Darbar sharif e fandauk

Darbar sharif e fandauk Islamic Research Centre.

✨ জুমু’আর দিনের বিশেষ ফযীলত ✨রাসূলুল্লাহ ﷺ বলেছেন –➡️ “তোমাদের কেউ জুম্মার সালাতে আসলে সে যেন গোসল করে।” (সহিহ বুখারী, হ...
18/09/2025

✨ জুমু’আর দিনের বিশেষ ফযীলত ✨

রাসূলুল্লাহ ﷺ বলেছেন –
➡️ “তোমাদের কেউ জুম্মার সালাতে আসলে সে যেন গোসল করে।” (সহিহ বুখারী, হাদিস ৮৩৩)

➡️ উমর ইবনুল খাত্তাব (রাঃ) জুম্মার খুতবায় এক সাহাবীকে স্মরণ করিয়ে দিয়েছিলেন, শুধু উযূ নয়, বরং গোসল করার ব্যাপারে রাসূল ﷺ নির্দেশ দিয়েছেন। (হাদিস ৮৩৪)

➡️ আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত – নবী ﷺ বলেছেন, “জুম্মার দিন প্রত্যেক বালেগের জন্য গোসল করা কর্তব্য।” (সহিহ বুখারী, হাদিস ৮৩৫)

✅ এখান থেকে আমরা বুঝতে পারি:

জুমু’আর দিনে গোসল করা অত্যন্ত গুরুত্বের।

এটি কেবল পরিচ্ছন্নতা নয়, বরং জুমু’আর সালাতের মর্যাদা রক্ষার Sunnah Muakkadah (জোরালো সুন্নাহ)।

শিশু বা নারীদের জন্য জুমু’আয় হাজিরা ফরজ নয়, তবে পুরুষদের জন্য গোসল করে উপস্থিত হওয়া ফরজের অংশ।

📌 চলুন আমরা সবাই জুমু’আর দিনের এই আদব ও ফযীলত মেনে চলি।

#জুমু_আর #হাদিস #ইসলাম

রাসূলুল্লাহ ﷺ এর প্রিয় খাবার হযরত আয়েশা (রাঃ) বলেন—“রাসূলুল্লাহ ﷺ মিষ্টি ও মধু পছন্দ করতেন।”(সহিহ বুখারি, হাদিস ৫৪৩১)🍯 ...
17/09/2025

রাসূলুল্লাহ ﷺ এর প্রিয় খাবার

হযরত আয়েশা (রাঃ) বলেন—
“রাসূলুল্লাহ ﷺ মিষ্টি ও মধু পছন্দ করতেন।”
(সহিহ বুখারি, হাদিস ৫৪৩১)

🍯 নবীজি ﷺ এর জীবন ছিল একেবারেই সরল। খাবারে কোনো বিলাসিতা বা অপচয় ছিল না।
✨ মধু কোরআনে শিফা বা আরোগ্যের উৎস হিসেবে বর্ণিত হয়েছে। তাই এর প্রতি তাঁর ভালোবাসা শুধু স্বাদের জন্য নয়, বরং উপকারিতার জন্যও ছিল।

🌿 মিষ্টি বা ভালো খাবারের প্রতি স্বাভাবিক ঝোঁক থাকা দোষের নয় কিন্তু সবসময় সংযমে থাকতে হবে।

15/09/2025

সিলেটের ৩ জেলায় বন্যার শঙ্কা।

হুথি বিদ্রোহীদের ড্রোন হামলা ইসরাইলের উপরইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরাইলের রামন বিমানবন্দর ও নেগেভ অঞ্চলের সামরিক স্থাপ...
15/09/2025

হুথি বিদ্রোহীদের ড্রোন হামলা ইসরাইলের উপর

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরাইলের রামন বিমানবন্দর ও নেগেভ অঞ্চলের সামরিক স্থাপনায় চারটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। হুথি মুখপাত্র দাবি করেছেন, হামলাগুলো সফল হয়েছে এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত থাকবে।

⚠️ এর পর ইসরাইলের পাল্টা হামলায় ইয়েমেনে ৪৬ জন নিহত এবং ১৬৫ জন আহত হয়েছে।

এই ঘটনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

15/09/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

🌧️ দেশের আকাশে আসছে ‘ঈশান ২’ – ভারী মৌসুমী বৃষ্টি! 🌧️📅 সময়সীমা: ১৪-১৯ সেপ্টেম্বর ২০২৫📍 অঞ্চল: প্রায় সারাদেশে, বিশেষ কর...
14/09/2025

🌧️ দেশের আকাশে আসছে ‘ঈশান ২’ – ভারী মৌসুমী বৃষ্টি! 🌧️

📅 সময়সীমা: ১৪-১৯ সেপ্টেম্বর ২০২৫
📍 অঞ্চল: প্রায় সারাদেশে, বিশেষ করে উত্তর, উত্তরপূর্ব ও দক্ষিণ অংশ

⚡ প্রধান তথ্য

সর্বোচ্চ বৃষ্টি: রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম

মাঝারি বৃষ্টি: ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল

ঝড়-বজ্রপাত: মাঝারি, বড় ঝড় নেই, দমকা বাতাস থাকতে পারে

পাহাড় ধসের ঝুঁকি: চট্টগ্রামের পাহাড়ি এলাকা (বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার)

বন্যার সম্ভাবনা: দক্ষিণ অঞ্চলের নিম্নভূমি

⚠️ সতর্কতা

পাহাড়ি এলাকায় খুব সাবধান।

নদীর পানিতে বাড়তি সতর্কতা।

মাঝারি দমকা বাতাসের সম্ভাবনা।

সেচের জন্য ৪০-৬০% পানি সরবরাহ পূরণ হবে।

🌈 আবহাওয়া সারসংক্ষেপ:
মেঘলা, ভারী বৃষ্টি হতে পারে, মাঝে মাঝে কিছু এলাকায় ভ্যাপসা গরম থাকবে।
শুধু সব জায়গায় বৃষ্টি হবে না, কিছু এলাকায় কম বা একেবারেই নাও হতে পারে।

🌟 সতর্ক থাকুন, নিরাপদে থাকুন!
#ঈশান2 #মৌসুমীবৃষ্টি #ভারীবৃষ্টি #বৃষ্টিরআবহাওয়া #বাংলাদেশ #বন্যারসতর্কতা

🌿 সকাল-সন্ধ্যার যিকির (পূর্ণ দোআ + বাংলা উচ্চারণ)১️⃣ আয়াতুল কুরসি📖 আরবি:اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَي...
14/09/2025

🌿 সকাল-সন্ধ্যার যিকির (পূর্ণ দোআ + বাংলা উচ্চারণ)

১️⃣ আয়াতুল কুরসি

📖 আরবি:
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

🔊 উচ্চারণ:
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্বাইয়ূম। লা তা’খুজুহু সিনাতুওঁ ওয়ালা নাউম। লাহু মা ফিস্সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মান যাল্লাযী ইয়াশফাউ ‘ইন্দাহূ ইল্লা বিইযনিহি। ইয়ালামু মা বাইনা আইদীহিম ওয়া মা খালফাহুম। ওয়ালা ইউহীতূন বিছাইইম মিন ‘ইলমিহি ইল্লা বিমা শা-আ। ওয়াসিঅা কুরসিইউহুস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়ালা ইয়াউদুহূ হিফযুহুমা। ওয়া হুয়াল আলিইয়ুল আযীম।

👉 সকাল-সন্ধ্যায় পড়ার দলিল: সহিহ মুসলিম (হাদিস ২৬৯৮)

২️⃣ সূরা ইখলাস

📖 আরবি:
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ۝ اللَّهُ الصَّمَدُ ۝ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ۝ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

🔊 উচ্চারণ:
কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সমাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইয়াকুন লাহূ কুফুওয়ান আহাদ।

৩️⃣ সূরা ফালাক

📖 আরবি:
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ ۝ مِن شَرِّ مَا خَلَقَ ۝ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ۝ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ ۝ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

🔊 উচ্চারণ:
কুল আউযু বিরাব্বিল ফালাক। মিন শাররি মা খালাক। ওয়া মিন শাররি গা-সিক্বিন ইযা ওয়াক্বাব। ওয়া মিন শাররিন্নাফ-ফাছা-তি ফিল উক্বাদ। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ।

৪️⃣ সূরা নাস

📖 আরবি:
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ۝ مَلِكِ النَّاسِ ۝ إِلَٰهِ النَّاسِ ۝ مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ ۝ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ ۝ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ

🔊 উচ্চারণ:
কুল আউযু বিরাব্বিন নাস। মালিকিন্নাস। ইলাহিন্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদূরিন্নাস। মিনাল জিন্নাতি ওয়ান্নাস।

👉 সকাল ও সন্ধ্যায় ৩ বার করে পড়ার দলিল: সহিহ তিরমিজি (৩৫৭৫)

৫️⃣ সকাল-সন্ধ্যার দোআ

📖 আরবি:
اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ النُّشُورُ

🔊 উচ্চারণ:
আল্লাহুম্মা বিকা আসবাহনা, ওয়া বিকা আমসাইনা, ওয়া বিকা নাহইয়া, ওয়া বিকা নামূতু, ওয়া ইলাইকাল নুশূর।

(সুনান আবু দাউদ: হাদিস ৫০৭১, সহিহুল জামে ৩৫৩৭)

৬️⃣ সর্বশ্রেষ্ঠ যিকির

📖 আরবি:
سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ

🔊 উচ্চারণ:
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।

👉 ফজর ও মাগরিবের পর ৩৩ বার করে বলার দলিল: সহিহ মুসলিম (হাদিস ৫৯৭)

এগুলোই হচ্ছে মূল সকাল-সন্ধ্যার আমলসমূহ।

13/09/2025

আল্লহুম্মা সল্লি ওয়াসাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ(ﷺ)

12/09/2025
“কোনো ফিলিস্তিন রাষ্ট্র হবে না, এই জায়গা শুধু আমাদের” — ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু।সম্প্রতি পশ্চিম তীরে বসতি সম্প...
12/09/2025

“কোনো ফিলিস্তিন রাষ্ট্র হবে না, এই জায়গা শুধু আমাদের” — ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

সম্প্রতি পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ পরিকল্পনায় স্বাক্ষর করার সময় তিনি স্পষ্ট করে বলেছেন, “There will never be a Palestinian state. This place belongs to us.”

🔗 আন্তর্জাতিক গণমাধ্যমের খবর:

Reuters: লিংক

Al Jazeera: লিংক

Times of Israel: লিংক

ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি সে আবারও সরাসরি প্রত্যাখ্যান করল।

নবীজি (সা.) বলেছেন, যে ব্যক্তি তার পরিবারের ভরণ-পোষণ করে সে সদকার সওয়াব পায়।(সহিহ বুখারি, হাদিস: ৫,৩৫১; সহিহ মুসলিম, হ...
11/09/2025

নবীজি (সা.) বলেছেন, যে ব্যক্তি তার পরিবারের ভরণ-পোষণ করে সে সদকার সওয়াব পায়।
(সহিহ বুখারি, হাদিস: ৫,৩৫১; সহিহ মুসলিম, হাদিস: ১,০০২)

Address

Fandauk, Nasirnagar, Brahmanbaria
Brahmanbaria
3441

Telephone

+8801710555720

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darbar sharif e fandauk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Darbar sharif e fandauk:

Share