14/02/2025
উত্তর হাজিয়ান পুরাতন জামে মসজিদের নতুন কমিটি গঠিত,,,,
জনাব, হারুনুর রশিদ (সভাপতি)
জনাব, রুহুল আমিন(সেক্রেটারি)
কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলার অন্তর্গত ফাসিয়াখালী (১ নং ওয়ার্ড) হাজিয়ান এলাকায় অবস্থিত
"উত্তর হাজিয়ান পুরাতন জামে মসজিদ" এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
এলাকার সাধারণ মুসল্লি, মতোয়াল্লিদের প্রত্যক্ষ সমর্থনে, চকরিয়া উপজেলা এবং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক অনুমোদন সাপেক্ষ,,,,
বিশিষ্ট সমাজ সেবক
জনাব, হারুনুর রশিদ (সভাপতি)
বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সেক্রেটারি
জনাব, মোঃ রুহুল আমিন কে (সেক্রেটারি) করে ১৩ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,,,,
০১। জনাব,নুরুল হক...সহ-সভাপতি
০২। জনাব,আবু শামা.....সহ-সভাপতি
০৩। জনাব,মোঃ শাহেদুল ইসলাম...সহ-সেক্রেটারি
০৪। জনাব,বাহাদুর আলম.... কোষাধ্যক্ষ
০৫। জনাব, আব্দুল আলীম...সহ-কোষাধ্যক্ষ
০৬। জনাব,সাবুলু মেম্বার....সদস্য
০৭। জনাব,জাহেদুল ইসলাম... সদস্য
০৮। জনাব,কফিল উদ্দিন... সদস্য
০৯। জনাব, রাজা বাবু....সদস্য
১০। জনাব,মোঃ আনসার মিয়া.. সদস্য
১১। জনাব,মোহাম্মদ ইমরান... সদস্য
উল্লেখ্য যে, কমিটি গঠনের যাবতীয় প্রক্রিয়াটি ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ চকরিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার জনাব, মোহাম্মদ আমির হোসেন তদারকি ও পরিচালনা করেন।
অত্যন্ত সচ্ছ ও নিরপেক্ষভাবে গঠিত নব-নির্চাচিত কমিটিকে চকরিয়া উপজেলার মাননীয় নির্বাহী কর্মকর্তা অনুমোদনের মাধ্যমে স্বীকৃতি প্রদান করেন।
নব-নির্বাচিত কমিটি মসজিদের উন্নয়নে সকল মুসল্লিদের সাহায্যও সহযোগিতা কামনা করেন।