Zahangir Alam

Zahangir Alam সেবা ও মানবিকতা

21/07/2025
বিদীর্ণ হৃদপিণ্ড, বাকরুদ্ধ স্বপ্ন, স্তব্ধ বিবেক..বিমান দূর্ঘটনায়.. শোকাহত জাতি।
21/07/2025

বিদীর্ণ হৃদপিণ্ড, বাকরুদ্ধ স্বপ্ন, স্তব্ধ বিবেক..বিমান দূর্ঘটনায়.. শোকাহত জাতি।

21/07/2025
21/07/2025

আজকে ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সৌল অফ ফ্লাইট ট্রেনিং (Soul Of Flight Training)

সৌল অফ ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটা'ই প্রমাণিত হয় সৌল অফ ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজকে সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করতেছিল।।

ট্রেনিংয়ের জন্য লেফটেন্যান্ট তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে...

কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য। তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বি*ধ্বস্ত হয়।।

বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘট*না ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব।।

আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে সঠিক ইনভেস্টিগেশন এর দাবী জানাই। এমন একটা দূর্ঘটনায় কার দায় কতটুকু এ-ই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না, রাষ্ট্রীয় শোক পালন কে সম্মান করে বলছি রাষ্ট্রীয় শোক পালনের মধ্যে যেনো সত্য ঘটনা ধামাচাপা দেওয়া না হয়।।

আজ আমরা হারিয়েছি আমাদের সন্তানদের, অসহনীয় যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছে হাসপাতালে আমাদের অসংখ্য সন্তান। হারিয়েছি লেফটেন্যান্ট তৌফিক কে। তৌফিক ইচ্ছে করলে নিজের জীবন বাঁচাতে পারতো কিন্তু তিনি তা না করে সর্বোচ্চ চেষ্টা করে গেছেন বিমানটি বাঁচাতে। তিনি জানতেন বিমানটি যেখানে ছিটকে পড়বে সেখানে হাজার হাজার মানুষ আহত নিহত হতে পারে।।

মহান রাব্বুল আলামিন লেফটেন্যান্ট তৌফিক এর পরিবার কে এই শোক সয্য করার তৌফিক দান করুন, তৌফিক কে জান্নাত বাসি করুন আমিন।।

#সবারআগেবাংলাদেশ

21/07/2025

তারেক রহমান একজন পলিটিকাল ইঞ্জিনিয়ার। 💞🌾🇧🇩

আজ থেকে এক বছর আগেও কেউ বিশ্বাস করতো না,
বিএনপি মাথা তুলে দাড়াতে পারবে।
গ্রুপিং আর রাজনৈতিক ভুল সিদ্ধান্তে ক্রমশ দলটি দূর্বলভাবে সাংগঠনিক কার্যক্রম চালাতে থাকে।
বড় প্রোগ্রাম বলতে প্রেসক্লাব কিংবা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন।
মামলায় জর্জরিত নেতা কর্মীদের ক্লান্ত পদচারনা আদালত পাড়াতেই শক্তি নিঃশেষ হয়ে যায়।
মিডিয়া তথা সাধারন মানুষের মুখে চর্চিত হয় বিএনপি রাজনীতি জানে না বা আন্দোলন পারে না আর সরকারি দলের নেতারা তো বিএনপিকে আন্দোলন শেখার সবক দিয়েই গেছেন।

এর মাঝে দলের চেয়ারপার্সনকে আন্তর্জাতিক ষড়যন্ত্রে জেল দেয়া হল।
দূর্বল সংগঠন নিয়ে গর্জন উঠলো না।
আবেগ ছিল বিশাল কিন্তু তাতে তাতিয়ে দেবার মত লোক ছিল না।

পাদপ্রদীপে আসলেন একজন,তিনি জনাব তারেক রহমান।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হলেন।
তিনি তখনো অপ-প্রচারের শিকার জনাব তারেক রহমান।
উনার পিতার মত হোম ওয়ার্ক করলেন।
ঘন্টার পর ঘন্টা দলের সর্বস্তরের নেতা কর্মীদের সাথে কথা বললেন।
তারা কি চায়❓
কি কারনে দূর্বলতা❓
কোথায় সমস্যা তিনি জানলেন।

যদিও তিনি রাজনৈতিক ভাবে সংযুক্ত হয়েছিলেন ৯১ সালে।
একটি ছবিতে দেখা যায়,তিনি তার মায়ের জন্য জনসভায় ভোট চেয়ে বক্তব্য রাখছেন।
তারপর ২০০১ সালে তার মেধার পরিস্ফুটন দেখা যায়।
সেই বছর তার ট্যাকনিকাল ও ট্যাকটিকাল ইলেকশন ক্যাম্পেইন,যার ফলে বিএনপি ভূমিধস বিজয় নিয়ে নির্বাচনে জয়ী হয়।

তারেক রহমান দলে গনতন্ত্র ফেরাতে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন চালু করেন।
এতে জনপ্রিয় নেতারা পদ পায় আর পদ বানিজ্য করে কমিটি দেয়া থমকে যায়।

তারেক রহমানের ক্যারিশমা ২০২২...........…....................................

একজন ঢাকার রাজনৈতিক নেতা বা কর্মী হিসাবে জনাব তারেক রহমানের সাংগঠনিক দক্ষতার প্রমান খুব কাছে হতে দেখেছি।

আজ হতে ১ বছর আগে মহানগরের দুটি নতুন কমিটি হবার পর ও কেউ ঢাকার নেতাদের প্রতি বিশ্বাস রাখতে পারছিলেন না,অতিত ইতিহাসের কারনে।
আমরা যারা পদ প্রত্যাশি ছিলাম,তারাও মনে করতাম নেতারা রাজপথে নামবে না।
যেন তেন প্রকারে কমিটি হবে।
চোরা গুপ্তা চে গুয়েভরা মিছিল আন্দোলন হবে কিন্তু জনাব তারেক রহমান ঢাকাকে স্পেশাল করতে তার হোম ওয়ার্ক কমপ্লিট করেই কমিটি দিয়েছেন।
বিশস্ত ৪ সেনাপতি সহ উত্তর দক্ষিণে সেরাদের সমন্বয়ে।

প্রথম ওয়ার্ডে ওয়ার্ডে সম্মেলন করার নির্দেশ দিলেন জনাব তারেক রহমান।
প্রতি ওয়ার্ডে কর্মী সভা করতে হবেই।
অনেকে ভাবলেন এই সময়ে কি সম্ভব❓
অনেকে সমালোচনা করলেন এই সিদ্ধান্তের।
বললেন রাস্তায় হাটা যায় না আর সম্মেলন কিন্তু দৃঢ় তারেক রহমানের নির্দেশে সফল ভাবেই সম্মেলন হল।
তারেক রহমানের প্রাইমারি স্টেপ ১ সফল হলো।
আহবায়ক কমিটি হলো এবার ইউনিট কমিটি করার নির্দেশ।
আবারো সমালোচনা সম্ভব কি❓
কিন্তু দেখা গেল ধারনার চেয়ে বেশী ইউনিট কমিটি গঠন হলো আর দিন রাত পরিশ্রম করে তা তুলে আনছেন উত্তর ও দক্ষিন বিএনপির শীর্ষ নেতারা।
তারেক রহমানের স্টেপ ২ সফল।

আবার নির্বাচনের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ।
ভোট ও কাউন্সিল এলাকাতে হবে❓
আবার ভোট দিয়ে নেতা নির্বাচন তাও সফল হলো।
স্টেপ ৩ সফল।
জনাব তারেক রহমান মহানগরীর রাজনীতিটাকে অন্ধকার গলি হতে বের করে রাজপথে আনলেন।

প্রায়শই মিটিং-সমাবেশ মিটিং করালেন প্রেসক্লাব,পল্টন পার্টি অফিস এরিয়ায়।
দারুন সফল প্রতিটি প্রোগামেই।
স্টেপ ৪ সফল কর্মীদের মিছিলের অভ্যাস করনে।

এবার ঘোষনায় এলাকায় জোন ভিত্তিক সমাবেশ হবে।
পুলিশ ও সরকারি দলের হামলার বিপরিতে প্রথম কয়েকটা প্রোগাম সফল হলেও লীগের কর্মীদের মারমুখি আচরনে শান্ত আচরন ছিল বিএনপির নেতা কর্মীদের কিন্তু পরবর্তীতে হামলার পর সেই কর্মীরা বিগ টার্ন করেন।
অবিশ্বাস্য সেই টার্ন বিএনপির নেতা কর্মীদের মনোবল বাড়িয়ে দেয়।
তারেক রহমান কোচের ভূমিকায় ধীরে ধীরে তার কর্মীদের তৈরি করেছেন স্টেপ বাই স্টেপ।
তাদের প্রতি প্রতিনিয়ত বানী দিয়ে গেছেন,

"যদি তুমি ভয় পাও-তবে তুমি শেষ"
"যদি তুমি রুখে দাড়াও-তবে তুমিই বাংলাদেশ"

আজ কর্মীরা রুখে দাড়িয়ে গেছে জাতীয় পতাকা হাতে বলেছিলেন,
"ফয়সালা হবে রাজপথে-হবেই"

আরো বলেছিলেন,
"টেক ব্যাক বাংলাদেশ"

হ্যা বাংলাদেশকেই ফিরে পাবোই আর তিনি শুধু মহানগর নয়,প্রায়ই সমগ্র দেশে দলকে সাজিয়েছেন।
অংগ সংগঠন গুলিতে নতুন নেতৃত্ব দিয়েছেন,গাইড করছেন।
নেতাদের সারাদেশে দৌড়াতে বলছেন।

সিনিয়র নেতাদের মাঠে নামানো-
----------------------------------------------
আগে কর্মীদের অনুযোগ ছিল সিনিয়র নেতারা মাঠে নামেন না,তারা এসি রুমে থাকেন।
এই মিথ ভেঙেছেন জনাব তারেক রহমান।
তিনি কেন্দ্রীয় সকল নেতাকে মাঠে নামিয়েছেন।
প্রথমে জেলা ভিত্তিক সমাবেশে তালিকা করে সিনিয়র লিডারদের প্রধান অতিথি বা বক্তা করে পাঠিয়েছেন।
স্টেপ ১ কমপ্লিট।

তারপর উপজেলাতে তার ধারাবাহিকতা ধরে নেতাদের পাঠিয়েছেন।
সেখানেও এর প্রভাবে স্থানীয় নেতা কর্মীরা উজ্জীবিত হয়েছেন।
স্টেপ ২ কমপ্লিট।

তারপর নির্দেশ দিরেন স্ব-স্ব আসনের এমপি নির্বাচন কারীদের নিজ এলাকায় নেতৃত্ব দিতে হবে রাজপথে।
ফলে সকল নেতাই ছুটে গেলেন এলাকায়।
কর্মীরা জেগে উঠলেন।
হামলা হলো মামলা হলো,হত্যা নির্যাতিত হলেও ফিনিক্স পাখির মত জেগে উঠলো।

সত্যি বলতে কি জনাব তারেক রহমানের এই একটি স্টেপেই দলের ৮০% গ্রুপিং শেষ হয়ে গেছে।
রাজপথে এখন সবাই নামছে।
সকল গ্রুপ একত্রে আন্দোলন করছে।

এইযে দলের বুনন,এটা একদিনে হয় নি।
জনাব তারেক রহমানের মেধা,শ্রম,নিরলস সাংগঠনিক কর্মকান্ডের ফল।

যারা বলতো বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবে❓
তাদের জন্য জনাব তারেক রহমান আজ জলজ্যান্ত উত্তর।

বিপক্ষ শিবির বলতো খালেদা জিয়ার কিছু হলে বিএনপি ভেঙে খান খান হবে।
তাদের জন্য করুনা কারন বাংলাদেশ পেয়ে গেছে আরেক জিয়া জনাব তারেক রহমানকে।

সত্যি বলছি,তারমত পলিটিকাল ইঞ্জিনিয়ার আমি দেখিনি বিগত ২০ বছরে।
আমরা বিএনপি নেতাকর্মীরা হয়তো চিনি নাই তাকে কিন্তু বিপক্ষরা ঠিকই চিনেছে।
তাইতো তাকে টার্গেট করে চালিয়েছে অপপ্রচার,হেট স্পিচ,গালাগালি,মিথ্যা গল্প,মামলা কিন্তু মেধাবীদের আটকানো যায় না।
তারা ঠিকই ফাঁকফোকর বের করে রেজাল্ট বের করে নিয়ে আসে।

ইনশাআল্লাহ,জনাব তারেক রহমান
"সো বি কাম ব্যাক ইন বাংলাদেশ"

নেতৃত্ব তাকেই মানায়,যিনি যোগ্য আর জনাব তারেক রহমান সেই জন।

কার্টেসী...

21/07/2025

ব্রিগেডিয়ার জেনারেল ডা. নুরুন্নাহার ফাতেমা বেগম বাংলাদেশের প্রথম পেডিয়েট্রিক কার্ডিওলজিস্ট।
৭ হাজার শিশুর হার্টের জন্মগত রুগের (যেমন হার্টের ভেতর ছিদ্র) অপারেশন ( ইন্তটারভেনশন)ও অনান্য ইমার্জেন্সি ইন্টারভেনশন করেছেন।

২০১৯ সালে তিনি স্বাধীনতা পদক অর্জন করেন।

আমরা ভারতের দেবি শেটিকে চিনলেও ঘরের মানুষ চিনিনা।

Dr. Nurun Nahar Fatema Begum is a Pediatrics Cardiologist doctor in Dhaka. Her qualification is MBBS, FCPS (PED), FRCP (EDIN), FACC (USA), FSCAI (USA).

15/12/2022

ফারদিনের আত্মহত্যার বিষয়ে ডিবি সলিড প্রমাণ দেখাতে পারেনি বলে জানিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা।

যে ১০ টি ঔষধ আপনারা সবাই বাসায় রাখবেনঃ-১. Sergel 20 mg. গ্যাস্ট্রিকের সমস্যা হলে সকালে ও রাতে খালি পেটে খাবেন।২. viset 5...
02/10/2022

যে ১০ টি ঔষধ আপনারা সবাই বাসায় রাখবেনঃ-
১. Sergel 20 mg. গ্যাস্ট্রিকের সমস্যা হলে সকালে ও রাতে খালি পেটে খাবেন।
২. viset 50 mg বা Algin 50 mg যে কোন পেট ব্যথ্যা বা মহিলাদের পিরিয়ডের সময় ব্যথ্যা হলে ভরা পেটে খাবেন।
৩. Napa Extra বা Napa Extend জ্বর বা ব্যথ্যা হলে খাবেন।
৪. Ecosprin 75 mg. বুকে চাপ চাপ ব্যথ্যা হলে খাবেন।
৫. Flazyl 400 mg বা Filmet 400 mg.পাতলা পায়খানা বা আমাশয় হলে খাবেন।
৬. Tufnil 200 mg প্রচন্ড মাথা ব্যথ্যা হলে খাবেন।
৭. Rolac 10 mg বা Tory 90 mg দাঁত ব্যথ্যা হলে খাবেন।
৮. Rupa 10 mg বা Fexo 120 mg স্বদি ঠান্ডা, কাশি বা এলার্জি হলে খাবেন।
৯. Emistat 8 mg বমি হলে খাবেন।
১০. Tenoloc 50 mg বা Amdocal 5 mg হঠাৎ প্রেশার বেড়ে গেলে খাবেন।
প্রাথমিক চিকিৎসা হিসাবে ঔষধগুলো হাতের কাছে রেখে দিবেন। (প্রয়োজনে ডাক্তারের স্মরণাপন্ন হবেন।)

উল্লেখ্য ব্যথার ঔষধ সব সময় ভরা পেটে খাবেন এবং খাবারের আগে গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে নেবেন।

Address

Chakaria, Cox'sbazar
Chakaria
4741

Telephone

+8801979651616

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zahangir Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share