Islamic Media Tv

Islamic Media Tv “তুমি জান্নাত চেয়েও না বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায় । ”
— হযরত আলী (রাঃ)

📌 কক্সবাজার  জেলার 🫰⚜️ঐতিহ্যবাহী প্রাচীন প্রতিষ্ঠান📢 চকরিয়া উপজেলাধীন বি এম চর ইউনিয়নস্থ বহদ্দারকাটা ইসলামীয়া আরবিয়া...
17/10/2025

📌 কক্সবাজার জেলার 🫰
⚜️ঐতিহ্যবাহী প্রাচীন প্রতিষ্ঠান📢
চকরিয়া উপজেলাধীন বি এম চর ইউনিয়নস্থ বহদ্দারকাটা ইসলামীয়া আরবিয়া মাদ্রাসার ৫৯ তম বার্ষিক সভা আগামী ২০ই নভেম্বর ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 💯
এতে সকলের দাওয়াত রইল।❤️

02/10/2025

ব্রেকিং নিউজ
🇧🇩 আবারো কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ আনাস বিশ্বজয়!
আলহামদুলিল্লাহ 🤲

মুমিনের ভ্রাতৃত্ব হলো কল্যাণ ও ভালোবাসার এক ঐশী বন্ধন।
30/09/2025

মুমিনের ভ্রাতৃত্ব হলো কল্যাণ ও ভালোবাসার এক ঐশী বন্ধন।

"আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা" #জুম্মামোবারক  #আল্লাহুআ...
26/09/2025

"আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা"

#জুম্মামোবারক #আল্লাহুআকবর #সুবাহানাল্লাহ

23/09/2025

With It's Noman – I'm on a streak! I've been a top fan for 4 months in a row. 🎉

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহী ওয়াবারাকাতুহু।                     (বিশেষ দাওয়াত নামা) আপনারা সবাই শুনে আনন্দিত হবেন য...
23/09/2025

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহী ওয়াবারাকাতুহু।
(বিশেষ দাওয়াত নামা)
আপনারা সবাই শুনে আনন্দিত হবেন যে,আসছে আগামী ২০শে নবেম্বর ২০২৫ ইং রোজ (বৃহস্পতিবার)
কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী স্বীকৃতি প্রাপ্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। চকরিয়া উপজেলার অন্তর্গত, বি এম চর ইউনিয়নের অত্যান্ত সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত,
বহদ্দারকাটা ইসলামীয়া আরবিয়া মাদ্রাসার(৫৯তম) বার্ষিক সভা ও ইসলামী মহা সম্মেলন।

(প্রধান মেহমান)
আন্তর্জাতিক ইসলামিক স্কলার,মুফাক্কিরে ইসলাম, আল্লামা ওবায়দুল্লাহ হামযা সাহেব হাফিঃ,প্রতিষ্ঠাতা পরিচালক ও শায়খুল হাদীস,জামিয়াতুন নূর আল আলমিয়্যাহ চট্টগ্রাম বাংলাদেশ।

(প্রধান বক্তা )
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন,খতিবে বাঙ্গাল,আল্লামা জুনাইদ আল হাবীব সাহেব হাফিঃ ঢাকা।

(বিশেষ মেহমান)
নাস্তিক ও কাদিয়ানীর বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর,আল্লামা আজিজুল হক ইসলামাবাদী সাহেব হাফিঃ,সাংগঠনিক সম্পাদক,হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম,

(আলোচনা পেশ করবেন,)
মাওলানা মুস্তফা নুরী সাহেব হাফিঃ,প্রতিষ্ঠাতা পরিচালক মরকাযুদ দাওয়া ওয়াল ইরশাদ মাদ্রাসা চকরিয়া,

(আলোচনা পেশ করবেন)
মাওলানা হাফেজ নুরুল কাদের সাহেব হাফিঃ, প্রতিষ্ঠাতা পরিচালক দারুল ইরফান মাদ্রাসা কোনাখালী চকরিয়া,

(আরো গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন)
নওজোয়ান খতিবে ইসলাম,বর্তমান সময়ের জনপ্রিয় বক্তা,
মাওলানা হাফেজ আব্দুল্লাহ আল মারুফ সাহেব হাফিঃ, সহকারী পরিচালক,আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসা দোহাজারী চট্টগ্রাম,

উক্ত বার্ষিক সভা ও ইসলামী মহা সম্মেলনে,এছাড়া ও আরো দেশ বরণ্য বহু ওলামায়ে কেরামগন পীর মশায়েখ গণের শুভাগমন,এতে সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।

বি:দ্র: মাদ্রাসার আশে পাশে কোন প্রতিষ্ঠানের সভা কিংবা কোন সংগঠনের বার্ষিক মাহফিলের তারিখ নির্ধারণ করার সময়,
উক্ত তারিখের প্রতি বিশেষ খেয়াল রাখার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি।

সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।

(নিবেদক)
মাওলানা হোসাইন আহমদ সাহেব, প্রধান পরিচালক বহদ্দারকাটা ইসলামীয়া আরবিয়া মাদ্রাসা যোগাযোগ 01866867171)

🕌গল্পঃ  মুসা (আ.) ও আল্লাহর মজার কথোপকথন ✨🌿একদিন মুসা (আলাইহিস্ সালাম) আল্লাহকে বললেন-“হে আমার রব! জান্নাতে সবচেয়ে ছোট ম...
23/09/2025

🕌গল্পঃ মুসা (আ.) ও আল্লাহর মজার কথোপকথন ✨

🌿একদিন মুসা (আলাইহিস্ সালাম) আল্লাহকে বললেন-

“হে আমার রব! জান্নাতে সবচেয়ে ছোট মর্যাদার মানুষের অবস্থা কেমন হবে?”

তখন আল্লাহ তা’আলা উত্তর দিলেন—

🌿 “সে হবে সেই ব্যক্তি, যাকে সবার পর জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে।
যখন সে জান্নাতের দরজায় আসবে, দেখবে জান্নাত ভরে গেছে।

সে বলবে হতাশ হয়ে:------
😢 ‘হে আল্লাহ! আমি কোথায় যাবো? জান্নাতে তো জায়গাই নেই!’

💥তখন আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বলবেন:
✨ ‘তুমি কি রাজি আছো, যদি তোমাকে দুনিয়ার কোনো রাজাকে যা দেওয়া হয়েছে ততটা দিই?’

সে অবাক হয়ে বলবে:----
😲 ‘হ্যাঁ হে আল্লাহ! আমি রাজি।’

আল্লাহ বলবেন:----
🌸 ‘তাহলে তোমার জন্য তার ৫ গুণ।’

সে খুশি হয়ে বলবে:-----
😊 ‘হে আল্লাহ! আমি রাজি।’

আল্লাহ আবার বলবেন:----
💎 ‘তাহলে তোমার জন্য তার ১০ গুণ, আর সাথে যা কিছু তুমি চাও, এবং যা কিছু তোমার মন চায়, সবই তোমাকে দেওয়া হবে।’

তখন সে আনন্দে হাসিমুখে বলবে:-----
💖 “হে আল্লাহ! আমি তো এখন পুরোপুরি সন্তুষ্ট।”

💥💥💥 শিক্ষণীয়:----

আল্লাহর দয়া সীমাহীন।জান্নাতের সবচেয়ে ছোট মর্যাদার ব্যক্তিও রাজাদের রাজা হয়ে যাবে।
বান্দা আল্লাহর কাছে চাইলে, আল্লাহ তার কল্পনারও বেশি দান করেন।

📚 হাদীসের সনদ
[সহীহ মুসলিম, কিতাবুল ঈমান, হাদীস নং: ১৮৬]

💥💥💥যদি তুমি মর্যাদাপূর্ণ জান্নাতি হও,তবে
আল্লাহর কাছে সবার আগে কী চাইবে? 😍
কমেন্টে লিখে জানাও 👇

🤔(দেখি কার ইচ্ছেটা সবচেয়ে মজার বা সুন্দর হয়)
✅শেয়ার করে দ্বীনের কথা পৌঁছে দাও সবার কাছে।

#হাদীস #সহীহমুসলিম #মুসাআ #জান্নাত #আল্লাহরদয়া #ইসলামিকপোস্ট #শেষজান্নাতী #শিক্ষণীয় #সুন্নাহরপথে

09/09/2025

শেষ রাতে একবার পড়ি
আলহামদুলিল্লাহ🤲

08/09/2025

যে হাত দিয়ে মোবাইল চালাচ্ছেন,
ওই হাত দিয়ে একবার আল্লাহর শুকরিয়া আদায় করুন।

❝আলহামদুলিল্লাহ❞

07/09/2025

চন্দ্রগ্রহণের সময় রাসুল (সা.) যে আমল করতেন:

চন্দ্র ও সূর্যগ্রহণ হলো আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত একটি প্রক্রিয়া। চাঁদ যখন পরিভ্রমণ অবস্থায় কিছুক্ষণের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোনো দর্শকের কাছে কিছু সময়ের জন্য সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। এটাই সূর্যগ্রহণ (Solar eclipse) বা কুসুফ। আর পৃথিবী যখন তার পরিভ্রমণ অবস্থায় চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখনই পৃথিবীপৃষ্ঠ থেকে চাঁদ কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে যায়।

এটাই চন্দ্রগ্রহণ (Lunar eclipse) বা খুসুফ।
চন্দ্র বা সূর্যগ্রহণকে আল্লাহ তাআলার কুদরত হিসেবে অভিহিত করে অন্য হদিসে নবীজি (সা.) সাহাবিদের চন্দ্র বা সূর্যগ্রহণের সময় নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘কোনো লোকের মৃত্যুর কারণে কখনো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না। তবে তা আল্লাহ তাআলার নিদর্শনগুলোর দুটি।

তোমরা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হতে দেখলে নামাজে দাঁড়িয়ে যাবে। (সহিহ বুখারি : ৯৮৪)
সূর্য ও চন্দ্রগ্রহণ আল্লাহর অন্যতম নিদর্শন। এ দুই গ্রহণ সংঘটিত হওয়ার সময় দুই রাকাত নামাজ আদায় করা রাসুল (সা.)-এর সুন্নত। দশম হিজরিতে সূর্যগ্রহণ হলে নবী (সা.) সাহাবিদের সমবেত করে দুই রাকাত নামাজ আদায় করেন।

সূর্য ও চন্দ্রগ্রহণের সময় তিনি মুসলমানদের নামাজ আদায়ের আহ্বান জানিয়েছেন। আল্লাহর দরবারে দোয়া করতে বলেছেন। গ্রহণকে ঘিরে প্রচলিত কুসংস্কারকে পাশ কাটিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হওয়ার নির্দেশনা দিয়েছেন।
চন্দ্রগ্রহণের নামাজ আদায়ের নিয়ম—

- চন্দ্রগ্রহণ চলাকালে দুই রাকাত নামাজ আদায় করা সুন্নত। ইসলামের পরিভাষায় এটিকে ‘সালাতুল খুসুফ’ বলা হয়।

- এ নামাজ একাকী আদায় করাই সুন্নত। সূর্যগ্রহণের নামাজ জামাতে আদায় করার নিয়ম থাকলেও চন্দ্রগ্রহণের ক্ষেত্রে তা সুন্নত নয়। কারণ, নফলের ক্ষেত্রে জামাতে নামাজ আদায় করার বিষয়টি প্রমাণিত না হলে জামাত ছাড়া আদায় করাই নিয়ম। তাই চন্দ্রগ্রহণের সময় নামাজ আদায়ের জন্য মসজিদে সমবেত হওয়ার প্রয়োজন নেই।

- যারা চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করবেন, তারা নিজ নিজ বাসায় ফজরের নামাজের মতোই দুই রাকাত নফল নামাজ আদায় করবেন।

- ইচ্ছা করলে চার রাকাত বা এর চেয়ে বেশিও পড়া যাবে, তবে প্রত্যেক দুই বা চার রাকাত পরপর সালাম ফেরাতে হবে।

- অন্যান্য নফল নামাজের মতো এ নামাজেও আজান-একামত নেই।

- নামাজ শেষে চন্দ্রগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত জিকির, দোয়া ও মোনা

Address

Chakaria

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Media Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic Media Tv:

Share

Category