Guardian Life Insurance Ltd, Ctg.

Guardian Life Insurance Ltd, Ctg. I AM INSURANCE MAN
AT GUARDIAN LIFE INSURANCE LTD. Smart Team Bangladesh

ইন্স্যুরেন্সের সবচেয়ে সহজ ও স্মার্ট সমাধান এখন আপনার ফোনেই। এসে গেছে, Redesigned Guardian Life App! এখন পলিসি ডকুমেন্ট অ...
26/09/2025

ইন্স্যুরেন্সের সবচেয়ে সহজ ও স্মার্ট সমাধান এখন আপনার ফোনেই। এসে গেছে, Redesigned Guardian Life App! এখন পলিসি ডকুমেন্ট অ্যাক্সেস, ক্লেইম প্রসেসিং, কুইক বাই এবং ইজি পেমেন্ট - সহ আরো অনেক সুবিধা পাবেন এক অ্যাপেই।
তাহলে আর দেরি কেন? আজই ডাউনলোড করুন Guardian Life অ্যাপ।




25/09/2025

প্রকৃতি ও সভ্যতার যত সূত্র, কান পেতে শুনে চলি আমরাও। আর, জীবনের পাশ ধরে হেঁটে হেঁটে শুনিয়ে যাই জীবনের ডাক, বুনে যাই সুরক্ষিত জীবনের ছোট-বড় গল্প। এক যুগের যাত্রা পূরণ করে আমরা জানি, আমাদের কাজটা আরো আরো অনেক ১২ বছরের। এ-যাত্রার অংশ হয়ে এবং সামনে-সাথে থাকা প্রত্যেককে আজ গার্ডিয়ান-এর পক্ষ থেকে জানাই ধন্যবাদ, অভিনন্দন আর অফুরান শুভেচ্ছা।

Honoring 100 years of courage, vision, and an enduring legacy that continues to inspire generations.
25/09/2025

Honoring 100 years of courage, vision, and an enduring legacy that continues to inspire generations.



আরও এক ধাপ এগিয়ে  অদম্য  গার্ডিয়ান01812100053
23/09/2025

আরও এক ধাপ এগিয়ে অদম্য গার্ডিয়ান
01812100053

টিক-টিক কাঁটার সাথের সংখ্যাগুলো, গুনে আর মনেও রাখে কোন্ মিশনে কে কতটা পথ এগুলো। একেক জীবনের গল্প লেখা চলতে থাকে, লক্ষ্যে...
23/09/2025

টিক-টিক কাঁটার সাথের সংখ্যাগুলো, গুনে আর মনেও রাখে কোন্ মিশনে কে কতটা পথ এগুলো। একেক জীবনের গল্প লেখা চলতে থাকে, লক্ষ্যে আর উপলক্ষ্যে ছোট-বড় অনেক রকম অর্জনে। জীবনের ডাক শুনিয়ে সেই জীবনের পাশে পাশে চলেছি এই আমরাও। বলছি আমাদেরও অতিক্রমের গল্প।


সেলস হচ্ছে খেলার মতো1. যেভাবে গেমে খেলার নিয়ম শিখে খেলতে হয়, ঠিক তেমনি সেলসেও কিছু নির্দিষ্ট নিয়ম আছে।2. নিয়ম না জানলে জ...
22/09/2025

সেলস হচ্ছে খেলার মতো
1. যেভাবে গেমে খেলার নিয়ম শিখে খেলতে হয়, ঠিক তেমনি সেলসেও কিছু নির্দিষ্ট নিয়ম আছে।
2. নিয়ম না জানলে জিতবেন না

👉সেলসের জন্য আত্মবিশ্বাস দরকার
1. নিজের কথায়, নিজের টোনে বিশ্বাস রাখতে হবে।
2. আপনার এনার্জি ও ভঙ্গিই কাস্টমারকে প্রভাবিত করবে।

👉 মানুষের মন জয় করা শিখুন
1. সেলস মানে শুধু প্রোডাক্ট বিক্রি নয়, বরং মানুষের সঙ্গে সম্পর্ক গড়া।
2. বন্ধুত্বপূর্ণ, হাসিখুশি ও কেয়ারিং আচরণ অনেক পার্থক্য তৈরি করে।

👉 সঠিক প্রসেস মেনে চলা জরুরি
1. লিস্ট তৈরি করা → ফোন করা → মিটিং সেট করা → সেল ক্লোজ করা।
2. শর্টকাট নেই, ধাপে ধাপে যেতে হয়।

👉 টাকার জন্য নয়, ভ্যালুর জন্য সেল করুন
1. যদি শুধু কমিশনের জন্য সেল করেন, তাহলে কাস্টমার বুঝে যাবে।
2. তাদের সমস্যার সমাধান দিন, তারা তখন সহজেই কিনবে।

👉 পজিটিভ এনার্জি দিন
1. ফোনে বা সামনে কথা বলার সময় সবসময় এনার্জি উঁচু রাখুন।
2. ডাউন বা গম্ভীর ভঙ্গি হলে মানুষ আগ্রহ হারায়।

👉 প্রত্যাখ্যানকে ভয় পাবেন না
1. সেলস মানে অনেক “না” শোনা।
2. যত বেশি “না” পাবেন, তত দ্রুত “হ্যাঁ” আসবে।

👉 সেলস প্র্যাকটিস করতে হয়
1. খেলার মতোই নিয়মিত অনুশীলন ছাড়া ভালো সেলসম্যান হওয়া যায় না।
2. প্রতিদিন নিজেকে ট্রেন করুন—টোন, কথা, প্রসেস।

👉 সংক্ষেপে:
সেলস মানে হলো গেম খেলার মতো এক ধরণের নিয়ম মেনে চলা। আত্মবিশ্বাস, এনার্জি, মানুষের সঙ্গে সম্পর্ক গড়া আর নিয়মিত প্র্যাকটিসই একজনকে সফল সেলসম্যান বানায়।
সোনালী জীবন সুখের জীবন 🥰🥰
মো: রবিন চৌধুরী
ব্রাঞ্চ ম্যানেজার
চট্টগ্রাম রিজনাল অফিস

গার্ডিয়ান 5 Stage Plan এর সাথে সেভিংসের পাশাপাশি জীবনের স্বপ্নগুলো পূরন হবে ধাপে ধাপে। এছাড়াও আপনার প্রয়োজন অনুসারে আমাদ...
20/09/2025

গার্ডিয়ান 5 Stage Plan এর সাথে সেভিংসের পাশাপাশি জীবনের স্বপ্নগুলো পূরন হবে ধাপে ধাপে। এছাড়াও আপনার প্রয়োজন অনুসারে আমাদের আছে গার্ডিয়ান 3 Stage এবং গার্ডিয়ান 4 Stage প্ল্যান। তাই ভবিষ্যতের আর্থিক সুরক্ষার ও স্বপ্নপূরণের এই যাত্রায় এখনই চলে আসুন Guardian Life Insurance Limited-এর সুরক্ষার ছায়ায়।


#01812100053

২০২৪ সালের দেড় লাখেরও বেশি মানুষের বীমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান নয় ব্রাক এপেক্সে ও  স্কয়ারের যৌথ মালিকানায় প...
20/09/2025

২০২৪ সালের দেড় লাখেরও বেশি মানুষের বীমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান নয় ব্রাক এপেক্সে ও স্কয়ারের যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত। বীমা শিল্পে এক নতুন ধারণা তৈরি কারী প্রতিষ্ঠান গার্ডিয়ান।

#01812100053

আজকের ছোট ছোট সঞ্চয়, আগামীর বড় নিরাপত্তা। বর্তমানের বিনিয়োগ ভবিষ্যতের আর্থিক সুরক্ষার স্মার্ট সিদ্ধান্ত। গার্ডিয়ান প্রবৃ...
18/09/2025

আজকের ছোট ছোট সঞ্চয়, আগামীর বড় নিরাপত্তা। বর্তমানের বিনিয়োগ ভবিষ্যতের আর্থিক সুরক্ষার স্মার্ট সিদ্ধান্ত। গার্ডিয়ান প্রবৃদ্ধির ইন্স্যুরেন্স প্ল্যান(Ordinary Endowment Insurance Plan - With Profit) নিশ্চিত করে আর্থিক নিরাপত্তা, আর গড়ে তোলে সমৃদ্ধি।
গার্ডিয়ান প্রবৃদ্ধি প্ল্যানটি সম্পর্কে জানতে ক্লিক করুন : https://saleslead.myguardianbd.com/lead-form?product_name=guardian-probriddhi


ইন্স্যুরেন্সের সবচেয়ে সহজ ও স্মার্ট সমাধান এখন আপনার ফোনেই। এসে গেছে, Redesigned Guardian Life App! এখন পলিসি ডকুমেন্ট অ...
15/09/2025

ইন্স্যুরেন্সের সবচেয়ে সহজ ও স্মার্ট সমাধান এখন আপনার ফোনেই। এসে গেছে, Redesigned Guardian Life App! এখন পলিসি ডকুমেন্ট অ্যাক্সেস, ক্লেইম প্রসেসিং, কুইক বাই এবং ইজি পেমেন্ট - সহ আরো অনেক সুবিধা পাবেন এক অ্যাপেই।

তাহলে আর দেরি কেন? আজই ডাউনলোড করুন Guardian Life অ্যাপ।

ভুল করতে ভয় পেয়ো না – সফল ব্যক্তিরা জানে যে ভুল করাই শেখার অন্যতম উপায়। ব্যর্থতা মানেই পরাজয় নয়, বরং এটি সঠিক পথে যাওয়ার...
14/09/2025

ভুল করতে ভয় পেয়ো না – সফল ব্যক্তিরা জানে যে ভুল করাই শেখার অন্যতম উপায়। ব্যর্থতা মানেই পরাজয় নয়, বরং এটি সঠিক পথে যাওয়ার জন্য একটি শিক্ষা।

মোঃ রবিন চৌধুরী
ব্রাঞ্চ ম্যানেজার
চট্টগ্রাম রিজিওনাল অফিস।

Address

Chandgaon
4100

Alerts

Be the first to know and let us send you an email when Guardian Life Insurance Ltd, Ctg. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Guardian Life Insurance Ltd, Ctg.:

Share