23/09/2025
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহী ওয়াবারাকাতুহু।
(বিশেষ দাওয়াত নামা)
আপনারা সবাই শুনে আনন্দিত হবেন যে,আসছে আগামী ২০শে নবেম্বর ২০২৫ ইং রোজ (বৃহস্পতিবার)
কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী স্বীকৃতি প্রাপ্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। চকরিয়া উপজেলার অন্তর্গত, বি এম চর ইউনিয়নের অত্যান্ত সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত,
বহদ্দারকাটা ইসলামীয়া আরবিয়া মাদ্রাসার(৫৯তম) বার্ষিক সভা ও ইসলামী মহা সম্মেলন।
(প্রধান মেহমান)
আন্তর্জাতিক ইসলামিক স্কলার,মুফাক্কিরে ইসলাম, আল্লামা ওবায়দুল্লাহ হামযা সাহেব হাফিঃ,প্রতিষ্ঠাতা পরিচালক ও শায়খুল হাদীস,জামিয়াতুন নূর আল আলমিয়্যাহ চট্টগ্রাম বাংলাদেশ।
(প্রধান বক্তা )
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন,খতিবে বাঙ্গাল,আল্লামা জুনাইদ আল হাবীব সাহেব হাফিঃ ঢাকা।
(বিশেষ মেহমান)
নাস্তিক ও কাদিয়ানীর বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর,আল্লামা আজিজুল হক ইসলামাবাদী সাহেব হাফিঃ,সাংগঠনিক সম্পাদক,হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম,
(আলোচনা পেশ করবেন,)
মাওলানা মুস্তফা নুরী সাহেব হাফিঃ,প্রতিষ্ঠাতা পরিচালক মরকাযুদ দাওয়া ওয়াল ইরশাদ মাদ্রাসা চকরিয়া,
(আলোচনা পেশ করবেন)
মাওলানা হাফেজ নুরুল কাদের সাহেব হাফিঃ, প্রতিষ্ঠাতা পরিচালক দারুল ইরফান মাদ্রাসা কোনাখালী চকরিয়া,
(আরো গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন)
নওজোয়ান খতিবে ইসলাম,বর্তমান সময়ের জনপ্রিয় বক্তা,
মাওলানা হাফেজ আব্দুল্লাহ আল মারুফ সাহেব হাফিঃ, সহকারী পরিচালক,আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসা দোহাজারী চট্টগ্রাম,
উক্ত বার্ষিক সভা ও ইসলামী মহা সম্মেলনে,এছাড়া ও আরো দেশ বরণ্য বহু ওলামায়ে কেরামগন পীর মশায়েখ গণের শুভাগমন,এতে সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।
বি:দ্র: মাদ্রাসার আশে পাশে কোন প্রতিষ্ঠানের সভা কিংবা কোন সংগঠনের বার্ষিক মাহফিলের তারিখ নির্ধারণ করার সময়,
উক্ত তারিখের প্রতি বিশেষ খেয়াল রাখার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি।
সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।
(নিবেদক)
মাওলানা হোসাইন আহমদ সাহেব, প্রধান পরিচালক বহদ্দারকাটা ইসলামীয়া আরবিয়া মাদ্রাসা যোগাযোগ 01866867171)