Bd52 news 24.com bdn52tv

Bd52 news 24.com bdn52tv সত্যের পথে সবসময় নিউজ করার আমার দায়িত্ব।

26/10/2025

মৎস্য সচিবের সাথে চিংড়ী চাষীদের মতবিনিময় সভা আয়োজনে চরম ব্যর্থতার পরিচয় দিলেন চকরিয়া সিনিয়র উপজেলা মৎস্য অফিস।

 #চিংড়ি চাষীদের  #টেকসই উন্নয়নে  #ফোয়াব এর প্রতিষ্ঠাতা সহ- #সভাপতি মোঃ  #শহিদুল  #ইসলামের  #প্রস্তাবনাঃবাংলাদেশের  একমাত...
25/10/2025

#চিংড়ি চাষীদের #টেকসই উন্নয়নে #ফোয়াব এর প্রতিষ্ঠাতা সহ- #সভাপতি মোঃ #শহিদুল #ইসলামের #প্রস্তাবনাঃ

বাংলাদেশের একমাত্র সরকার ঘোষিত চিংড়ি যোন চকরিয়া।ঘোষিত সরকারি চিংড়ি যোন হলেও অপ্রতুল সুযোগের অভাবে চাষীরা সঠিক ভাবে চিংড়ি উৎপাদন করতে পারছেনা।

চিংড়ি চাষীদের টেকসই উন্নয়নে ২৬ অক্টোবর (রবিবার) চকরিয়া উপজেলা হল রুমে চাষীদের সাথে মতবিনিময় করবেন #মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব #আবু #তাহের #মুহাম্মদ #জাবের।

ফিস ফার্ম ওনার এসোসিয়েশন বাংলাদেশ (ফোয়াব) এর প্রতিষ্টাতা সহ- সভাপতি মোঃ শহীদুল ইসলাম নিন্মলিখিত বিষয়গুলো সচিব মহোদয়কে নজরে আনতে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

#প্রস্তাবনাঃ
বাংলাদেশের চিংড়ি চাষিদের উর্বর ভূমি ও মনোরম প্রাকৃতিক পরিবেশ চকরিয়া চিংড়ি জোনে কে ডাকাত ও চাঁদাবাজদের লাগামহীন নির্যাতন থেকে চাষীদের রক্ষার জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নিয়োগের দাবী।

মানসম্মত আকুয়াকালচার প্র্যাকটিস অনুসরণের (ফোয়াব) প্রদর্শনী প্লট বরাদ্দের দাবি।

চকরিয়ায় বসবাসরত প্রশিক্ষণপ্রাপ্ত চিংড়ি চাষীদের নামে চিংড়িপ্লাট বরাদ্দের দাবি।

মূলত এখানে অধিকাংশ চিংড়ি প্লট বরাদ্দ হয়েছে চকরিয়া বাইরের লোকদের জন্য,তারা চিংড়ি উৎপাদনে সাথে জড়িত নই এবং তাদের মৎস্য উৎপাদন বা চিংড়ি চাষের কোন অভিজ্ঞতাও নেই। তাদের সেসব চিংড়ি প্লট বাতিল করে স্থানীয় প্রশিক্ষিত চাষীদের বরাদ্দ দেওয়ার জোর দাবি।

আজকে সম্মানিত সচিব মহোদয় ও মহাসচিব মহোদয়ের চকরিয়া সফর হলো চিংড়ি উৎপাদন বৃদ্ধি, চিংড়ির গুণগতমান বৃদ্ধি ও দেশে চিংড়ি রপ্তানি বৃদ্ধি। সম্মানিত অতিথি বৃন্দের আজকের সফর তখন ফলপ্রসূ হবে, যারা বছরের পর বছর ধরে চিংড়ি প্লট বরাদ্দ নিয়ে লাগিয়েছে, যারা চকরিয়ার বহিরাগত তাদের প্লট বরাদ্দ বাতিল, ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষিদের, উপকরণ সরবরাহ বা সহায়তার করা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বেড়িবাঁধ সম্প্রসারণ, সাগরের সাথে সংযুক্ত খাল খননসহ চিংড়ি মৌসুমে প্রকৃত চাষীদের সহজ শর্তে ঋণের ব্যবস্থা গ্রহণ করে চকরিয়ার সুন্দরবন নামে পরিচিত, চিংড়ি বা চিংড়ি ঘের কে দেশ এবং বিশ্বমানের চিংড়ি চাষে রূপান্তরিত করবেন সরকার বাহাদুর।

24/10/2025

চকরিয়ায় শুভ উদ্বোধন হলো রঙধনু টাইলস এন্ড স্যানিটারী'র

কক্সবাজারের চকরিয়া থানা রাস্তার মাথার উত্তর পাশে রবি সেবা ও ব্রাক ব্যাংকের নিচে অত্যাধুনিক টাইলসের বিপুল সমাহার নিয়ে শুভ উদ্বোধন হলো রঙধনু টাইলস এন্ড স্যানেটারী।

২৪ অক্টোবর (শুক্রবার) জুমার নামাজের পর কোরআন তেলওয়াতের মাধ্যমে জহির মার্কেটে রঙধনু টাইলস এন্ড স্যানেটারীর শুভ উদ্বোধন হয়।
মরহুম জহির আহম্মদের সন্তান নোমান,মামুন হারুন এবং আনজু মিয়ার সন্তান সাইফুল ইসলাম রানা,,আসলাম মালিকানাধীন রঙধনু টাইলসে নিত্য নতুন টাইলসে বিপুল সমাহারের জন্য সকল শ্রেণীর ক্রেতা সাধারণকে আমন্ত্রণ জানান প্রতিষ্ঠানটির মালিক পক্ষ।

20/10/2025

পিতার নির্যাতণে পালিয়ে যাওয়া পূত্রকে উদ্ধার করলো এলাকাবাসী

কক্সবাজারের চকরিয়ায় পিতার শারীরিক নির্যাতনে পালিয়ে যাওয়া পূত্র মামুনুর রশিদ(১৫) কে উদ্ধার করলো এলাকাবাসী।

মামুনুর রশিদের বাড়ী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ডলনীঘোনা এলাকায়।

মামুনুর রশিদের পিতা গত পনের দিন আগে এলাকার কয়েকজন সিএনজি চালকের নামে চকরিয়া থানায় একটি সাজানো অভিযোগ দায়ের করেন।

অভিযোগের খবর পেয়ে এলাকাবাসীরা পনের দিন যাবৎ খুঁজাখুঁজি পর অবশেষে কক্সবাজার থেকে মামুন কে রবিবার উদ্ধার করে চকরিয়া থানা হেফাজতে দিয়েছেন।

এ ঘটনায় স্থানীয় কয়েকজন সিএনজি চালক ও তার পরিবার সাহারবিল ইউনিয়নের মেম্বার সোনামিয়া কতৃক শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আর্থিকভাবে ক্ষতি গ্রস্ত হয়েছেন।

শিশু টি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।

চকরিয়ায় পৌরসভার কাজের বিল নিয়ে চাঁদাবাজির অভিযোগকক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের চকরিয়ায় পৌরসভার একটি প্রকল্পের বিল প্রদা...
03/10/2025

চকরিয়ায় পৌরসভার কাজের বিল নিয়ে চাঁদাবাজির অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় পৌরসভার একটি প্রকল্পের বিল প্রদানের সময় ঠিকাদারের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন স্থানীয় ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স নূর আয়েশা এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী মোহাম্মদ ইসমাইল।
লিখিত অভিযোগে তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ড্রেন স্লাব নির্মাণের কাজ কোটেশন ভিত্তিতে তাঁর প্রতিষ্ঠানকে দেওয়া হয়। নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করে পৌরসভার সংশ্লিষ্ট শাখায় বিল জমা দেওয়ার পর বিল উত্তোলনের নামে পৌরসভার হিসাবরক্ষণ শাখার প্রধান সাফায়েত এবং প্রকৌশল শাখার অফিস সহকারী আবদুল হামিদ তাঁকে মোট ১৫ শতাংশ কমিশন দাবি করেন।
ইসমাইলের দাবি, কাজটি করতে গিয়ে তিনি প্রায় ৩৫ হাজার টাকা লোকসান গুনেছেন। পরে কর্মকর্তাদের চাপে তিনি বিলের বিপরীতে ৫ শতাংশ অগ্রিম দিতে সম্মত হলেও বাকী টাকার দাবিতে চাপ প্রয়োগ অব্যাহত থাকে। এমনকি চেক ইস্যু হওয়ার পর ব্যাংক থেকে উত্তোলন না করতে পৌর কর্মকর্তারা ব্যাংক ম্যানেজারের কাছেও তদবির করেন বলে অভিযোগ করেন তিনি।
এরপর অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। তাঁর দাবি, পৌরসভার ওই দুই কর্মকর্তা স্থানীয় কিছু প্রভাবশালীকে সঙ্গে নিয়ে তাঁর বাড়ি ও শ্বশুরবাড়িতে গিয়ে চাপ সৃষ্টি করে এবং টাকা দাবি করে। এ সময় আলী আহমদ মেম্বারসহ কয়েকজন তাঁর বাড়িতে গিয়ে হুমকি দেন।
মোহাম্মদ ইসমাইল আরও জানান, টাকা না দেওয়ার কারণে তাঁর বিরুদ্ধে কয়েকটি জাতীয় দৈনিকে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়, যা তাঁর ব্যক্তিগত ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ করেছে।
তিনি বলেন, “আমি কারও কাছে কোনো অবৈধ দাবি পূরণ করব না। আবারও যদি তারা আমার পরিবারকে হয়রানি বা হুমকি দেয়, তবে আমি আইনের আশ্রয় নেব।”
এই বিষয়ে চকরিয়া পৌরসভার কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।

01/10/2025

চকরিয়া হারবাং এ চলছে অবৈধ বালু উত্তোলন ঃ

কক্সবাজারের চকরিয়া উত্তর হারবাং এ কিছুই তে থামছে না অবৈধ বালু উত্তোলন।

পানি চলাচলের খাল দখল করে স্যালুমেশিং বসিয়ে দেদারসে চলছে বালু উত্তোলন। এলাকাবাসী প্রতিবাদ করলে তাদের উপর চলে অত্যাচার।

স্থানীয় বালু খেকো কয়েকটি মামলার আাসামী মাহবু ও তার ভাই মৌঃ শহীদের নেতৃত্ব প্রকাশ্য দিবালোকে কয়েকটি স্যালুমেশিং বসিয়ে অবৈধ বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে।

29/09/2025

নবদম্পতি সাকিব - নিহারিকা সকলের দোয়া চাইলেন!!

তিন বছরের প্রেমের সম্পর্ক সাকিব- নিহারিকার,দুইজনই কলেজ ছাত্র।কলেজ ছাত্র হলেও দু'জনই প্রাপ্ত বয়স্ক।

সাকিব এর সাথে প্রেমে সম্পর্ক তা জেনে যায় নিহারিকার পরিবার।সাকিবকে বাদ দিয়ে জোর করে অন্যত্র বিয়ের কথা চালাচালির খবর পেয়ে নিহারিকা চলে আসে সাকিবের বাড়ীতে। শত বুঝানোর পরও নিহারিকা নিজ বাড়িতে ফিরতে অপারগ। নিরুপায় হয়ে ইসলামী শরিয়া মতে ২৪ সেপ্টেম্বর নিহারিকাকে বিয়ে করে সাকিব।

এতে ঘটলো বিপত্তি নিহারিকার পরিবার চাইনা সাকিবের কাছে ও থাকুক,তাই নিহারিকার পরিবার আইনের ফাঁক ফুকোর খুঁজছে কি ভাবে সাকিব থেকে নিহারিকাকে আলাদা করা যায়।
তবে সাকিব নিহারিকার দাবী তার দু'জনই সূখে আছে।তাদের অনাগত দিনগুলো যাতে সূখে শান্তিতে সুন্দর ভাবে কাটে তার জন্য পরিবার সহ সকলের কাছে দোয়ার আর্জি জানিয়েছেন।

29/09/2025

ছাইরাখালী খেলোয়াড় সমিতি কতৃক আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলার ট্রপি উন্মোচন

স্থানঃ ছাইরাখালী, ফাঁসিয়াখালী,চকরিয়া

অতিথি হিসেবে উপস্থিত আছেনঃ ইন্জিনিয়ার সাহেদুল মোস্তফা, সাঃসম্পাদক ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি।
স্থানীয় নেতৃবৃন্দ, ক্রীড়ামোদী সুশীল সমাজ ও খেলার আয়োজক কমিটির সদস্য বৃন্দ।

20/09/2025

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কক্সবাজারের চকরিয়া বিদ্যুৎ সরবরাহ অফিসের কর্মরত কর্মচারী ইসহাক গাজীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদ টি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। এই সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কর্মরত বিভিন্ন শ্রেণীর কর্মচারীরা।

ইসহাক গাজী তার বিরুদ্ধে প্রচারিত সংবাদে বিদ্যুৎ এর বিভিন্ন অনিয়মের বিষয়গুলো অস্বীকার করে বলেন, যে বিষয় গুলো সংবাদে উপস্থাপন করা হয়েছে তা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। তাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা জন্য তার বক্তব্য না নিয়ে এই মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করা হয়েছে।

তিনি এই মিথ্যা বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদকর্মীদের সংবাদ প্রচারে আরও দ্বায়িত্বশীল হওয়ার আহবান জানান।

29/08/2025

চকরিয়ায় # হামিদ কেক হাউস ২য় শাখার শুভ উদ্বোধন।

29/08/2025

চকরিয়ায় #নিউ টাইলস এন্ড গ্যালারী এর # শুভ উদ্বোধন :

19/08/2025

চকরিয়া প্রবাসী ইউনিয়নের উদ্যোগে আর্থিক অনুদানের চেক বিতরণ

কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় লিঃ (প্রবাসী ইউনিয়ন) এর উদ্যোগে অসুস্থ এক দুবাই প্রবাসীকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

১৯ আগষ্ট ( মঙ্গলবার) বিকালে সীমিতির নিজস্ব কার্যালয়ে চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্টাতা সভাপতি মুবিনুল ইসলাম মুবিন,সাঃসম্পাদক রিদুয়ানুল হক নিরব,সহ-সভাপতি মোঃ আবদুল খালেক।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিতি ছিলেন উপদেষ্টা আবুল কাশেম,আবদুল হক,রিদুয়ান।
সদস্য- সাগর ইসলাম, মোঃ আমিন,সিরাজ,সোদি সভাপতি বেলাল উদ্দিন, ওমান সভাপতি বেলাল উদ্দীন, দুবাই এর সাঃ সম্পাদক আবদুল মালেক,দুবাইয়ের সাংগঠনিক সম্পাদক মোবারক, কাতার সভাপতি মো
শারফ।

এ সময় দুবাইতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অসুস্থ হওয়া সদস্য তরিকুল ইসলাম কাসেদ (সদস্য নং ৬৮৮) কে পঞ্চান্ন হাজার টাকার আর্থিক অনুদানের চেক(নগদ) প্রদান করা হয়।

Address

Chakaria
4740

Alerts

Be the first to know and let us send you an email when Bd52 news 24.com bdn52tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bd52 news 24.com bdn52tv:

Share