25/10/2025
গাউছুল আজম মাইজভান্ডারী অন্তর জামি
ইউছুফে ছানি জামালে মুস্তফা হাজত রওয়া মুশকিল খোশা ফানা ফিল্লা বাঁকা বিল্লা গাউছুল আজম সৈয়দ গোলামুর রহমান ( প্রকাশ বাবা ভান্ডারী ) কেবলা কাবা,হলেন অন্তর জামি এইটা সত্য এবং আমি বিশ্বাস করি আমার ঈমান দিয়ে,আমি খুব ছোট থেকে আমার বাবার সাথে মাইজভান্ডার দরবার শরীফে আশা যাওয়া করতাম,আমি যখন থেকে বুঝতে শিখেছি সময় টা ছিলো ১৯৮৭ সাল, আমার বাবার সাথে মাইজভান্ডার দরবার শরীফে গিয়ে ছিলাম,বাবা ভান্ডারী কেবলা কাবার রওজা শরীফ দেখে আমার মনে একটি ইচ্ছে জাগলো,আমি মনে মনে বলতেছি আমি যদি ১ ঘন্টার জন্য হলেও যদি দয়াল বাবা ভান্ডারীর কেবলা কাবার কদমে যদি গোলামী করতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো,আমার মনের আশা টা আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করেছেন ৩৭ বছর পরে,৩১-১০-২০২৪- তারিখ,এই দিনে বাবা ভান্ডারী কেবলা কাবার কদমে গোলামি করার সৌভাগ্য হলো আমার,আমার ভিতরে লুকিয়ে রাখা এই কথা টা প্রকাশ করার একটা কিন্তু আছে,সেইটি হলো তরিকতের কিছু কিছু ভাই ও বোন দেরকে বলতে দেখেছি,ভান্ডারী আমার কথা শুনেন না,আমাকে দয়া করে না,আমাকে দেখতে পারে না, কারো,মা,বাবা,ও সন্তান,মারা গেলে সরাসরি ভান্ডারীর দোষ দেন, কেনো রে ভাই, আপনাদের মন মানসিকতা এই রকম কেনো বলেন,,,?
তার মানে আপনি বায়াত হয়েছেন আপনার নিজের স্বার্থের জন্য নাকি,,,?
আপনি দয়ার জন্য মুরশিদের দরবারে জান না শুধু বিনিময় নেওয়া আশা নিয়ে দরবারে জান নাকি,,?
মনের হিংসা,নিন্দা,অহংকার,এইগুলো ত্যাগ দিয়ে, নিজেকে অতি নগন্য পাপী একজন বেক্তি মনে করে,মুরশিদের দয়া পাওয়ার আশা নিয়ে দরবারে জান,আমি #মোহাম্মদ_রুবেল_মাইজভান্ডারী,খোদার কসম করে বলতেছি গাউছুল আজম মাইজভান্ডারীর দয়া থেকে কেউ বঞ্চিত হবেন না,
মাইজভান্ডার দরবার শরীফ সকল মন্জিল এক, সকল আওলাদে পাক গন এক, এই কথা টা নিজের ঈমান দিয়ে বিশ্বাস করুন এবং মানেন, তাহলে দেখবেন মালিকের দয়া আমাদের সকলের উপরে হবে,,,
মালিক আমাদের সবাইকে বুঝার জন্য তৌফিক দান করুক আমিন 🤲