
18/09/2025
✨ জুমু’আর দিনের বিশেষ ফযীলত ✨
রাসূলুল্লাহ ﷺ বলেছেন –
➡️ “তোমাদের কেউ জুম্মার সালাতে আসলে সে যেন গোসল করে।” (সহিহ বুখারী, হাদিস ৮৩৩)
➡️ উমর ইবনুল খাত্তাব (রাঃ) জুম্মার খুতবায় এক সাহাবীকে স্মরণ করিয়ে দিয়েছিলেন, শুধু উযূ নয়, বরং গোসল করার ব্যাপারে রাসূল ﷺ নির্দেশ দিয়েছেন। (হাদিস ৮৩৪)
➡️ আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত – নবী ﷺ বলেছেন, “জুম্মার দিন প্রত্যেক বালেগের জন্য গোসল করা কর্তব্য।” (সহিহ বুখারী, হাদিস ৮৩৫)
✅ এখান থেকে আমরা বুঝতে পারি:
জুমু’আর দিনে গোসল করা অত্যন্ত গুরুত্বের।
এটি কেবল পরিচ্ছন্নতা নয়, বরং জুমু’আর সালাতের মর্যাদা রক্ষার Sunnah Muakkadah (জোরালো সুন্নাহ)।
শিশু বা নারীদের জন্য জুমু’আয় হাজিরা ফরজ নয়, তবে পুরুষদের জন্য গোসল করে উপস্থিত হওয়া ফরজের অংশ।
📌 চলুন আমরা সবাই জুমু’আর দিনের এই আদব ও ফযীলত মেনে চলি।
#জুমু_আর #হাদিস #ইসলাম