Shahadat Ahmed

Shahadat Ahmed As-Salamu Alaykum
I’m Just Simple 🥀🖤

১ লিটার কোমল পানিতে (যেমন: কোক, পেপসি, স্প্রাইট ইত্যাদি) সাধারণত প্রায় ১০৫-১১০ গ্রাম চিনি থাকে।যা দিয়ে বানানো যাবে: প্রা...
29/07/2025

১ লিটার কোমল পানিতে (যেমন: কোক, পেপসি, স্প্রাইট ইত্যাদি) সাধারণত প্রায় ১০৫-১১০ গ্রাম চিনি থাকে।

যা দিয়ে বানানো যাবে: প্রায় ২৫-২৭ কাপ চা বানানো যায় 🤦

ছবির দৃশ্য পটে সিএনজি ড্রাইভারদের আচরণ 😓
28/07/2025

ছবির দৃশ্য পটে সিএনজি ড্রাইভারদের আচরণ 😓

CNG নেই সাধারণ মানুষের ভোগান্তি শেষ কোথায় 😓ছবিঃ ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড়
28/07/2025

CNG নেই সাধারণ মানুষের ভোগান্তি শেষ কোথায় 😓
ছবিঃ ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড়

দুইটি দ্বীপ একে অপরের খুব কাছাকাছি, মাত্র ৫ কিলোমিটার সমুদ্র দ্বারা পৃথক। শীতকালে, জমে যাওয়া পানির উপর দিয়ে হেঁটে এক দ...
27/07/2025

দুইটি দ্বীপ একে অপরের খুব কাছাকাছি, মাত্র ৫ কিলোমিটার সমুদ্র দ্বারা পৃথক। শীতকালে, জমে যাওয়া পানির উপর দিয়ে হেঁটে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাওয়া যায়।

ধরুন আপনি সকাল ১০টা সময় যাত্রা শুরু করলেন এবং প্রায় এক ঘণ্টায় পৌঁছাবেন বলে আশা করছেন। কিন্তু গন্তব্যে পৌঁছানোর পর ঘড়িতে দেখা যায় একটি অদ্ভুত সময়।

এই দ্বীপদ্বয় আন্তর্জাতিক তারিখ রেখার দুই পাশে অবস্থিত, এবং তাদের মধ্যে সময়ের পার্থক্য ২২ ঘণ্টা। এই অল্প দূরত্ব হাঁটলেই আপনি কার্যত এক দিন পেছনে বা সামনে চলে যান।

এই সুন্দর দ্বীপগুলো আমেরিকা ও রাশিয়ার মাঝে অবস্থিত। এদের নাম যথাক্রমে "লিটল ডায়োমিড দ্বীপ – গতকাল" এবং "বিগ ডায়োমিড দ্বীপ – আগামীকাল"।
#শেয়ার_করুন

26/07/2025

কিডনি পরিষ্কার রাখতে লেবুর পানি ও তরমুজ খান, পাকস্থলী পরিষ্কার রাখতে প্রতিদিন অল্প করে দই খান, লিভার পরিষ্কার রাখতে আখের রস পান করুন এবং মন পরিষ্কার রাখতে বেশি বেশি দুরুদ শরিফ পড়ুন🤲 ❤️

আমি ক্লাস নাইনে পড়ি আর আমার বন্ধু রাইসা ক্লাস থ্রি তে পড়ে!🙂
23/07/2025

আমি ক্লাস নাইনে পড়ি আর আমার বন্ধু রাইসা ক্লাস থ্রি তে পড়ে!🙂

21/07/2025

দুনিয়াতে মায়ের মত দ্বিতীয় আর কেউ নেই।😭

😭😓
21/07/2025

😭😓

ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এর রাস্তার কাজ চলমান ⚠️🚸
20/07/2025

ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এর রাস্তার কাজ চলমান ⚠️🚸

টাকা দিয়া জেয়াফত খাওয়ার মত অবস্থা রাত ১০টা🥴লোকেশনঃ ব্রাহ্মণবাড়িয়া কাচ্চি ভাই
19/07/2025

টাকা দিয়া জেয়াফত খাওয়ার মত অবস্থা
রাত ১০টা🥴

লোকেশনঃ ব্রাহ্মণবাড়িয়া কাচ্চি ভাই

গরুর পায়া দিয়ে নেহারি সেই স্বাদ,😋
14/07/2025

গরুর পায়া দিয়ে নেহারি সেই স্বাদ,😋

নতুন গবেষণায় (University College London ও University of the Republic) দেখা গেছে—যারা দিনে স্বল্প সময়ের বিশ্রামঘুম (nap) ...
14/07/2025

নতুন গবেষণায় (University College London ও University of the Republic) দেখা গেছে—
যারা দিনে স্বল্প সময়ের বিশ্রামঘুম (nap) নেন, তাদের মস্তিষ্কের আকার তুলনামূলকভাবে বড় এবং বয়সের তুলনায় প্রায় ৬ বছর বেশি তরুণ দেখায়।

👉 এই অল্প সময়ের ঘুম কোনো অলসতা নয়। বরং মাত্র ২০–৩০ মিনিটের একটি ন্যাপ স্মৃতিশক্তি রিফ্রেশ করে এবং বয়সজনিত মস্তিষ্ক সংকোচন থেকে রক্ষা করে।

এটি নতুন কিছু নয় বরং প্রাচীন গ্রিস থেকে আজকের আধুনিক অফিস ডেস্ক পর্যন্ত, মানুষ হাজার বছর ধরে ন্যাপকে কাজে লাগিয়ে আসছে মস্তিষ্কের যত্নে।

Address

Brahmanbaria
3400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahadat Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share