Mamun

Mamun ❤️Welcome to our page❤️
Here we welcome you to the world of video making. Our mission is to create a platform for creativity and joy through video production.

We deal with different content, where you will find funny, educational and motivational videos.

15/04/2025

একটু ভালবাসা পাওয়ার আশায়😭😭😭

゚viralシ

30/03/2025

# # # **🌙✨ ঈদ মোবারক! ✨🌙**

এবার ঈদে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা! ❤️🕌

এই ঈদে দেশে ও প্রবাসে যারা ঈদের খুশি উদযাপন করছেন, তাদের জন্য শুভ কামনা। বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন, তাদের ঈদ হয়তো পরিবারের থেকে দূরে কাটছে, কিন্তু আপনারা আছেন আমাদের হৃদয়ে। 💖

আমরা সবাই চাই, আমাদের দেশ উন্নতির পথে এগিয়ে যাক এবং সবার জীবনে শান্তি ও সুখ বয়ে আনুক।

**✨ ঈদ মোবারক! ✨**
#ঈদের_আনন্দ #দেশ_প্রবাস_একসাথে #ঈদ2025 #ভালোবাসা

19/03/2025

The World Watches, But Gaza Bleeds!

Once again, Gaza is under brutal attack. Innocent men, women, and children are being massacred while the world remains silent. How many more lives must be lost before humanity wakes up?

Oppression will not last forever—justice will prevail! We stand with Palestine.

03/02/2025

# # # **প্রবাসীদের ন্যায্য দাবির পক্ষে একসঙ্গে দাঁড়াই!**

দেশের অর্থনীতি যখন টালমাটাল, তখন প্রবাসীরা তাদের ঘাম ঝরানো অর্থ দেশে পাঠিয়ে অর্থনীতিকে চাঙ্গা রাখছে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, দেশে ফেরার সময় আমাদের জন্য বিমানের টিকেটের মূল্য আকাশছোঁয়া!

আমরা কি শুধুই টাকা পাঠানোর যন্ত্র? আমাদের কষ্ট, আমাদের চাহিদার কোনো মূল্য নেই?

✅ **প্রবাসীদের জন্য বিমান টিকেটের মূল্য সহনীয় করতে হবে।**
✅ **অন্য দেশের তুলনায় বাংলাদেশ বিমানের ভাড়া কেন বেশি, তার জবাব চাই।**
✅ **প্রবাসীদের অবহেলা নয়, সম্মান নিশ্চিত করতে হবে।**

💥 **যতদিন না বিমান ভাড়া কমানো হয়, ততদিন আমরা রেমিটেন্স পাঠানো সীমিত রাখার আহ্বান জানাচ্ছি।**
💪 **প্রবাসীরা এক হলে, পরিবর্তন আসবেই!**

#টিকেটের_মূল্য_কমান #প্রবাসীদের_অধিকার

25/01/2025

সবাই যে যার যার অবস্তান থেকে প্রস্তুত থাকুন,
জন নেত্রী শেখ হাসিনা যে কোন সময় ডাক দিতে পারে,

বিশ্বস্ত সুত্র থেকে পাওয়া

সব গুলার হিসাব পই পই করে দিতে হবে খুব শিগ্রই
24/01/2025

সব গুলার হিসাব পই পই করে দিতে হবে খুব শিগ্রই

15/01/2025

আজীবনের জন্য কেউ ক্ষমতায় আসেনা, আপনারাও আসেননি। আজ অথবা কাল, চলে যেতেই হবে। সুতরাং, কোনো কাজ করার আগে হিসেবটা করে নিবেন, নিজের পরিণতি কি হবে। তাহলেই ভুল কম করবেন।

আপনারা যদি মনে করেন, আওয়ামী লীগ আর আসবে না, দলটিকে দেশ থেকে নিশ্চিহ্ন করে দিবেন, তাহলে ধরে নিবেন, আপনাদের আইকিউ লেভেল প্রাইমারির নিচে। মাথা ভর্তি শুধুই গোবর!

জয় বাংলা বললে, আওয়ামী লীগের কথা বললে হত্যা করবেন, মারবেন, জেলে দিবেন, চাকুরিচ্যুত করবেন, এটা হচ্ছে আপনাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। যে হারে আখের গুছাচ্ছেন, হয়তো আপনারা পগার পাড় হয়ে যাবেন।

কিন্তু আপনাদের দোসররা, যারা তাল দিচ্ছে, সহযোগী হচ্ছে, তারা কি করবে? তিন দিকে ভারত, আরেক দিকে বঙ্গোপসাগর! সুতরাং, দায়িত্ব যেহেতু পেয়েছেন মোটা মাথা কম ব‍্যবহার করেন। সবার জন‍্যই মঙ্গলজনক।



াংলা

14/12/2024

শহিদ বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন‍্যা শেখ হাসিনার বিবৃতি:

আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এদিনে বর্বর পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আল বদর, আল-শামস বাহিনী বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। হানাদার পাকিস্তানি বাহিনী তাদের পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করে।

মুক্তিযুদ্ধের শেষলগ্নে ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে আল-বদর বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন পেশার বরেণ্য ব্যক্তিদের অপহরণ করে ঢাকার মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে স্থাপিত আল-বদর বাহিনীর ক্যাম্পে নিয়ে যায়। ১৪ ডিসেম্বরে নিদারুণ যন্ত্রণা দিয়ে রায়েরবাজার ও মিরপুরে তাদের হত্যা করা হয়।

শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন অধ্যাপক মুনীর চৌধুরী, ডা. আলিম চৌধুরী, ডা. ফজলের রাব্বি, ডা. মোহাম্মদ মর্তুজা, অধ্যাপক মুনিরুজ্জামান, অধ্যাপক গোবিন্দ চন্দ্র(জিসি) দেব, অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক আনোয়ার পাশা, সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন, শহীদুল্লাহ কায়সার, খোন্দকার আবু তালেব, নিজামুদ্দীন আহমদ, এস এ মান্নান(লাডু ভাই), আ ন ম গোলাম মোস্তফা, সৈয়দ নাজমুল হক, সেলিনা পারভিন, আবুল বাশার চৌধুরী, মুহাম্মদ আখতার সহ আরও অনেকে।

জাতির এক গভীর সংকটময় মুহূর্তে এ বছর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। স্বাধীনতাবিরোধী এবং বুদ্ধিজীবী নিধনকারীদের দোসররা দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের উপর অমানবিক নিপীড়ন- নির্যাতন চালাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে জলাঞ্জলি দিয়ে জামাতে ইসলামীসহ ১৯৭১-এর পরাজিত শক্তিকে পুনর্বাসন করছে। পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের স্মারকচিহ্ন ধ্বংস করেছে। প্রিয় দেশকে জঙ্গিদের উর্বর লীলাভূমিতে পরিণত করছে।

স্বাধীনতাবিরোধী অপশক্তির এসব অপকর্ম বীর বাঙালি কোনদিন মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না। এদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

আমি শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত এবং শান্তি কামনা করছি।

**১৬ই ডিসেম্বর ২০২৪: শেখ হাসিনা বাংলায় প্রত্যাবর্তন**  মহান বিজয় দিবসের মাহেন্দ্রক্ষণে বাঙালির ইতিহাসে আরেকটি স্মরণীয় অধ...
13/12/2024

**১৬ই ডিসেম্বর ২০২৪: শেখ হাসিনা বাংলায় প্রত্যাবর্তন**

মহান বিজয় দিবসের মাহেন্দ্রক্ষণে বাঙালির ইতিহাসে আরেকটি স্মরণীয় অধ্যায় রচিত হতে চলেছে। স্বাধীনতার প্রতীক, উন্নয়নের কারিগর, জননেত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে প্রত্যাবর্তন করবেন। এই ঐতিহাসিক মুহূর্ত বাঙালির চেতনায় নতুন আলোকবর্তিকা প্রজ্জ্বলিত করবে।

১৬ই ডিসেম্বর শুধু বিজয়ের দিন নয়, এটি বাঙালির ঐক্যের প্রতীক। এই দিনটি শেখ হাসিনার প্রত্যাবর্তনের মাধ্যমে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। চলুন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই দিনটিকে স্মরণীয় করে তুলি।

এই ঐতিহাসিক মুহূর্তে আপনারা **'mamun'** পেজটি ফলো করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন। আপনাদের সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।

*"জয় বাংলা, জয় বঙ্গবন্ধু!"*
*"শেখ হাসিনার জন্য প্রার্থনা, বাংলার উন্নয়নে প্রত্যাশা।"*

10/11/2024

#বাংলাদেশে অনির্বাচিত, অবৈধ #ইউনুছ সরকার নিজেদেরকে আইনি বলে একটি অধ্যাদেশ জারি করার পরিকল্পনা করছে, যে তাদের কর্তৃত্ব এবং কর্মকে কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না এবং তাদের মেয়াদ হবে অনির্দিষ্টকালের জন্য। ফ্যাসিবাদী একনায়কত্বের সংজ্ঞা এটাই।
আগামীকাল নূর হোসেন দিবস। এই দিনটি ছিল শেষ সামরিক স্বৈরশাসকের শেষের সূচনা যিনি তার ক্ষমতাকে ন্যায্যতা দেওয়ার জন্য অধ্যাদেশ ব্যবহার করেছিলেন। এই ১০ই নভেম্বর হোক এই ফ্যাসিবাদী একনায়কতন্ত্রের অবসানের সূচনা।

আজ
10/11/2024

আজ

Address

Coxbazar
Chakaria
4740

Telephone

+8801879737161

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mamun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category