All Defence BD

All Defence BD বাংলাদেশের সকল বাহিনীর তথ্য সম্পর্কিত।
All defence guideline. পেজটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকুন। Dhaka Bangladesh

08/06/2025

বরিশালের বাবুগঞ্জে সেনা টহলের তাৎক্ষণিক তৎপরতায় পানিতে ডুবে যাওয়া মোটরসাইকেল আরোহীদ্বয় উদ্ধার

ঢাকা, ৮ জুন ২০২৫ (রবিবার): আজ ভোর ৪:৩০ মিনিটে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি মোটরসাইকেল চালক ও আরোহীসহ পানিতে পড়ে যায়। খবর পাওয়া মাত্রই বরিশাল ক্যাডেট কলেজ সেনা ক্যাম্পের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

টহল দলের সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্য শুরু করেন এবং অচেতন অবস্থায় দুইজনকে উদ্ধার করেন। ঘটনাস্থলেই তাদের প্রাথমিক চিকিৎসাসহ সিপিআর প্রদান করে তৎক্ষণাৎ বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে সেখানকার জরুরি চিকিৎসাসেবা পর্যাপ্ত না থাকায় উভয়কে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেনা সদস্যরা আহতদের অবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত হাসপাতালে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা নিশ্চিত করেন। পরবর্তীতে তাদের অবস্থা উন্নতি হলে টহল দল ক্যাম্পে প্রত্যাবর্তন করে। বর্তমানে উভয়ই সুস্থ আছেন।

বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের মানুষের পাশে আছে। জনগণের জান-মাল রক্ষায় তারা সর্বদা প্রস্তুত ও সচেষ্ট।

সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়ঢাকা, ৭ জুন ২০২৫ (শনিবার): পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আজ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকা...
07/06/2025

সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়

ঢাকা, ৭ জুন ২০২৫ (শনিবার): পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আজ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন সামরিক রোগীদের এবং জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত রোগীদের খোঁজখবর নেয়ার পাশাপাশি তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

পরবর্তীতে সেনাপ্রধান মোতায়েনরত সেনাসদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ঢাকাস্থ বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। সেনাসদস্যগণ সেনাপ্রধানকে পাশে পেয়ে অনুপ্রাণিত এবং অত্যন্ত আনন্দিত হন। তিনি তাদের সাথে প্রীতিভোজেও অংশগ্রহণ করেন।

অপরাহ্নে সেনা ভবনে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা, তাদের পরিবারবর্গ, দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকগণ সেনাপ্রধানের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সেনাবাহিনী প্রধানের বাণী
06/06/2025

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সেনাবাহিনী প্রধানের বাণী

ব্রাহ্মণবাড়িয়া ঈদ যাএার  নিরাপত্তা ও শৃংখলা নিশ্চিত করতে সেনাবাহিনী চেক পোষ্ট ও মোবাইল  কোডের   কার্যক্রম।  ঈদুল আযহা ...
05/06/2025

ব্রাহ্মণবাড়িয়া ঈদ যাএার নিরাপত্তা ও শৃংখলা নিশ্চিত করতে সেনাবাহিনী চেক পোষ্ট ও মোবাইল কোডের কার্যক্রম।

ঈদুল আযহা উপলক্ষে ছুটির আগে থেকে ব্রাহ্মণবাড়িয়ার গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনীর কঠোর তদারকি ও নিরাপত্তা মূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। গত ১ জুন থেকে আশুগঞ্জ টুল প্লাজা, সরাইল বিশ্বরোড,কাউতলী মোড় সহ ব্রাহ্মণবাড়িয়া আর্মি ক্যাম্পের পক্ষ থেকে স্থাপনা করা হয়েছে চেক পোস্ট। পরিচালনা করা হচ্ছে মোবাইল কোর্ট এবং যানজট নিরসনা নেয়া হয়েছে কার্যকরী পদক্ষেপ।

ব্রাহ্মণবাড়িয়ার সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জানান।ঈদের ছুটিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে চলছে কঠোর নজরদারি। যাত্রীদের নিরাপত্তা যান চলাচলের শৃঙ্খলা রক্ষা এবং দালাল চক্র অসাধু পরিবহন মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হবে বলে তিনি জানান। আশুগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার থেকে কথা বলে জানা যায়। যানজট নিরসনের লক্ষ্যে। গত ১ জুন এবং ০৩ জুন ২০২৫ তারিখে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত মোবাইল কোডের মাধ্যমে। সরাইল বিশ্বরোড মোড়ের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ঈদ- উল- আযহা উপলক্ষে বিভিন্ন গরুর হাটের যেন কোন প্রকার চাঁদাবাজি না হয়। সে বিষয়ে সেনাবাহিনীর সজাগ রয়েছে। মোবাইল টহল দলের মধ্যে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। এ সকল কার্যক্রমের ফলে সাধারণ জনগণ ঈদ যাত্রার স্বস্তি অনুভব করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক রয়েছে। ঈদ যাত্রা নিরাপত্তা আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া সেনাবাহিনী চেকপোস্ট মোবাইল কোড কার্যক্রম অব্যাহত থাকবে।

সিলেটে সাম্প্রতিক বন্যায় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত মানুষদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর খাদ্য বিতরণঢাকা, ০৪ জুন ...
05/06/2025

সিলেটে সাম্প্রতিক বন্যায় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত মানুষদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর খাদ্য বিতরণ

ঢাকা, ০৪ জুন ২০২৫ (বুধবার): সিলেট অঞ্চলে বিগত কয়েকদিন যাবৎ ভারী বর্ষণের ফলে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার অন্তর্গত দিগলবাগ ইউনিয়ন প্লাবিত হলে স্থানীয় গ্রামবাসী একটি বিদ্যালয়ে আশ্রয় গ্রহণ করেন। আজ ০৪ জুন ২০২৫ তারিখ বানিয়াচং, হবিগঞ্জ আর্মি ক্যাম্প হতে উক্ত আশ্রয় কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এই বন্যা পরিস্থিতি কাটিয়ে ওঠা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী বন্যাদুর্গত মানুষের পাশে থাকবে। প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী সদা প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে পটুয়াখালীর কলাপাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানপটুয়াখালী, ০৩ জুন ২০২৫: সামাজিক দায়বদ্ধতা ও...
04/06/2025

বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে পটুয়াখালীর কলাপাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

পটুয়াখালী, ০৩ জুন ২০২৫: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকা-ের ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে। আজ মঙ্গলবার (০৩-০৬-২০২৫) নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের সার্বিক তত্ত্বাবধানে এবং‘বানৌজা শের-ই-বাংলা’ ঘাঁটির ব্যবস্থাপনায় ‘উত্তর লালুয়া ইউ সি মাধ্যমিক বিদ্যালয়’ মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দল এ ক্যাম্পেইনে লালুয়া ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত নারী, পুরুষ ও শিশুসহ তিন শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। চিকিৎসা ক্যাম্পে সাধারণ রোগীদের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসা প্রদান করা হয়। এতে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সন্তুষ্টি ও স্বস্তির অনুভূতি পরিলক্ষিত হয়। স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুর্গম দ্বীপাঞ্চলসহ দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় নিয়মিতভাবে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও নৌবাহিনীর এই মানবিক ও সেবামূলক কার্যক্রম চলমান থাকবে।

সেনাপ্রধানের সাথে ইন্দোনেশিয়ার মান্যবর পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎঢাকা, ০৩ জুন ২০২৫ (মঙ্গলবার): ইন্দোনেশ...
03/06/2025

সেনাপ্রধানের সাথে ইন্দোনেশিয়ার মান্যবর পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ০৩ জুন ২০২৫ (মঙ্গলবার): ইন্দোনেশিয়ার মান্যবর পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী Armanatha Christiawan Nasir আজ সেনা সদরে সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তাঁরা বর্তমান প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং সামরিক ও নিরাপত্তা খাতে পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। উপমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।

Indonesian Vice Minister for Foreign Affairs' Courtesy Call on with Chief of Army Staff

Dhaka, 03 June 2025 (Tuesday): Indonesian Vice Minister for Foreign Affairs H. E. Armanatha Christiawan Nasir paid a courtesy visit to the Chief of Army Staff at Army Headquarters today. During the meeting, along with an exchange of greetings, they emphasized strengthening defense cooperation between the two countries and enhancing mutual engagement in military and security sectors in the current context. The Deputy Minister also praised the significant role of Bangladeshi peacekeepers in United Nations peacekeeping operations.

*পার্বত্য রাঙ্গামাটিতে অসহায় কৃষকের ফসলি জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে আনসার-ভিডিপি সদস্যরা*পার্বত্য চট্টগ্রামে টানা...
02/06/2025

*পার্বত্য রাঙ্গামাটিতে অসহায় কৃষকের ফসলি জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে আনসার-ভিডিপি সদস্যরা*

পার্বত্য চট্টগ্রামে টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যা। পানিতে তলিয়ে গেছে অনেক কৃষকের ফসলি জমির ধান। পাকা ধান মাঠে পড়ে আছে অথচ পানি ও কাঁদার কারণে তা ঘরে তোলা সম্ভব হচ্ছে না। এমন সংকটময় মুহূর্তে অসহায় কৃষকদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার নানিয়ারচর ও বরকল উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

রাঙ্গামাটি জেলার নানিয়ারচর ও বরকল উপজেলায় চলমান ভারী বর্ষণে কাপ্তাই লেকের পানি হঠাৎ বৃদ্ধি পেয়ে এলাকার অনেক দরিদ্র কৃষকের ফসলি জমির ধান পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়। হতদরিদ্র কৃষকেরা আতঙ্কিত ও হতাশাগ্রস্ত হয়ে পড়েন। দরিদ্র কৃষকের এমন দুরাবস্থা দেখে জেলা কমান্ড্যান্ট, রাঙ্গামাটির নির্দেশনায় আনসার সদস্যরা গত ১লা জুন ২০২৫ তারিখে হাটুপানিতে নেমে ফসলি জমির ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দেয়। একই দিনে বরকল উপজেলার শুভলং ইউনিয়নের হিল ভিডিপি সদস্যরা ক্ষতিগ্রস্ত কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়। আনসার সদস্যদের নিকট হতে এমন সহযোগিতা পেয়ে অসহায় কৃষকেরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমন মানবিক কাজে অংশগ্রহণকারী সদস্যদের বাহিনীর মহাপরিচালক মহোদয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আনসার ভিডিপি সদস্যদের আত্মত্যাগ ও সহমর্মিতা আমাদের মনে করিয়ে দেয়- মানুষের পাশে দাঁড়ানোই মানবতার মূল সৌন্দর্য। এই উদ্যোগ শুধু বর্তমান সংকট মোকাবেলায় নয়, ভবিষ্যতে মানুষের পাশে দাঁড়ানোর এক অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত

১২০ টাকার আবেদনে পুলিশে চাকরি পেলেন ২০ তরুণ-তরুণীতাদের উত্তরে উত্তরে সফলতা কামনা করছি🇧🇩❤️🫡👉ডিফেন্স জব সম্পর্কিত তথ্য পেত...
01/06/2025

১২০ টাকার আবেদনে পুলিশে চাকরি পেলেন ২০ তরুণ-তরুণী
তাদের উত্তরে উত্তরে সফলতা কামনা করছি🇧🇩❤️🫡

👉ডিফেন্স জব সম্পর্কিত তথ্য পেতে Follow দিয়ে রাখুন

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে “মিলিটারি অপারেশনস জোন” ঘোষণা নিয়ে ভারতীয় গণমাধ্যম Northeast News-এর মিথ্যা সংবাদের বিরু...
01/06/2025

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে “মিলিটারি অপারেশনস জোন” ঘোষণা নিয়ে ভারতীয় গণমাধ্যম Northeast News-এর মিথ্যা সংবাদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিক্রিয়া

ঢাকা, ০১ জুন ২০২৫ (রবিবার): ভারতীয় গণমাধ্যম Northeast News কর্তৃক প্রকাশিত "Bangladesh to declare Cox’s Bazar to Bandarban area as a Military Operations Zone" শীর্ষক প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। এই ধরনের সংবাদ ভারতীয় কিছু গণমাধ্যমের পরিকল্পিত অপচেষ্টার অংশ, যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা।

প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী 'সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে' —এই ধরনের ইঙ্গিত দেয়া হয়েছে যা একেবারে ভিত্তিহীন, অসত্য এবং এক ধরনের বিদ্বেষপূর্ণ অপপ্রচার। প্রমাণবিহীন এই ধরনের কল্পনাপ্রসূত সংবাদ একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, যা জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং বিভেদ উসকে দেওয়ার অসৎ উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জাতীয় সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং সংবিধান রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় স্বার্থে সেনাবাহিনী কখনোই আপস করেনি, আর ভবিষ্যতেও করবে না।

এ ধরনের বানোয়াট প্রতিবেদনকে সাংবাদিকতা বলা যায় না; এটি একটি সুপরিকল্পিত ও ধারাবাহিক কুৎসা রচনার অংশ। বাংলাদেশ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে এবং দেশের জনগণ ও ভূখণ্ড রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

Response to False Report by Northeast News on "Military Operations Zone" in Southeastern Bangladesh

Dhaka, 01 June 2025 (Sunday): The article titled "Bangladesh to declare Cox’s Bazar to Bandarban area as a military operations zone" by Northeast News is a clear example of deliberate disinformation propagated by segments of the Indian media seeking to destabilize Bangladesh’s internal cohesion and undermine its armed forces.

The insinuation that the Bangladesh Army supports insurgent actors, is not only baseless but malicious. Such speculative reporting, devoid of evidence, reflects a broader agenda to sow discord and mislead the public.

The Bangladesh Army has always upheld the highest standards of professionalism and remains resolutely committed to protecting the nation’s sovereignty, integrity, and constitutional order. There will be no compromise on national interest—now or ever.

This narrative is not journalism; it is part of a sustained smear campaign. Bangladesh stands united and aligned firmly in defence of its people and its territory.

চট্টগ্রামের আনোয়ারায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে সেনাবাহিনীর তাৎক্ষণিক সহায়তাঢাকা, ৩০ মে ২০২৫ (শুক্রবার): চট্টগ্রামের আনোয়া...
31/05/2025

চট্টগ্রামের আনোয়ারায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে সেনাবাহিনীর তাৎক্ষণিক সহায়তা

ঢাকা, ৩০ মে ২০২৫ (শুক্রবার): চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে অতিবৃষ্টির কারণে এলাকার একটি গুরুত্বপূর্ণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে সমগ্র এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়।

বিষয়টি জানা মাত্রই আনোয়ারা সেনা ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে দ্রুততার সাথে বাঁধ মেরামতের কার্যক্রম শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যেকোনো মানবিক সহায়তায় জনগণের পাশে থাকতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

#বাংলাদেশসেনাবাহিনী #দুর্যোগ_মোকাবেলায়_সেনাবাহিনী #মানবিক_সহায়তা

ব্যাক্তির অপরাধে পোশাক কে অপমান নয়।পোশাক পবিত্র, সেই সাথে নিজেকেও পবিত্র করতে হবে।Ten Unknown Facts About  1. Founding a...
30/05/2025

ব্যাক্তির অপরাধে পোশাক কে অপমান নয়।
পোশাক পবিত্র, সেই সাথে নিজেকেও পবিত্র করতে হবে।
Ten Unknown Facts About

1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germany, initially producing aircraft engines. The company transitioned to motorcycle production in the 1920s and eventually to automobiles in the 1930s.

2. Iconic Logo: The BMW logo, often referred to as the "roundel," consists of a black ring intersecting with four quadrants of blue and white. It represents the company's origins in aviation, with the blue and white symbolizing a spinning propeller against a clear blue sky.

3. Innovation in Technology: BMW is renowned for its innovations in automotive technology. It introduced the world's first electric car, the BMW i3, in 2013, and has been a leader in developing advanced driving assistance systems (ADAS) and hybrid powertrains.

4. Performance and Motorsport Heritage: BMW has a strong heritage in motorsport, particularly in touring car and Formula 1 racing. The brand's M division produces high-performance variants of their regular models, known for their precision engineering and exhilarating driving dynamics.

5. Global Presence: BMW is a global automotive Company

6. Luxury and Design: BMW is synonymous with luxury and distinctive design, crafting vehicles that blend elegance with cutting-edge technology and comfort.

7. Sustainable Practices: BMW has committed to sustainability, incorporating eco-friendly materials and manufacturing processes into its vehicles, as well as advancing electric vehicle technology with models like the BMW i4 and iX.

8. Global Manufacturing: BMW operates numerous production facilities worldwide, including in Germany, the United States, China, and other countries, ensuring a global reach and localized production.

9. Brand Portfolio: In addition to its renowned BMW brand, the company also owns MINI and Rolls-Royce, catering to a diverse range of automotive tastes and luxury segments.

10. Cultural Impact: BMW's vehicles often become cultural icons, featured in fi

Address

Brahmanbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when All Defence BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share