
16/10/2024
কখনো যেন ভাঙে না, এ স্বপ্নের অমল ধারা,
সেই প্রেমের বন্ধনে বেঁধে, চিরকাল থাকবে আমাদের সারা।
আকাশের তারা, গাছের ছায়া, সব যেন সাক্ষী দেয়,
ভালবাসার এ অনুভূতি, হৃদয়ে চিরকাল গেড়ে থাকে।
কবিতা :ভালবাসার স্বপ্নীল
লেখক : নিজ