08/10/2025
শোন মেয়েরা,
তোমরা ঠিকমতো পড়বে। যেখানে যেটুকু শিখতে পারছো ভালো করে আয়ত্ব করে নেবে।
তোমার বাবার/ভাইয়ের/স্বামীর অঢেল থাকলেও এমন করে পড়বে/শিখবে যেন এতিম হয়ে আস্তাকুঁড়ে জন্মেছিলে তুমি।
যখন যাই করছো, সেই ফিল্ডেই আর কি কি জানলে বা পারলে বাকিদের থেকে তুমি বেশি চকচক করবে সেটা খুঁজে পেতে শিখে-জেনে নিও।
লেখাপড়া মেয়েদের জন্য কতটা আন্ডাররেটেড তোমাদের কোন ধারনাই নেই। লেখাপড়া তো মন দিয়ে করবেই পাশাপাশি কিভাবে নেটওয়ার্কিং করতে হয় শিখবে, কিভাবে নিজের ওর্থ শোকেস করতে হয় শিখবে, কিভাবে টেবিলে নিজের জায়গা বানিয়ে নিতে হয় শিখবে।
তোমার আশেপাশের কেউ যদি বিশ্বাস নাও করে তুমি তোমার স্বপ্নের জায়গায় ছোট্ট একটু পা রাখার স্থান করতে পারবে, তুমি সেই বিশ্বাস হারাবে না।
তুমি একগুঁয়ে গোয়ারের মতো ঠেলতে ঠেলতে ঠিকই এই জায়গা বানিয়ে নেবে।
তোমাকে এইটা করতেই হবে। পারতেই হবে।
কেউ যেন কোনদিন তোমাকে বলতে না পারে 'বের হয়ে যাও'।
কারন ওই জায়গাটা তুমি ওউন করো। নিজে বানিয়েছো। কারো বাপের যেন সাহস না হয় তোমাকে 'বের হয়ে' যেতে বলার।
copied