Toons Tale

Toons Tale Welcome to the life tale of Toons
(1)

   ゚viralシfypシ゚viral
14/07/2025

゚viralシfypシ゚viral

14/07/2025

আমরা কাছাকাছি থেকেও ক্রমাগত এত দূরে সরে গেছি যেনো চোখ থেকে চোখের দূরত্ব। এত কাছে; তবুও এক চোখ অন্য চোখটিকে দেখতে পায়না।

゚viralシfypシ゚viral

যে প্রশ্নে আমি বিব্রত হই, সে প্রশ্নের জবাব আমার কাছে নেই তা না। মূলত কিছু প্রশ্ন আছে যা আমাকে অস্বস্তি করে তুলে। এমন প্র...
13/07/2025

যে প্রশ্নে আমি বিব্রত হই, সে প্রশ্নের জবাব আমার কাছে নেই তা না। মূলত কিছু প্রশ্ন আছে যা আমাকে অস্বস্তি করে তুলে। এমন প্রশ্নের মুখোমুখি হবো না বলেই কারো সাথে কথা বাড়াই না
゚viralシfypシ゚viral

13/07/2025

রব'তো জানেন, আমি কতবার ভেঙে পড়েছি—
কিন্তু, মানুষকে কখনো দেখাইনি, শুধু রবের দরজায় মাথা রেখেছি…!💚

゚viralシfypシ゚viral

12/07/2025

নিজেকে অনেক সান্ত্বনা দিয়ে আসা মানুষ আমি, প্রতিটা কঠিন পরিস্থিতিতে আমি নিজেকে সান্ত্বনা দিয়েছি এই বলে-সুদিন খুব কাছেই।

সুদিন আসলে অনেক দূরে, এতটা দীর্ঘ সময় সুদিনের অপেক্ষা করার পর এখন বুঝতে পারি আমি নিজেকে মিথ্যা সান্ত্বনা দিয়ে এসেছি, মিথ্যা বলে এসেছি।

এখন আমি সম্পূর্ণ বেসামাল একটা মানুষ। নিজেকে কোনো কিছু থেকেই সামলাতে পারিনা। রাত পার করে দেই দুশ্চিন্তা করে। তবে সুদিন আসবে, দুশ্চিন্তা শেষে এখনো নিজেকে এটাই বলি।

সুদিন আসবে আমার বিশ্বাস, আমার ভেঙে যাওয়ার শেষ মুহূর্তে হলেও আসবে, তবুও সুদিন আসবে।

゚viralシfypシ゚viral

12/07/2025

আজ কতদিন হয়ে গেল আমার এই ভালোবাসার জায়গাটাতে কোন পোস্ট করি না!! ইভেন আমি এ কয়দিন পেজ ওপেন করি নাই। অথচ প্রায় প্রতিদিনই আমার এখানে কিছু না কিছু পোস্ট করতাম। আমার অনেক ভালোবাসা জায়গা এটা। এখানে আমি নিজের পছন্দের কাজগুলো তুলে ধরি। পেইজের অবস্থা বিধ্বস্ত। কিন্তু কেন জানি কোন কিছু পোস্ট করব সেই মন মানসিকতায় তৈরি হচ্ছে না। অথচ জীবনের বাকি কাজগুলো কিন্তু চালিয়ে যাচ্ছি। বুকটা ভার হয়ে আছে। অনেক কিছু লেখার আছে, জমে আছে অনেক কথা...

゚viralシfypシ゚viral

04/07/2025

মৃত্যুর ভয়ানক থাবা কখন কার উপর আসে জানিনা। আজকে আপনার সামনে বসে হাসছে খাচ্ছে আগামীকাল সে নাও থাকতে পারে।

আল্লাহর কাছে এটাই চাই পুরোপুরি হেদায়েত প্রাপ্ত না হওয়া পর্যন্ত আমার মৃত্যু যাতে না হয়। জীবনে অনেক ভুল করেছি, এখনো করছি। এই ভুলের ক্ষমা না হওয়া পর্যন্ত যাতে মৃত্যু না হয়।
গত এক মাস পরিবারের উপর অনেক ঝড় ঝাপটা গিয়েছে। স্বাভাবিক জীবনে ফিরে আসতে কিছুটা সময় লাগবে। আমার পরিবারের জন্য দোয়া করবেন

#

29/06/2025

সমুদ্রের কাছে গেলে মনের সব ব্যথা ধুয়ে যায়।

সমুদ্রের ঢেউয়ের মতো জীবনও ওঠানামা করে, ধৈর্য ধরলে তীরে পৌঁছানো যায়।
29/06/2025

সমুদ্রের ঢেউয়ের মতো জীবনও ওঠানামা করে, ধৈর্য ধরলে তীরে পৌঁছানো যায়।

28/06/2025
"সফলতা তাদের কাছে আসে, যারা ব্যর্থতার ভয়কে জয় করে।" – জীবনে এগিয়ে যেতে সাহসের প্রয়োজন।
28/06/2025

"সফলতা তাদের কাছে আসে, যারা ব্যর্থতার ভয়কে জয় করে।" – জীবনে এগিয়ে যেতে সাহসের প্রয়োজন।

"জীবন একটি যাত্রা, গন্তব্য নয়।" – প্রতিটি মুহূর্ত উপভোগ করুন, কারণ জীবনের সৌন্দর্য এর পথচলায়।
28/06/2025

"জীবন একটি যাত্রা, গন্তব্য নয়।" – প্রতিটি মুহূর্ত উপভোগ করুন, কারণ জীবনের সৌন্দর্য এর পথচলায়।

Address

Chandgaon

Alerts

Be the first to know and let us send you an email when Toons Tale posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Toons Tale:

Share