Vlogview bd

Vlogview bd This page dedicated to Travelling & vlog, Specially We make videos of vlog. If you are entering Travelling & vlog video then this is the right page for you.
(1)

28/06/2025

**⚠️ সত-র্কতা! জী-বন বাঁচাতে এই পোস্টটি পড়ুন ও শেয়ার করুন ⚠️**

এক দম্পতি এক রাতে একটি অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরলেন। বাড়িতে ঢুকতেই তাদের নাকে কিছুমান অস্বাভাবিক গন্ধ আসে—গ্যাসের গন্ধ।
তারা খুঁজতে শুরু করলেন গন্ধের উৎস।
স্বামীটি রান্নাঘরে গিয়ে গ্যাসের তীব্র গন্ধ টের পেলেন। অজান্তেই তিনি রান্নাঘরের সুইচে চাপ দেন।

আর ঠিক তখনই ঘটে ভয়ংকর বি-স্ফোর-ণ!

✅ স্বামী ঘটনাস্থলেই মা-রা যান।
✅ স্ত্রী হাসপাতালে ভর্তি হয়ে কিছুদিন পর মৃ-ত্যু-বরণ করেন।

এই বি-স্ফো-রণের আলো ২০০ মিটার দূর থেকেও দেখা গিয়েছিল, যা গ্যাসের ভ-য়াব-হতা বোঝাতে যথেষ্ট!

📛 মনে রাখুন:

* ঘরে গ্যাসের গন্ধ পেলে কখনোই সুইচ অন করবেন না।
* ফ্রিজ, ফ্যান বা কোনো বৈদ্যুতিক যন্ত্র স্পর্শ করবেন না।
* স্পার্ক বা আগুনের ছোট্ট ফুলকিই বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
* জানালা-দরজা খুলে দিন, যেন গ্যাস বাইরে বেরিয়ে যায়।
* সম্ভব হলে মেইন সুইচ বন্ধ করুন।

**আপনার সচেতনতাই হতে পারে একটি পরিবারকে বাঁচানোর কারণ।**
এই গুরুত্বপূর্ণ বার্তাটি নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না—*শেয়ার করুন*, *কমেন্টে সতর্কতা জানান*, অন্যদেরও *সচেতন* করুন।

📢 **এই রকম আরও সচেতনতামূলক পোস্ট পেতে চোখ রাখুন 👉 Vlogview BD পেইজে।**

\ #সতর্কতা #নিরাপত্তা #গ্যাসবিস্ফোরণ #জীবন\_বাঁচান

ট্রু লাভ - হিরো আলম,রিয়া মনি আবার নিউজে একটা নামকরা পত্রিকার পেইজে এই নিউজ দেখলাম তাই শেয়ার করে দিলাম।    #হিরোআলম  #রিয়...
27/06/2025

ট্রু লাভ - হিরো আলম,রিয়া মনি আবার নিউজে একটা নামকরা পত্রিকার পেইজে এই নিউজ দেখলাম তাই শেয়ার করে দিলাম। #হিরোআলম #রিয়ামনি

27/06/2025

মানুষ কে অল্প কিছু হলেও দিতে পারার আনন্দ অনেক - ছেলে গুলো অল্পতেই খুশি - শেয়ার করুন যাতে আরো দিতে পারি

এইটা ছিল আমার প্রথম ভিডিও ইনশাআল্লাহ একদিন অনেক বেশি পরিমান টাকা মানুষ কে দিতে পারি মতো আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। একমাত্র আপনাদের জন্যই এগুলো সম্ভব। পেইজ VLOGVIEWBD follow দিয়ে রাখুন যেকোন সময় আপনার সাথেও দেখা হয়ে যাবে।

#মোজাহেরভাই #টাকা #মানবিকতার_ফেরিওয়ালা #টাকা_আয়_করার_উপায়

27/06/2025

আন্তর্জাতিক তারিখ আজকে: ২ মুহররম ১৪৪৭
তবে বাংলাদেশে*: ১ মুহররম ১৪৪৭
কেন জানুন?

আজকে (27 জুন 2025) হিজরি তারিখ অনুসারে:

* **বিশ্বব্যাপী বেশিরভাগ আরব দেশে** আজ **২ মুহররম ১৪৪৭ হিজরি** (2 Muharram 1447 AH)
* **পাকিস্তান, ভারত ও বাংলাদেশ**-এ চাঁদ দেখা বা হালালের ফলাফলে অনেক সময় এক দিন পিছিয়ে **১ মুহররম ১৪৪৭ হিজরি** (1 Muharram 1447 AH) হিসেবেই গণনা করা হয় ।

**বাংলাদেশে**, স্থানীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজকে হবে **১ মুহররম ১৪৪৭ হিজরি**।

* 🌙 *আন্তর্জাতিক তারিখ*: ২ মুহররম ১৪৪৭
* 🌙 *বাংলাদেশে*: ১ মুহররম ১৪৪৭

27/06/2025

🕌 হিজরি নববর্ষ ১৪৪৭ হিজরি 🌙
আজ বাংলাদেশে ১ মুহররম ১৪৪৭ হিজরি।
আর আরব দেশগুলোতে আজ ২ মুহররম ১৪৪৭।

নতুন হিজরি বছর মানেই আত্মশুদ্ধি, আত্মত্যাগ আর নতুন পথচলার অঙ্গীকার।
এই মাসের শুরুতেই আমরা স্মরণ করি আমাদের প্রিয় নবী (সাঃ) ও সাহাবাদের ত্যাগ-তিতিক্ষার কথা, মক্কা থেকে মদিনার হিজরতের মহামূল্যবান ইতিহাস।

আসুন এই নতুন বছরে—
🤲 নিজেদের জীবন হোক আরও আলোকিত
🤲 হৃদয়ে ফিরুক শান্তি, ভ্রাতৃত্ব ও আল্লাহভীতি
🤲 এবং আমাদের সকলের জন্য বরকতময় হোক দিনগুলো

হিজরি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা

27/06/2025

গ্রামে যেতে চাইছিলাম কিন্ত হটাৎ বৃষ্টি শুরু হয়ে গেলো #লাইভ

26/06/2025

সুন্দর সংসার ভাঙতে সময় লাগে না,
শুধু একটা ইগো, একটা না বুঝে ফেলা সিদ্ধান্ত, আর দু’জনের মধ্যে কিছু না বলা অভিমানই যথেষ্ট…"
#ভুল_সিদ্ধান্ত #সংসার #ভালোবাসা

একটা ভুল সিদ্ধান্ত… অনেক ভালোবাসা, হাজারো স্মৃতি আর বছর ধরে গড়া একটা সুন্দর সংসার এক নিমিষেই ভেঙে দিতে পারে।"
26/06/2025

একটা ভুল সিদ্ধান্ত… অনেক ভালোবাসা, হাজারো স্মৃতি আর বছর ধরে গড়া একটা সুন্দর সংসার এক নিমিষেই ভেঙে দিতে পারে।"

পতেঙ্গা সমুদ্র সৈকত একদম পরিষ্কার  অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে এই সুযোগে ঘুরে আসতে পারেন,কারন কিছুদিন পর আবার ছাতা বস...
25/06/2025

পতেঙ্গা সমুদ্র সৈকত একদম পরিষ্কার অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে এই সুযোগে ঘুরে আসতে পারেন,কারন কিছুদিন পর আবার ছাতা বসাই দিয়ে দখল করে নিবে।

ভালো লাগলে শেয়ার করুন
25/06/2025

ভালো লাগলে শেয়ার করুন

Address

Chandgaon
4212

Alerts

Be the first to know and let us send you an email when Vlogview bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vlogview bd:

Share