12/10/2023
ছোট ছোট মাদরাসা শিক্ষার্থীদের যেমন খুশি তেমন আঁকা ।
মাদরাসা শিক্ষায় অংকন বিষয় তেমনটা দেখা যায় না বললেই চলে । তাই আধুনিক শিক্ষাব্যবস্থার সাথে সমন্বয় করে চকরিয়া দারুল কোরআন মাদরাসা অংকন ক্লাসেরও ব্যবস্থা রেখেছে । ছোটছোট শিক্ষার্থীরা আঁকতে আঁকতে একদিন ভালোভাবে আঁকা শিখে ফেলবে বলে মনে করি । দারুল কোরআন মাদ্রাসার যাত্রা সবসময় শুভ হউক ।