Nor Mohammad Razvi

Nor Mohammad Razvi ✔️ Student & Youtubar

12/01/2024

🥀পঞ্চদশ শতাব্দীর সু-মহান মুজাদ্দিদ, মুহিয়ে সুন্নাহ আল্লামা শেরে গাজী রেজভী মাওলা 🙏

তিনারঁ জবান মোবারক দ্বারা বাংলাদেশের গর্ব ও নেত্রী বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈমানদার বলেছেন ও তিনি জান্নাতী মানুষ🥰

আল্লামা পীর মুফতি মাহমুদুল হাসান রেজভী মা: আ: তিনার জবান থেকে শুনুন

22/07/2023

ভক্তদের শান্তির স্থান রেজভীয়া দরবার শরীফ।

💯অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো।নিজের জীবনে নিজেকে আরো উঁচুতে নিয়ে যাও।
25/12/2022

💯অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো।
নিজের জীবনে নিজেকে আরো উঁচুতে নিয়ে যাও।

বাবা শুধু একজন মানুষ নন, স্রেফ একটি সম্পর্কের নাম নয়, বাবার মাঝে জড়িয়ে আছে বিশালত্তের এক অদ্ভুত মায়াবী প্রকাশ।
23/09/2022

বাবা শুধু একজন মানুষ নন, স্রেফ একটি সম্পর্কের নাম নয়, বাবার মাঝে জড়িয়ে আছে বিশালত্তের এক অদ্ভুত মায়াবী প্রকাশ।

সত্যি ওই 🖤🖤
16/08/2022

সত্যি ওই 🖤🖤

তারা পরিবার.. 🌼🤍

কাঁক হচ্ছে একমাত্র পাখি, যে ঈগলের ঘাড়ের উপর বসে, ঠোকর মেরে, তাকে বিরক্ত করতে পারে। যে সাহস অন্য কোন পাখির নেই। মজার ব্যা...
16/08/2022

কাঁক হচ্ছে একমাত্র পাখি, যে ঈগলের ঘাড়ের উপর বসে, ঠোকর মেরে, তাকে বিরক্ত করতে পারে। যে সাহস অন্য কোন পাখির নেই। মজার ব্যাপার হচ্ছে ঈগল কিন্তু , কাঁকের সাথে লড়াই করে, বা তাকে মেরে ফেলতে যেয়ে, তার সময় ও শক্তির অপচয় করে না।
ঈগল যেটা করে, সেটা হচ্ছে, সে দ্রুত গতিতে উপরে উঠতে থাকে। আতি উচ্চতায় অক্সিজেন স্বল্পতার কারনে, এবং ঈগলের প্রচন্ড গতির কারনে, কাঁক দুর্বল হয়ে পড়ে এবং টিকতে না পেরে, ঈগলের ঘাড় থেকে, দ্রুত খসে পড়ে যায়। ঠিক তেমনি ভাবে, আপনার জীবন চলার পথে, কাছের মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরূপি অনেক কাঁক, আপনার পিছনে ঠোকর মেরে, আপনার জীবনকে ব্যহত করবে। এদের সাথে লড়তে যেয়ে, সময় এবং শ্রম অপচয় করার কোন দরকার নেই। আপনার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানর জন্য, কাজের গতি আর পরিশ্রম আরও বাড়িয়ে দিন। আপনার গতির সাথে তাল মেলাতে না পেরে, এই সব কাকেরা, দুর্বল হয়ে এমনিতেই ঝড়ে পড়ে যাবে।
ধন্যবাদ!😍😍😍😍

30/06/2022

"সঙ্গীত হলো সকল প্রকার ভালবাসার মূল উপাদান। এটাকে অন্তরে তুলে নাও, তাহলে মনের বিশাল রাজ্যের ধুলিকনাগুলো চমকাতে শুরু করবে। সুপ্ত প্রতিভা জেগে উঠবে। সঙ্গীত শোনো, তাহলে মনে আনন্দ ও স্বর্গীয় প্রশান্তি লাভ করতে পারবে।"

✒️-সুফি দার্শনিক মাওলানা জালালুদ্দীন রুমি (রহঃ)।

05/05/2022

মান্নার কিছু কথা😭❤️

যে বাতাস গাছ উপড়ে ফেলে, সেই বাতাসেই ঘাসেরা দোলে। বড় হওয়ার দম্ভ কখনো-ই করো না। মাওলানা রুমী (রহঃ)
04/05/2022

যে বাতাস গাছ উপড়ে ফেলে, সেই বাতাসেই ঘাসেরা দোলে। বড় হওয়ার দম্ভ কখনো-ই করো না।
মাওলানা রুমী (রহঃ)

01/05/2022

🎶রেজভীয়া দরবারের ঈদ আকর্ষণ„

🎶গান:-ও রেজভী চাঁন্দে গো চাঁন্দে
আমার চাঁন্দে দেওয়ানা আমায় বানাইছে„

🎤কন্ঠ:-শামীম সিদ্দিকী„
🖊️কথা:-শামীম সিদ্দিকী„

01/05/2022

প্রাণো বন্ধু রে তুমি একবার এসে দিয়ে, দেখাও মোড়ে

03/12/2021

বাদাম বাদাম। Badam Badam 😁😁

Most Viral song 😆😆😆

Address

Brahmanbaria
3400

Alerts

Be the first to know and let us send you an email when Nor Mohammad Razvi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nor Mohammad Razvi:

Share

Category