অপ্সরা

অপ্সরা
সময়ের প্রয়োজনে সবকিছু করতে প্রস্তুত
@প্রফেশনাল শেফ @প্রকৃতি আমার খুবই পছন্দের @ভ্রমণ করা আমার সখ @বই পড়া আমার নেশা।

17/10/2025

বেতন ১২হাজার
বাড়ি ভাড়া ১ হাজার
চিকিৎসা ভাতা ৫শ
.এই একজন শিক্ষকের মাসিক আয়। আপনার অফিসের সহকারীকে আপনি এরচেয়ে বেশী টাকা দেন। ড্রাইভারকে দেন এর দ্বীগুণ। পরিবার নিয়ে একদিনে খাবার বিল আপনার এর চেয়ে বেশী। আপনারা দেশের উন্মতির কথা বলেন, নতুন দেশের কথা বলেন… আপনারা হাজার কোটি টাকা ছাড়া কথা বলেন না.. কিন্তু আপনার দেশের শিক্ষকের মাথা গোঁজার জন‍্য দেন ১ হাজার টাকা। আপনাদের কোথাও লজ্জা করেনা ?!!!!!

সেই ১ হাজার টাকা কিছুটা বাড়াতে বছরের পর বছর শিক্ষকরা না খেয়ে , পুলিশের মার খেয়ে রাস্তায় পড়ে আছে , আপনাদের লজ্জা করেনা?!!!!!
আপনারা হাজার কোটি টাকার মূর্তি বানান, উৎসব করেন , হাজার কোটি টাকা লুট করেন, বিদেশ বসে মৌজমাস্তি করেন, দফায় দফায় আমলাদের বেতন বাড়ান। কিন্ত শিক্ষকের বাসা ভাড়া ১ হাজার টাকা.. ২০ বছর চাকরী করলেও ১ হাজারই…….আপনাদের লজ্জা করেনা????

দেশ গরিব না, গরিব আসলে আপনারা, যারা ১ হাজার টাকা বাড়ি ভাড়া নির্ধারণ করে… নির্লজ্জ গরিব মিসকিন আপনারা.. মনের দিক থেকে.. হাজার কোটির বাড়িতে বসে কখনো ভাবার চেষ্টা করেন..ভেন্না পাতার ছাউনি দিতেও ১ হাজার টাকার বেশী লাগে
cp@everyone

 #তবুও_যদি_শিক্ষা_হয়!💠 ঘটনা - ১ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর, ভারী গলায় বললেন - বাহ! তোমার সার্ট...
08/10/2025

#তবুও_যদি_শিক্ষা_হয়!

💠 ঘটনা - ১
ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর, ভারী গলায় বললেন - বাহ! তোমার সার্টিফিকেট তো বেশ ভালো! তোমাকে আর প্রশ্ন করতে চাচ্ছি না। ধরে নাও তুমি চাকরিটি পেয়ে গেছো। কিন্তু সমস্যা হচ্ছে বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিতে হবে। এক সপ্তাহের মধ্যে টাকাটা জমা করে দাও। তারপর তোমার নিয়োগ হবে। ছেলেটি ইন্টারভিউ রুম থেকে বের হয়ে বাড়িতে এসে তার বাবাকে জানালো, ৫ লাখ টাকা না হলে তার চাকরিটা হবে না। গ্রামের সহজ সরল বাবা নিজের ছেলের চাকরির জন্য ভিটা বাড়ি বিক্রি করে ৫ লাখ টাকা জোগাড় করলেন। তারপর বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিয়ে ছেলেটি চাকরি পেয়ে গেলো।

💠 ঘটনা - ২
আজ বড় স্যারের ছেলের জন্মদিন। বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে। তিনি বাড়িতে ঢুকেই তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলেন। ছেলে কাছে আসতেই বড় স্যার “হ্যাপি বার্থডে মাই সান” বলতে বলতে ছেলের হাতে ৫ লাখ টাকার বাইকের চাবি তুলে দিলেন। বাইক পেয়ে ছেলেটি খুশিতে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বললো - আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা।

💠 ঘটনা - ৩
বড় স্যারের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে রাজপথে ছুটে চলেছে বাইক। হঠাৎ ট্রাকের সাথে ধাক্কা সবকিছু থেমে গেলো। বড় স্যারের ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো হাসপাতালের বড় ডাক্তার সাহেব জানালেন আপনার ছেলের অবস্থা ভালো না, খুব জটিল একটা অপারেশন করাতে হবে, কাউন্টারে ১০ লাখ টাকা জমা করে দিন। বড় স্যার কোনও উপায় না দেখে মেয়ের বিয়ের জন্যে ব্যাংকে জমিয়ে রাখা টাকাটা কাউন্টারে জমা করে দিলেন।

💠 ঘটনা - ৪
বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি। ৩-৪ লাখ টাকার অপারেশনের জন্য ১০ লাখ টাকা নিয়েছেন, পুরোটাই লাভ। খুশিতে তিনি তার একমাত্র মেয়ের জন্য স্বর্ণের নেকলেস কিনে বাসায় ফিরলেন। বাসায় ঢুকেই তিনি তার কলেজ পড়ুয়া মেয়েকে মামুনি মামুনি বলে ডাকতে শুরু করলেন। ডাক্তার সাহেবের বউ কাঁদতে কাঁদতে বললেন, তাদের মেয়ে এখনও বাসায় ফেরেনি। বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করলেন, কোথাও কোনও খোঁজ না পেয়ে তিনি যখন দিশেহারা হয়ে পড়লেন, ঠিক তখনই অপরিচিত এক নাম্বার থেকে ফোন এলো। ফোনেও ঐ প্রান্ত থেকে জানালো, আপনার মেয়ে আমাদের কাছে, মেয়েকে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দিতে হবে। কথাটা শুনে বড় ডাক্তার সাহেবের স্ত্রী স্ট্রোক করলেন।

⚫🔴 শিক্ষাঃ আপনি অতীতে যা করেছেন, বর্তমানে যা করছেন, ভবিষ্যৎ তার চেয়েও ভয়ঙ্কর রূপে আপনার কাছে ফিরে আসবেই।।

প্রত্যেক ক্রিয়ার-ই একটা সমান ও বিপরীতমূখী প্রতিক্রিয়া আছে।
(নিউটনের গতিবিষয়ক তৃতীয় সূত্র)
সুতরাং সময় থাকতেই সাবধান হোন।
সৎ পথে চলার অভ্যাস করুন।(Collected)

07/10/2025

আপনাদের জন্য নিয়ে আসলাম একজন নতুন শিল্পীর কন্ঠে গান💝💝

তোমাকে সুপার মা, সুপার স্ত্রী, সুপার মেয়ে, সুপার গৃহিণী, সুপার পেশাজীবী, সুপার নারী হতে হবে না।কারণ যখন তোমার শরীর ভেঙে...
06/10/2025

তোমাকে সুপার মা, সুপার স্ত্রী, সুপার মেয়ে, সুপার গৃহিণী, সুপার পেশাজীবী, সুপার নারী হতে হবে না।
কারণ যখন তোমার শরীর ভেঙে পড়বে, তখন খুব অল্প মানুষই মনে রাখবে যে তুমি একসাথে সবকিছু হতে চেয়েছিলে।

তাই ঘরটাকে পরে গুছিয়ে নাও, হাঁটতে বের হও, পার্কে যাও, জিম শুরু করো, নিজের জন্য আইসক্রিম কিনে খাও, বিউটি স্যালুনে যাও, যেসব পোশাক তোমার ভালো লাগে তা পরো, নিজের হও, নিজের যত্ন নাও, নিজেকে ভালোবাসো—আর এসব করো কেবল নিজের জন্য।

ছেলে/মেয়ে বড় হবে, স্বামী অনেক সময় ছেড়ে চলে যায়, চাকরিতে দ্রুত বদলি এসে যায়, ঘর আবার নোংরা হয়ে যায়—কিন্তু তুমি, তুমি হয়তো দ্বিতীয় সুযোগ পাবে না ❤️

©️

টিভির শব্দে কেটে গেল ৩ বছর, কিন্তু কেউ জানলো না তিনি মৃত! 💔 আধুনিক নিঃসঙ্গতার এক ভয়ঙ্কর গল্প।উত্তর লন্ডনের একটি ফ্ল্যাট...
06/10/2025

টিভির শব্দে কেটে গেল ৩ বছর, কিন্তু কেউ জানলো না তিনি মৃত! 💔 আধুনিক নিঃসঙ্গতার এক ভয়ঙ্কর গল্প।

উত্তর লন্ডনের একটি ফ্ল্যাটে, জয়েস ক্যারল ভিনসেন্ট নামে এক নারী ২০০৩ সালের ডিসেম্বরে স্বাভাবিকভাবেই মারা যান বলে ধারণা করা হয়। তার চারপাশে জীবন ছিল প্রায় স্বাভাবিক—টেলিভিশন চলছিল, আর ক্রিসমাসের খোলা না হওয়া উপহারগুলো পড়ে ছিল।

কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, প্রায় তিন বছর ধরে কেউ তার মৃত্যুর খবর জানতে পারেনি! স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক থেকে ভাড়া পরিশোধ হওয়ায় এবং পরিবার ও বন্ধুদের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায়, কেউ তাকে খুঁজতেও আসেনি।

অবশেষে, ২০০৬ সালের ২৫শে জানুয়ারি, ভাড়া বকেয়া থাকার কারণে কর্মকর্তারা দরজা ভেঙে ভেতরে ঢোকেন এবং তার কঙ্কাল আবিষ্কার করেন। তখনও ফ্ল্যাটের টেলিভিশনটি চলছিল!

লক্ষ লক্ষ মানুষের ভিড়ে ভরা এক শহরে জয়েসের এই নিঃশব্দ মৃত্যু আধুনিক সামাজিক বিচ্ছিন্নতার এক মর্মান্তিক প্রতীকে পরিণত হয়েছে। এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, মানুষের পারস্পরিক সংযোগ কতটা ভঙ্গুর হতে পারে, এবং কীভাবে একজন মানুষ সবার অলক্ষ্যে পুরোপুরি হারিয়ে যেতে পারে। 😔



ময়লা নেয়ার জন্য কলিংবেল দিলো। আমি দরজাটা খুলতেই ছেলেটিকে দেখে বিস্মিত হয়ে  যাই। গতকাল ময়লার ঝুড়িতে আমার এই টি শার্টটি ফে...
06/10/2025

ময়লা নেয়ার জন্য কলিংবেল দিলো। আমি দরজাটা খুলতেই ছেলেটিকে দেখে বিস্মিত হয়ে যাই। গতকাল ময়লার ঝুড়িতে আমার এই টি শার্টটি ফেলে দেই। বেশ পুরোনো হয়ে গেছে। কিন্ত এটা ওর গায়ে দেখে আমার আর বুঝতে বাকি রইলো না। আমি

জিজ্ঞেস করলাম তুমি এটা কোথায় পেয়েছো? ও জানালো ভাই ময়লার ভ্যানে। সে নাকি এটা বাসায় নিয়ে ধুয়ে আজ পরেছে। আমি জাস্ট ওর সামনেই কেঁদে দিলাম নির্লজ্জের মত। আমার

নিজের কাছে নিজেকে লজ্জিত মনে হচ্ছিলো। ভাল একটা বাইক নাই আমার তাই কদিন ধরে আমার মন খারাপ। যাইহোক আমি ওকে বললাম তুমি এখানে দাড়াও। আমি রুমে গিয়ে আমার অনেকগুলো ভাল শার্ট প্যান্ট ওকে দিয়ে দিলাম। আমার ইচ্ছা করতেছিলো আলমারির সব ওরে দিয়ে দেই।🥺
Collected

স্ত্রী যদি দুঃসময় সহ্য করতে না পারে, সে আসলে স্বামীর সঙ্গী নয়, বোঝা মাত্র– ভালোবাসা মানে শুধু বিলাসিতা নয়।ভালোবাসা যদি শ...
05/10/2025

স্ত্রী যদি দুঃসময় সহ্য করতে না পারে, সে আসলে স্বামীর সঙ্গী নয়, বোঝা মাত্র

– ভালোবাসা মানে শুধু বিলাসিতা নয়।

ভালোবাসা যদি শুধু রঙিন শাড়ি, দামি গয়না আর রেস্টুরেন্টের টেবিল ঘিরেই সীমাবদ্ধ থাকে, তবে সেটা আসল ভালোবাসা নয়—ওটা কেবল বিলাসিতার নেশা।

একজন পুরুষের জীবন সবসময় একরকম যায় না।
☸️ কখনো তার হাতে টাকা থাকে,
☸️ কখনো থাকে না।
☸️ কখনো সাফল্যের আলোয় ভাসে,
☸️ কখনো ব্যর্থতার অন্ধকারে ডুবে যায়।

এটাই জীবন। এটাই বাস্তবতা।

🌐 কিন্তু দুঃখের বিষয় হলো—
অনেক স্ত্রী স্বামীর দুঃসময় সহ্য করতে পারে না।
অভাব এলেই মুখ ভার,
টাকা কম হলেই অভিযোগ,
সামান্য কষ্ট এলেই সংসার ছেড়ে দেওয়ার হুমকি।

তখন সেই নারী আসলে স্ত্রী নয়, হয়ে ওঠে স্বামীর জন্য এক ভয়ঙ্কর বোঝা।

☸️ মনে রাখুন—
✡️ যে স্ত্রী স্বামীর কষ্টের সময়ে পাশে দাঁড়ায়,
তার হাত ধরে বলে, “আমি আছি”—
সে-ই আসল সঙ্গী।
☸️ আর যে কেবল সুখের সময় হাসে, দুঃসময় এলেই মুখ ফিরিয়ে নেয়,
সে কোনোদিন স্বামীর জীবনের অংশ হতে পারে না।

🌐একবার ভেবে দেখুন—
আপনি কি শুধু বিলাসিতার জন্য ভালোবাসছেন,
নাকি দুঃসময়েও স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার শক্তি রাখেন?

🌐কারণ সুখের সময়ের ভালোবাসা সস্তা,
কিন্তু দুঃসময়কে সহ্য করার নামই আসল ভালোবাসা।

✡️☸️✡️☸️✡️☸️✡️☸️✡️☸️

#দুঃসময় #বিবাহিতজীবন

আর্জেন্টিনার এক গাড়ির মেকানিক ইউটিউবে একটা ভিডিও দেখছিল।সেই ভিডিওতে বোতলের কর্ক কীভাবে বের করতে হয়, সেটা দেখানো হচ্ছিল।ভ...
22/09/2025

আর্জেন্টিনার এক গাড়ির মেকানিক ইউটিউবে একটা ভিডিও দেখছিল।

সেই ভিডিওতে বোতলের কর্ক কীভাবে বের করতে হয়, সেটা দেখানো হচ্ছিল।

ভিডিওটা দেখে তার মাথায় একটা নতুন বুদ্ধি এল:

“এই একই কৌশল কি জন্মের সময় আটকে থাকা শিশুকে সহজে বের করার কাজে ব্যাবহার করা যায়?

যেই ভাবা সেই কাজ।

তখনই সে রান্নাঘরে গিয়ে পরীক্ষা শুরু করল।

একটা পাত্রকে গর্ভের মতো করে ধরে নিলো।

তার মেয়ের হাতকে ভাবল নবজাতকের মতো।

আর তার স্ত্রী সেলাই করে দিয়েছিল একটা কাপড়ের ব্যাগ, যেটা ব্যবহার করল যন্ত্র হিসেবে।

________________
এই পরীক্ষার ফলাফল ছিল অবিশ্বাস্য।

তৈরি হলো ওডোন ডিভাইস:

একটা প্লাস্টিকের আবরণ, যার ভেতরে থাকে বায়ু-ভর্তি ব্যাগ।

এটা শিশুর মাথার চারপাশে ঘুরে গিয়ে তাকে জরায়ু থেকে নিরাপদে বের করে আনতে সাহায্য করবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে এক বিপ্লব বলছে।

তারা বলছে, এই যন্ত্রটি একদম সহজ ও সস্তা হবে। এমনকি গ্রামাঞ্চলেও ব্যবহারযোগ্য হবে।

সবচেয়ে বড় কথা, এটি অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন কমিয়ে আনবে এবং মায়েদের অনেক উপকার হবে।

কিন্তু প্রশ্ন হলো, আমাদের ক্লিনিকের কসাইগুলো কি এটা মেনে নেবে?

#মায়েরজীবন #সিজার

জীবনে কোন কিছুরই চিরস্থায়ী নয়। অর্থবৃত্ত, ক্ষমতা, সৌন্দর্যের দাপটে যারা অন্ধ তারা জানেই না এক সেকেন্ড এ এই সব কিছু শেষ...
16/09/2025

জীবনে কোন কিছুরই চিরস্থায়ী নয়। অর্থবৃত্ত, ক্ষমতা, সৌন্দর্যের দাপটে যারা অন্ধ তারা জানেই না এক সেকেন্ড এ এই সব কিছু শেষ হয়ে যেতে পারে। আমাদের সকলের উচিত বিনয়ী হওয়া। মানুষ হওয়া।

"কিশোর বয়সে পুরো বিশ্বকে ঝড়ের মতো কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। ‘বেবি’ গান গেয়ে রাতারাতি তারকা বনে যাওয়া জাস্টিন বিবার একসময় নাম, যশ, খ্যাতি আর অর্থ—সবই নিজের ঝুলিতে পেয়েছিলেন। বিলাসবহুল জীবন, প্রাইভেট জেটে ভ্রমণ, লাখো ভক্তের উন্মাদনা—সবই ছিল তার প্রতিদিনের বাস্তবতা।

কিন্তু সেই উজ্জ্বল আলো আজ যেন ম্লান হয়ে গেছে। বর্তমানে বিবার ৩১.৫ মিলিয়ন ডলারের ঋণে জর্জরিত। শারীরিকভাবে অসুস্থ, একের পর এক কনসার্ট বাতিল হচ্ছে। একসময় যেসব টিকিট পেতে ভক্তরা হাহাকার করত, আজ সেই মঞ্চ যেন নিস্তব্ধ।

অতীতের অগোছালো জীবন, নেশা আর অহঙ্কার তাকে ঠেলে দিয়েছে কঠিন বাস্তবতার দিকে। যে হাত একসময় কোটি ডলারের চেক সই করত, আজ সেই হাত স্ত্রীর ভরসা খুঁজছে। স্ত্রী হেইলি বিবারের কসমেটিক ব্র্যান্ড ‘রোড’-এর আয় দিয়েই চলছে তাদের সংসার।

তবে এখানেই শেষ নয়। বিবারের জীবনে অন্ধকার নামলেও একটি আলো রয়ে গেছে—তার স্ত্রী। তিনি প্রমাণ করেছেন, প্রকৃত সম্পর্ক বোঝা যায় কেবল খারাপ সময়ে।

জাস্টিন বিবারের গল্প আজ বিশ্বকে নতুন করে ভাবতে শেখায়—
সাফল্য যদি নিয়ন্ত্রণহীন হয়, তবে তা ধ্বংস ডেকে আনে। শরীর, সম্পর্ক আর অর্থ—এই তিনের ভারসাম্য না থাকলে জীবন ছিটকে পড়ে অন্ধকারে। কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে ফিরে আসাই হলো জীবনের আসল শক্তি।"

 #ডিভোর্সঢাকায় দিনে ৩৭টা ডিভোর্স হচ্ছে। ঘন্টাতে একটিরও বেশী। এটা শুনে সবাই সেই পুরাতন কাসুন্দি নিয়ে বসে পড়েছে। সব দোষ ঐ ...
09/09/2025

#ডিভোর্স
ঢাকায় দিনে ৩৭টা ডিভোর্স হচ্ছে।
ঘন্টাতে একটিরও বেশী। এটা শুনে সবাই সেই পুরাতন কাসুন্দি নিয়ে বসে পড়েছে। সব দোষ ঐ মেয়েদের,,,,
কারনঃ
*মেয়েরা এখন বেশী শিক্ষিত হচ্ছে,
*মেয়েরা চাকুরী করেছে,
*মেয়েরা বিজনেস করছে!
*আবার একদল হাসছে আর বলছে দেখো বেপর্দা মেয়ে বিয়ে করলে তো ডিভোর্স হবেই!
একদিন তো রিপন ভাই বলেই বসলো এজন্যই আমি বেশী শিক্ষিত মেয়ে বিয়ে করিনি,আর বউকে চাকুরী করানো আমার পছন্দ না। সেদিন সাধুবাদ জানিয়েছিলাম তাকে আর
আমি শুধু বলেছিলাম আপনার মায়ের জরায়ুর অপারেশনটাতো ডা. ফাতিমার কাছেই করিয়েছিলেন তাইনা? আর ডা. ফাতিমাও কারো স্ত্রী। সবাই আপনার স্ত্রীর মতো গৃহিণী হলে বাচ্চা প্রসব করাবেন কার আছে?
রিপন ভাইয়ের মতো পছন্দ হলে কোন কথা নেই সুখী হন।
কিন্তু আপনি শিক্ষিত, সুন্দরী, স্মার্ট, ধার্মিক, আধুনিক, গালে টোল পড়া, ভুবন ভোলানো হাসির রানী, ধনী শ্বশুরের আদরের দুলালী, বংশীয় ঘরের চাকুরীজীবি নারী বিয়ে করবেন আর সার্ভিস চাইবেন গ্রামের কপালপোড়া সখিনাবিবির মেয়ে সাগিরার মতো। সকাল সন্ধ্যা সে গরম খাবার নিয়ে বসে থাকবে আর বাতাস করবে, কিংবা নায়ক রেড ওয়াইন খেয়ে বাড়িতে ফিরবেন তবুও শাবানার মতো লাথি খেয়েও আপনার জুতা খুলে দিবে, মসজিদে গিয়ে টাকা দান করে আপনার মঙ্গল কামনা করবে এসব ভাবাটা এই একবিংশ শতকে অবান্তর।
আপনার সব অন্যায় সে মুখ বুজে সহ্য করবেনা। আপনি পর্ণ এডিক্টেড হোন কিংবা ইয়াবা তারপরও আপনার পায়ের নিচে জান্নাত বলে তাকে বোকা বানাতে পারবেন না।
একজন উচ্চ শিক্ষিত মেয়ে ধার্মিক হলেও সে অন্যায়কে আঙ্গুল তুলে অন্যায় বলার সাহস রাখে। প্রতিবাদ করতে পারে। বরং সে একটু বেশীই সাহসী কারন তার হৃদয়ে রাসুল সা. কে ধারন করে আর আল্লাহ্ ছাড়া কারো কাছে মাথা নত করে না।
সময় পাল্টে গেছে,,,,নিজের মানসিকতা পরিবর্তন করুন।
বিয়ের আগে ডিসিশন নিন কোন মেয়েকে বিয়ে করতে চান?
সেভাবে নিজেকে প্রস্তুত করুন ।
আপনার শিক্ষিত সুন্দরী বউটাও সাতঘাট ঘুরে, লেখাপড়া করে, জবযুদ্ধে জয়ী হয়ে নিজেকে আপনার জন্য স্মার্ট হিসাবে প্রস্তুত করলেও আপনি কিন্তু আপনার দাদা তার দাদার আমলের মতো ক্ষ্যাত মানসিকতা নিয়েই অফিস থেকে বাড়িতে ফিরে লুঙ্গি পরে এসি ছেড়ে দিয়ে মোবাইলে এ্যানি, ব্যানি, এঞ্জেলার সাথে সেক্সচ্যাট শুরু করেন।
বউ তখন বাহিরের পোশাক খুলে এ্যাপ্রণ পরে কিচেনে ঢুকে রান্না করে আর বাচ্চাকে ডাইনিং টেবিলে পড়াতে বসায়।
যিনি ঘর এবং বাহির দুটো সামাল দিচ্ছে এমন দুরন্ত আর ভুবনজয়ী নারীকে পাশে রাখবেন, তার সম্মানে বুক ফুলিয়ে রাস্তাতে হাঁটবেন অথচ শতবছরের পুরানো, বাসি, পঁচা, দূর্গন্ধযুক্ত প্রভুত্ববাদ মগজে পুষে রেখে শান্তি কামনা করবেন!
কি অদ্ভুত না!
রাত জেগে আপনার বউটা অসুস্থ বাচ্চা কোলে সারারাত কাটিয়ে দিবে আর আপনি নাকে সর্ষের তৈল দিয়ে তৈলাক্ত ঘুম দিবেন তা নিয়ে সংসারে অশান্তি হতেও পারে। কারন সকাল ন'টাতে তারও অফিস আছে। সকালের নাস্তাটাও তাকেই বানাতে হবে ভেবে আপনি উঠবেন সকাল ৮টা ১০ এ।
একসময় জরিনাবানুর স্বামী মরেছে আর কপাল খুলেছে পাশে বাড়ির কুদ্দুস চকিদারের। নিয়মিত জরিনাবানুর সাথে লটরপটরের ইতিহাস গ্রামের সবার মুখের মজাদার টপিক হলেও কুদ্দুসের বউটা কিন্তু নিরবে নিভৃতে চোখের পানি ফেলেছে, স্বামীকে কিছু বলতে গেলেই রক্তাক্ত হতে হয়েছে, সংসার ছেড়ে চলে যেতে বলেছে, কিংবা ভাত কাপড়ের খোটা তাকে রাতদিন শুনে আধমরা হয়ে অসুখে বিসুখে অবহেলা আর অযত্নে মরার মতো করে বেঁচে থাকতে হয়েছে।
কিন্তু ধরেন আপনি যদি আজ আপনার সুন্দরী ফেসবুক ফ্রেন্ড, স্বামী বিদেশ থাকে মারাও যাইনি এমন একজনেরর বাড়িতে গিয়ে দু ঘন্টা কাটিয়ে আসেন তখন আপনার বউ তর্জনি উঁচু করে বলতেই পারে আর যদি কোনদিন এমন করো তবে কিন্তু খবর আছে। সে এটা সহ্য করবেনা। না শুনলে আপনাকে মুখের উপরই বলে দিবে একদিন আমিও আমার কলিগ কে নিয়ে রাস্তাতে দাঁড়িয়ে ফুচকা খাবো আর সেলফি তুলবো। সে কিন্তু মুখ বুজে কাঁদবে না।
মাইন্ড ইট।
নারীর অন্যায় মেনে না নেবার প্রবনতাকেই আজকাল অহংকার বলে চালানো হচ্ছে। সেটাই মুল সমস্যা।
আপনি ঘন্টার পর ঘন্টা বদনবুকে নাক ডুবিয়ে শুয়ে থাকবেন, সুন্দরী বান্ধবীর সাথে রাতবিরাতে কথা বলবেন, নিজের অসুস্থ স্ত্রীর চিকিৎসা না করিয়ে ল্যাপটপ কাধে ঝুলিয়ে বড়লোকি দেখাবেন! ইউটিউবের অন্ধকার গলিতে ঢুকে নোংরামীতে স্নান করবেন,
দুনিয়ার সকল বন্ধুবান্ধবের বাড়ির কুত্তা-বিড়ালের খবর রাখবেন আর স্ত্রীর খোঁজ রাখবেন না! আর প্রতিবাদ করতে গেলে বলবেন উচ্চ শিক্ষিত মেয়েরা উগ্র হয়, বদমেজাজি হয়, অসহিষ্ণু হয়, অধৈর্য্য হয়, বেয়াদব হয়, মুখে মুখে তর্ক করে!
ব্যাপারটা কেমন অলিক হয়ে গেল না?
বিশ্বাস করেন এমন একদিন খুব নিকটে যেদিন চাকুরীজীবী মা এবং বিজনেসম্যান বাবা তার কর্মজীবি মেয়েকে বিয়ে দেবার আগে ছেলেকে প্রশ্ন করবে তুমি কি কি রান্না করতে পারো? আমার মেয়ে যখন তোমার সন্তান কে গর্ভে ধারন করতে গিয়ে বমি করতে করতে বিছানা থেকে উঠতে পারবে না তখন কি তুমি তাকে এক বাটি স্যুপ বানিয়ে খাওয়াতে পারবে?
ছেলে উত্তর না হলে মুখের উপর তার অভিভাবকদের বলে আসবে পুত্রকে রাজপুত্র না বানিয়ে মানুষ বানান। কারন রাজতন্ত্র বিলুপ্ত হয়েছে।
নিজের মা ও তো অসুস্থ হতে পারে তাকে দেখার জন্য ছেলের বউ আছে কিন্তু বউটার অফিস আওয়ারে তো নিজের ছেলেটার কাছে একটু সেবা কি মা আশা করতে পারেনা!
মেয়ের অভিভাবকেরা বুঝে, শুনে, দেখে নিজের সমস্যাগুলোকে ওভারকাম করে জামাতা নির্বাচন করবে। কেবলই বর্তমানের ছেলেপক্ষের মতো কেবল চেহারা আর দিঘলকালো চুল দেখে নয়।
সেই সাহসও অর্জন করতে শিখতে হবে।
ডিভোর্সের মুল কারন পুরুষদের অনুন্নত মানসিকতা, প্রভুত্ত্বের প্রবনতা,নারীকে তার সঠিক সম্মান আর মর্যাদা না দেওয়া দায়ী। এমনকি নারীকে মানুষই মনে না করা!
নারীও দুধে ধোয়া না। তবে সব দোষ তার একার না।
ডিভোর্সি মেয়ের পিতার সাথে একদিন সময় নিয়ে কথা বলবেন প্লিজ। বাকীটা বুঝতে পারবেন!
কিংবা ঐ যে মেয়েটার গায়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দিয়েছিল তার স্বামী তার ভাইটার সাথে একদিন কথা বলবেন!
নিজেকে কেবল পুরুষ নয় পিতা, ভাই, পুত্রের স্থানে দাঁড় করিয়ে নিজেদের দিকে আঙ্গুল তুলতে শিখুন তাহলে এক সময় সমস্যা কমে শুন্যে নেমে যাবে।

Address

Cantonment

Telephone

+8801911788479

Website

https://www.instagram.com/nihansmrity/profilecard/?igsh=dmxxdWM5aTdtOWRj, https://youtub

Alerts

Be the first to know and let us send you an email when অপ্সরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share