18/04/2025
মহান ৮ এ বৈশাখ, ২১ এপ্রিল,,মোঃ শফিকুর রহমান কাওয়াল ( প্রকাশ শফি মিস্ত্রি )
এর,১৯ তম বার্ষিক ফাতেহা শরীফ,, উনি এমন গুণী মানুষ ছিলেন যাঁরা যাঁরা উনাকে দেখেছেন তারা সবাই জানেন
গৌছেজামান হযরত ছৈয়দ মাওলানা আবদুল লতিফ শাহ্ চন্দনাইশী আল্ মাইজভান্ডারী বাবা জানের অন্যতম আশেক ছিলেন উনি,, এবং সৈয়দ আলী আজম শাহ্ চন্দনাইশী আল্ মাইজভান্ডারীর প্রদান খলিফা,, আমার ওস্তাদ জী, শফিকুর রহমান,,,সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী, প্রকাশ শাহেনশা বাবা জান, তেল বিহিন যেই গাড়ী টা চালিয়েছেন ঐ গাড়ী টা ঠিক করেছিলেন,, গাড়ী টা হঠাৎ বারিক বিল্ডিং ইস্পাহানির মোরে চট্টগ্রাম,এসে ডিস্টার্ব করতে ছিলো,, এর একটু পাসে চন্দনাইশ দরবার শরীফের একটি খানকাহ শরীফ ছিলো, তার পাসে ছিলো আমার ওস্তাদ শফি মিস্ত্রির গ্যারেজ,ড্রাইভার কে শাহেন শাহ বাবাজান বলেছেন এইখানে একটা গ্যারেজ আছে সেইখানে নিয়ে চলো,, গ্যারেজে নিয়ে আসার পরে তেলের টাংকি নামিয়ে দেখেন ভিতরে কনো তেল নাই, সব গুলো পানি আর কচু ছুরি ফেনা,, গাড়ি ঠিক করে শাহেন শাহ বাবাজান চলে জান,,, দেশের বাহিরে কাতার দোহাতে ও উনি মাইজভান্ডারী মাহাফিল চলমান করেছেন,,আমার ওস্তাদ জ্বির কাছে, সৈয়দ আবু কাওয়ালের শত শত কালাম শুনেছি, এবং অনেক কালাম সংরক্ষণ ছিলেন,,,