মো মনির হোসেন

কখনো যেন ভাঙে না, এ স্বপ্নের অমল ধারা,সেই প্রেমের বন্ধনে বেঁধে, চিরকাল থাকবে আমাদের সারা।আকাশের তারা, গাছের ছায়া, সব যে...
16/10/2024

কখনো যেন ভাঙে না, এ স্বপ্নের অমল ধারা,
সেই প্রেমের বন্ধনে বেঁধে, চিরকাল থাকবে আমাদের সারা।
আকাশের তারা, গাছের ছায়া, সব যেন সাক্ষী দেয়,
ভালবাসার এ অনুভূতি, হৃদয়ে চিরকাল গেড়ে থাকে।

কবিতা :ভালবাসার স্বপ্নীল
লেখক : নিজ

তুমি আছো আজো, বইয়ের পাতায়,গ্রামের মেঠো পথ, কৃষকের গানে।স্বর্ণালি কবি, আল মাহমুদ তুমি,জ্বলছো অবিরত হৃদয়ের আকাশে।  কবিতার ...
29/09/2024

তুমি আছো আজো, বইয়ের পাতায়,
গ্রামের মেঠো পথ, কৃষকের গানে।
স্বর্ণালি কবি, আল মাহমুদ তুমি,
জ্বলছো অবিরত হৃদয়ের আকাশে।

কবিতার শিরোনাম: স্বর্ণালি কবি আল মাহমুদ
লেখা : নিজ

25/09/2024

তুমি যখন পাশে থাকো, বৃষ্টির দোয়ায় ভাসি,
মনের কোণে লুকানো, সব কষ্ট যেন হারায়, মুছে যায়।
তোমার হাসির চাঁদনি, বৃষ্টির ফোঁটায় রঙিন,
এখন মনে হয়, জীবনের স্রোতে কেবল তুমি, তুমি,
তুমি একমাত্র প্রিয়।

একটি সুন্দর প্রেমের সম্পর্ক বজায় রাখা প্রতিটা মানুষের জন্যই গুরুত্বপূর্ণ। সে হোক দাম্পত্য জীবন অথবা খুনসুটির প্রেম। সর্ব...
15/09/2024

একটি সুন্দর প্রেমের সম্পর্ক বজায় রাখা প্রতিটা মানুষের জন্যই গুরুত্বপূর্ণ। সে হোক দাম্পত্য জীবন অথবা খুনসুটির প্রেম। সর্বপরি আপনার ভালোবাসা,
ভালোবাসার সেই মানুষটির প্রতি সম্মান,পারস্পরিক বোঝাপড়াসম্পর্ক উন্নয়নে একত্রে ভূমিকা রাখা প্রতিটি মানুষের জন্যই একই। আর তাই তো সরল অনুপাতে প্রেমের সম্পর্ক আগলে ও যত্নে রাখতে কিছু মৌলিকতা অবলম্বন করলেই মানুষ সুখি!

শুভ জন্মদিন, জাহির ভাই! পথিক পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনি আমাদের পরিবার...
15/09/2024

শুভ জন্মদিন, জাহির ভাই!
পথিক পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনি আমাদের পরিবারের একজন অবিচ্ছেদ্য অংশ, এবং আপনার উদারতা, স্নেহ, ও নৈতিক মূল্যবোধ আমাদের সবার জন্য অনুপ্রেরণার উৎস।

আপনার প্রতিটি পদক্ষেপে আমরা পেয়েছি আপনার সহযোগিতা ও দিকনির্দেশনা, যা আমাদের জীবনের পথচলা সহজ করে তুলেছে। আপনার জীবনের এই বিশেষ দিনে আমরা প্রার্থনা করি, যেন আপনার জীবন আরও সুখময় ও সমৃদ্ধ হয়ে ওঠে। আপনার সাফল্য ও সুস্থতা আমাদের সবসময়ের কাম্য।আপনার জন্য রইল আমাদের পক্ষ থেকে অশেষ শুভকামনা।
শুভ জন্মদিন, জাহির ভাই!

ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের এর বর্তমান শিক্ষার্থীদের বলছি, কোনো শিক্ষক/শিক্ষিকা এর সাথে কোনো প্রকার বেয়াদবির খবর পেল...
30/08/2024

ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের এর বর্তমান শিক্ষার্থীদের বলছি, কোনো শিক্ষক/শিক্ষিকা এর সাথে কোনো প্রকার বেয়াদবির খবর পেলে আমরা প্রাক্তন ব্যাচের ছাত্ররা কেউ বসে থাকবো না।

তাই এই ব্যাপারে সর্তক থেকো দেশের বিভিন্ন জায়গায় স্রোতে গা ভাসিয়ে তিল কে তাল বানিয়ে শিক্ষকদের সাথে বেয়াদবি করা হচ্ছে।

কাউকে সম্মান করতে না পারলেও অসম্মান করার অধিকারটাও আমরা কেউ রাখি না। এখানে কোনো রকম শিক্ষকদের অসম্মান চলবে না

 #লেখার আহবানআমরা আনন্দের সাথে ঘোষণা করছি যে, বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসাধারণ বিজয় উপলক্ষে “পথিক” এর একটি...
15/08/2024

#লেখার আহবান

আমরা আনন্দের সাথে ঘোষণা করছি যে, বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসাধারণ বিজয় উপলক্ষে “পথিক” এর একটি বিশেষ ম্যাগাজিন প্রকাশ করতে যাচ্ছি। এই ম্যাগাজিনে থাকছে আন্দোলনের ইতিহাস, ছাত্রদের সংগ্রামের গল্প, বিজয়ের তাৎপর্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণাদায়ক কনটেন্ট।
এই ম্যাগাজিনটি শুধুমাত্র একটি প্রকাশনা নয়, এটি আমাদের দেশের শিক্ষার্থীদের সংগ্রাম ও তাঁদের অর্জনের প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি প্রচেষ্টা। আমরা বিশ্বাস করি, এই ম্যাগাজিনটি সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
এই ম্যাগাজিনে অংশগ্রহণ করতে ইচ্ছুক সকল শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আমরা আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। আপনারা আপনার মূল্যবান লেখা, ছবি ও প্রবন্ধ জমা দিতে পারেন আমাদের অফিসিয়াল ইমেইল ঠিকানায়।
ইমেইল: [email protected]
ম্যাগাজিনটি শীঘ্রই প্রকাশিত হবে, এবং আমরা আশাবাদী যে এটি সকলের মধ্যে একটি শক্তিশালী বার্তা ছড়িয়ে দিতে সক্ষম হবে।
আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা এই উদ্যোগকে সফল করার জন্য অঙ্গীকারবদ্ধ।
লেখা পাঠানোর শেষ তারিখ: ২০ আগস্ট 2024

15/08/2024

আল্লাহ যা করে সকলের মঙ্গলের জন্যই করেন । আগে নিজেকে পরিবর্তন করতে হবে তারপর অন্যকে

15/08/2024

মানুষ দুইজন ঠিক হলে কখনো সত্যিকারে ভালোবাসা
হারিয়ে যায় না ।।

14/07/2024

জীবনের এক ধাপ আগালেই তিন ধাপ পেছাতে হয়। তারপরও সকল বাধাকে উপেক্ষা করে সামনে অগ্রসর হয়ে যেতে হবেই ।

14/07/2024

এই জীবনে কিছু সময়ে আমরা বেদনাদায়ক প্রচেষ্টার মুখোমুখি হতে হবে যা একটি সময়ের জন্য আমাদের মনে ভারী হবে, কিন্তু এটি এমন কিছু যা সবাই অন্যদের সাহায্য এবং এগিয়ে যাওয়ার ইচ্ছা দ্বারা অতিক্রম করতে পারে। আলো সবসময় সামনে জ্বলবে এবং আপনার জন্য চাপার একটি উপায় তৈরি করবে; আপনার চোখ খোলা এবং সিদ্ধান্ত নেওয়া শুধুমাত্র আপনার উপর নির্ভর করে।

14/07/2024

যে নারী শূন্য পকেটে পাশে থাকে,
সে নারী সাফল্য শেষে স্ত্রী হওয়ারও যোগ্যতা রাখে।

বিস্তারিত কমেন্টে
29/06/2024

বিস্তারিত কমেন্টে

শৈশব
29/06/2024

শৈশব

ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনা ক্রিস গেলের: 'বিশ্ব ক্রিকেটটা ভারতই চালায়,' আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রাখার পরামর্শ!
28/06/2024

ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনা ক্রিস গেলের: 'বিশ্ব ক্রিকেটটা ভারতই চালায়,' আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রাখার পরামর্শ!

25/06/2024

তোমাকে ভালোবাসি বলেই, আজও এই সার্থপর পৃথিবীতে বেঁচে আছি।।

14/06/2024

Address

Brahmanbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when মো মনির হোসেন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share