Matlab Buzz-মতলব বাজ

Matlab Buzz-মতলব বাজ খবর,বিনোদন,ফান,গল্প,জীবন কাহিনী ও ইসল?

14/10/2024

ধাক্কা এমন একটা জিনিস.!
জীবনে যত খাবেন ততই শিখবেন.!!

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন ও উপ-পরিদর্শক (এস আই) মোঃ আবু হানিফকে প্রত্যাহারের নির্দ...
02/05/2024

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন ও উপ-পরিদর্শক (এস আই) মোঃ আবু হানিফকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন ও উপ-পরিদর্শক (এস আই) মোঃ আবু হানিফকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ শাহজালাল স্বাক্ষরিত এক চিঠিতে ওই বদলির নির্দেশ দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবকে দেওয়া চিঠিতে বলা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন ও উপ-পরিদর্শক মোঃ আবু হানিফকে
অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তা পদায়ন করার নিদেশ দিয়েছে নির্বাচন কমিশন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের কার্যক্রম চলছে। এবার দেশের ৪৮১টি উপজেলায় ভোট হবে চারটি ধাপে। এর মধ্যে দুই ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রথম ধাপে ১৫২টি উপজেলায় ভোট গ্রহণ ৮ মে এবং দ্বিতীয় ধাপে ১৬১টি উপজেলায় ভোট হবে ২১ মে।
প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে ১৫ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়। ৮মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

19/02/2024
মতলবে এম ভি মহারাজ লঞ্চ দুর্ঘটনার আজ ১৯ বছর.আজ বৃহত্তর মতলবের মানুষের জন্য ভয়াবহ দিন ১৯ ফেব্রুয়ারি। মতলবের এম ভি মহারাজ ...
19/02/2024

মতলবে এম ভি মহারাজ লঞ্চ দুর্ঘটনার আজ ১৯ বছর.

আজ বৃহত্তর মতলবের মানুষের জন্য ভয়াবহ দিন ১৯ ফেব্রুয়ারি। মতলবের এম ভি মহারাজ লঞ্চ দুর্ঘটনার ১৯ বছর।
২০০৫ সালের এ দিনে ঢাকা সদরঘাট থেকে ছেড়ে আসা মতলবগামী এম ভি মহারাজ লঞ্চটি কালবৈশাখী ঝড়ে প্রায় আড়াই শতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের পাগলা নামক স্থানে উল্টে নিমজ্জিত হয়।
এতে লঞ্চে থাকা প্রায় দু’শতাধিক বিভিন্ন বয়সী নারী-শিশু ও পুরুষ প্রাণ হারায়। লঞ্চটিতে মতলব দক্ষিণ ও উত্তর উপজেলার যাত্রী ছাড়াও চাঁদপুর, শরীয়তপুর,ভোলাসহ বিভিন্ন জেলা-উপজেলার যাত্রী ছিল। লঞ্চ দুর্ঘটনায় নিহত স্বজনদের কান্না থেমে নেই আজও।
#মতলববাসীর জন্যে আজকের দিনটি হচ্ছে শোকাবহ এক স্মরণীয় দিন।

"আসসালামু আলাইকুম, সম্মানিত গ্রাহকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ১/১০/২৩ ইং তারিখে বৈদ্যুতিক লাইনের আশেপ...
30/09/2023

"আসসালামু আলাইকুম, সম্মানিত গ্রাহকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ১/১০/২৩ ইং তারিখে বৈদ্যুতিক লাইনের আশেপাশের গাছপালা কাটার জন্য ইমামমপুর,ষাটনল,কালির বাজার, পূর্ব লালপুর,ইসলামাবাদ, পূর্ব ইসলামাবাদ, পাঠান বাজার, মুক্তির কান্দি ইত্যাদি এলাকা সমুহে সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। উক্ত কাজে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি।
এজিএম
মতলব উত্তর পল্লী বিদুৎ।
০১৭৬৯-৪০০৯২৮(ছেংগারচর অভিযোগ কেন্দ্র)
০১৭৬৯-৪০০৯২৯(ফরাজিকান্দি অভিযোগ কেন্দ্র)
০১৭৬৯-৪০০৯৩০(সুজাতপুর অভিযোগ কেন্দ্র)
০১৭৬৯-৪০৭৫৩৭(বাগানবাড়ি অভিযোগ কেন্দ্র)"

29/09/2023

শনিবার মতলব উত্তরের কিছু এলাকায় সকাল ৯ টা থেকে বিকেল ০৪ টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।

20/09/2023

কতটা নাস্তিক হলে এমন কাজ করতে পারে???😡😡😡
মানুষের ঈমান নিয়া খেলা করা বন্ধ করুন সত্যিটা প্রচার করুন।
দেখুন ঐ দিন ডেঙ্গুরভিটি গ্রামে বৃদ্ধার লাশ কবর থেকে পূর্নরুদার করা হয়েছিলো হাড্ডি আর মাটি ছাড়া কিছুই না। অথচ মানুষ এটাকে কত রকমে উপস্থাপন করেছেন, মানুষের ঈমান কতটাই না দুর্বল করে ফেলেছেন 😭।
দয়া করে মৃত্যু ব্যক্তিদের কে নিয়ে এমন গুজব রটানো বন্ধ করুন❌🙏🙏🙏🙏

বিঃদ্রঃ কোনটা সত্য কোনটা মিথ্যা⁉️জানতে চাই⁉️

Address

Chadpur
3600

Alerts

Be the first to know and let us send you an email when Matlab Buzz-মতলব বাজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Matlab Buzz-মতলব বাজ:

Share

Matlab Buzz

বিনোদন, খবর, গল্প,ফান ও জীবন কাহিনি সব এক সাথে পেতে

লাইক দিয়ে এক্টিভ থাকুন আমাদের.......!!!!!!!!