My Area News

My Area News Our Local Area News To Published And Receive News.

গান শুনা ভালো কথা কোন সে গানযে গানে তাজা হয় মানুষের ঈমান।------------------------------------------------দেখেন ন্যায় ন...
27/09/2025

গান শুনা ভালো কথা কোন সে গান
যে গানে তাজা হয় মানুষের ঈমান।
------------------------------------------------

দেখেন ন্যায় ন্যায় অন্যায় অন্যায়।
অনেক শিক্ষক জানে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরপরেও উনারা ধূমপান করে।

আশ্চর্যের বিষয় হলো উনাদের কোনো ছাত্র ধূমপান করে এই কথা যদি শুনতে পায় সাথে সাথে বেত দিয়ে মেরে পিঠের ছাল তুলে দেয়।

কারন ঐ যে বললাম ন্যায় ন্যায় অন্যায় অন্যায়।
যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা হারাম।

আমাদের প্রায় মুসলিমদের ক্ষেত্রে বাদ্যযন্ত্র বাজনাটা ধূমপনকারী মুসলিম শিক্ষকদের মতো।

আমার ক্ষেত্রে ও তাই।

আমাদের সবার ক্ষেত্রে নামাজ, রোজা, হজ্ব ও যাকাত মানার ক্ষেত্রে পরিপূর্ণ নাও হতে পারে।

এরপরেও আল্লাহর আইনকে অমান্য করা যায় না। কারন ইসলাম ধর্মের স্তম্ব পাঁচটি।
( নামাজ, রোজা, হজ্জ্ব , যাকাত এবং কালিমা )।

দেখেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য গান গাওয়া হালাল। এই গান আপনি মসজিদেও গাইতে পারবেন।

গানের সাথে বাদ্যযন্ত্র হারাম। কারন এটি মসজিদে বা মুসলিমদের কোনো পবিত্র জায়গায় নিয়ে যেতে পারবেন না।

প্রশ্ন হলো কেনো?

ইসলামের শুরুতে আল্লাহর রাসূল ভাবলেন মসজিদে মানুষকে আহ্বানের ক্ষেত্রে কিভাবে ডাকা যায় ? এই বিষয়ে আল্লাহর রাসূল সবার কাছে পরামর্শ চাইলেন।

একজন সাহাবী আল্লাহর রাসূলকে বললেন, হে রাসূল (সাঃ) অন্য ধর্মের মানুষ তাদের দেবতাদের পূজ্য করার জন্য ঘন্টি ব্যবহার করে এবং বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহার করে তাদের দেব,দেবী,দেবতা ও প্রভুর জন্য আরাধনা - কীর্তন করে।

পরে আল্লাহর রাসূল হজরত বিলাল (রা:) কে বললেন মসজিদের মিম্বারের উপর দাঁড়িয়ে আল্লাহু আকবর ধনী দিয়ে মানব জাতিকে মানবতার কল্যাণে ডাকো।

তবে হিজরতের সময় রাসূলের আগমনে আরবের ছোট ছোট শিশুরা "দফ" ব্যবহার করেছেন। আরবের শিশুরা বিবাহ, আকীকা অনুষ্ঠানে "দফ" ব্যবহার করে।

একটা কথা সব সময় মনে রাখবেন যেটা হালাল সেটা আপনি মসজিদেও আনতে পারবেন।

ইসলাম কখনো অর্থহীন উম্মাদ, উম্মাদনা, হৈ হুল্লাস, আমাদ ফূর্তিকে অনুমোদন দেয় না।

বাংলার মুসলিম জমিদাররা ধ্বংসের একমাত্র কারন নারী, গান - বাজনা, নাচ ও মাদক।

হুমায়ন আহমদের "গেটোপুত্র কমলা" ও হেলাল খানের "হাসন রাজা" বাংলা ছায়াছবির কথা মনে আছে ?

তবে আমার রাসূল ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে নিষেধ করেছেন। গান, বাজনা, নাচ সনাতন ধর্মের ধর্মীয় আহার, আবেগ ও অনুভূতি। সনাতন ধর্মের লোক গান, বাজনা, নাচ দিয়ে তাদের প্রভুকে রাজি খুশি করে।

আপনারা ভারতীয় হিন্দি ছবি দেখলে বুঝতে পারবেন।

কিন্তু গানের সাথে বাদ্যযন্ত্র বাজনা, নাচ এগুলা ইসলাম অনুমোদন
করেন না
করেন না
করেন না
হারাম
হারাম
হারাম।

পরিশেষে আল্লাহর গুনাগার বান্ধা হয়ে এটাই বলবো
" গান শুনা ভালো কথা কোন সে গান
যে গানে তাজা হয় মানুষের ঈমান"

গত ২০ বছরে উনি স্বৈরাচার সরকারের গোপন কাজে বিশ্বস্ততার প্রতীক হয়ে দাঁড়ান।---------------------------------------------...
18/06/2025

গত ২০ বছরে উনি স্বৈরাচার সরকারের গোপন কাজে বিশ্বস্ততার প্রতীক হয়ে দাঁড়ান।
----------------------------------------------
২৪ এর পরে বাংলাদেশ এ যত অপরাধ, অন্যায় - অবিচার হচ্ছে সব সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে। সবচেয়ে বেশি অপরাধ সংঘটিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ পড়ে যাওয়া বাংলাদেশ আওয়ামীলীগের প্রভাবশালী নেতা জাহাঙ্গীর কবির নানকের এলাকা মোহাম্মদপুরে। জাহাঙ্গীর কবির নানক মহোদয় হচ্ছে সেই লোক যে কৃতিম রেশমা নাটকের রেশমাকে দিয়ে রানা প্লাজা ধসের সমস্ত তদন্ত শ্রমিকদের লাশের সাথে ধামাচাপা দিয়ে দেন। এর ফলে গত ২০ বছরে উনি স্বৈরাচার সরকারের গোপন কাজে বিশ্বস্ততার প্রতীক হয়ে দাঁড়ান।

https://www.youtube.com/watch?v=MuF1-UH1AtQ
14/05/2025

https://www.youtube.com/watch?v=MuF1-UH1AtQ

নারী সংস্কার | Bangla Funny Video | Family Entertainment bd | Desi Cid | Bangla Natok | Nari Shongskar | New Bangla Natok | Eid Natok 2025 | নারী সংস্কার | B...

ওই মেয়েকে যদি বাবা ধর্ষন কোরে থাকে তাহলে ফরেনসিক ল্যাবে টেস্ট করা হউক। একটা কথা সব সময় মনে রাখবেন জীবন যত দিন যৌবন ও ত...
10/05/2025

ওই মেয়েকে যদি বাবা ধর্ষন কোরে থাকে তাহলে ফরেনসিক ল্যাবে টেস্ট করা হউক।

একটা কথা সব সময় মনে রাখবেন জীবন যত দিন যৌবন ও ততদিন। যে জেনিসে একবার সাদ পাওয়া যায় সে জিনিস বার বার খেতে ইচ্ছে হয়। যে মেয়ে খুন করতে পারে সে মেয়ে অনেক সাহসী ও বুদ্ধিমান। সে চাইলে গোপন ক্যামেরায় বা মোবাইল ক্যামেরায় তার বাবার অনৈতিক অশ্লীল কার্যকলাপ ধরিয়ে দিতে পারতো। সে কেনো সেইটা করে নাই?

সৎ বাবা হলে কিছুটা বিশ্বাস করা যেতো আরে উনি তার আপন জন্মদাতা পিতা।

বাকিটা পরিবার, আত্মীয়স্বজন, পারা প্রতিবেশী ও সমাজের লোক বাবা মেয়ের আচার,আচড়ন ও কার্যকলাপ দেখে ভালো বলতে পারবে।

বাংলাদেশের বিজ্ঞ বিচারক ও আইনশৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি আকর্ষন করছি এই মর্মে, যদি এই বাবা ও মেয়ের পবিত্র বন্ধন পবিত্র হয়ে থাকে তাহলে এই বন্ধন পবিত্র বলে প্রমাণ করে দিন। মহান আল্লাহ আপনাদের সত্যতা প্রমাণে সহায় হউক আমিন।

নোট: একটা কথা আজীবন মনে রাখবেন খারাপ নেশা এমন একটা বিকৃত মন মানসিকতার সৃষ্টি করে এটা যার হয় সে বাবা, মা, ভাই, বোন, আত্মীয়স্বজন, পারা প্রতিবেশী, সমাজ,দেশপ্রেম কিছুই বুঝতে চায় না যতক্ষন সে ড্রাগস না নিতে পারবে।

আপনাদের বিশিষ্ট জনপ্রিয় অভিনেতা এ টি এম শামসুজ্জামান এর ছেলের কথা মনে আছে। উনার মাদকাসক্ত ছোট ছেলে তার বড় ভাইকে খুন করছে। উনিও কিন্তু মাদকাসক্ত ছেলেকে বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নেয়।

সেই জন্য দেখবেন মাদকাসক্ত রোগীদের সাথে সাথে মদক বন্ধ করে দেয়া হয় না। রুগীদের প্রথম ধাপের দিনগুলিতে যতটুক মাদক দেয়া হয়, দ্বিতীয় ধাপে এসে প্রথম ধাপের চেয়ে আরেকটু কম দেয়া হয়, তৃতীয় ধাপে এসে দ্বিতীয় ধাপের চেয়ে আরেকটু কম দেয়া হয়। এভাবে মাদকাসক্ত রুগীদের পর্যায় ক্রমে মাদক কমিয়ে ০ বা শূন্যে নিয়ে আসা হয় এবং মাদকাসক্ত রুগীদের তাদের আগের সাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া হয়।

বাংলাদেশের যুবসমাজকে এই ভয়ানক ক্ষতি থেকে কে রক্ষা করবে আমাকে বলেন ?
* এই দেশে সরকারী মদের লাইসেন্স আছে।
* এই দেশে সরকারী জেনার লাইসেন্স প্রাপ্ত যৌণ কর্মী আছে।
* এই দেশে সরকারিভাবে অস্ত্রের লাইসেন্স পাওয়া লোকগুলি অন্যায়ভাবে মানুষ হত্যা করে।
* এই দেশে সরকারিভাবে সুদের লাইসেন্স আছে।
* নেশার শুরুটা হয় ধূমপান বা গাঁজা দিয়ে। সেই ধূমপান বা গাঁজা এখন সমাজের প্রথা হয়ে দাঁড়িয়েছে।

ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার ম. এ. আউয়াল স্যার বলছেন, ক্যান্সার রোগ সহজে ধরা পড়ে না। যখন কোটি কোটি ক্যান্সারের জীবাণু একত...
23/04/2025

ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার ম. এ. আউয়াল স্যার বলছেন, ক্যান্সার রোগ সহজে ধরা পড়ে না। যখন কোটি কোটি ক্যান্সারের জীবাণু একত্রিত হয় তখন ক্যান্সারের রোগ ধরা পড়ে। সে জন্য দেখবেন প্রায় লোক বাহিরের দেশে গিয়ে উন্নত চিকিৎসায় টিউমার অপারেশন করে আসে (যেমন ওয়ান ইলাভেন এ দুর্নীতির দায় সারানোর জন্য শেখ হাসিনা মইনুল-ফকরুল সরকারের সাথে আপোষ করে কানের চিৎিসার নাম দিয়ে বিদেশ চলে যান)।

মাপ করবেন অন্য প্রসঙ্গে চলে গেলাম। মূল কথায় ফিরে আসি।

বাহিরের দেশে যায় এই জন্য যাতে টিউমার অপারেশন করতে গিয়ে কেটে ফেলা টিউমার থেকে এক ফোঁটা রক্ত যাতে শরীরের কোথাও না লাগে। কারন ওই কাটা অংশের রক্তের সাথে ক্যান্সারের জীবাণু থাকে। ওই অংশ থেকে যদি এক ফোটা রক্ত যদি ব্লাডের সাথে মিশে যায় আবার ক্যান্সার হওয়ার সম্ভবনা থাকে। আবার কোটি কোটি ক্যান্সারের জীবাণু একত্রিত হয়ে ক্যান্সারের রোগ ধরা পরে।

এই দেশের মাটিতে গত ১৬ বছরে ভারতীয় হিন্দুত্ববাদী (নোট: সাভারকারের হিন্দুত্ববাদ ও সনাতন ধর্ম এক নয়।) সাভারকারের আশ্রয় ও প্রশ্রয়ে শিকড় গজানো স্বৈরাচার ও ফ্যাসিবাদী টিউমার ৬ আগস্ট উপড়ে ফেলে দেওয়া হইয়েছে।

কিন্তু প্রশাসনের রন্দে রন্দে গত ১৬ বছরের কোটার ফাঁদে জমে থাকা ভারতীয় হিন্দুত্ববাদী তথা ফ্যাসিবাদী সেকুলারের শক্তিশালী জীবাণু (উপদেষ্টা) এখনো রয়ে গেছে।

গত ১৮ বছরে এই প্রজন্ম যাদের হাতে গড়ে উঠেছে তাদের প্রশ্ন করেন।কেনো একটু হাসলে সহপাঠী সহপাঠীকে মেরে ফেলে?কেনো বিরহ ব্যথার ...
21/04/2025

গত ১৮ বছরে এই প্রজন্ম যাদের হাতে গড়ে উঠেছে তাদের প্রশ্ন করেন।

কেনো একটু হাসলে সহপাঠী সহপাঠীকে মেরে ফেলে?
কেনো বিরহ ব্যথার স্মৃতি নিয়ে কাতরানো পাগল বা চোরকে ভাত খাইয়ে মারে?

যে দেশে ১৮ বছর গুম, খুন, দুর্নীতি, চুরি, লুটপাঠ ও পুলিশলীগ তথা কোটা বাহিনী দিয়ে হাজার হাজার ছাত্রদের উপর নারকীয় হত্যাযজ্ঞ 'গণহত্যা' চালিয়ে একজন প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ ভারতে আশ্রয় নেয়।
মনে রাখবেন সেই দেশে বিশ্ব ব্যাংকের ঋণ ও রেমিটেন্স যুদ্ধাদের টাকায় ইট, বালি, সিমেন্ট এর দালান-কোটা,ব্রিজ, স্যকুলারের মুক্তি-ভাস্কর্য ও কোটার উন্নয়ন হতে পারে কিন্তু রাষ্টের বড় সম্পদ যুবকদের নৈতিক আদর্শের উন্নয়ন হয় নাই।

Address

Road 03, House A/53, CDA R/A, North Kattali,, Akbarsha
Chandgaon
4217

Alerts

Be the first to know and let us send you an email when My Area News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to My Area News:

Share