Bancharampurnews24

  • Home
  • Bancharampurnews24

Bancharampurnews24 Bancharampur, Brahmanbaria, Chittagong,
Bangladesh

https://www.facebook.com/Bancharampurnews24

29/06/2025
সমালোচনার মুখে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ............সমালোচনার মুখে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন...
14/01/2025

সমালোচনার মুখে টিউলিপ
সিদ্দিকের পদত্যাগ............

সমালোচনার মুখে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক (৪২)। তিনি বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) টিউলিপ নিজেই তাঁর এক্স হ্যান্ডেলে এ তথ্য জানান। এই পোস্টের নিজের পদত্যাগপত্রও সংযুক্ত করেছেন তিনি।

দ্য গার্ডিয়ান, রয়টার্স ও এএফপির প্রতিবেদনেও এই তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে লেখা পদত্যাগপত্রে টিউলিপ বলেছেন, মন্ত্রী পর্যায়ের মানদণ্ড বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাস বিষয়টি পর্যালোচনা করার পর নিশ্চিত করেছেন যে তিনি নিয়ম লঙ্ঘন করেননি।

"তবুও বিভ্রান্তি এড়াতে আমি নগর মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি," বলেন যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব থাকা মন্ত্রী টিউলিপ।

শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্কের নিয়ে সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদনে টিউলিপের বিরুদ্ধে শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া একাধিক সম্পত্তিতে বসবাসসহ বেশ কিছু অভিযোগ আনা হয়।

এর আগে শেখ হাসিনা সরকার আমলে বাংলাদেশে ৯টি অবকাঠামো প্রকল্প থেকে ৮০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। তাতে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে টিউলিপ সিদ্দিকের নাম আসে। ওই অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ছবি: যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সদ্য সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। ফাইল ছবি। [সৌজন্যে: যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইট]

17/09/2024

সেনাবাহিনীকে আগামী দুইমাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে!

17/08/2024

অনেকেই জানতে চায় আড়াইহাজার বাঞ্ছারামপুর রোডে ফেরি চলাচল করছে কিনা । আমি গতকাল এই পথ দিয়ে এসেছি ফেরি চলাচল করছে ।


ক্যান্সার আক্রান্ত আরিফুলের জন্য দোয়া ও সহযোগিতা প্রার্থনা 🤲স্বভাবগতভাবে ছেলেটি শান্ত হাস্যজ্জল ও সরল প্রকৃতির।কয়েকদিন...
30/01/2024

ক্যান্সার আক্রান্ত আরিফুলের জন্য দোয়া ও সহযোগিতা প্রার্থনা 🤲
স্বভাবগতভাবে ছেলেটি শান্ত হাস্যজ্জল ও সরল প্রকৃতির।কয়েকদিন আগে অসুস্থতার কারণে তাকে হসপিটালে ভর্তি করালে কর্তব্যরত ডাক্তাররা জানায় সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত।ক্যান্সার আক্রান্ত আরিফুলের চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছে তার ফ্যামিলি।আপনার একটু সহযোগিতা ও দোয়ায় হয়তো আরিফুল ফিরে পেতে পারে এক নতুন জীবন। আবারো হয়তো হাসতে পারবে সুস্থভাবে জীবন যাপন করতে পারবে।
তাই আসুন আমরা আরিফুলের জন্য সহযোগিতা ও দোয়া প্রার্থনা করি।
যোগাযোগ : মরিচাকান্দি, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইল: +8801968510532 রফিকুল ইসলাম তার বড় ভাইয়ের নাম্বার।

একটি নিখোঁজ সংবাদ 🥺মেয়েটির ডাক নাম ফাতেহা মেয়েটির বয়স অনুমান ৭/ থেকে ৮ বছর হবেমেয়েটির গ্রাম শুঁটকি কান্দি মেয়েটি গতকাল র...
01/10/2023

একটি নিখোঁজ সংবাদ 🥺
মেয়েটির ডাক নাম ফাতেহা
মেয়েটির বয়স অনুমান ৭/ থেকে ৮ বছর হবে
মেয়েটির গ্রাম শুঁটকি কান্দি মেয়েটি গতকাল রাত থেকে
তার নিজ বাসা হতে নিখোঁজ যদি কোনো হৃদয় বান ব্যাক্তি
তার কোনো খোঁজ পেয়ে থাকেন বাহ কোথাও দেখে থাকেন
তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন 🙏

Address


3420

Alerts

Be the first to know and let us send you an email when Bancharampurnews24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bancharampurnews24:

  • Want your business to be the top-listed Media Company?

Share