Atika's Diary

Atika's Diary Welcome to my own world


(2)

08/10/2025

শোন মেয়েরা,
তোমরা ঠিকমতো পড়বে। যেখানে যেটুকু শিখতে পারছো ভালো করে আয়ত্ব করে নেবে।
তোমার বাবার/ভাইয়ের/স্বামীর অঢেল থাকলেও এমন করে পড়বে/শিখবে যেন এতিম হয়ে আস্তাকুঁড়ে জন্মেছিলে তুমি।
যখন যাই করছো, সেই ফিল্ডেই আর কি কি জানলে বা পারলে বাকিদের থেকে তুমি বেশি চকচক করবে সেটা খুঁজে পেতে শিখে-জেনে নিও।
লেখাপড়া মেয়েদের জন্য কতটা আন্ডাররেটেড তোমাদের কোন ধারনাই নেই। লেখাপড়া তো মন দিয়ে করবেই পাশাপাশি কিভাবে নেটওয়ার্কিং করতে হয় শিখবে, কিভাবে নিজের ওর্থ শোকেস করতে হয় শিখবে, কিভাবে টেবিলে নিজের জায়গা বানিয়ে নিতে হয় শিখবে।
তোমার আশেপাশের কেউ যদি বিশ্বাস নাও করে তুমি তোমার স্বপ্নের জায়গায় ছোট্ট একটু পা রাখার স্থান করতে পারবে, তুমি সেই বিশ্বাস হারাবে না।
তুমি একগুঁয়ে গোয়ারের মতো ঠেলতে ঠেলতে ঠিকই এই জায়গা বানিয়ে নেবে।
তোমাকে এইটা করতেই হবে। পারতেই হবে।
কেউ যেন কোনদিন তোমাকে বলতে না পারে 'বের হয়ে যাও'।
কারন ওই জায়গাটা তুমি ওউন করো। নিজে বানিয়েছো। কারো বাপের যেন সাহস না হয় তোমাকে 'বের হয়ে' যেতে বলার।

copied

Because of Prayer you can achieve Anything🤍✨.
06/10/2025

Because of Prayer you can achieve Anything🤍✨.

🤍🌸
03/10/2025

🤍🌸

সকল বাবা মা'য়ের 🖤
03/10/2025

সকল বাবা মা'য়ের 🖤

🖤
28/09/2025

🖤

26/09/2025

অভি’মানী হওয়াটাই মেয়েদের সৌন্দর্য, সৃষ্টিকর্তা নিজেই তাদের অভি’মানী রূপে পৃথিবীতে পাঠিয়েছেন। ঢং করবে, ন্যাকামি করবে, চি.ল্লাবে অযথা রাগ করবে, সামান্য কথায় চোখেজল চ.লে আসবে আর হুটহাট অভি’মানে গাল ফুলিয়ে বসে থাকবে।
এই মোহনীয় দৃশ্য সামলিয়ে ভালোবেসে আগলে রাখতে পারলেই; আপনি একজন প্রকৃত পুরুষ। 🖤

26/09/2025

মনটা ভালোনা
সকালে রাজুদার পরটা,দুপুরে মিজানের হোটেলে ১০০ টাকার ভাত আর সন্ধ্যায় আগারগাঁও গিয়ে জাকিরের বউয়ের বানানো কেক খেলে ভাল লাগতো 🙂

২য় বার প্রেমে পড়লে কি "Pehla Nasha" গানটা শুনা যাবে??(আমার এক বন্ধুর জন্য)🙊
26/09/2025

২য় বার প্রেমে পড়লে কি "Pehla Nasha" গানটা শুনা যাবে??

(আমার এক বন্ধুর জন্য)🙊

মায়ের কথা মনে পড়ে, মনও পোড়ে ❤️‍🩹
21/09/2025

মায়ের কথা মনে পড়ে, মনও পোড়ে ❤️‍🩹

21/09/2025

সকালে ওঠার টেনশনেই আমার রাতে ঘুম হয় না.!🫩

19/09/2025

শুক্রবার দুরুদ পাঠের দিন;
আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ(ﷺ) 🤍

Address

Brahmanbaria
3402

Alerts

Be the first to know and let us send you an email when Atika's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category