Kamrul Islam

Kamrul Islam একাকী থাকা আমার জন্য বিরক্তিকর নয়, এটা আমার কমফোর্ট জোন। নিজের ব্যক্তিগত সীমানায় থাকাটা আরামের!🖤

এড্য & ক্যকটাস কর্ণার।
25/10/2025

এড্য & ক্যকটাস কর্ণার।

🥒 লাউ গাছে অধিক ফলন পেতে 1G, 2G ও 3G কাটিং পদ্ধতি 🌿লাউ গাছে সঠিকভাবে জেনারেশন (Generation) বা কাটিং পদ্ধতি অনুসরণ করলে গ...
24/10/2025

🥒 লাউ গাছে অধিক ফলন পেতে 1G, 2G ও 3G কাটিং পদ্ধতি 🌿
লাউ গাছে সঠিকভাবে জেনারেশন (Generation) বা কাটিং পদ্ধতি অনুসরণ করলে গাছে বেশি শাখা-প্রশাখা গজায়, স্ত্রী ফুলের সংখ্যা বাড়ে এবং ফলনও অনেক গুণে বৃদ্ধি পায়। নিচে ধাপে ধাপে সহজভাবে ব্যাখ্যা করা হলো 👇

🌱 ১. লাউ গাছের জেনারেশন (G) বুঝে নিন

👉 এখানে “G” মানে হলো “Generation” বা “ধাপ”

1G (প্রথম ধাপ) = মূল কান্ড বা প্রধান লতা

2G (দ্বিতীয় ধাপ) = মূল লতা থেকে বের হওয়া পার্শ্ব শাখা

3G (তৃতীয় ধাপ) = 2G লতা থেকে বের হওয়া ছোট শাখা

💡 সাধারণত ৩য় প্রজন্ম (3G) লতায় স্ত্রী ফুল বেশি হয়, তাই ফলও বেশি আসে।

✂️ ২. 1G কাটিং (প্রথম ধাপ কাটিং)

📅 সময়: চারা রোপণের ২০–২৫ দিন পর

পদ্ধতি:

যখন লাউ গাছের মূল লতা (প্রধান লতা) মাটির ওপরে ৮–১০টি পাতা গজায়, তখন উপরের দিক থেকে ১–২ ইঞ্চি কেটে দিন।

এতে গাছের পাশ থেকে নতুন ডাল বা 2G লতা বের হতে শুরু করবে।

👉 উপকারিতা: মূল লতা লম্বা না হয়ে পাশের দিকে শাখা বাড়ায়, ফলে গাছ ঘন ও ফলনশীল হয়।

🌿 ৩. 2G কাটিং (দ্বিতীয় ধাপ কাটিং)

📅 সময়: 1G কাটিংয়ের ১৫–২০ দিন পর

পদ্ধতি:

মূল লতা থেকে বের হওয়া 2G শাখা যখন ৭–৮টি পাতা গজাবে, তখন সেই শাখার মাথা থেকে ১–২ ইঞ্চি কেটে দিন।

এতে সেই 2G লতা থেকে আরও নতুন শাখা (3G লতা) বের হবে।

👉 উপকারিতা: গাছে বেশি ডাল ও স্ত্রী ফুল তৈরি হয়।

🍃 ৪. 3G কাটিং (তৃতীয় ধাপ কাটিং)

📅 সময়: 2G কাটিংয়ের ১০–১৫ দিন পর

পদ্ধতি:

3G লতা সাধারণত ছোট ও ফলবাহী হয়।

এই শাখাগুলিতে স্ত্রী ফুল (যেখান থেকে লাউ ধরে) সবচেয়ে বেশি হয়।

3G লতার পরে আর কাটিং করা দরকার নেই — বরং সেগুলোকে গাছের ঝুলে বাড়তে দিন।

👉 এই ধাপে থেকেই মূল ফলন শুরু হয়।

🌼 ৫. কাটিং পদ্ধতির বাড়তি পরামর্শ

✅ কাটিং করার সময় পরিষ্কার ছুরি বা ব্লেড ব্যবহার করুন।
✅ কাটিং করার পর জৈব ছত্রাকনাশক (যেমন নিমপাতার রস বা ট্রাইকোডার্মা) স্প্রে করুন।
✅ গাছে পর্যাপ্ত রোদ ও পানি নিশ্চিত করুন।
✅ প্রতি কাটিংয়ের পর জৈব সার (গোবর সার/কম্পোস্ট) ও হালকা পানি দিন।
✅ অতিরিক্ত ডাল থাকলে কিছু কেটে বাতাস চলাচল নিশ্চিত করুন।

🍈 ৬. ফলন বৃদ্ধির ফলাফল

সাধারণভাবে যেখানে ১টি গাছে ৫–৬টি ফল হয়,

1G–2G–3G কাটিং পদ্ধতি মেনে চললে প্রতি গাছে ১৫–২০টি পর্যন্ত ফল পাওয়া যায়।

ফলও আকারে বড়, সমান ও বাজারে দামে ভালো থাকে।

#চাষাবাদ

আমি নিজেকে মুক্ত করতে চাই আমি কি পেয়েছি আর কি হারিয়েছি, এইসব চিন্তা থেকে। এত এত ডিপ্রেশন, চিন্তা থেকে বের হয়ে চায়! আমি শ...
13/10/2025

আমি নিজেকে মুক্ত করতে চাই আমি কি পেয়েছি আর কি হারিয়েছি, এইসব চিন্তা থেকে। এত এত ডিপ্রেশন, চিন্তা থেকে বের হয়ে চায়! আমি শুধু পালিয়ে যেতে চাই, দূরে কোথাও, শান্ত আর নির্জন কোনো জায়গায়! এই মুহুর্তে আমি শুধু শান্তি চাই, অথবা কিছুই না...!!

যেখানে শ্রীলংকা ১০ জন প্রবাসী ফুটবলার নিয়ে খেলে সেখানে আমাদের কোচ এই প্লেয়ার গুলোকে বসাইয়া রাখে বেঞ্চে!অথচ এরা নামার প...
09/10/2025

যেখানে শ্রীলংকা ১০ জন প্রবাসী ফুটবলার নিয়ে খেলে সেখানে আমাদের কোচ এই প্লেয়ার গুলোকে বসাইয়া রাখে বেঞ্চে!

অথচ এরা নামার পর পরই বাংলাদেশের ফেভারে গেছে ম্যাচের শেষ সময়টুকু।

লাক খারাপ বলেই শেষ গোলটা হজম করতে হয়েছে। নয়তো ম্যাচ ড্র হতো।

এই কোচের বিদায় কবে হবে?🙂

ভারত সুন্দরী কুল।             #কুলগাছ
03/10/2025

ভারত সুন্দরী কুল।

#কুলগাছ

মানসিক শান্তির থেকে দামি পৃথিবীতে দ্বিতীয় আর কিছু নেই
01/10/2025

মানসিক শান্তির থেকে দামি পৃথিবীতে দ্বিতীয় আর কিছু নেই

মাঝে মাঝে নিজের জন্য খুব মায়া হয়। নিজের কিছু ভুলের জন্য। কিছু মিথ্যা আশার জন্য। কিছু ভুল জায়গায় সেক্রিফাইজ করার জন্য। খু...
30/09/2025

মাঝে মাঝে নিজের জন্য খুব মায়া হয়। নিজের কিছু ভুলের জন্য। কিছু মিথ্যা আশার জন্য। কিছু ভুল জায়গায় সেক্রিফাইজ করার জন্য। খুব করে চাওয়া কিছু অপ্রাপ্তির জন্য। কিছু মানুষের কাছ থেকে পাওয়া দুঃখের জন্য 💔

28/09/2025

একটা ভিডিওতে দেখলাম এক উপজাতি পার্বত্য চট্টগ্রামকে ভারতের সাথে অন্তর্ভুক্ত করার দাবী জানাচ্ছে!

বলি কি গাজা কম খাইও পাহাড়ে বসে। বাংলাদেশ ১৮ কোটি জনগন থেকে ১-২ লাখ পাহাড়ের দিলে হাটা দিলে পাহাড়ের গাছ ও খুজে ও পাওয়া যাবে না। বাংলাদেশের দেশ্রপ্রেমিক এবং সার্বভৌমত্ব রক্ষায় বিশ্বাসী মানুষ কখনো দেশ ছেড়ে পালাবে না। ইতিহাসে চট্টলা এক বিরত্বের নাম।

মনে আছে শিবলী সাদিক হৃদয়ের কথা। ২ বছর আগের ঘটনা (আগস্ট ২০২৩)। বিশ্বাস করে তার মারমা বন্ধুদের সাথে পাহাড়ে ঘুরতে বা কাজে...
28/09/2025

মনে আছে শিবলী সাদিক হৃদয়ের কথা। ২ বছর আগের ঘটনা (আগস্ট ২০২৩)। বিশ্বাস করে তার মারমা বন্ধুদের সাথে পাহাড়ে ঘুরতে বা কাজের পারপাসে গিয়েছিলো। পরে সে নিখোঁজ হয়।

পরবর্তীতে জানা যায়, তাকে শুধু খু**নই করা হয়নি। তাকে রান্না করে পর্যন্ত মারমা ছেলেগুলো খে*য়ে ফেলেছে এবং তার হাড্ডিগুলো জঙ্গলে ফেলে দিয়েছে। তার দোষ ছিলো সে বাঙালি মুসলমান!

বর্তমানে পাহাড়ে কারা কি করতে পারে এই ঘটনা থেকে অনেক কিছুই বুঝা যায়!

উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়ায় ঘা'তক বড় ভাইয়ের হাতে ছোট ভাই খু'ন
23/09/2025

উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়ায় ঘা'তক বড় ভাইয়ের হাতে ছোট ভাই খু'ন

23/09/2025

জীবন মানে এক অনিদিষ্ট পথচলা কখনো রঙিন কখনো মলিন তবু প্রতিটি মুহূর্তে এক গল্পের অংশ সুখ দুঃখের রং মিশিয়ে জীবন তো এতো সুন্দর কখনো হাসি কখনো অশ্রু সব মিলিয়ে জীবনে অপূর্ব ক্যানভাস
প্রতিদিনের ছোট ছোট অনুভূতি, ভাঙ্গা গড়ার গল্প সবকিছুই মিলিয়ে জীবনকে গড়ে তোলে অনন্য😊🖤

23/09/2025

যে যা-ই করুক, যা-ই বলুন ওরা তাদের
জাত ভাইদের নিয়েই নির্বাচন করতে চায়।

Address

Chakaria
4741

Alerts

Be the first to know and let us send you an email when Kamrul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share