Bd52 news 24.com bdn52tv

Bd52 news 24.com bdn52tv সত্যের পথে সবসময় নিউজ করার আমার দায়িত্ব।

26/06/2025

চাঁদার দাবীতে বালু মহাল বন্ধ,আয় না থাকায় দিশেহারা মসজিদ কমিটি।

মসজিদ, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের বেতন নির্ভর করে বৈধ বালু মহালের আয় এর উপর।
হঠাৎ এক লোক চাঁদা দাবী করে বসে বৈধ বালু মহালের মালিকের কাছে।
মালিক চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই ঐ ব্যক্তি প্রশাসনকে ভূল বুঝিয়ে বৈধ বালু মহালটি গুড়িয়ে দেয়। তাতে দুঃচিন্তায় পড়লো মসজিদ কতৃপক্ষ।
এমন ঘটনাটি ঘটেছে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ইসলাম ট্রেডিং এলাকায়।

মসজিদের একমাত্র আয়ের পথ বালু মহালটি যদি খুলে দেওয়া না হয় তাহলে কিভাবে চলবে মসজিদ টি এমনটাই প্রশ্ন স্থানীয় মুসল্লীদের।

11/06/2025

নিজ ঘরে যেন পরবাসী প্রবাসী পরিবার! প্রবাসী ও প্রবাসী'র স্ত্রীকে দেশিয় অস্ত্র শস্ত্র দিয়ে হামলা চালিয়েছে । হামলায় প্রবাসী প্রবাসী'র স্ত্রী সহ চার জন গুরুতর আহত হয়েছেন।
পিটিয়ে প্রবাসী'র স্ত্রী' সোমাইয়ার বাম হাত ভেঙে দেওয়া হয়েছে।

এমন অমানবিক ঘটনাটি ঘটেছে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মাদ্রাসা পাড়া এলাকায় ৫ জুন বৃহস্পতিবার।

এঘটনায় স্থানীয় আবু তাহেরের পূত্র তক্তি উচমানী, মোঃ নোমান, ইলিয়াস আতাহারী নাম উল্লেখ করে চকরিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন ভুক্তভোগী প্রবাসী নকী উচমানী।
ঘটনাপরবর্তী ১০ জুন বিকালে প্রয়োজনীয় কাগজপত্রের জন্য নিজ গৃহে ডুকতে চাইলে সহোদরেরা বাঁধা প্রদান করে।

সাংবাদিকদের সামনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন
প্রবাসী নকি উচমান ও তার ভাই জকি উচমানী---

ভুক্তভোগী নকী উচমানী এজাহারে উল্লেখ করেন আপন তিন সহোদর মিলে তার বসতঘর টি দখলে নিতে এই হামলার ঘটনা ঘটিয়েছে।
এর আগে আসামীরা বারবার হামলা করায় ভুক্তভোগী গত ১৪ মে তারিখে আসামিদের বিরুদ্ধে সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করায় আসামীরা ক্ষিপ্ত হয়ে পূনরায় এই হামলা ও ভাংচুর চালায়।

06/06/2025

কক্সবাজারের চকরিয়ায় বসতভিটা দখলে নিতে প্রবাসী পরিবারের উপর হামলা। হামলায় প্রবাসী'র স্ত্রী সহ চার জন কমবেশি আহত হয়েছেন।

হামলায় প্রবাসী'র স্ত্রী' সোমাইয়ার বাম হাত ভেঙে যাওয়ায় তিনি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

৫ জুন বৃহস্পতিবার সকালে
ঘটনাটি ঘটেছে উপজেলার বরইতলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মাদ্রাসা পাড়া এলাকায়।

এঘটনায় স্থানীয় আবু তাহেরের পূত্র তক্তি উচমানী, মোঃ নোমান, ইলিয়াস আতাহারী সহ ৫/৬ জনকে অজ্ঞাত রেখে চকরিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন ভুক্তভোগী নকী উচমানী।

ভুক্তভোগী নকী উচমানী এজাহারে উল্লেখ করেন আপন তিন সহোদর মিলে তার বসতঘর টি দখলে নিতে এই হামলার ঘটনা ঘটিয়েছে।
এর আগে আসামীরা বারবার হামলা করায় ভুক্তভোগী গত ১৪ মে তারিখে আসামিদের বিরুদ্ধে সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করায় আসামীরা ক্ষিপ্ত হয়ে পূনরায় এই হামলা ও ভাংচুর চালায়।

04/06/2025

কুতুবদিয়ায় ঘটনার শিকার ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষকের সংবাদ সম্মেলনঃ

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড নয়াপাড়া হাফেজিয়া মাদ্রাসায় গত ২৭ মে মঙ্গলবার রাতে কতিপয় কু চক্রী মহল দূষ্কৃতকারীদের সাথে মিলে মাদ্রাসার ক্ষতি সাধন করতে এবং ভুক্তভোগীকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার মানষে স্থানীয় এলাকাবাসীকে ভূল বুঝিয়ে তার বিবাহিত ২য় স্ত্রীকে জড়িয়ে একটি সাজানো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিল।

ভুক্তভোগী মোঃ হুমায়ন কবির ৪ মে বুধবার বিকালে চকরিয়া অভিজাত রেস্টুরেন্ট রেডচিলিতে সাংবাদিকদের সামনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন --
এ সময় ঘটনার শিকার তার ২য় স্ত্রী আসমাউল হোসনা ও এ সময় উপস্থিত ছিলেন।

07/05/2025

চকরিয়া অসহায় পরিবারের বসতভিটা দখলে নিতে ভাংচুর ও হামলা

কক্সবাজারের চকরিয়ায় অসহায় পরিবারের বসতভিটা দখলে নিতে দফায় দফায় হামলা ও ভাংচুর চালানোর অভিযোগ উঠেছে একদল দখলবাজদের বিরুদ্ধে।

এ হামলার ঘটনায় স্থানীয় নুরুল কবিরের স্ত্রী মুর্শিদা বেগম ও তার পূত্র সায়েম আহত হয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

ঘটনাটি ঘটেছে ৭ মে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মাইজঘোনা গ্রামে।

এ ঘটনায় জড়িত হামিদা বেগম বেবি, গিয়াস উদ্দিন,অনন্ন্য রহমান সহ ২০/২৫ জনকে অজ্ঞাত রেখে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভুগী মুর্শিদা বেগম।

ভুক্তভোগী নূরুল কবির জানান, হেবা সূত্রে তার মায়ের কাছ থেকে প্রাপ্ত জমিতে দীর্ঘ ২০ বছরের অধিক সময় ধরে বসত করে আসচ্ছেন। জমিটি সড়কের পাশে হওয়ায় দখলবাজদের লোলুপ দৃষ্টি পড়ে, যার সূত্র ধরে তার বসতভিটা টি সম্পূর্ণ দখলে নিতে দখলবাজ এই হামলা ও ভাংচুর চালায়।

এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলুক শাস্তির দাবী জানান ভুক্তভোগী অসহায় পরিবার।

04/05/2025

চকরিয়ায় সাজানো ধর্ষণ ঘটনায় মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ,

পরিবারের সাংবাদিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড মৌলভীরকুম এলাকায় মাদক সেবীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিবাদ করার জেরধরে ও পারিবারিক পূর্ব শত্রুতার আক্রোশে এক মাস পূর্বের একটা মিথ্যা ধর্ষণ ঘটনা সাজিয়ে মৌলভীরকুম বাজার পাড়ার সমাজপতি শাহাবুদ্দিন সওদাগর (৬৫) এর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি মিথ্যা ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করে কতিপয় মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অনলাইন পোস্টালে ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সম্মানহানি ও হয়রানি করার প্রতিবাদে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ ঘটনায় থানা পুলিশ ও প্রশাসনের কাছে সুবিচার কামনা করেছেন ভুক্তভোগী শাহাবুদ্দিন সওদাগরের পরিবার।

গতকাল রোববার ৪ মে বিকালে চকরিয়া পৌরশহরে সাংবাদিক সম্মেলনে সাজানো ধর্ষণ ঘটনা নিয়ে এলাকার মাদকসেবি ও কতিপয় স্বার্থানেষী মহলের নানামুখী ষড়যন্ত্রের বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন শাহাবুদ্দিন সওদাগরের স্ত্রী বুলবুল আক্তার, ভাইয়ের স্ত্রী শাহেনা বেগম, সেলিনা আক্তার, এ্যানি আক্তার ও দুই ছেলে মোহাম্মদ মহিউদ্দিন, সাদ্দাম হোসেন। এসময় পরিবারের আরও বেশকজন নারী পুরুষ সদস্য উপস্থিত ছিলেন।

শাহাবুদ্দিন সওদাগরের স্ত্রী বুলবুল আক্তার (৫৬) বলেন, আমার স্বামী একজন শাররীকভাবে অসুস্থ মানুষ। তিনি দীর্ঘ সময় ধরে ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছেন। সংসার জীবনে তিনি একবারে অক্ষম একজন মানুষ। দীর্ঘ সাতবছর ধরে তিনি সংসার জীবন করতে পারছেনা। সেখানে তিনি কীভাবে ধর্ষণের মতো ঘটনায় জড়িত হবে, তা আমার কাছে মোটেও বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না।

তিনি বলেন, এলাকায় তিনি দীর্ঘ সময় ধরে সমাজপতি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। কতিপয় মহল এতে বেশি ইর্ষাণিত। তাঁকে দায়িত্ব থেকে কীভাবে সরিয়ে দেওয়া যায়, সেই পরিকল্পনার অংশ হিসেবে পরিকল্পিত ভাবে ধর্ষণের মতো একটি সাজানো ঘটনায় তাঁকে জড়িয়ে মামলায় আসামি করা হয়েছে।

সাহাবুদ্দিন সওদাগরের ভাইয়ের স্ত্রী শাহেনা বেগম বলেন, আমার ভাসুর একজন ধার্মিক মানুষ। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন মসজিদে গিয়ে। ফজরের নামাজের পর তিনি প্রতিদিন কোরান তেলোয়াত করেন। তিনি একমাত্র ব্যক্তি আমাদের এলাকায় জামাতের সঙ্গে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। তিনি এধরণের ঘটনায় কোনমতে জড়িত নন।

সাংবাদিক সম্মেলনে শাহাবুদ্দিন সওদাগরের দুুই ছেলে মহিউদ্দিন ও সাদ্দাম হোসেন বলেন, আমাদের বাবার অপরাধ তিনি দীর্ঘ সময় ধরে সততার সঙ্গে এলাকায় সমাজপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।এলাকায় মাদকসেবি খারাপ মানুষের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছেন। সেকারণে সমাজের খারাপ প্রকৃতির মানুষগুলো আমাদের বাবার উপর ক্ষুব্ধ। এই চক্রান্তের অংশ হিসেবে তাঁরা একমাস আগের একটি সাজানো ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করে আমার বাবার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলায় জড়িয়ে দিয়েছে।

দুই ছেলে সাংবাদিক সম্মেলনে দাবি করেন, আমাদের বাবা যদি সত্যিকারের অপরাধী হয, আমরা বিচার মাথাপেতে নেব। তবে তাঁর আগে ধর্ষণ ঘটনার মেডিকেল রিপোর্ট দিতে হবে। প্রয়োজনে ঘটনার সত্যতা নিশ্চিত করতে ডিএনএ টেস্ট করতে হবে। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই, নিরপেক্ষ নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।

শাহাবুদ্দিন সওদাগরের পরিবার সদস্যরা বলেন, আমরা মিডিয়া ট্রাইয়াল বা অপপ্রচারের শিকার। একটি মিথ্যা ঘটনায় আমাদের পরিবার সদস্যদের জীবনযাপন বিষিয়ে তুলেছে। এখন রাতের বেলায় আমাদের বাড়িতে এসে হামলা চালানো হচ্ছে। পরিবারের নারীদের ইজ্জত নিয়ে টানাহেঁচড়া করা হচ্ছে। এ অবস্থায় আমরা প্রশাসনের কাছে সুবিচার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতে জরুরি হস্তক্ষেপ কামনা করছি। # #

02/05/2025

মিথ্যা প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন রসিদ আহামেদ চৌধুরী উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।

চকরিয়ায় টিসিবি'র উপকারভোগীর মাঝে বরাদ্দকৃত ১০ কেজি চালে'র পরিবর্তে ৫ কেজি চাল দেওয়ার অভিযোগ উঠেছে ডিলার নিউ জুবাইর ষ্টোর...
30/04/2025

চকরিয়ায় টিসিবি'র উপকারভোগীর মাঝে বরাদ্দকৃত ১০ কেজি চালে'র পরিবর্তে ৫ কেজি চাল দেওয়ার অভিযোগ উঠেছে ডিলার নিউ জুবাইর ষ্টোর ও নিউ আব্দুল্লাহ সন্স'র বিরুদ্ধে।

28/04/2025

চকরিয়ার সাবেক এমপি জাফর আলম রাজধানী ডানমন্ডি থেকে গ্রেপ্তার!!

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি জাফর আলম রাজধানীর ধানমণ্ডি থেকে গ্রেফতার করেছে ডিবি।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

20/04/2025

চকরিয়া মাইজঘোনায় অসহায় পরিবারের বসতবাড়ী দখলের অভিযোগ ঃ

দীর্ঘ ৩৭ বছর ধরে পৈত্রিক ভাবে প্রাপ্ত জমিতে চারপাশ ইটের দেওয়াল,সম্মূখে লোহার গেইট সহ ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন মোজাম্মেল রাবেয়া দম্পতি।

হঠাৎ সঙ্গবদ্ধ দখলবাজ চক্র অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে রাতে আঁধারে তাদের দীর্ঘ বছরের দখলী বসতঘরটি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দখলবাজ শাখাওয়াত ও শরীফ গং দের বিরুদ্ধে।

বসতঘরটি দখল করে চারপাশে তেরপাল দিয়ে ঢেকে গভীর রাতে জুয়ার আসর বসার অভিযোগও তুলেছেন ভুক্তভোগী রাবেয়া বসরী।

দখলবাজের এমন করুণ ঘটনাটি ঘটেছে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মাইজঘোনা গ্রামে।

এ বিষয়ে দখলবাজদের বিরুদ্ধে চকরিয়া থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী রাবেয়া বছরী। অভিযোগটি আমলে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে চকরিয়া থানা পুলিশ।

দখলমুক্ত করে বসতঘরটি ফিরে পেতে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন অসহায়
ভুক্তভোগী পরিবার।

14/04/2025

কক্সবাজারের চকরিয়ায়
বন্দোবস্তি মূলে প্রাপ্ত ওয়ারিশী সম্পত্তিতে ঘর নির্মাণ করতে গেলে মারধরসহ মালমাল লুটের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে ১৩ এপ্রিল রবিবার সকালে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চুয়ারপাড়ি মাছ বাজার এলাকায়।

ভুক্তভোগীদের অভিযোগ
পাকিস্তান আমল থেকে তাদের পিতা আমির হোসাইনের নামে ৪ কানি'র সম্পত্তি বন্দোবস্তী হলে ফয়জুল হক,সিরাজুল হক,আজিজুল হক,জোলেহা বেগম, নুর জাহান, মুকিমা, মনোয়ারা,মোতাহেরা, সেতেরা,ফাতেমা বেগম ওয়ারিশিমূলে মালিক হন।

ঘটনার দিন সকালে উক্ত জায়গায় ঘর তুলতে গেলে স্থানীয় শুক্কুর হাজীর পূত্র মৌঃ সেলিম ,কায়ছার,মুবিন, মুজিব ভাড়াটিয়া দখলবাজ এনে হামলা চালিয়ে ঘর তৈরির মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ইয়াসমিন আক্তার, মনোয়ারা বেগম,মোতাহেরা আহত হন বলে জানা যায়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মৌঃ সেলিম জানান, তিনি অত্র এলাকায় দুই মালিক থেকে ২০ কানি সম্পত্তি ক্রয় করেন। তার দখলীয় জায়গায় কতিপয় দখলবাজ ঘর তুলতে গেলে তারা বাঁধা দেন মাত্র। এখানে হামলা ও লুটপাটের কোন ঘটনা ঘটেনি। তিনি দখলদারদের বিরুদ্ধে ভূমি অফিসে অভিযোগ করেছেন বলেও জানান।

অপপ্রচারের প্রতিবাদ ঃসামাজিক যোগাযোগ মাধ্যমে  কুচক্রী মহলের ইন্ধনে কতিপয় ব্যাক্তি আমার ব্যাক্তিগত চরিত্র হননের উদ্দেশ্য ...
20/03/2025

অপপ্রচারের প্রতিবাদ ঃ

সামাজিক যোগাযোগ মাধ্যমে কুচক্রী মহলের ইন্ধনে কতিপয় ব্যাক্তি আমার ব্যাক্তিগত চরিত্র হননের উদ্দেশ্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফেইক আইডিতে আমার ছবি এডিট করে অপপ্রচার চালাচ্ছে যা আমার দৃষ্টি গোচর হয়েছে।
আমি এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচারে প্রশাসন,সাংবাদিক, সচেতন মহলকে বিভ্রান্ত না হতে অনুরোধ যাচ্ছি। আর যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে অতি সত্বর তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিব।
আমি এই মিথ্যা, বানোয়াট,ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ যাচ্ছি।

প্রতিবাদকারীঃ

বিশিষ্ট ব্যবসায়ী
মাষ্টার খাইরু উদ্দিন।

Address

Chakaria
Chakaria
4740

Alerts

Be the first to know and let us send you an email when Bd52 news 24.com bdn52tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bd52 news 24.com bdn52tv:

Share