Atika's Diary

Atika's Diary Welcome to my own world


(1)

23/07/2025

২ দিন এর দুনিয়ায় ৪ মাস লাগায়া এইচএসসি পরিক্ষা দিতে হইতাসে🙂

23/07/2025

উপদেষ্টা বলেন, “২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিন বিকেলে অনুষ্ঠিত হবে।”
জিদ দেখাইলেন?
পোলাপাইন গুলাকে কি রবোট বানাবেন???
কিসের এত তাড়া আপনাদের???
এইসএসির মতো সিরিয়াস কেন্দ্রীয় পরিক্ষায় এমন প্রেশার দেয়ার মানে কি????
প্রেশার দিবেন ঠিকই - কিন্তু সেই প্রেশার পোলাপাইন গুলো নিতে পারলো কিনা সেটাতো আপনার দেখার বিষয় না! তাই না???

22/07/2025

কে পানির দাম বেশি চেয়েছে, কে গাড়ি ভাড়া বেশি চেয়েছে—এসব নিয়ে আমি ভাবি না।

আমি দেখি, দুর্ঘটনার পর এক কাপড়ে ছুটে যাওয়া তরুণদের।
আমি দেখি, মুহূর্তেই হাজারো রক্তদাতার তালিকা বানিয়ে ফেলা পোলাপানদের।
আমি দেখি, দেশের দূর-দূরান্ত থেকে উদ্বিগ্ন হয়ে ছুটে আসা মানুষদের।
নিজের বাইক নিয়ে সার্ভিস দিতে দাঁড়িয়ে থাকা বেকার যুবকদের আমি দেখি।
আমি দেখি, আহতদের সাহায্যে পাগলের মতো ছুটে বেড়ানো হাজার হাজার ছাত্রছাত্রীকে।

আমরা যাদের নিয়ে হাসাহাসি করি—"কাজকাম নাই", "ফাঁকিবাজ", "ভবঘুরে"—এই পোলাপানগুলোরাই আজ সবচেয়ে আগে ছুটে যায় মানুষের পাশে দাঁড়াতে।
স্টুডেন্টরা কি কেবল ক্লাসরুমে সীমাবদ্ধ? না ভাই, একটা লাশের দায়িত্ব যখন একজন ছাত্র কাঁধে তুলে নেয়, তখন আমি গর্বে অবাক হই।

আমরা এখনো ভালো। হয়তো অনেক বেশি ভালো।

ভালো কাজগুলো প্রচার করুন।
ভালো মানুষদের প্রশংসা করুন।
কে পানির দাম চেয়েছে, এসব শিরোনাম দিয়ে মানুষের মন বিষিয়ে তুলবেন না।

ইতিহাস বলে—জাতীয় দুর্যোগে সবচেয়ে বড় অবদান রাখে এই সাধারণ ছাত্র-জনতা, না যে কেউ অন্য কেউ।

Still we are good. Too good. 🇧🇩

নিয়মিত ছাত্রী এখন চিরদিনের জন্য অনিয়মিত!🙂💔মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক 🥹🤲
22/07/2025

নিয়মিত ছাত্রী এখন চিরদিনের জন্য অনিয়মিত!🙂💔
মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক 🥹🤲

22/07/2025

SECTION "Sky" এর কেউই আর বেঁচে ফিরে নি।💔

Medam 🚫Mother ✅️
22/07/2025

Medam 🚫
Mother ✅️

22/07/2025

ইয়া রব্ব❗
পো*ড়া দেহেও যেন তারা ইব্রাহিম আ: এর মতো শীতলতা ও শা*ন্তি অনুভব করে!
এই য*ন্ত্র*ণা তাদের জন্য আরামদায়ক করে দিন।
Ameen🤲

22/07/2025

জুলাই বুঝি মায়েদের কোল খালি হওয়ার মাস,,,!!🥲🥲💔২০২৪/২০২৫

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেক...
22/07/2025

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!

মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।

ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, "এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা যাবে"।

কিন্তু ছাত্র'টি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।

মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:

"আমি জানতাম তুমি আসবে"!
©

21/07/2025

আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

(সোর্স: তথ্য উপদেষ্টা)

21/07/2025

অথচ এই বাচ্চাদের মায়েরা খাওয়ানোর আগে ১০ বার খাবারে ফু দিত যাতে মুখে গরম না লাগে! 🙂

21/07/2025

আজকে যারা এই ঘটনায় আহত, নিহত হয়েছে ||তারা স্কুল শেষে কত কি প্ল্যান করে রেখেছিলো আল্লাহ ই ভালো জানেন ||
👣 হয়ত কেউ ভেবে রেখেছিলো স্কুল ছুটি হলেই আজকে আব্বু/আম্মুকে বলবো আইস্ক্রিম নিয়ে দিতে ||
👣 কেউ ভেবেছিলো আজকে অমুক জায়গায় ঘুরতে যাওয়ার জন্য বায়না করবো ||
👣 স্কুলে এই ছেলে আমার রাবার/পেন্সিল নিয়ে গিয়েছিলো আম্মুকে বলবো ||
👣 আজকে আব্বুকে বলবো অফিস থেকে ফেরার সময় আমার জন্য অমুক খেলনা নিয়ে আসতে ||
👣 বাসায় গিয়ে বলবো নতুন জুতা/ব্যাগ নিয়ে দিতে ||
👣 কালকে স্কুলে যাবোনা বাসায় এসেই বলবো ||
👣 কেউ কেউ স্বপ্ন দেখছিলো ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে বড় হলে ||

আজকে কত মায়ের, বাবার যে বুক খালী হইছে || কত শত স্বপ্ন/আশা ভেঙ্গেচুরে গেছে ||এই শোক নিজে সামলাতে কষ্ট হচ্ছে || যাদের পরিবারে এই শোক হইছে তাদের কি অবস্থা আল্লাহ মাবুদ জানে ||

বাচ্চাগুলোর জামাকাপড় পুড়ে শরীরের চামড়া ঝলসে গিয়েছে || তারা কত আর্তনাদ করছে || আজকে শুধু ঢাকার আকাশ-বাতাস না,,,আজকে পুরো বাংলাদেশের আকাশ-বাতাস কাঁপিয়ে দিচ্ছে প্রতিটা মানুষের হাহাকারে ||

মৃ*ত্যু আজ না হয় কাল হবে ই || কিন্তু,, কিছু মৃ*ত্যু মেনে নিতে অনেক কষ্ট অনেক ||

Address

Brahmanbaria
3402

Alerts

Be the first to know and let us send you an email when Atika's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category