25/01/2025
#ওঁ শ্রীকৃষ্ণস্তু ভগবান স্বয়ম্
সৌম্য ভক্ত সুজনেষু,"যুগ যুগ ধরে থাকিবে না কেহ মরণ সত্য জানিবে সার, তাই সৎকর্ম করিবেন বাববার"। কলিকালে হরি নাম ইহাই সনাতন ধর্মের সিদ্ধান্ত। তাই মঙ্গলার্থে প্রতি বছরের ন্যায় শ্রীশ্রী অতুলানন্দ পুরী মহারাজ সনাতনী ঐক্য প্রতিষ্ঠা ও বিশ্বশান্তি কামনায় সপ্তমি তিথিতে আগামী ৬, ৭, ৮ ও ৯ ফাল্গুন, ১৪৩১ বাংলা, ১৯,২০,২১ ও ২২ ফেব্রুয়ারি ২০২৫ইং, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার ৪৯তম সার্বজনীন মহতী ধর্মসভা ও ষোড়শপ্রহরব্যাপী মহানামযজ্ঞ ও বিভিন্ন শুভ মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।আসুন উৎসবের প্রতিটি পর্বে সহৃদয় সহযোগিতা প্রদান করে উক্ত মহৎ আয়োজনকে স্বার্থক ও সফল করে তুলি।আপনি সম্ভ্রান্ত চিরশুভ্র সমাদর ও মমতায় প্রাণ গোবিন্দের মহোৎসবে আমন্ত্রিত। 🙏🙏