13/03/2025
আসসালামুয়ালাইকুম...
আজকে যেই ঘটনাটা ঘটল এটা আমার ফ্রেন্ড Mohi H. এর সাথে এবং আমি অন দা স্পট ছিলাম।
আমার ফ্রেন্ড ফাইনান্সিয়ালি ক্রাইসিস এর মধ্যে কয়েক মাস আগে ছোট একটা অফিস ফাইল এর ডেস্ক নিয়ে ছোট বিজনেস শুরু করে।
আজকে দুপুরে হঠাত আমাকে কল করে যে কোনরকম ওয়ার্নিং ছাড়া অর ফুড কার্ট ভাঙ্গা হইছে আমার সাথে একটু আয়। আমি, তুহিন আর আলফাজ ঘট্সনাস্থলে গিয়া দেখি কোন ফুড কার্ট ভাঙ্গা হয় নাই শুধু ওর টাই ভাঙ্গা হইছে ।এই কারনে ও একটু আপসেট হয়ে যায়। ম্যাজিস্ট্রেট এর সাথে কথা বলতে গিয়ে স্বাভাবিকভাবে ওর কথায় এটারই রিফ্লেকশন চলে আসে।
কিন্তু কিছু নিউজ দেখলাম যে পোলা নাকি ম্যাজিস্ট্রেটকে হুমকি দিছে এরকম টাইপ। আমার কথা হইল গিয়া পোলা এত বড়ো কিছু না যে ম্যাজিস্ট্রেটকে কিছু কইরা ফেলবে। আর ও একটা কথাও অযৌক্তিক বলে নাই। আপনার ফ্যামিলিকে আপনি সাপোর্ট দেন সামান্য একটা কার্ট দিয়া। আপনার সাথে ঘটলে আপনি স্বাভাবিকভাবেই উত্তেজিত হবেন।
আপনি চোর না, ডাকাত না, ছিনতাইকারী না আপনি কিছু একটা কইরা জাস্ট টিকে থাকতে চাইতেছেন। ওর বয়সী পোলাপান নেশা করে , ছিনতাই , চুরি ডাকাতি করে।
ধরে নিচ্ছি ওর ভুল ছিল। কিন্তু ও চুরি বাটপারি করে নাই যে ওকে মেরে গাড়িতে তোলা লাগবে। ইভেন এই রোজা রাখা অবস্থায় পেটে লাথি ,ঘুসি দেওয়া হয়। আর পাশে থাকা আরেক বন্ধু Safyaan Sharif Alfaj শুধু বলে যে "আমি ওর ফ্রেন্ড " এই কারনে ওকেও মারধর করে ওকেও নিয়ে যায়। এমনকি থানায় নিয়েও অদের মারধর করে।
আমার প্রশ্ন হোল সে শুধু চাইছে কথা বলতে, অর কথার মধ্যে ফাস্ট্রেশন থাকবে এটাই স্বাভাবিক । এই কারণেই অদের মারধর , রোজা রাখা অবস্থায় পেটে লাথি ঘুসি ওকে কতটুকু প্রফেসনাল আচরন???
আপনাদের সাথে যদি কথা বললেই দোষ হয়ে যায় তাহলে এটা কখনই গ্রহণযোগ্য না।
খুনি, ছিনতাইকারী দাগী দাগি আসামীরা বাইরে ঘুরতেছে আপনারা বাল ছিড়তে পারতেছেন না আপনারা স্ট্রাগল করা এক ছেলেরে ধইরা নিয়া মারধর করতেছেন। আপনার দেশে আপনি শিক্ষিত বেকারদের জব রিপ্লেসমেন্ট দিতে পারতেছেন না, আপনার দেশে জীবনের নিরাপত্তা নাই... ট্যালেন্ট সব এমনি এমনিই দেশ ছাড়ে??
আমি বলতে চাই বাকস্বাধীনতা আমার , আমার বন্ধু সবার অধিকার। আপনি আমাকে মারধর গ্রেফতার করতে এই কারনে পারবেন না যে শুধু আমার কথা আপনার ভাল্লাগে নাই। দেশ অর্থনৈতিক নিরাপত্তা দিতে পারলে পোলার ঠেকা পড়ে নাই যে রাস্তায় ফুড কোর্ট নিয়া বসবে।
আমার বন্ধুদের এখনো কোন অভিযোগ দায়ের করা ছাড়া এখনো থানায় আটকে রাখা হইছে। ওদের দ্রুততম সময়ে মুক্তি চাই এবং
ওদেরকে অন্যায়ভাবে মারধরের জবাব চাই।।
আর ভিউ ব্যাবসায়ী মেরুদন্ডহীন সাংবাদিক ভাইয়েরা সাবধান হয়ে যান। স্পটে কি ঘটছে আমরা ভালোমত জানি......
সোর্স- সংগৃহীত ফ্রম ফ্রন্ড সার্কেল