
18/06/2025
এই ছবিটা বলে দেয় নারী ফিতনা কতবড় ভয়ংকর। মাত্র দশমাসে সব তথ্য হাতিয়ে নিয়ে ইরানকে পঙ্গু করে দিয়েছে। ই-হু-দিরা মুসলিমদের গোপন তথ্য জানার জন্য যুগে যুগে একই পুরনো কৌশল ব্যবহার করছে। আর আরব নেতারা বারবার সেই ফাঁদেই পড়ছে।
নারীর ফিতনা সম্পর্কে আল্লাহর সতর্ক করেছেন কিন্তু তা উপেক্ষিত হয়েছে বার বার। নারীর প্রলোভন দেখিয়ে ই-হু-দিরা আরব নেতাদের নিজেদের হাতে খেলনা বানিয়ে ফেলেছে।🥀