23/10/2025
#আগুন ধরেছে কারখানায়, হয়তো মালিকপক্ষের ইন্সুরেন্সে তার ক্ষতিপূরণ দিবে, প্রত্যেকটা শ্রমিকের #ক্ষতিপূরণ কে দিবে? এখানে শুধু আগুন ধরেনি এখানে জড়িত ছিল হাজারের পরিবারের স্বপ্ন। আজকে কে তাদের স্বপ্ন পূরণ করবে? যদিও মালিকের গার্মেন্টসের নামে ইন্সুরেন্স করা ছিল, কিন্তু তার প্রত্যেকটা শ্রমিকের জন্য কি ইন্সুরেন্স করা ছিল না। আমরা সচেতন না, তাই নিজের এবং পরিবারের কথা চিন্তা করে আজ এই ইন্সুরেন্স করেন, সচেতন থাকেন। নিজের স্বপ্নগুলো সেই ভাবেই পূরণ করেন যেভাবে আপনি চেয়েছেন।
Guardian life insurance Bangladesh
জীবনের পথচলায় এগিয়ে।