11/08/2024
জীবনসঙ্গী ডঃ ইউনুস স্যারের মত হওয়া উচিত☺️
উনি এক সাক্ষা'ৎকারে বলেছিলেন তার বউ তাকে ছাড়া কাউকে চিনে না। সবাইকে ভুলে গেছে কিন্তু তাকে ভুলে নাই। তার সব কিছু ডঃ ইউনুস স্যার করে দেন, খাওয়া থেকে শুরু করে দেখাশোনা সব কিছু, কারণ উনার বউ অ'চল প্রায় অব'স্থায়। তবুও তিনি বলছেন,
সে আমার কাছে এখনো বাচ্চা🥺,এখনো অভিমান করে আমাকে ছাড়া কিছু খায় না ঘুমায় না, আমাকে না পেলে কিছু করতে চায় না🥰 আমার কাছে সে এখনো আগের মতোই কিশোরী, তিনি আরও বলেন আমি তাকে ছাড়া থাকতে পারিনা, সে আমাকে ছাড়া থাকতে পারে। তাকে রেখে দূরে যেতে পারি না,সে আমার কাছে অনেক কিছু 🫶🌸