চাইয়ো টশা - Daekho Tamasha

~ মহাজন! 🙏ধন্যবাদ দেশটাকে সুধে দেওয়ার জন্য...
14/10/2025

~ মহাজন! 🙏
ধন্যবাদ দেশটাকে সুধে দেওয়ার জন্য...

08/10/2025

অভিনন্দন Crack Platoon-Bangladesh,
সময়ের সাহসী সন্তানদের প্লাটফর্ম এর আজ ১ বছর বর্ষপূর্তি। সবার জন্য দোয়া রইলো, দেখা হবে একদিন ইনশাআল্লাহ। সুদিন শীঘ্রই আসবে 🥰

জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু।।

02/10/2025

আলহামদুলিল্লাহ!
ইস;রাইলের বাধা উপেক্ষা করে গাজার কাছাকাছি ফ্লোটিলার ৩০ নৌযান..

01/10/2025

কেউ কি জেগে আছেন?
ঘুমান না কেন? ক্যারিয়ার চিন্তা নাকি প্রেমিকার চিন্তা?

সাকিব সবসময় দেশের মানুষকে চমক দেখায়। হোক সেটা পজিটিভলি কিংবা নেগেটিভলি। আজকে সাকিবের পোস্ট দেখে সাকিবের সব থেকে বড় হেটার...
28/09/2025

সাকিব সবসময় দেশের মানুষকে চমক দেখায়। হোক সেটা পজিটিভলি কিংবা নেগেটিভলি। আজকে সাকিবের পোস্ট দেখে সাকিবের সব থেকে বড় হেটার্সটাও হয়তো অবাক হয়েছে৷

সাকিব কাজটা ঠিক করেছে নাকি ভুল করেছে সেই প্রসঙ্গে যাবো না। তবে এইটুকু বলতে পারি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে সাকিবের ক্রিকেট খেলাটা হয়তো আর এই জীবনে হবে না। সেটা সাকিব ভালো মতোই বুঝে গেছেন।

আসলে এই দেশের মানুষের আবেগের প্রতি সাকিব আর দায়বদ্ধ না। কারণ আওয়ামী লীগের এমপি হবার কারণে সাকিবকে দেশ ছাড়তে হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটটা ছাড়তে হয়েছে। সাকিব এমপি হিসেবে ৭ মাসও দায়িত্ব পালন করতে পারেন নাই। এই ৭ মাস এমপি থাকাকালীন অবস্থায় সাকিব দেশের বাহিরে বিভিন্ন লিগের খেলা এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েই বেশি ব্যস্ত ছিলেন।

শুধুমাত্র আওয়ামী লীগের এমপি এবং জুলাই আন্দোলনের সময় পরিবার নিয়ে ঘুরাঘুরি এবং তার স্ত্রীর একটা পোস্টের ক্যাপশনের কারণে সাকিবকে দেশ থেকে নির্বাসন করা হয়েছে।

অন্যদিকে জুলাই আন্দোলনের সময় আগস্টের তিন তারিখ শেখ হাসিনাকে মোটিভেশন দেওয়ার জন্য গণভবনে গিয়েছিলেন তামিম। তামিম নিশ্চয়ই হাসিনাকে হুমকি ধামকি দিয়ে গণহত্যা বন্ধ করতে বলার জন্য গণভবনে যান নাই। তিনি গিয়েছিলেন তার আপাকে ভরসা দেওয়ার জন্য। সেই তামিম এখন বিসিবি নির্বাচন করে প্রেসিডেন্ট হইতে চাইতেছে। দেশের মানুষ তারে মাফ করে দিয়েছে। আর সাকিবের ক্ষমা পাওয়ার সুযোগ নাই।

এখন সাকিবের যেহেতু দেশে এসে ক্ষমা পাওয়ার সুযোগ নাই, দেশ থেকে রিটায়ার্ড করার সুযোগ নাই তোহ সাকিব কেন এই দেশের মানুষকে তোয়াক্কা করবে?

বিএনপির বড় বড় সন্ত্রাসীরা জুলাই আন্দোলনের পর জেল থেকে মুক্তি পাইছে। যাদের নামে আসলেই লিগ্যাল মামলা ছিলো। এমনকি ফাসি হবার মতোও অপকর্মে লিপ্ত ছিলো। কিন্ত ক্ষমতার পালাবদল হবার কারণে তারা বড় বড় অপকর্মে লিপ্ত থাকার পরেও আজকে জেল থেকে মুক্ত। তাদের অপকর্মের সাথে সাকিবের অপকর্ম কম্পেয়ার করলে দেখা যাবে সাকিব তাদের ১০ ভাগের ১ ভাগ অপকর্ম ও করতে পারে নাই।

যেখানে জুলাই আন্দোলনের পর সবকিছুতে সুষম বণ্টনের কথা ছিলো সেখানে কোনো কিছুই পরিবর্তন হয় নাই। শুধু পরিবর্তন হয়েছে ক্ষমতার চেয়ারে বসা লোকগুলো।

সাকিব আবার আমাদের দেশের মানুষের মতো এতো নেকা টাইপের না। যেখানে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারে ফুলস্টপ বসে গেছে, তাই সাকিব মনে করেছে আমাদের মতো আবেগী জনগণকে পুছার থেকে আওয়ামী লীগের প্রতি লয়েল হওয়াটাই ভালো।

আওয়ামী লীগ যদি কোনোদিন ব্যাক করে তবে সাকিব ও ভয়ংকর ভাবে ব্যাক করবে। আমি এই পোস্ট লেখার সময় সাকিবের পোস্টে লাভের রিয়েকশন ছিলো ১ লাখ ৯৩ হাজার৷ সংখ্যাটা নিশ্চয়ই ছোট না। আওয়ামী লীগ যে এখনো এই দেশের প্রেক্ষাপটে রিলেভ্যান্ট সেটাই তার প্রমাণ।

এই দেশ থেকে আওয়ামী লীগকে মাইনাস করতে পারলে সাকিবকে মাইনাস করতে পারবেন, আওয়ামী লীগকে মাইনাস না করতে পারলে সাকিবও ফিরবে। ক্রিকেটার সাকিব হয়ে ফিরার সুযোগ যেহেতু আর নাই সেহেতু রাজনীতিবিদ ভিলেইন সাকিব হয়েই ফিরবে।

I crossed the age of flexing with iPhones long ago. When real responsibilities land on your shoulders, these things stop...
22/09/2025

I crossed the age of flexing with iPhones long ago. When real responsibilities land on your shoulders, these things stop mattering. Sure, I could buy a new iPhone every month if I wanted, but now I just need a phone that works. The one I use now! It's power button doesn't even work🤣. Still, I don’t feel like buying another one—and Alhamdulillah, I’m satisfied with where I stand in life.

কুশাল মেন্ডিজ আমার ভাই আমি তার ভক্ত।ও ভাই রে ভাই,  জিতাই দে আজিয়া....
18/09/2025

কুশাল মেন্ডিজ আমার ভাই আমি তার ভক্ত।
ও ভাই রে ভাই, জিতাই দে আজিয়া....


জীবনটা যদি Ai এর মতো সুন্দর হতো!! 🙈
14/09/2025

জীবনটা যদি Ai এর মতো সুন্দর হতো!! 🙈

এটাই আসল ছবি...কেউ বিভ্রান্ত হবেন না।[কমেন্টে দেখুন]
13/09/2025

এটাই আসল ছবি...

কেউ বিভ্রান্ত হবেন না।
[কমেন্টে দেখুন]

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা রইল।আশা করছি টিম বাংলাদেশ আমাদের হতাশ করব...
11/09/2025

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আশা করছি টিম বাংলাদেশ আমাদের হতাশ করবে না।

20/08/2025

[বর্তমান আপডেট -- ২১-০৮-২০২৫ঃ সুপ্তা আর নেই, কিছুক্ষণ আগে মারা গেছে 😭]

আসসালামুয়ালাইকুম,
অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি আমাদের মেমোরিয়াল খ্রীষ্টান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এসএসসি ২০১৫ ব্যাচের "সুপ্তা দে"। আমাদের প্রাইমারী শাখার প্রয়াত শিক্ষক শ্রদ্ধেয় স্বপন স্যারের একমাত্র মেয়ে ফুসফুসের জটিল সংক্রমনে আক্রান্ত। সে বর্তমানে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় আছে। এই ব্যয়বহুল চিকিৎসা তাঁর পরিবারের পক্ষে অত্যন্ত দূরুহ হয়েছে এবং দৈনন্দিন হাসপাতাল খরচও পুরোপুরি শেষ দিকে। এমতাবস্থায় তাঁকে আর্থিকভাবে সহযোগীতার হাত বাড়াতে পারলে একটি সম্ভাবনাময় জীবন বাঁচবে।

সহযোগীতা পাঠানোর নাম্বার:

01878-560366 (সৈকত, সুপ্তার ভাই) (বিকাশ এবং নগদ)

-- এডমিন

Address

Chakaria
4743

Alerts

Be the first to know and let us send you an email when চাইয়ো টশা - Daekho Tamasha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চাইয়ো টশা - Daekho Tamasha:

Share

Category