Guardian Life Insurance Ltd, Ctg.

Guardian Life Insurance Ltd, Ctg. I AM INSURANCE MAN
AT GUARDIAN LIFE INSURANCE LTD. Smart Team Bangladesh
(1)

ঠিক এক বছর আগে, আজকের এই দিনে আমরা পেয়েছিলাম নতুন এক বাংলাদেশ। সুচিন্তা ও সচেতনতায় আমাদের সুন্দর এই দেশের ভবিষ্যৎ যেন সব...
05/08/2025

ঠিক এক বছর আগে, আজকের এই দিনে আমরা পেয়েছিলাম নতুন এক বাংলাদেশ। সুচিন্তা ও সচেতনতায় আমাদের সুন্দর এই দেশের ভবিষ্যৎ যেন সব সময় থাকে সুরক্ষিত।

কর্মজীবন থেকে অবসর নেয়ার আগেই জীবনের দ্বিতীয় ইনিংসটি সুরক্ষিত করে রাখুন গার্ডিয়ান রিটায়ারমেন্ট প্ল্যানের সাথে। আজই নিয়ে ...
03/08/2025

কর্মজীবন থেকে অবসর নেয়ার আগেই জীবনের দ্বিতীয় ইনিংসটি সুরক্ষিত করে রাখুন গার্ডিয়ান রিটায়ারমেন্ট প্ল্যানের সাথে। আজই নিয়ে নিন গার্ডিয়ান রিটায়ারমেন্ট প্ল্যান, যেন নিশ্চিন্তে কাটে আপনার নিরাপদ আগামী।

গার্ডিয়ান রিটায়ারমেন্ট প্ল্যানটি সম্পর্কে জানতে ক্লিক করুন :


With Guardian by its side, Berger Paints is now backed by the promise of security— so the colors that brighten your worl...
31/07/2025

With Guardian by its side, Berger Paints is now backed by the promise of security— so the colors that brighten your world stay protected from the unexpected.



🛡️ ইন্স্যুরেন্স শুধু কাগজে লেখা কিছু নয়, এটা ভবিষ্যতের জন্য এক নির্ভরতার প্রতীক।আজ আমরা যেভাবে জীবন কাটাচ্ছি, কাল ঠিক তে...
31/07/2025

🛡️ ইন্স্যুরেন্স শুধু কাগজে লেখা কিছু নয়, এটা ভবিষ্যতের জন্য এক নির্ভরতার প্রতীক।

আজ আমরা যেভাবে জীবন কাটাচ্ছি, কাল ঠিক তেমন নাও থাকতে পারি।
তবে ইন্স্যুরেন্স একমাত্র সেই বন্ধু,
যে ঝড়ের সময় মাথার ওপর ছায়া হয়ে দাঁড়ায়।
👨‍👩‍👧‍👦 পরিবার যখন অসহায়,
🏥 অসুস্থতা যখন হঠাৎ আসে,
💰 আয় যখন বন্ধ হয়ে যায় –
তখন একমাত্র ইন্স্যুরেন্সই দেয় সঠিক সাহস ও আর্থিক সাপোর্ট।

👉 টাকা জমিয়ে রাখা যায়, কিন্তু ঝুঁকি আটকানো যায় না।
👉 সময়ের আগে সঠিক সিদ্ধান্ত নিন – ভবিষ্যৎ গড়তে আজই কাজ শুরু করুন।

আজ আপনি ইন্স্যুরেন্সে বিনিয়োগ করছেন,
আগামীকাল পরিবার বলবে – “ধন্যবাদ, আপনি ছিলেন দূরদর্শী।”

মো: রবিন চৌধুরী
ব্রাঞ্চ ম্যানেজার
গার্ডিয়ান লাইফ চট্টগ্রাম রিজিওনাল অফিস

বিপদে-আপদে ট্রেনে যেমন ইমারজেন্সি সাপোর্টের জন্য চেইন টেনে ধরা যায়, তেমনি জীবনের ইমারজেন্সি সিচুয়েশনগুলোতে দ্রুত সাপোর্ট...
29/07/2025

বিপদে-আপদে ট্রেনে যেমন ইমারজেন্সি সাপোর্টের জন্য চেইন টেনে ধরা যায়, তেমনি জীবনের ইমারজেন্সি সিচুয়েশনগুলোতে দ্রুত সাপোর্ট পেতে আজই নিয়ে নিন গার্ডিয়ান-এর ইন্স্যুরেন্স পলিসি।



27/07/2025

ভবিষ্যৎ সব সময়ই অনিশ্চিত। তাই, সুরক্ষিত থাকতে হবে আগে থেকেই। গার্ডিয়ান-এর সহজ ইন্স্যুরেন্স পলিসি নিয়ে আজই চলে আসুন সুরক্ষার ছায়াতলে, আর নিজের ও প্রিয়জনের জন্য নিশ্চিত করুন নিরাপদ আগামী।

#01812100053

আগামী দিনের আর্থিক সুরক্ষা নিশ্চিতে, ইসলামি আইন এবং শরিয়তের নির্দেশনা মেনে গার্ডিয়ান লাইফ নিয়ে এসেছে একটি সম্পূর্ণ ইস...
27/07/2025

আগামী দিনের আর্থিক সুরক্ষা নিশ্চিতে, ইসলামি আইন এবং শরিয়তের নির্দেশনা মেনে গার্ডিয়ান লাইফ নিয়ে এসেছে একটি সম্পূর্ণ ইসলামিক শরিয়াহভিত্তিক বীমা পরিকল্প "গার্ডিয়ান তাকাফুল"।

গার্ডিয়ান তাকাফুল-এ রয়েছে চারটি ভিন্ন ভিন্ন বীমা পরিকল্প। বীমা পরিকল্পগুলো হলো গার্ডিয়ান তাকাফুল মেয়াদি বীমা, গার্ডিয়ান তাকাফুল সঞ্চয় বীমা, গার্ডিয়ান তাকাফুল স্টেজ আর্লি ক্যাশ বীমা এবং গার্ডিয়ান তাকাফুল প্রজন্ম বীমা।

গার্ডিয়ান লাইফের হেড অফিস পুলিশ প্লাজা কনকর্ড-এ গার্ডিয়ান তাকাফুল আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করা হয়েছে। যেখানে মাহমুদুর রহমান খান, এসইভিপি ও হেড অফ রিটেইল বিজনেস, মোঃ সাউদ ইমরান, চিফ অপারেটিং অফিসার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিস্তারিত জানতে ভিজিট করুন:
guardianlife.com.bd
সরাসরি যোগাযোগ এর জন্য 👎


As Robi leads the way in building a digital nation, Guardian proudly stands beside the true heroes of this journey. From...
24/07/2025

As Robi leads the way in building a digital nation, Guardian proudly stands beside the true heroes of this journey. From scaling tall towers to ensuring seamless connectivity nationwide, the tireless change makers at Robi deserve to be safeguarded, and Guardian has their back. Supporting the game-changers is what we do best. Robi and Guardian Life—together, towards a safer future.

গার্ডিয়ান -এর সুরক্ষার ছায়ায় নিশ্চিন্ত থাকুক আপনার আগামীর দিনগুলো।
23/07/2025

গার্ডিয়ান -এর সুরক্ষার ছায়ায় নিশ্চিন্ত থাকুক আপনার আগামীর দিনগুলো।



দাবি নিষ্পত্তিতে নির্ভরযোগ্য অবস্থানে গার্ডিয়ান লাইফMD EBRAHIM  Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫   ১৫১ দাবি নিষ্পত্ত...
22/07/2025

দাবি নিষ্পত্তিতে নির্ভরযোগ্য অবস্থানে গার্ডিয়ান লাইফ

MD EBRAHIM
Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ১৫১

দাবি নিষ্পত্তিতে নির্ভরযোগ্য অবস্থানে গার্ডিয়ান লাইফ

খবর বিজ্ঞপ্তিঃ ২০২৫ সালের প্রথম কোয়ার্টারে ১২৯ কোটি টাকার দাবি নিষ্পত্তি করেছে প্রতিষ্ঠানটি, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪% বেশি

দাবি নিষ্পত্তির ক্ষেত্রে এ বছরের প্রথম কোয়ার্টারে আগের বছরের তুলনায় ৩৪% প্রবৃদ্ধি অর্জন করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এ কোয়ার্টারে প্রতিষ্ঠানটি প্রায় ১২৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে, যা ২০২৪ সালের প্রথম কোয়ার্টারে নিষ্পত্তি করা ৯৬ কোটি টাকার তুলনায় বেশি। প্রতিষ্ঠানের দৃঢ় প্রতিশ্রুতি ও পরিচালনগত দক্ষতার ফলেই উল্লেখযোগ্য এ অগ্রগতি সম্ভব হয়েছে বলে জানিয়েছে গার্ডিয়ান।

২০২৫ সালের প্রথম প্রান্তিকে গার্ডিয়ান মৃত্যুজনিত দাবি বাবদ ৭৭ কোটি টাকা, স্বাস্থ্যসেবাজনিত দাবি বাবদ ৩৯ কোটি টাকা এবং মেয়াদপূর্তি ও অন্যান্য দাবি নিষ্পত্তিতে ১৩ কোটি টাকা পরিশোধ করেছে। অন্যদিকে, ২০২৪ সালের একই সময়ে প্রতিষ্ঠানটি মৃত্যুজনিত দাবি বাবদ ৬০ কোটি টাকা, স্বাস্থ্যসেবাজনিত দাবি বাবদ ২২ কোটি টাকা এবং মেয়াদপূর্তি ও অন্যান্য দাবি বাবদ ১৪ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছিল।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে গার্ডিয়ান এর দাবি নিষ্পত্তির হার ছিল ৯৭.৬৯%, যা প্রতিষ্ঠানটিকে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ইন্স্যুরেন্স সেবাদাতা প্রতিষ্ঠানে পরিণত করেছে।

বীমাদাবি নিষ্পত্তিতে অগ্রগতি নিয়ে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী শেখ রাকিবুল করিম, এফসিএ বলেন, -গ্রাহকদের অভিজ্ঞতা সমৃদ্ধ করাকে এবং তাদের সন্তুষ্টি অর্জনকে আমরা অগ্রাধিকার দিয়ে বিবেচনা করি। বর্তমানে, আমরা ৯৫% দাবি তিন কার্যদিবসের মধ্যেই নিষ্পত্তি করি। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে, একদিনের মধ্যে দাবি নিষ্পত্তি করা। আমাদের সেবার মানোন্নয়নে আমরা এ প্রতিশ্রুতি নিয়ে কাজ করছি।

বর্তমানে, ১ কোটি ২৬ লাখেরও বেশি মানুষ গার্ডিয়ান এর কাভারেজের আওতায় রয়েছেন। পাশাপাশি, প্রতিষ্ঠানটি ৪৫০টিরও বেশি দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের (কর্পোরেট, এম্বাসি, এনজিওসহ অন্যান্য) কর্মীদের জন্য ইন্স্যুরেন্স সুবিধা নিশ্চিত করছে। এছাড়াও, দেশজুড়ে বিস্তৃত গার্ডিয়ানের স্বাস্থ্যসেবা নেটওয়ার

Address

Chandgaon
4100

Alerts

Be the first to know and let us send you an email when Guardian Life Insurance Ltd, Ctg. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Guardian Life Insurance Ltd, Ctg.:

Share