
27/12/2023
বিসিএস প্রশাসনে সুপারিশপ্রাপ্ত হলেন
চকরিয়ার তায়েফ উল্লাহ হুজাইফ
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের আবদুল অদুদের ছোট সন্তান তায়েফ উল্লাহ হুজাইফ ৪৩ তম বিসিএস (প্রশাসন) সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
তিনি দক্ষিণ চট্টলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ থেকে ২০১৩ সালে এসএসসি পাস ও চট্টগ্রাম কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি এবং লেদার ইঞ্জিনিয়ারিং এ কুয়েট থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তার বাড়ি চকরিয়া উপজেলার বরইতলিতে। পিতা আবদুল অদুদ জেলা শিক্ষা অফিসে একাউন্ট সেকশনে কর্মরত। মাতা- জান্নাতুল মাওয়া পারুল কক্সবাজারের পথিকৃৎ সাংবাদিক সাহিত্যিক আবদুর রশিদ সিদ্দিকীর পৌত্রী। তার বড়ভাই নাজমুস সাকিব মার্চেন্ট মেরিন অফিসার।
তার পরিবার জানান, আমাদের ছোট ছেলে তায়েফ উল্লাহ হুজাইফ ৪৩ তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হওয়াতে মহান আল্লাহর কছে শোকরিয়া জ্ঞাপন করছি এবং তার কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য আমরা গর্বীত তার পরিবার হিসাবে। এবং আমার ছেলে তায়েফ উল্লাহ হুজাইফ দেশবাসী সকলের কাছে দোয়া কামনা করেছেন।