নির্ঝরিণী

নির্ঝরিণী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নির্ঝরিণী, Publisher, Chandgaon.

জীবনটা আসলে খারাপ ছিলো না!''''আইয়ুব বাচ্চু মারা গেছেন। বেজবাবা অসুস্থ। জেমসের বয়সও তো কম হয়নি। মাইকেল জ্যাকসান মারা গেছে...
05/06/2023

জীবনটা আসলে খারাপ ছিলো না!''''

আইয়ুব বাচ্চু মারা গেছেন। বেজবাবা অসুস্থ। জেমসের বয়সও তো কম হয়নি। মাইকেল জ্যাকসান মারা গেছেন বহু দিন। নতুন ফানি ভিডিও বানাবে না আর মিস্টার বিন। সালমান শাহ আর কখনো বাংলা সিনেমায় আসবে না। রাজ্জাক, রাজিব, হুমায়ূন ফরিদী আহ কি অসাধারণ ছিল তাদের অভিনয়। টেলিসামাদ, দিলদার তো অনেক আগেই চলে গেছেন। হিথ লেজারকে আর কোনোদিন জোকার চরিত্রে দেখা যাবে না। শাহরুখ, সালমান, আমির বুড়ো হয়ে যাচ্ছে। শৈশবের হিরোদের এখন ফানি লাগে। অসুস্থ কন্টেন্টে ভরপুর ফেসবুক আর চালাতে ভালো লাগে না। ভাই বোন যার যার মত থাকে। একসাথে হাসি আনন্দ অথবা মারামারি, কোনোটাই হয় না।
আক্ষরিক অর্থেই আমরা এই পৃথিবীর সবচাইতে ভাগ্যবান জেনারেশন। নব্বইয়ের মাঝামাঝি থেকে দুই হাজার পাঁচ- ছয় সাল অব্দি আমরা যারা শৈশব কাটিয়েছি এই বাংলাদেশে তারা কি পাইনি! তিন গোয়েন্দা আর ‘দীপু নাম্বার টু’ পড়া দিয়ে শুরু। কিশোর মুসা রবিন আর জীনার সাথে আমাদের কী ভীষণ বন্ধুত্ব! তারপর একটু বড় হতেই মাসুদ রানার রোমাঞ্চকর জগতে প্রবেশ। সাথে এক হাতে বাংলা সাহিত্য এবং নাট্যজগত অন্যরকম ভালোলাগায় গড়ে দেয়া সেই মানুষটা। হিমু, মিসির আলী, শুভ্র, জহির, মুহিব, অপলা, জরী, তিলু, নীলু থেকে শুরু করে বাকের ভাই, মজিদ, টুনি, তিতলী- কঙ্কা, চৌধুরি খালেকুজ্জামান, চ্যালেঞ্জার, ফারুক, ডাক্তার এজাজ, রিয়াজ, স্বাধীন খসরু, সূবর্ণা মুস্তফা, হুমায়ূন ফরিদী, শাওন। আমরা সবকিছু পড়েছি, দেখেছি, হেসেছি, কেদেছি, ভালোবেসেছি। রোনালদো, রোনালদিনহো, বাতিস্তুতা, জিদানের শেষটা দেখতে না দেখতেই প্রবেশ করেছি মেসি- রোনালদো আর নেইমারের অতিমানবীয় জগতে। বছরের পর বছর ধরে কি দূর্দান্ত প্রতিযোগিতা, হাজার অর্জন, সবকিছু ছাড়িয়ে যাওয়া ম্যাজিক আর মুগ্ধতা। রাতদিন কত আলোচনা সমালোচনা ঝগড়া আর তর্ক।
আমরা কিন্তু ব্রাজিল, আর্জেন্টিনা, ইন্ডিয়া আর পাকিস্তানকেই সমর্থন করতাম। আমাদের সময় রিয়াল আর বার্সেলোনা ছিলো আবাহনী আর মোহামেডান।
আমরাই বোধহয় শেষ জেনারেশন যারা সবাই মিলে ফুটবল খেলতাম, ২২ টাকা দামের বল কিনতে আমরাই সবার কাছে চাঁদা তুলতাম। একটা ব্যাট কিনতে আমাদের অনেক কষ্ট হতো। আমরা মাঠে ৩০/৩৫ জন থাকতাম কিন্তু খেলার সুযোগ সবাই পেতাম না। কোনো দুঃখ নেই আজ যারা খেলতে পারি নাই কালকে তারা আগে ব্যাটিং পাবে ....
অতিমানবীয় শচীন টেন্ডুলকারের শ্রেষ্ঠ সময় দেখেছি, শেষটা দেখেছি। অস্ট্রেলিয়ার অপ্রতিরোধ্য টিমের খেলা দেখেছি। লারা, ম্যাকগ্রা, মুরালীকে দেখেছি, দেখেছি চামিন্দা ভাস, সানাৎ জয়সুরিয়া, হেইডেন, গিলেস্পির খেলা। আমাদের সময়ই কিন্তু প্রথম ৩৭ বলে সেঞ্চুরি হয়েছিল। ওয়াসিম আকরাম, সৌরব, দ্রাবিড়, শেন ওয়ার্ন আর আসবে না। মনে আছে লাসিথ মালিঙ্গার প্রথম ম্যাচ। তারপর প্রবেশ করেছি বিরাট কোহলির পারফেকশনের জগতে। প্রবেশ করেছি সাকিব-তামিম-মাশরাফির যুগে। একটা নড়বড়ে দলকে চোখের সামনে মাথা উচু করে দাঁড়াতে দেখছি। আমি নিশ্চিতকরে বলতে পারি কোনো একদিন বাংলাদেশ বিশ্বকাপ জিতে নিলেও আজকের এই জয়ের তীব্র আবেগটা থাকবে না। মেহরাব হুসেইন অপি, বুলবুল আর নান্নুরাই ছিল আমাদের হিরো । আমাদের সময়েই তো শুরুটা হচ্ছে। জেমস, আইয়ুব বাচ্চু, বেজবাবা, আর্টসেল, শিরোনামহীন, মাইলসের সবচাইতে সুন্দর সময়ের সাক্ষী আমরা।
আসিফের ও প্রিয়া গানটির কথা কার কার মনে আছে !!! জেমসের রাতের তারা তুই কি আমায়...বাবা কতদিন কতদিন দেখিনি তুমায়.... তুমি মিশ্রিত লগ্ন মাধুরী ....., কিংবা আইয়ুব বাচ্চুর আমি কষ্ট পেতে ভালোবাসি একের পর এক দূর্দান্ত গানে ভেসে যাওয়া জেনারেশন আমরা। হাসান, বিপ্লব কিংবা পান্থ কানাই আমাদের প্রিয় গায়ক ছিলেন। মনে আছে সঞ্জীব দার কথা? আমি তোমাকেই বলে দেব, কি যে একা দীর্ঘ রাত... আমরাই একমাত্র যারা বখে যাওয়া শৈশবে না, যৌবনের শেষের ক্লান্তিতেও না, খুব বেশি সহজলভ্য ইন্টারনেট যুগে প্রবেশ করেছি তারুণ্যে উজ্জ্বল সময়ে।
গুগল, ইউটিউব, ফেসবুক, ইন্সটাগ্রাম সবকিছু পেয়েছি। স্মার্টফোনে অসাধারণ সব ফিচার পেয়েছি। শাহরুখ – সালমান- আমিরের সময়ের মানুষ আমরা। সিনেমা দেখার ঠিকঠাক বয়সে আমরা হাতের কাছে পাচ্ছি দুনিয়ার সমস্ত সিনেমা কয়েক মিনিটে ডাউনলোড করে দেখার সুযোগ। আইএমডিবি রেটিং খুজে ফরেস্ট গাম্প, বিউটিফুল মাইন্ড, শশাঙ্ক রিডেম্পশান, ইন্টারস্টেলার দেখে মুগ্ধ হওয়ার সৌভাগ্য। আমাদের সময়ে সিনেমা বানাচ্ছে ক্রিস্টোফার নোলান নামের একজন মানুষ। আমরা সিনেমা শেষ করে তব্দা খেয়ে বসে থাকছি। শৈশবের সব সুপার হিরো নিয়ে পর্দায় এসেছে জাস্টিস লীগ আর এভেঞ্জার্স ইনফিনিটি ওয়্যার।
আমরা কি ভীষণ ভাগ্যবান একটা জেনারেশন। আমাদের গর্ব করার কত কিছু আছে। নস্টালজিক হওয়ার কত স্মৃতি আছে। আবেগে ভেসে যাওয়া কত মুহূর্ত আছে। মুগ্ধতায় ডুবে যাওয়া কত সৃষ্টি আছে। মায়ের হাতের সুস্বাদু খাবার খাওয়া শেষ জেনারেশন বোধহয় আমরা। বাবাকে জমের মত ভয় পাওয়া শেষ জেনারেশনও সম্ভবত আমরাই। নাম না জানা অসংখ্য সুস্বাদু পিঠেপুলি আর কয়টা শীতের সকালে খাওয়া হবে কে জানে!
টিভিতে আলিফ লাইলা, সিন্দাবাদ, রবিনহুড, গডজিলা শুরুর মিউজিক বাজলে আমাদের বুকের রক্ত যেভাবে ছলকে উঠতো সেই তীব্র আনন্দ আজকের নারুটো আর ড্রাগন বল জি দেখা বাচ্চারা কোনোদিনও বুঝবে না। শুক্রবার নামের আবেগটা শেষ আমরাই বোধহয় অনুভব করেছি।
আমরা যেমন ভাগ্যবান ঠিক, সাথে সাথে আমাদের দূর্ভাগ্যও কি কম? ভাবতে গেলে আর ভাবনা চালিয়ে যাওয়া যায় না। তিন গোয়েন্দা তো শেষ হয়েই গেছে, মাসুদ রানা এখন কে লিখে তার ঠিক নেই। সেই স্বাদ পাওয়া যায় না। হুমায়ূন আহমেদ চলে গেছেন। সব বই পড়া শেষ, সব নাটক দেখা শেষ। ভাবতে গেলে কেমন লাগে! প্রথম আলোর সাথে সোমবারে আলপিন দেয় না। বৃষ্টি হলে কাগজের নৌকা ভাসাই না বহুকাল। সুনীল, শীর্ষেন্দু, সমরেশ মজুমদারকে আমরাই ভালো চিনতাম।
আর অল্প কয়টা বছর। তারপর কোনোদিন ফুটবল মাঠে পায়ের ছোঁয়া পড়বে না মেসি-রোনালদোর। এই দুই অতিমানবের পায়ে সৃষ্টি হবেনা কোনো জাদুকরী মুহুর্ত। আর একটা বিশ্বকাপ। তারপর সাকিব, তামিম, মাশরাফিও কি বাংলাদেশের হয়ে মাঠে নামবে? ভাঙা পা নিয়ে দৌড়াতে গিয়ে কেউ আর পড়ে যাবে না, ভাঙা আঙুল নিয়ে কেউ দশ ওভার বল করবে না, হাতে ব্যান্ডেজ বেঁধে কেউ ব্যাটিংয়ে নেমে যাবে না। লিখতে গিয়ে এই মুহুর্তে আমার চোখে পানি চলে আসছে। পারফেক্ট মুশফিকের সাথে বিপদের বন্ধু মাহমুদুল্লাহ। এই পাঁচজন ছাড়া বাংলাদেশ মাঠে নেমেছে সেটা আমরা কিভাবে সহ্য করবো? কিভাবে!!!!
আর কয়েক বছর পর মানুষ অনেক আধুনিক হবে। আধুনিক সমাজ প্রেমের ব্যাপারে অনেক উদার হবে। আমরাই শেষ জেনারেশন যাদের প্রেমিকার বিয়ে হয়ে গেছে অন্য কোনো প্রতিষ্ঠিত ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিসিএস ক্যাডারের সাথে। একটা মানুষকে ভালোবেসেও শুধুমাত্র সমাজের কারণে একসাথে জীবন কাটানো হয়নি আমাদের।
আমরা একদিন হাজার হাজার স্মৃতি নিয়ে বুড়ো হয়ে যাবো। ভালো লাগা আর খারাপ লাগা দুই ধরনের স্মৃতির ওজনে ভারী হয়ে থাকবে আমাদের বয়সের বোঝা। কোনো এক ক্লান্ত সন্ধ্যার আলো আঁধারীতে বেলকনির বেতের চেয়ারে বসে আমরা দীর্ঘশ্বাস ফেলে ভাববো, ‘জীবনটা আসলে খারাপ ছিলো না!’

#নীলাভ

[ সংগৃহীত ]

হুম মরে গেছে সে, যে আমার ছিলো, বেঁচে আছে যে সে এমন কেন হলো?,,,///
08/09/2020

হুম মরে গেছে সে, যে আমার ছিলো, বেঁচে আছে যে সে এমন কেন হলো?,,,///

ক্ষমাহীন ভালোবাসা শুধুই কাঁদে----------------------------------------------কনীনিকা--তোমারও কি অশ্রু ঝরে, গাল বেয়ে নিশুতি...
27/05/2019

ক্ষমাহীন ভালোবাসা শুধুই কাঁদে
----------------------------------------------
কনীনিকা--
তোমারও কি অশ্রু ঝরে, গাল বেয়ে
নিশুতি রাতের মতো--
ক্ষয়ে যাওয়া-- চাঁদ পানে চেয়ে ?

আমার ভালোবাসা কাঁদে লজ্জায়--
নিশুতি রাতের নির্লজ্জ নিঃস্তব্ধতায়।

আমার ক্ষয়ে, এতো কাঁদতে পারো--
আর-- একটু ক্ষমা করতে পারো না,,,///

#নীলাভ

ইচ্ছেগুলো সব অনিচ্ছার শিকলে বাঁধা হয়ে আছে,,,/// #ইচ্ছে_থাকলে_উপায়_হয়না #নীলাভ
22/04/2019

ইচ্ছেগুলো সব অনিচ্ছার শিকলে বাঁধা হয়ে আছে,,,///
#ইচ্ছে_থাকলে_উপায়_হয়না

#নীলাভ

31/01/2019

প্রতিটি বিরহ শব্দ ভালোলাগার অধ্যায়ে বদ্ধ হয়েছে,,,///

দিগন্তের সীমানা ছাড়িয়ে,,,///
14/12/2018

দিগন্তের সীমানা ছাড়িয়ে,,,///

জানিস ? তোকে খেতে আমার বেশ লাগে। মিঠে লাগে। টক টক লাগে। ঝাল ঝাল লাগে। যদিও তোকে খায়নি আগে, তবুও জানি,তোর ঠোঁটে, কেমন এক...
28/07/2018

জানিস ?
তোকে খেতে আমার বেশ লাগে।
মিঠে লাগে। টক টক লাগে। ঝাল ঝাল লাগে।
যদিও তোকে খায়নি আগে,
তবুও জানি,
তোর ঠোঁটে, কেমন একটা রঙ আছে।
বুকে, কেমন যেন দারুচিনি এক গন্ধ আছে।
চোখে, কেমন যেন রসালো এক ভাব আছে।
একশো ভাগ নিশ্চিৎ আমি
খেতে তোকে ভালোই লাগবে।
-
তবে দিব্যি দিয়ে বলছি তোকে,
খেতে চাইলেও, একটুও খাবো না তোকে।
তোকে কেবল দেখবো।
হ্যাংলার মতো দেখবো। ক্যাবলার মতো দেখবো।
ভ্যাবলার মতো দেখবো।
তোকে দেখবো, আর খিদে বাড়াবো।
খিদে বাড়াবো, আর বুকে যন্ত্রণা পাবো,,,///

#নীলাভ চৌধুরী

আমার তুই কাব্য হবি?-----------------------------------------------------আমার তুই কাব্য হবি ?হৃদয় ছেঁড়া শব্দে তুই সাদা পা...
25/02/2018

আমার তুই কাব্য হবি?
-----------------------------------------------------

আমার তুই কাব্য হবি ?
হৃদয় ছেঁড়া শব্দে তুই
সাদা পাতা ভাসিয়ে দিবি।
রোদ ঝলমল হাসিতে তুই
শূণ্য পাতা ভরে দিবি।
বল, তুই আমার
স্বপ্ন আঁকার রঙ হবি !
-
আমার তুই কাব্য হবি ?
কষ্ট বুকে স্রষ্টা হবি
নষ্ট চোখে স্বপ্ন হবি।
কথা হবি। গাথা হবি।
ছন্দ হবি। তাল হবি।
বল, তুই আমার
অনেক অনেক ব্যথা হবি।
-
আমার তুই কাব্য হবি ?
কাঁকন ধ্বনির সুর হবি।
হলুদ নাভির লয় হবি।
ঝর্ণা দেশের আবেগ হবি।
আলতা পায়ের ছন্দ হবি।
বল, তুই আমার
কষ্ট বুকের সৃষ্টি হবি !
-
আমার তুই কাব্য হবি ?
কৃষ্ণ চূড়ার রঙ হবি।
বসন্ত দিনে কোকিল হবি।
দূর্বা ঘাসে শিশির হবি।
ভেজা মেঘে রঙ হবি।
বল, তুই আমার
বিনিদ্র রাতে অশ্রু হবি !
-
আমার তুই কাব্য হবি ?
রাঙা ঠোঁটে মৃত্যু হবি।
টোল গালে আগুন হবি।
উঁচু বুকে পাহাড় হবি।
হরিণ চোখে মায়া হবি।
বল, তুই আমার
মৃত্যু দেশের স্বপ্ন হবি !
-
বল না। একবার বল
আমার তুই কাব্য হবি?

#নীলাভ

ছুঁয়ে ছুঁয়ে বদলে দাও আমাকে-----★----------★-----------★------এমনিতে বদলাতে পারবো না ছুঁয়ে ছুঁয়ে বদলে দাও আমাকে। যেমন করে...
24/11/2017

ছুঁয়ে ছুঁয়ে বদলে দাও আমাকে
-----★----------★-----------★------

এমনিতে বদলাতে পারবো না
ছুঁয়ে ছুঁয়ে বদলে দাও আমাকে।
যেমন করে
শিশির বদলে দেয় শুখনো ধরিত্রীকে।
যেমন করে তরঙ্গ বদলে দেয়
ক্রুদ্ধ বালুচরের প্রতিহিংসাকে।
-
এমনিতে বদলাতে পারবো না
ছুঁয়ে ছুঁয়ে বদলে দাও আমাকে।
আলতো করে ছুঁয়ে ছুঁয়ে
আপাদমস্তক বদলে দাও আমাকে।
-
রাঙা ঠোঁটের স্পর্শে বদলে দাও
আমার লোভাতুর হৃদয়কে।
বুকের পাহাড় স্পর্শে বদলে দাও
আমার কামাতুর পৌরুষত্বকে।
চোখের জ্যোৎস্নায় বদলে দাও
আমার আত্মার সব আঁধারকে।
-
এমনিতে বদলাতে পারবো না
ছুঁয়ে ছুঁয়ে বদলে দাও আমাকে।
ছেনির স্পর্শে
ভাস্কর যেমন বদলে দেয় এক খন্ড পাথরকে।
তুলির স্পর্শে
শিল্পী যেমন বদলে দেয় এক খন্ড ক্যানভাসকে।
রঙের স্পর্শে
রামধনু যেমন বদলে দেয় মেঘলা আকাশকে।
-
বড় পাপী আর নিষ্ঠুর আমি।
এমনিতে বদলাতে পারবো না-
ছুঁয়ে ছুঁয়ে বদলে দাও আমাকে।
তোমার নরম নরম বুকের স্পর্শে
বদলে দাও আমার একাকী জীবনকে।
তোমার ভেজা ভেজা ঠোঁটের স্পর্শে
বদলে দাও আমার জীবন যন্ত্রণাকে।
-
বদলে দাও গো সখী,
বদলে দাও এই অসহায় বালককে।
স্রষ্টা হিসেবে পূজা করবো তোমায়
বদলে দাও এই ঘৃণ্য নরপশুকে।
ঈশ্বর হিসেবে অঞ্জলি দেবো চরণে
বদলে দাও এই পাপী নিষ্ঠুরকে।
-
এমনিতে বদলাতে পারবো না
ছুঁয়ে ছুঁয়ে বদলে দাও আমাকে।
তোমার নারী স্তনের অমৃত দিয়ে
বদলে দাও মুমূর্ষু এই অধমকে।
-
বদলে দাও গো কনীনিকা
ভালোবেসে
বদলে দাও আমাকে,,,///

#নীলাভ

নিখুঁত স্ট্র্যাটেজী-----------------------পতন দিয়েই আমি পতন ফেরাবো বলেমনে পড়ে একদিন জীবনের সবুজ সকালেনদীর উলটো জলে সাঁ...
24/10/2017

নিখুঁত স্ট্র্যাটেজী
-----------------------

পতন দিয়েই আমি পতন ফেরাবো বলে
মনে পড়ে একদিন জীবনের সবুজ সকালে
নদীর উলটো জলে সাঁতার দিয়েছিলাম।
পতন দিয়েই আমি পতন ফেরাবো বলে
একদিন যৌবনের শৈশবেই
যৌবনকে বাজি ধরে
জীবনের অসাধারণ স্কেচ এঁকেছিলাম।
শরীরের শিরা ও ধমনী থেকে লোহিত কণিকা দিয়ে আঁকা
মারাত্মক উজ্জ্বল রঙের সেই স্কেচে
এখনো আমার দেখো কী নিখুঁত নিটোল স্ট্র্যাটেজী।
অথচ পালটে গেলো কতো কিছু,–রাজনীতি,
সিংহাসন, সড়কের নাম, কবিতার কারুকাজ,
কিশোরী হেলেন।
কেবল মানুষ কিছু এখনো মিছিলে, যেন পথে-পায়ে
নিবিড় বন্ধনে তারা ফুরাবে জীবন।
তবে কি মানুষ আজ আমার মতন
নদীর উলটো জলে দিয়েছে সাঁতার,
তবে কি তাদের সব লোহিত কণিকা
এঁকেছে আমার মতো স্কেচ,
তবে কি মানুষ চোখে মেখেছে স্বপন।।

#কনীনিকা

তখন আমায় উড়িয়ে নিও-_-_-_-_-_-★-_-_-_-_-_-_-_-_-একাকী রাত, দমকা হাওয়া বাইরে। মশারি বালিশ বিছানা সবই আছে, কেবল তুমি নেই। -...
21/10/2017

তখন আমায় উড়িয়ে নিও
-_-_-_-_-_-★-_-_-_-_-_-_-_-_-

একাকী রাত,
দমকা হাওয়া বাইরে।
মশারি বালিশ বিছানা
সবই আছে,
কেবল তুমি নেই।
-
হটাৎই
ঝমঝম নুপূরের আওয়াজ !
কে ? কে ওখানে ?
ধুসঃ এ তো বৃষ্টি !
-
কার যেন ফিসফাস।
কনীনিকা ! তুমি !
এই এলে বুঝি ?
ধুসঃ এ তো বাতাস !
-
মনটা অজান্তে
কাকে যেন খুঁজছে।
কিন্তু কাকে ?
কনীনিকা !
আমার কনীনিকা।
-
নেই নেই
আজও তুমি নেই।
অথচ
জ্যোৎস্নাতেও তুমি
ঝিঁঝিঁ পোকাতেও তুমি।
-
মাসটার
পয়লা দিনেই চলে গেছো।
পৌষ মাঘ গড়িয়ে
ফাগুন হতে চললো।
অথচ,
তুমি নেই।
তোমার চুলের সুগন্ধ নেই।
তোমার নুপূরের ঝমঝম নেই।
তোমার কাঁকনের ঝনঝন নেই।
-
বোশেখে যখন আসবে
বৈশাখীর ঝড় হয়ে এসো।
রইবো আমি
শুখনো একমুঠো পাতা হয়ে।
-
উড়িয়ে নিও,
তখন আমায় উড়িয়ে নিও।

#নীলাভ

ভুলে যাও গোলাপ হন্তারককেরৌদ্রত্রপা, দারুণ নিরুত্তেজ হিম এই ম্লানাভ রাতে একটি গোলাপ আমি ছিড়ে চলেছিপাপড়ির পর পাপড়ি—ছিড়ে চল...
12/10/2017

ভুলে যাও গোলাপ হন্তারককে

রৌদ্রত্রপা,
দারুণ নিরুত্তেজ হিম এই ম্লানাভ রাতে
একটি গোলাপ আমি ছিড়ে চলেছি
পাপড়ির পর পাপড়ি—
ছিড়ে চলেছি...
এই অঘুমের বিকট কালো রাতে।
রৌদ্রত্রপা,
এখন আর গোলাপ আমার ভালো লাগে না
গোলাপের রঙ-ঘ্রাণ কিচ্ছু ভালো লাগে না
এখন তোমাকে আর ভালো লাগে না,
আমাকে ভুলে যাও তুমি
বেঁচে থাকো সুখে—
মনে কর আমি তোমার এক দুঃস্বপ্ন ছিলাম—
ভুলে যাও এই গোলাপ হন্তারককে,,,///

#নীলাভ

Address

Chandgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when নির্ঝরিণী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নির্ঝরিণী:

Share

Category