14/02/2025
" চরিত্র হীন "
-- কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
"যাহাকে ভালোবাসি সে যদি ভালো না বাসে,এমনকি ঘৃণাও করে তাও বোধ করি সহ্য হয়!কিন্তু যাহার ভালবাসা পাইয়াছি বলিয়া বিশ্বাস করেছি, সেইখানে ভুল ভাঙ্গিয়া যাওয়াটাই সবচেয়ে নিদারুন।পূর্বের টা ব্যাথা দেয়। কিন্তু শেষের টা ব্যাথাও দেয়, অপমান ও করে।
__ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।