04/08/2025
কুয়েতের এটিএম প্রতারণায় জড়িত বাংলাদেশি ও পাকিস্তানি প্রবাসী গ্রেপ্তার!! 🇰🇼🇰🇼
কুয়েতে একটি এটিএম প্রতারণার ঘটনায় বাংলাদেশের নাগরিক মোঃ রাজু (ছদ্মনাম: পেন্টোমিয়া) কে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজ ও বায়োমেট্রিক ডাটাবেস বিশ্লেষণ করে তার অবস্থান শনাক্ত করা হয়। রাজুর কাছ থেকে প্রায় ৫,০০০ কুয়েতি দিনার, একাধিক সিমকার্ড, ব্যাংক কার্ড ও মানি এক্সচেঞ্জ অফিস থেকে রেমিট্যান্সের রসিদ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সে একটি আন্তর্জাতিক হুন্ডি সিন্ডিকেটের সক্রিয় সদস্য, যা আগেও অবৈধভাবে মানি এক্সচেঞ্জ পরিচালনা করত।
এছাড়া পাকিস্তানি দুই নাগরিক দিলশারিফ শেলেমি ও মির্জা জাহা মির্জাকেও খাইতান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা “মির্জা জেনারেল ট্রেডিং কোম্পানি” নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে অবৈধ মানি ট্রান্সফার পরিচালনা করছিল বলে অভিযোগ। প্রতিষ্ঠানটি প্রকৃতপক্ষে একটি হুন্ডি চক্রের আড়াল হিসেবে কাজ করছিল।
সোর্স : Arab Times কুওয়াইত🇰🇼🇰🇼