ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস-Brahmanbaria Express

ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস-Brahmanbaria Express বাংলাদেশ রেলওয়ে ও ট্রেনের সর্বশেষ তথ্য জানতে এবং ব্রাহ্মণবাড়িয়ার জেলার আঞ্চলিক খবর এবং দেশের খবর জানতে আমাদের এই পেজটি ফলো করতে পারেন
(2)

চট্টগ্রামগামী ৭৪২ তুর্না ব্রাহ্মণবাড়িয়া ছাড়লো ২ঃ১০।
04/01/2025

চট্টগ্রামগামী ৭৪২ তুর্না ব্রাহ্মণবাড়িয়া ছাড়লো ২ঃ১০।

04/01/2025

সিলেট অভিমুখী লাইট ইঞ্জিন আখাউড়া আউট ১২:১০ মিনিট ✨
লাইট ইঞ্জিন পাঠানোর কারণ হচ্ছে, ৭৪০ উপবন এক্সপ্রেসে ডিজি মহোদয় ঢাকা যাচ্ছেন, যদি কোনো কারণে ৭৪০ এর ইঞ্জিন সমস্যা হয়, তাহলে তখন এই লাইট ইঞ্জিন দায়িত্ব পালন করবে, ঠিক আছে ব্যাপারটা মেনে নিলাম! 🫡
তাহলে, আমার প্রশ্ন বাংলাদেশ রেলওয়ের কাছে, সিলেট সেকশনে যখন কোনো ইঞ্জিন ট্রাবল হয় এবং ঘন্টার পর ঘন্টা বসে থাকে, তখন এই লাইট ইঞ্জিন গুলো কই থাকে? রেলওয়ে কি যাত্রীদের মুড়ির মোয়া ভাবে? 😑
সিলেট বা কুলাউড়ায় একটা অতিরিক্ত ইঞ্জিন থাকলে কি এমন সমস্যা হয়? অনেকে বলবে, ইঞ্জিন সংকট! তাহলে আপনারা বেশি বেশি অত্যাধুনিক ইঞ্জিন কেনো আমদানি করছেন না? আপনাদের ভুল ত্রুটির মাশুল সাধারণ পাবলিক কেনো বোঝা বহন করবে? কেনো???? 🤔
লেখাঃ তাহসিন ভাই।

৩০০২ নিয়ে চট্টগ্রামগামী ৭২২ মহানগর এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া ইন ১২/১০।
04/01/2025

৩০০২ নিয়ে চট্টগ্রামগামী ৭২২ মহানগর এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া ইন ১২/১০।

04/01/2025

ঢাকাগামী ৭১০ পারাবতকে বসিয়ে ঢাকাগামী ৭৮৭ সোনার বাংলা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া ক্রস

২০:৩৭ মি.

04/01/2025

২০২৫ এর প্রথম কোন ট্রেনে ভ্রমণ করলেন?

বিগবস্ ৩০২৯ নিয়ে ঢাকাগামী নাইট কূইন ৭৪১ তুর্না চট্টগ্রাম অনট্রেন, আশা করা যায় রাইট টাইম ছেড়ে যাবে। দ্বায়িত্বে আছেনঃ এল এ...
03/01/2025

বিগবস্ ৩০২৯ নিয়ে ঢাকাগামী নাইট কূইন ৭৪১ তুর্না চট্টগ্রাম অনট্রেন, আশা করা যায় রাইট টাইম ছেড়ে যাবে।

দ্বায়িত্বে আছেনঃ এল এম কামরুজ্জামান পাটোয়ারী ভাই।

ঢাকা গামী মহানগর এক্সপ্রেসের ইঞ্জিন ৩০০৮ ফেনীতে ক্লিপ ভেঙ্গে গেছে ইঞ্জিনের।লাকসাম থেকে ইঞ্জিন আসবেসময় ২:৫৫মি
03/01/2025

ঢাকা গামী মহানগর এক্সপ্রেসের ইঞ্জিন ৩০০৮ ফেনীতে ক্লিপ ভেঙ্গে গেছে ইঞ্জিনের।
লাকসাম থেকে ইঞ্জিন আসবে
সময় ২:৫৫মি

৭১০ ঢাকাগামী পারাবত তালশহর ফেল করায় পুশব্যাক করে  ব্রাহ্মণবাড়িয়া ফেরত এসেছেকন্টেইনার ট্রেনের লোকো ৩০০৯ আসতেছে উদ্ধার ক...
02/01/2025

৭১০ ঢাকাগামী পারাবত তালশহর ফেল করায় পুশব্যাক করে ব্রাহ্মণবাড়িয়া ফেরত এসেছে

কন্টেইনার ট্রেনের লোকো ৩০০৯ আসতেছে উদ্ধার করতে

ছবি - আরিফ ভাই

সময় রাত ১১:১৫

বাংলাদেশ রেলওয়ে ঢাকা হেডকোয়ার্টারে একজন চৌকস, দক্ষ, স্মার্ট ট্রেন পরিচালক জনাব বায়েজিদ ভূইয়া সাহেবের আজ শুভ জন্মদিন 🎂❤️প...
02/01/2025

বাংলাদেশ রেলওয়ে ঢাকা হেডকোয়ার্টারে একজন চৌকস, দক্ষ, স্মার্ট ট্রেন পরিচালক জনাব বায়েজিদ ভূইয়া সাহেবের আজ শুভ জন্মদিন 🎂❤️

পেইজের পক্ষ থেকে উনার জন্য রইলো অফুরন্ত দোয়া ও ভালোবাসা পরিশেষে উনার সুস্বাস্থ্য কামনা করছি মহান রাব্বুল আলামিনের কাছে ❤️

৭২২ মহানগর এক্সপ্রেসের এহেডে ৭৪২ তুর্না ভৈরব বসা রাত ২ঃ২৫।
01/01/2025

৭২২ মহানগর এক্সপ্রেসের এহেডে ৭৪২ তুর্না ভৈরব বসা রাত ২ঃ২৫।

৭৪২ তূর্ণা এক্সপ্রেসকে বসিয়ে ৭২২ মহানগর এক্সপ্রেস কমলাপুর আউট ১২:২৭ মিনিট
01/01/2025

৭৪২ তূর্ণা এক্সপ্রেসকে বসিয়ে ৭২২ মহানগর এক্সপ্রেস কমলাপুর আউট ১২:২৭ মিনিট

31/12/2024

চারদিকে দুরুম দুরুম ফুটতাছে 💥

২০২৪ এর শেষ দিনে চট্টগ্রামগামী ৭২২ মহানগর এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া ছাড়লো ১১ঃ৩৭। চট্টগ্রাম পৌছাবে ২০২৫ সালে। দ্বায়িত্বে...
31/12/2024

২০২৪ এর শেষ দিনে চট্টগ্রামগামী ৭২২ মহানগর এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া ছাড়লো ১১ঃ৩৭। চট্টগ্রাম পৌছাবে ২০২৫ সালে।

দ্বায়িত্বে আছেনঃ ঢাকা সেডের বস্ এল এম নানা ভাই

31/12/2024

২০২৪ সালের শেষ কোন ট্রেন ভ্রমণ করেছেন?

31/12/2024

স্টপেজ না থাকায় ব্রহ্মণবাড়িয়া কে সম্মান জানিয়ে কালনি আস্তে ধীরে পাস করল

প্রায় দেড়মাস আগে কেলোকা থেকে  ২৯২৪ জিওএইচ সিডিউল করে আসছে। এর মাঝেই ট্রাকশন মটর জনিত সমস্যায় ২ বার পাহাড়লী ডিজেলসপে মেরা...
31/12/2024

প্রায় দেড়মাস আগে কেলোকা থেকে ২৯২৪ জিওএইচ সিডিউল করে আসছে। এর মাঝেই ট্রাকশন মটর জনিত সমস্যায় ২ বার পাহাড়লী ডিজেলসপে মেরামতাধীন ছিল অবশেষে ৩ ট্রাকশন মটরে লাইনে ট্রেন কাজ করার জন্য ফিট দেয়া হইছে।
কেলোকাতে কিভাবে জেনারেল ওভার হোলিং করা হল যে মাসখানেকেই ট্রাকশন মটর নস্ট হয়ে গেল? গত কয়েকবছর ধরেই এমন হচ্ছে। এর জন্য কাউকে জবাবদিহিতার আওতায় আনা হইছে? নিম্নমানের পার্টসের কারনে প্রতিটি লোকো ফেইল করতেছে। তার জন্য দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে কোন ব্যবস্হা নেয়া হয় না।
যদি চিফ অফিসার থেকে ডিভিশনাল অফিসার এবং সেডের লোকো মেইনটেনেন্স কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেয়া হত তাহলে লোকো ফেইলের হার কমে যাবে।

এবং নিম্নমানের পার্টসও লাগানোর সাহস করবেনা। উপরওয়ালাদের শাস্তি হয়না, শাস্তি দেয় খালাসিদের যা কোনভাবেই কাম্য নয়।

কেবল রং করার জন্যই কি কোটি টাকা খরচ করে ৬ মাস সময় লাগিয়ে কেলোকাতে জিওএইচ সিডিউল করা হয়?

ধন্যবাদ মান্যবর জেলা প্রশাসক,ব্রাহ্মণবাড়িয়া।শহরবাসী অন্তত শান্তিতে বছরের প্রথম রাত টা কাটাবে এটাই কামনা।
31/12/2024

ধন্যবাদ
মান্যবর জেলা প্রশাসক,ব্রাহ্মণবাড়িয়া।

শহরবাসী অন্তত শান্তিতে বছরের প্রথম রাত টা কাটাবে এটাই কামনা।

30/12/2024

দাবি না মানলে ২৮ জানুয়ারি হতে ট্রেনের চাকা ঘুরবে না হুশিয়ারি রানিং স্টাফদের।

Address

Brahmanbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস-Brahmanbaria Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category