27/09/2023
#কৃপণের ধন
বনি ইসরাঈল গোত্রে বাস করতো তিন ব্যক্তি। একজন কুষ্ঠরোগী, একজন টাকু আর অন্যজন অন্ধ। তাঁদের পরীক্ষা করার জন্য আল্লাহ এক ফেরেশ্তা পাঠালেন। মানুষের বেশে ফেরেশতা গেল কুষ্ঠরোগীর কাছে। বলল, ‘তুমি আল্লাহ কাছে কি চাও?’ সে বলল, ‘আমি এই কুৎসিত রোগ থেকে মুক্তি চাই। ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দোয়া করলো। সঙ্গে সঙ্গে সে ভালো হয়ে গেল। ফেরেশতা বলল, ‘তুমি কি কোন সম্পদ চাও” সে খুশি হয়ে বলল, ‘হ্যাঁ, আমি উট পেলে খুশি হই।’ ফেরেশতা তাঁকে একটি গর্ভবতী উট দিল। এরপর আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া করে বিদায় নিল।
ফেরেশতা টাকমাথা লোকটির কাছে গিয়ে বলল, ‘তুমি আল্লাহর কাছে কি চাও?’ লোকটি বলল, ‘টাকের কারণে মানুষ আমাকে অপছন্দ করে। আমি এর নিরাময় চাই।’ ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিতেই নতুন চুলে তার মাথা ভরে গেল। ফেরেশতা বলল, ‘তুমি কি কোন সম্পদ চাও?’ সে বলল, আমি গরু পেলে খুশি হই।’
ফেরেশতা তাঁকে একটি গর্ভবতী গাভী দিল আর আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া করে বিদায় নিল। এবার ফেরেশতা গেল অন্ধ লোকটির কাছে। বলল, ‘তুমি আল্লাহর কাছে কি চাও?’ লোকটি বলল, ‘অন্ধ বলে আমি আল্লাহর দুনিয়া দেখতে পারি না। আমি চাই চোখের আলো, যেন আল্লাহর সৃষ্টিয়ামি প্রাণভরে দেখতে পারি।’ ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলে তার চোখ ভালো হয়ে গেল। ফেরেশতা বলল, ‘তুমি কি কোন সম্পদ চাও?’ সে বলল, ‘হ্যা,আমি একটি ছাগল পেলে খুশি হই।’
ফেরেশতা তাঁকে একটি গাভীন ছাগল দিল। এরপর আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া করে বিদায় নিল। ফেরেশতার দোয়া কবুল করলেন আল্লাহ। তাঁদের দিলেন অনেক উট, গরু ও ছাগল। অল্পদিনেই তাঁরা ধনী হয়ে গেল। মানুষ তাঁদের এই অভাবিত উন্নতি দেখে হতবাক। কিছুদিন পর সেই ফেরেশতা আবার তাঁদের কাছে এলো। এলো অন্য মানুষের বেশে। প্রথমে গেল কুষ্ঠরোগীর কাছে। বলল, ‘আমি এক মুসাফির। পথ খরচ ফুরিয়ে যাওয়ায় আমি এখন নিঃস্ব। আমার বাহন উটটি মরে গেছে। আল্লাহ আপনাকে দিয়েছেন চমৎকার চেহারা, অঢেল সম্পদ। যে আল্লাহ আপনাকে এতকিছু দিয়েছেন তার নামে আপনার কাছে একটি উট চাই।’
লোকটি বলল, ‘হতভাগা কোথাকার! দূর হ এখান থেকে। সারাজীবন খেটে আমি তোর জন্য সম্পদ গড়েছি নাকি?’
ফেরেশতা বলল, ‘সম্পদের মালিক আল্লাহ। সম্পদ নিয়ে বড়াই করবেন না। আল্লাহ যা দিয়েছেন তা থেকে আল্লাহর বান্দার জন্য ব্যয় করুন।’
লোকটি এবার রেগে দিয়ে বলল, ‘কি, আমাকে উপদেশ দেয়া হচ্ছে? যা যা, কিছুই পাবি না। ভাগ এখান থেকে।’
ফেরেশতা বলল, ‘আপনাকে মনে হয় আমি চিনতে পেরেছি। আপনার খুব খারাপ কুষ্টরোগ ছিল। আপনি ছিলেম গরীব। পরে আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। আপনাকে দান করেন অঢেল সম্পদ।’
‘মিথ্যে কথা! লোকটি চেঁচিয়ে বলল, ‘এসব কাহিনী বানিয়ে তুমি আমার কাছ থেকে কিছুই আদায় করতে পারবে না।’
ফেরেশতা বলল, ‘আমি মোটেও মিথ্যা বলিনি। মিথ্যা বলছেন আপনি। আল্লাহ মিথ্যাবাদীকে ভালোবাসেন না। আপনি তওবা করুন, নইলে আপনার ভাগ্য আবার আগের মত হয়ে যাবে।’
লোকটি ফেরেশতার কথায় কান না দিয়ে তাঁকে তাড়িয়ে দিল। পরদিন ঘুম থেকে জেগে দেখতে পেলো,তার শরীর জুড়ে আবার কুষ্ঠরোগ থকথক করছে। সে শুয়ে আছে এক কুঁড়েঘরে। আর তার যে এত উট ছিল সেগুলোর কোন হদিস নেই।
ফেরেশতা এবার গেল টাকমাথা লোকটির কাছে। তাকেও বলল, ‘আমি এক মুসাফির। আমাকে আল্লাহরওয়াস্তে একটি গরু দান করুন।’ কিন্তু কুষ্ঠরোগীর মত সেও তাঁকে তাড়িয়ে দিল। বলল, ‘আমার মাত্র অল্প কয়টা গরু, তোমাকে কোথা থেকে গরু দান করবো?’
ফেরেশতা বলল, আল্লাহর নাশোকর বান্দা হবেন না। তাহলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন।’
‘না, হবে না। আমি এখানে দানছত্র খুলে বসেনি। কি আবদার! অন্তত একটা গরু দান করুন!’
ফেরেশতা বলল, ‘আপনাকে বোধহয় আমি চিনেছি। আপনার বিশাল টাক ছিল। লোকে সে জন্য আপনাকে ঘৃণা করতো। পরে আল্লাহ আপনাকে সুস্থ করে দেন এবং আপনাকে একটা গরু থেকে অনেক দান করেন।’
লোকটি বলল, ‘কি যা তা বলছো। যাও এখান থেকে।’
ফেরেশতা বলল, ‘যাচ্ছি, তবে মনে রাখবেন, যিনি সম্পদ দিতে পারেন তিনি সম্পদ নিতেও পারেন। আপনি মিথ্যা বললে আবার আগের মত হয়ে যাবেন।’ ফেরেশতা চলে গেল। দেখতে দেখতে লোকটি আবার আগের মত টাক মাথা ও গরীব হয়ে গেল।
এবার ফেরতেশতা গেল অন্ধ লোকটির কাছে। বলল, ‘আমি মুসাফির। আমাকে একটা ছাগল দিয়ে সাহায্য করুন।’
লোকটি বলল, ‘আমি ছিলাম অন্ধ ও গরীব। আল্লাহ আমাকে ভালো করে দিয়েছেন। ধন-সম্পদ দিয়েছেন। আমার যত সম্পদ সব আল্লাহরই দান। আপনার যে কয়টি বকরী দরকার ইচ্ছামত নিয়ে যান।’
ফেরেশতা বলল, ‘না, এসব আপনারই থাকবে। আল্লাহ আপনাদের তিনজনকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছেন। দু’জন পরীক্ষায় পাস করেনি। তাঁরা অহংকারী হয়ে উঠেছিল। তাঁদের ওপর আল্লাহর গজব নাজিল হয়েছে। আপনি পাস করেছেন। আল্লাহ আপনার সম্পদ আরো বাড়িয়ে দিবেন।
#গল্প থেকে শিক্ষা : এ গল্প থেকে আমার শিখেছি, কৃপণতা মহাপাপ। অহংকার করা ঠিক নয়। যারা আল্লাহর শোকর আদায় করে না তাঁদের ওপর গজব নাজিল হয়। মানুষের বিপদে সাহায্য করলে আল্লাহ খুশি হন এবং তার সম্পদ বাড়িয়ে দেন।