
19/11/2024
আমি খুব আর্থিক সংকটে ছিলাম টানা ২ বছর!
কিছু ঋন ছিলো যেটা আমাকে দিন রাত প্যারা দিতো। ভাবতাম কবে শোধ করে দিতে পারবো। আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেছি। পাঁচ ওয়াক্ত নামাজ, ছোট দরুদ, অন্যান্য আমলের পাশাপাশি গভীর রাতে সজাগ হলেই তাহাজ্জুদ নামাজ পড়ে ফেলতাম। মাঝে মাঝে ধৈর্য্যহারা হয়ে কান্না করতাম, কেন দু'আ কবুল হয় না!!
এরপর যেটা শুরু করলাম দান সাদকা, যখনই হাতে টুকটাক টাকা আসতো মসজিদে বা ফকির মিসকিনকে দান করতাম, এতোকিছুর পরেও যখন কবুল হচ্ছিল না তখন একদিন বৃহস্পতিবার বড় দরুদ (দরুদে ইব্রাহিম) পড়তে শুরু করলাম। সারাদিন ধরে দরুদে ইব্রাহিম পাঠ করলাম। শুক্রবার ফজর নামাজের পর থেকে দরুদে ইব্রাহিম পাঠ করতে থাকলাম.....
আলহামদুলিল্লাহ সকাল ১১ টায় আমার জন্য সুসংবাদ আসে! আমার টাকার ব্যবস্থা হয়ে যায়। আমি অবাক হয়ে গেলাম যে দরুদে ইব্রাহিম এর এতো শক্তি ‼️
তাই আমি এখন থেকে নামাজ ও দান-সাদকার পাশাপাশি বড় দরুদ (দরুদে ইব্রাহিম) পাঠ করি মন থেকে। যার যেকোনো সমস্যা থাকুক না কেন দরুদে ইব্রাহিম পাঠ করবেন মন থেকে সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।
✍️ সেলিনা সুলতানা....