাগত বক্তব্য রাখেন জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত।

মানববন্ধন কর্মসূচিতে সুধী সমাজের পক্ষে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাবেক সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুন নূর, সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পি, বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রা, বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মৃধা, কমরেড নজরুল ইসলাম, সাংবাদিক সৈয়দ মোহাম্মদ আকরাম, সাংবাদিক মোসারফ হোসেন বেলাল।

আবরণী নির্বাহী পরিচালক হাবিবুর রহমান পারভেজ-এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা নাগরিক ফোরামের সহ-সভাপতি ফয়সাল আহমেদ ওয়াকার, সাফির উদ্দিন চৌধুরী রনি, আরমান উদ্দিন পলাশ, সমাজকর্মী আশিকুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন, জেলা নাগরিক ফোরাম দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়াবাসীর রেল দুর্দশা লাগাবে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে। কর্তৃপক্ষ নাগরিক ফোরামের গণদাবি দাবিগুলো পূরণ করবেন বলে নানা সময়ে আশ্বাস প্রদান করলেও কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। ফলে লক্ষ লক্ষ ব্রাহ্মণবাড়িয়াবাসী দীর্ঘদিন যাবত ঢাকা-চট্টগ্রাম সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত ভোগান্তির শিকার হচ্ছে। বক্তাগণ এই সমস্ত ভোগান্তি থেকে লাঘবে অতি দ্রুত ট্রেন সমস্যার সমাধানের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান। বক্তাগণ এসময় জেলা শহরে সাম্প্রতিক সময়ে তীব্র যানজট ও লোডশেডিং সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও পৌর প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান।

উক্ত মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ এতে অংশগ্রহণ করেন।

প্রেস বিজ্ঞপ্তি
২৯ সেপ্টেম্বর ২৪

কবি ও গল্পকার ইমরুল কায়েসের 'রাতের দিয়াশলাই দিনে ঠোকাই' কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিতশিল্প ও সাহিত্য সাময়িকী নব...
26/09/2024

কবি ও গল্পকার ইমরুল কায়েসের 'রাতের দিয়াশলাই দিনে ঠোকাই' কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

শিল্প ও সাহিত্য সাময়িকী নব ভাবনা নির্বাহী সম্পাদক, কবি ও গল্পকার ইমরুল কায়েসের কাব্যগ্রন্থ 'রাতের দিয়াশলাই দিনে ঠোকাই' কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গত ২০ সেপ্টেম্বর ২৪ নব ভাবনার ঢাকাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও আমাদের গোয়েন্দা সম্পাদক অরুণ কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব, নাট্য ব্যক্তিত্ব মো. আব্দুর রশীদ, নব ভাবনার প্রধান পৃষ্ঠপোষক হুমায়দা মুজতবা, বিশিষ্ট ঔপন্যাসিক মোজাম্মেল হক নিয়োগী, নব ভাবনা লেখক ফোরামের চীফ এম্বাসেডর, কবি ও প্রাবন্ধিক রাহমান ওয়াহিদ প্রমুখ।

সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যশনাল-এর টেকনিক্যাল এডভাইজার কবি ও প্রাবন্ধিক এজাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন নব ভাবনার সম্পাদক ও প্রকাশক আব্দুল্লাহ আল অলিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন নব ভাবনা লেখক ফোরামের জয়েন্ট চীফ এম্বাসেডর ঔপন্যাসিক ও প্রাবন্ধিক ওয়াহিদুর রহমান শিপু।

কবি হাবিবুর রহমান মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে লেখক ইমরুল কায়েস ও তার বিভিন্ন বইয়ের উপর লিখত প্রবন্ধ উপস্থাপন করেন নন্দনতত্ব গবেষক, কবি দেবনাথ মণ্ডল। উন্মোচনকৃত বই থেকে কবিতা আবৃত্তি করেন কবি ও গল্পকার তরিকুল আমিন, মমতাজ জামান শিপন, লেখক ফোরামের এম্বাসেডর জেনারেল কবি মনিরুল ইসলাম শ্রাবণ। পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলওয়াত করেন আবু বক্কর সিদ্দিক।

অনুষ্ঠানে বক্তগণ বলেন- ইমরুল কায়েস একজন প্রতিভাবান লেখক ও সম্পাদক। তার প্রকাশিত প্রত্যেক বই ইতোমধ্যে পাঠক প্রিয়তা পেয়েছে। বইয়ের নামকরণে ইমরুল কায়েস বিশেষ পারঙ্গমতা দেখিয়েছেন। তার জলমাতাল, বউনটী গল্পগ্রন্থের মতো 'রাতের দিয়াশলাই দিনে ঠোকাই' বইটিও পাঠক প্রিয়তা অর্জন করে বলে আমাদের বিশ্বাস। সম্পাদক হিসেবেও সফল লেখক ইমরুল কায়েস। তার হাত ধরেই নব ভাবনা অল্প সময়ের মধ্যেই দেশের কাদামাটি ঘেঁষা লেখক-পাঠকদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নব ভাবনার সহকারী সম্পাদক আলী হোসেন, কথাসাহিত্যিক আমির হোসেন, কবি ও প্রাবন্ধিক অরবিন্দ পাল, কবি ও সম্পাদক অনির্বাণ চক্রবর্তী, প্রাবন্ধিক ও গল্পকার সোনিয়া তাসনিম খান, কবি ইবনে জালাল ও কবি আব্দুল আজিজ, কবি এহসানুল হক মালিকী, কবরিয়া লিপন, কবি মেহনাজ পারভীন প্রমুখ।

নব ভাবনা, লেখক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিতদেশের জনপ্রিয় জাতীয় শিল্প-সাহিত্য ও সংস্কৃতির পত্রিকা নব ভাবনা-এর স্বতন্ত্র ...
22/09/2024

নব ভাবনা, লেখক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশের জনপ্রিয় জাতীয় শিল্প-সাহিত্য ও সংস্কৃতির পত্রিকা নব ভাবনা-এর স্বতন্ত্র সংগঠন নব ভাবনা, লেখক ফোরামের কেন্দ্রীয় পরিষদের সাথে নব ভাবনার সম্পাদকমণ্ডলীর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার বিকেলে নব ভাবনার ঢাকাস্থ কার্যালয়ের কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত-এ সভায় নব ভাবনা সম্পাদক মণ্ডলী ও বিভিন্ন জেলার লেখক এম্বাসেডরগণ অংশগ্রহণ করেন।

নব ভাবনার সহকারী সম্পাদক আলী হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব ভাবনার সম্পাদক ও প্রকাশক আব্দুল্লাহ আল অলিদ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন লেখক ফোরামের সুপ্রিম এম্বাসেডর ও নব ভাবনার নির্বাহী সম্পাদক, ইমরুল কায়েস, চীফ এম্বাসেডর রাহমান ওয়াহিদ, জয়েন্ট চীফ এম্বাসেডর ওয়াহিদুর রহমান শিপু।

লেখক এম্বাসেডর অনির্বাণ চক্রবর্তী-এর সঞ্চালনায় সভায় বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন এম্বাসেডর ইন অফিস সোনিয়া তাসনিম খান, লেখক এম্বাসেডর অরবিন্দ পাল, ইবনে জালাল ও আব্দুল আজিজ। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কথাসাহিত্যিক আমির হোসেন। সভায় সাংগঠনিক রিপোর্ট ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন লেখক ফোরামের এম্বাসেডর জেনারেল মনিরুল ইসলাম শ্রাবণ।

সভায় লেখক এম্বাসেডরের মনোনীত ও নির্বাচিত সদস্যগণ নব ভাবনার সম্পাদক পরিষদের কাছে নিজেদের সম্মতিপত্র প্রদান করেন। পরে নব ভাবনার সম্পাদক ও প্রকাশক আব্দুল্লাহ আল অলিদ তাদের শপথ বাক্য পাঠ করান। সভায় লেখক ফোমের গঠনতন্ত্র, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কাঠামো, সদস্য অন্তর্ভুক্তি, বিভিন্ন বিভাগ ও জেলা কমিটির গঠনের লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও লেখক ফোরামের জাতীয় ১১ জন এম্বাসেডর জীবনী চূড়ান্ত করা হয়।

সভায় লেখক ফোরামের গঠনতন্ত্র তৈরির লক্ষ্যে একটি উপকমিটি গঠন করা হয়। কমিটির উপদেষ্টা: আলী হোসেন, আহ্বায়ক: ওয়াহিদুর রহমান শিপু, সদস্য সচিব: মনিরুল ইসলাম শ্রাবণ, সদস্য: অনির্বাণ চক্রবর্তী, সোনিয়া তাসনিম খান, জিল্লুর রহমান জিল্লু। উক্ত কমিটি আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে গঠনতন্ত্র তৈরি করবে। এছাড়া জেলা কমিটি গঠনের লক্ষ্যে নিম্নোক্ত ব্যক্তিবর্গকে দায়িত্ব প্রদান করা হয়। ময়মনসিংহ: আলী হোসেন ও অরবিন্দ পাল, পিরোজপুর: অনির্বাণ চক্রবর্তী ও দেবনাথ মন্ডল, ব্রাহ্মণবাড়িয়া: আমির হোসেন ও মনিরুল ইসলাম শ্রাবণ।

প্রেস বিজ্ঞপ্তি:
২২ সেপ্টেম্বর ২৪

তিতাস তীরে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী ॥বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করলো অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগাররবীন্দ্র-নজরুল বাংলা...
07/06/2024

তিতাস তীরে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী ॥
বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করলো অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগার

রবীন্দ্র-নজরুল বাংলা সাহিত্যের ধ্রুবতারা
তাঁদের সৃষ্টিসম্ভার জাতির সকল সংকটকালে আজও উত্তরণের পাথেয়
------আলোচনা সভায় বক্তাগণ

মনিরুল ইসলাম শ্রাবণ:
তিতাস নদীর কোল ঘেঁষে বানানো অদ্বৈত মল্লবর্মণ মুক্তমঞ্চ। অমর কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণ-এর জন্মভিটা গোকর্ণঘাটে প্রতিষ্ঠিত এই মঞ্চে প্রথমবারের মতো উদযাপন হলো বাংলা সাহিত্যের সবচাইতে উজ্জ্বল দুই নক্ষত্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মদিন অনুষ্ঠান। অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের আয়োজনে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হলো কালজয়ী রবীন্দ্র-নজরুল সংগীত ও নৃত্যানুষ্ঠান। এসময় সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে জেলার বরেণ্য লেখক সাহিত্যিকদের আলোচনায় উঠে আসে রবীন্দ্র নজরুলের জীবনসংগ্রাম, চেতনা ও সাহিত্যকর্মের নানা দিক।

গতকাল ৬ জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটায় শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার দুবার নির্বাচিত মেয়র মিসেস নায়ার কবির।

অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, কবি মো. আ. কুদ্দূস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন রবীন্দ্র-নজরুল জয়ন্তী-১৪৩০ উদ্যাপন পরিষদের আহ্বায়ক, বিশিষ্ট প্রাবন্ধিক, অধ্যাপক মানবর্ন্ধন পাল।

স্থানীয় বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও মল্লবর্মণ পাড়ার নারী-পুরুষসহ কয়েক শতাধিক মানুষের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে রবীন্দ্র-নজরুলের উপর আলোকপাত করেন সাবেক যুগ্মসচিব, বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কবি শাহ্ মোহাম্মদ সানাউল হক, সাহিত্য একাডেমির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট কবি ও গবেষক জয়দুল হোসেন, গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশিষ্ট রম্যলেখক পরিমল ভৌমিক, তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদের উপদেষ্টা কবি মোঃ আব্দুর রহিম, চেতনায় স্বদেশ গণগ্রন্থাগারের সভাপতি, কথাসাহিত্যিক আমির হোসেন, সাহিত্য একাডেমির সহ-সভাপতি, অদ্বৈত গবেষক, কথাসাহিত্যিক মানিকরতন শর্মা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছোটকাগজ ‘প্লাটফর্ম’-সম্পাদক হেলাল উদ্দিন হৃদয় ও কিচিরমিচির সম্পাদক মনিরুল ইসলাম শ্রাবণ। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া শহরের শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চার সাথে যুক্ত অনেক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাত নটা অবধি চলা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে আনন্দলোক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক, শিল্পী আসিফ ইকবাল খান, বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত কণ্ঠ শিল্পী নবনীতা রায় বর্মন, শাজাহান মিয়া, উপমা দেবনাথ, বাঁধন পাল, দুর্জয় বণিক, অবনি সরকার। আবৃত্তি শিল্পী ও সংগঠক শেখর চন্দ্র চৌধুরীর ব্যবস্থাপনায় একক ও দলীয় নৃত্য পরিবেশন করে ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র ও নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের নৃত্যশিল্পী বৃন্দ।

সভায় বক্তাগণ বলেন- বাঙালির মানসলোকের এই দুই পথপ্রদর্শক যুগ যুগ ধরে আলোকবর্তিকা হয়ে আছেন আমাদের মাঝে। তাঁরা বাঙালির হাজার বছরের ইতিহাসের অন্যতম দুই শ্রেষ্ঠ মানুষ। সাহিত্যের অনবদ্য আলো নিয়ে বাংলা সাহিত্যকে আলোকিত করেছেন ধ্রুবতারার ন্যায়। তাঁদের রচিত সকল সাহিত্যকর্ম মানব জীবনের দর্শন তথা মানবতার জয়গানে সমৃদ্ধ। জাতির সকল সংকটকালে আজও উত্তরণের পাথেয় হতে পারে রবীন্দ্রনাথ-নজরুলের সৃষ্টিসম্ভার।

তাঁরা বলেন- শত বছর পরেও রবীন্দ্রনাথ এবং নজরুল এখনো সমানভাবে প্রাসঙ্গিক। এবং আগামী কয়েক শত বছর পরেও তাদের প্রয়োজন ফুরিয়ে যাবে না। বাঙালির চেতনার মনস বিকাশে, সাহিত্যের প্রয়োজনীয়তায় ও সাংস্কৃতিক ঐতিহ্য তারা দুজন এক ও অবিচ্ছেদ। তাদের আলাদা করে দেখার, ভাববার বা চর্চা করার সুযোগ নেই।

বক্তারা আরো বলেন- রবীন্দ্র-নজরুল ছাড়াও ঔপন্যাসিনক অদ্বৈত মল্লবর্মণ, কবি জসীমউদ্দীন, জীবনানন্দ দাশ, সুকান্ত ভট্টাচার্যসহ অন্যান্য লেখকগণও তাঁদের সাহিত্য কর্মে মানুষ ও মানবতার কথা বলে গেছেন। বক্তাগণ নতুন প্রজন্মও মানস গঠনে রবীন্দ্র-নজরুল চর্চা করার পাশাপাশি বাংলা সাহিত্যের সকল খ্যাতিমান লেখকদের সাহিত্য পাঠ করার উপর গুরুত্বারোপ করেন।

বার্তা প্রেরক
মনিরুল ইসলাম শ্রাবণ
সদস্য, অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র প্রেস বিজ্ঞপ্তি ৭ জুন ২৪

প্রয়াত অধ্যাপক শান্তনু কায়সারকে মরণোত্তর ‘অদ্বৈত মল্লবর্মণ সাহিত্য পুরস্কার’ প্রদানবাংলাদেশে অদ্বৈত চর্চার অন্যতম পথিকৃৎ...
23/05/2024

প্রয়াত অধ্যাপক শান্তনু কায়সারকে মরণোত্তর ‘অদ্বৈত মল্লবর্মণ সাহিত্য পুরস্কার’ প্রদান

বাংলাদেশে অদ্বৈত চর্চার অন্যতম পথিকৃৎ অধ্যাপক শান্তনু কায়সারকে মরণোত্তর ‘অদ্বৈত মল্লবর্মণ সাহিত্য পুরস্কার’-২০২৪ প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ মে) ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন (পিপিএম)। অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, কবি মো. আ. কুদ্দূস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক শান্তনু কায়সারের দীর্ঘদিনের সহচর, সাহিত্য একাডেমির সভাপতি, বিশিষ্ট কবি ও গবেষক জয়দুল হোসেন। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশ তথা ব্রাহ্মণবাড়িয়ায় অদ্বৈত চর্চার ইতিহাস, অদ্বৈত গবেষণায় অধ্যাপক শান্তনু কায়সারের অবদান এবং অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের প্রয়োজনীয়তা ও কর্ম পরিধি নিয়ে বিশদ বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলা একাডেমির সহকারী সম্পাদক, কবি পিয়াস মজিদ ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মাইদুল ইসলাম পঠান।

ব্রাহ্মণবাড়িয়ার সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে শান্তনু কায়সারের পরিবারের পক্ষে সম্মানজনক এ পুরস্কার গ্রহণ করেন তাঁর বড় ছেলে রাসেল রায়হান। এসময় অতিথিবৃন্দ তার হাতে সম্মাননা স্মারক, নগদ অর্থ ও সম্মাননাপত্র তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছোটকাগজ ‘প্লাটফর্ম’-সম্পাদক হেলাল উদ্দিন হৃদয় ও কিচিরমিচির সম্পাদক মনিরুল ইসলাম শ্রাবণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে এই ধরনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন- প্রয়াত এ গুণীজনকে সম্মান প্রদর্শনের মাধ্যমে একই সাথে অদ্বৈত মল্লবর্মণ ও অধ্যাপক শান্তনু কায়সারের সম্পর্কে মানুষের জানার আগ্রহ বৃদ্ধি পাবে। অনুষ্ঠানের সভাপতি মো. আ. কুদ্দূস বলেন- নতুন প্রজন্মের মাঝে অদ্বৈতর চিন্তা-চেতনাকে ছড়িয়ে দেওয়া এবং অদ্বৈত গবেষণায় দ্বার উন্মুক্ত রাখতে ভবিষ্যতেও আমাদের বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে।

২০২২ সালে মো. আ. কুদ্দূস প্রতিষ্ঠিত অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের মাধ্যমে অদ্বৈতর জন্মভিটা গোকর্ণঘাটে ২০২৩ সালে প্রথম ও ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো তিন দিনব্যাপী অদ্বৈত গ্রন্থমেলা আয়োজন করা হয়েছিল। দুই বছরই দুইজন গুণী ব্যক্তিকে অদ্বৈত গবেষণায় অবদান রাখায় ‘অদ্বৈত মল্লবর্মণ সাহিত্য পুরস্কার’ প্রদান করা হয়। ২০২৩ সালে এ পুরস্কার লাভ করেন কবি ও গবেষক জয়দুল হোসেন। এ বছর ২০-২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ মেলায় অধ্যাপক শান্তনু কায়সারকে এ পুরস্কার দেওয়ার কথা থাকলেও সে সময় তাঁর পরিবারের সদস্যরা বিদেশে অবস্থান করায় আজ অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হলো।

অনুষ্ঠানে তাঁর বড় ছেলে রাসেল রায়হান অনুভূতি প্রকাশ করে বলেন- আমার বাবা কর্ম ও ভালোলাগার সূত্রে দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়ায় বসবাস করেছেন। আমাদের ভাই-বোনদের সকলের জন্ম ও বেড়ে ওঠা এই ব্রাহ্মণবাড়িয়া শহরে। বাবা ব্রাহ্মণবাড়িয়াতে এত বেশি থেকেছেন, আসা-যাওয়া করেছেন এবং কাজ করেছেন যে দেশের অনেকেই ভাবেন ব্রাহ্মণবাড়িয়ায় বুঝি তাঁর আসল বাড়ি। আজকে ব্রাহ্মণবাড়িয়াবাসীর এই সম্মান পেয়ে আমরা পরিবারের সদস্যরা গর্বিত ও আনন্দিত। বাবা বেঁচে থাকলে নিশ্চয়ই তিনিও গর্ব অনুভব করতেন। বক্তব্যে তিনি অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র এবং ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এসসময় তিনি তার বাবার লেখা কিছু বই অদ্বৈত গ্রন্থাগারে প্রদান করেন।

উল্লেখ্য অধ্যাপক শান্তনু কায়সার ১৯৫০ সালের ৩০ ডিসেম্বর চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সাজনমেঘ গ্রামের মুন্সী বাড়িতে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর শেষে অধ্যাপনাকে জীবনের ব্রত হিসেবে নেন। একইসঙ্গে তিনি লেখালেখিতে মনোনিবেশ করেন। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অধ্যাপনার সময় তিনি এখানকার সাহিত্য-সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। এ সময় তিনি অদ্বৈত গবেষণা ও চর্চায় আত্মনিয়োগ করেন। একসময় ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে গেলেও মৃত্যুর আগ পর্যন্ত এই জেলার সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল। বিস্তর কর্মজীবনে বিভিন্ন বিষয়ে তিনি প্রায় ৪৫টি গ্রন্থ রচনা করেন। যার উল্লেখযোগ্য সংখ্যক বই অদ্বৈত গবেষণার উপর। ২০১৪ সালে প্রবন্ধ সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার লাভ করা গুণী এই সাহিত্যিক ২০১৭ সালের ১২ এপ্রিল মৃত্যুবরণ করেন।

বার্তা প্রেরক
মনিরুল ইসলাম শ্রাবণ
সদস্য, অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র
প্রেস বিজ্ঞপ্তি
২৩ মে ২৪

সাংগঠনিক আবৃত্তি চর্চায় পদক অর্জন করায় ব্রাহ্মণবাড়িয়ায় সংবর্ধিত হলেন কবি জয়দুল হোসেনজয়দুল হোসেন তাঁর আলোয় সমাজ ও শিল্প-স...
10/03/2024

সাংগঠনিক আবৃত্তি চর্চায় পদক অর্জন করায় ব্রাহ্মণবাড়িয়ায় সংবর্ধিত হলেন কবি জয়দুল হোসেন

জয়দুল হোসেন তাঁর আলোয় সমাজ ও শিল্প-সাহিত্যকে আলোকিত করেছেন
বরেণ্য আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক গোলাম সারোয়ার

ব্রাহ্মণবাড়িয়াকে সাহিত্য-সংস্কৃতি চর্চার উর্বর ভূমি। ভালোভাবে চাষ করলে এখানে সোনার ফসল ফলে
কবি ও গবেষক জয়দুল হোসেন

সাংগঠনিক আবৃত্তি চর্চায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ প্রবর্তিত ‘গোলাম মুস্তাফা আবৃত্তি পদক’ অর্জন করায় ব্রাহ্মণবাড়িয়ার সাহিত্য একাডেমির সভাপতি, বিশিষ্ট কবি, সংগঠক ও গবেষক জয়দুল হোসেনকে সংবর্ধনা প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সাহিত্য-সংস্কৃতি ও সামাজিক সংগঠনের সদস্যরা। গতকাল শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করে কবি জয়দুল হোসেন সংবর্ধনা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য, বরেণ্য আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক গোলাম সারোয়ার।

কবি জয়দুল হোসেন সংবর্ধনা পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো মনির হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ জেলা শাখার সভাপতি, বিশিষ্ট কবি ও নাট্যকার আবদুল মান্নান সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, নারীনেত্রী বেগম ফজিলাতুন্নাহার, জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম লিমন, বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব এটিএম ফয়েজুল কবির, গুণীজন সংবর্ধনা পরিষদ সভাপতি মোঃ আব্দুল বাসেত, সাহিত্য একাডেমির সহ-সভাপতি মানিক রতন শর্মা, বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি কবি আমির হোসেন, নতুনমাত্রা পাবলিকেশনের স্বত্বাধিকারী, কবি ও সাংবাদিক আল আমীন শাহীন, ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের সহ-সভাপতি মমিনুল আলম বাবু, নদী প্রাণ ও প্রকৃতি সুরক্ষা বিষয়ক সংগঠন তরী বাংলাদেশ-এর আহ্বায়ক শামীম আহমেদ, আবরনীর নির্বাহী পরিচালক, আবৃত্তিশিল্পী হাবিবুর রহমান পারভেজ, সমাজকর্মী কমরেড নজরুল ইসলাম, তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক সুজন সরকার, কবির কলমের সভাপতি কবি হুমায়ুন কবির, সোনালি সকালের সভাপতি ফাহিম মুনতাসির।

কিচিরমিচির সম্পাদক মনিরুল ইসলাম শ্রাবণ ও আবৃত্তিশিল্পী ফারদিয়া আশরাফী নাওমীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার। ধন্যবাদ বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় কবি জয়দুল হোসেনকে নিবেদিত কবিতা পাঠ করেন তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের উপদেষ্ট, কবি মোঃ আব্দুর রহিম ও সাহিত্য একাডেমির সদস্য রিপন দেবনাথ। অনুষ্ঠানে কবি জয়দুল হোসেন রচিত বিভিন্ন কবিতার দলীয় আবৃত্তি পরিবেশন করে সাহিত্য একাডেমি, তিতাস আবৃত্তি সংগঠন, ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র, আবরনি আবৃত্তি চর্চা কেন্দ্র এবং সোনালি সকাল সংগঠনের আবৃত্তিশিল্পীবৃন্দ। এছাড়াও দলীয় নৃত্য পরিবেশন করে সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের নৃত্য শিল্পীর দল। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সংবর্ধিত অতিথি কবি জয়দুল হোসেনকে ফুলের শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেন।

সংবর্ধনা শেষে কবি জয়দুল হোসেন তার অনুভূতি ব্যক্ত করে বলেন- বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ যা মূলত কবিতা। পৃথিবীর অনেক ভাষার আদি নিদর্শনী কবিতা। ফলে বলা যায় মানুষের সাহিত্য সাধনার প্রথম থেকেই কবিতা রচনা তথা কাব্যচর্চা হয়ে আসছে। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক আবৃত্তি চর্চা শুরু হয় আশির দশকে। সমসাময়িক সময়ে আমি জেলার সাহিত্য-সংস্কৃতির চর্চা শুরু করি। সেই সঙ্গে আবৃত্তি চর্চাও। আমি নিজে কখনো আবৃত্তি না করলেও অন্যদেরকে দিয়ে আবৃত্তি করিয়েছি। কেননা আমি তখন থেকেই বুজতে পেরেছিলাম যে কবিতার লেখার মাধ্যমে, আবৃত্তি চর্চার মাধ্যমে মানুষের মাঝে দেশপ্রেম, সমাজ সচেতনতা ও চেতনা ছড়িয়ে দেয়া যায়। আবৃত্তি দিয়ে জনগণকে উদ্বুদ্ধ করা যায়। সাংগঠনিকভাবে আবৃত্তি চর্চা করলে যে পুরস্কার পাওয়া যায়, এই বিষয়টি আমার আগে থেকে জানা ছিল না। তাই পুরস্কারে আমার নাম ঘোষণা করা হলে তখন থেকেই বিষয়টি নিয়ে আমি সন্দিহান ছিলাম। যা নিয়ে আমি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি।

বক্তব্যে তিনি আরো বলেন- আমি কখনো পদক বা পুরস্কারের জন্য কোন কাজ করিনি, কোনো লেখা লেখিনি, আবৃত্তি চর্চা করিনি, সাংগঠনিক কাজও করিনি। আমি জীবনে যা করেছি তা নিজের মনের তাগিদে করেছি। দায়িত্ব ও চেতনা বোধ থেকে কাজ করেছি। সংগঠন করেছি নিজের আদর্শের জায়গা থেকে। তিনি অন্যদেরকেও নিজের নাম ছড়ানোর জন্য কাজ না করে, দেশ ও মানুষের জন্য কাজ করার কথা বলেন। বক্তব্যে তিনি ব্রাহ্মণবাড়িয়াকে সাহিত্য-সংস্কৃতি চর্চার উর্বর ভূমি উল্লেখ করে সকলকে এই ভূমিতে সোনার ফসল ফলানোর জন্য আহ্বান জানান। তিনি তাকে সংবর্ধনা প্রদান করার জন্য আয়োজকদের এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- টেলিভিশনে ব্রাহ্মণবাড়িয়াকে যেভাবে পারস্পরিক যুদ্ধের জনপদ, সংঘর্ষের জনপদ হিসেবে তুলে ধরা হচ্ছে, আমি মনে করি এটা উচিত নয়। কেননা এই ব্রাহ্মণবাড়িয়ার আছে সুদীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য। সে ঐতিহ্যের টানেই বারবার ব্রাহ্মণবাড়িয়ায় ছুটে আসতে মন চায়। তিনি বলেন জয়দুল হোসেন আবৃত্তি পদকে ভূষিত হলেও আমরা তাঁকে এই ছোট্ট গণ্ডিতে সীমাবদ্ধ রাখতে চাই না। কেননা তাঁর দীর্ঘ জীবনে যা যা অবদান, সেই তুলনায় একটি সুনির্দিষ্ট বিষয়ে পুরস্কার খুবই ছোট্ট একটি অর্জন। তবে, যে কোনও পুরস্কার মানুষকে আলোকিত করে, দায়িত্বশীল করে। জয়দুল হোসেন তাঁর আলোয় সমাজ ও শিল্প সাহিত্যকে আরও আলোকিত করেছেন এবং ভবিষ্যতেও করবেন বলে আমার বিশ্বাস।

বার্তা প্রেরক
মনিরুল ইসলাম শ্রাবণ
প্রেস বিজ্ঞপ্তি
(১০ মার্চ ২০২৪)

ভালোবাসা, সম্প্রীতি ও দেশপ্রেমের বার্তা দিয়ে বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো হলো দ্বিতীয় অদ্বৈত গ্রন্থমেলাতিতাস নদী ও অদ্বৈত মল্...
23/02/2024

ভালোবাসা, সম্প্রীতি ও দেশপ্রেমের বার্তা দিয়ে বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো হলো দ্বিতীয় অদ্বৈত গ্রন্থমেলা

তিতাস নদী ও অদ্বৈত মল্লবর্মণ আমাদের সম্পদ ও ঐতিহ্য, এগুলো আমাদেরকেই রক্ষা করতে হবে ----------কবি মো. আ. কুদদূস

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো দ্বিতীয় অদ্বৈত গ্রন্থমেলা। মেলার শেষ দিনের কর্মসূচি ছিল কবি কণ্ঠে কবিতা পাঠ, একক ও দলীয় আবৃত্তি, নাটক এবং সংগীত অনুষ্ঠান। এদিন বৃষ্টির কারণে নির্ধারিত আলোচনা সভা অনুষ্ঠিত না হলেও বৃষ্টি শেষ হওয়ার পর থেকেও মেলায় দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। সন্ধ্যার পর শুরু হয় নানান পরিবেশনা, যা একনাগাড়ে মধ্যরাত অবধি চলতে থাকে। এসময় বিভিন্ন স্টলে স্থানীয় লেখকসহ দেশবিদেশের নানা লেখকের অসংখ্য বই বিক্রিও চলতে থাকে।

সমাপনী অনুষ্ঠানে হেলাল উদ্দিন হৃদয় ও মনিরুল ইসলাম শ্রাবণের উপস্থাপনায় কবি কণ্ঠে কবিতা পাঠ করেন ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় কবিগণ। একক আবৃত্তি উপস্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট বাচিকশিল্পী মোঃ মনির হোসেন, ভোলা থেকে আগত বাচিকশিল্পী শামস মিঠু, ঢাকা থেকে আগত বাচিকশিল্পী সৈয়দ ফয়সাল আহমেদ। দলীয় আবৃত্তি পরিবেশন করেন তিতাস আবৃত্তি সংগঠনের শিল্পীবৃন্দ। সংগীত পরিবেশন করেন সুরতাল সঙ্গে নিকেতনের শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে অদ্বৈত মল্লবর্মণ জীবন কাহিনি নিয়ে রচিত নাটক ‘অদ্বৈতের অল্প কাহিনি’ পরিবেশন করে গোর্কণঘাটের মল্লবর্মণ সম্প্রদায়। এছাড়াও অদ্বৈত গবেষণায় অনন্য ভূমিকা রাখার জন্য অদ্বৈত গবেষণার পথপ্রদর্শক, অধ্যাপক শান্তনু কায়সারকে (মরনোত্তর) অদ্বৈত সাহিত্য পুরস্কার-২০২৪ ঘোষণা করা হয়। যা পরবর্তীতে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়।

মেলায় সমাপনী বক্তব্য প্রদান করেন অদ্বৈত গ্রন্থমেলার আয়োজক কমিটির আহ্বায়ক, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কবি মো. আ. কুদদূস। তিনি তাঁর বক্তব্যে বলেন- তিতাস নদী, অদ্বৈত মল্লবর্মণ, গোকর্ণঘাট- আমাদের সম্পদ ও ঐতিহ্য। এই সম্পদ ও ঐতিহ্য আমাদেরকেই রক্ষা করতে হবে। তিনি অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠার নানা পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন- এই গ্রন্থাগারকে কেন্দ্র করে এখানে একটি দৃষ্টিনন্দন স্পট গড়ে তোলা হবে। দেশবিদেশের পর্যটকরা অদ্বৈত মল্লবর্মণ সম্পর্কে জানতে ও গবেষণা করতে এখানে আসবেন। এখানে অদ্বৈত ভাস্কর্য তৈরি করা হবে, লাইব্রেরি কার্যক্রম ও মেলার মাঠ সম্প্রসারণ করা হবে। এখানে মল্লবর্মণ পাড়ার ছেলেমেয়েসহ গোকর্ণঘাটের ছেলেমেয়েদের নানান বিষয়ে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হবে। তারা এখান থেকে অনেক কিছু জানতে ও শিখতে পারবে। তিনি বলেন- এই পাঠাগার গোকর্ণঘাটবাসীর সম্পদ। এটি রক্ষণাবেক্ষণ গোকর্ণঘাটবাসীকেই করতে হবে। এসময় তিনি গোকর্ণঘাটের রাস্তার ড্রেন সহ নানা উন্নয়ন কাজের আশাবাদ ব্যক্ত করেন।

মো. আ. কুদদূস বক্তব্যে আরও বলেন- আমরা সমাজের কাছে ভালোবাসা, সম্প্রীতি, দেশপ্রেম ও মানবতার কথা ছড়িয়ে দিতে চাই। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এখানকার মানুষ একে অপরকে ভালোবাসবে। এলাকার মানুষের জীবনমান উন্নয়নে, তাদের মনস্তাত্ত্বিক উন্নয়নে কাজ করবে। যাতে কোনো মানুষ নিজের বাস্তুভিটা ছেড়ে অন্য কোথায় যেতে না হয়। তিনি এই গ্রন্থাগার প্রতিষ্ঠা ও অদ্বৈত গ্রন্থমেলা আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মবৃচারীবৃন্দ, জেলার সাহিত্য-সংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ এবং গোকর্ণঘাটবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রেস বিজ্ঞপ্তি
মনিরুল ইসলাম শ্রাবণ
২৩ ফেব্রুয়ারি ২৪

Address

Sadar
Brahmanbaria
3400

Telephone

+8801717-095751

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jhilmil News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jhilmil News:

Share