27/09/2025
গান শুনা ভালো কথা কোন সে গান
যে গানে তাজা হয় মানুষের ঈমান।
------------------------------------------------
দেখেন ন্যায় ন্যায় অন্যায় অন্যায়।
অনেক শিক্ষক জানে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরপরেও উনারা ধূমপান করে।
আশ্চর্যের বিষয় হলো উনাদের কোনো ছাত্র ধূমপান করে এই কথা যদি শুনতে পায় সাথে সাথে বেত দিয়ে মেরে পিঠের ছাল তুলে দেয়।
কারন ঐ যে বললাম ন্যায় ন্যায় অন্যায় অন্যায়।
যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা হারাম।
আমাদের প্রায় মুসলিমদের ক্ষেত্রে বাদ্যযন্ত্র বাজনাটা ধূমপনকারী মুসলিম শিক্ষকদের মতো।
আমার ক্ষেত্রে ও তাই।
আমাদের সবার ক্ষেত্রে নামাজ, রোজা, হজ্ব ও যাকাত মানার ক্ষেত্রে পরিপূর্ণ নাও হতে পারে।
এরপরেও আল্লাহর আইনকে অমান্য করা যায় না। কারন ইসলাম ধর্মের স্তম্ব পাঁচটি।
( নামাজ, রোজা, হজ্জ্ব , যাকাত এবং কালিমা )।
দেখেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য গান গাওয়া হালাল। এই গান আপনি মসজিদেও গাইতে পারবেন।
গানের সাথে বাদ্যযন্ত্র হারাম। কারন এটি মসজিদে বা মুসলিমদের কোনো পবিত্র জায়গায় নিয়ে যেতে পারবেন না।
প্রশ্ন হলো কেনো?
ইসলামের শুরুতে আল্লাহর রাসূল ভাবলেন মসজিদে মানুষকে আহ্বানের ক্ষেত্রে কিভাবে ডাকা যায় ? এই বিষয়ে আল্লাহর রাসূল সবার কাছে পরামর্শ চাইলেন।
একজন সাহাবী আল্লাহর রাসূলকে বললেন, হে রাসূল (সাঃ) অন্য ধর্মের মানুষ তাদের দেবতাদের পূজ্য করার জন্য ঘন্টি ব্যবহার করে এবং বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহার করে তাদের দেব,দেবী,দেবতা ও প্রভুর জন্য আরাধনা - কীর্তন করে।
পরে আল্লাহর রাসূল হজরত বিলাল (রা:) কে বললেন মসজিদের মিম্বারের উপর দাঁড়িয়ে আল্লাহু আকবর ধনী দিয়ে মানব জাতিকে মানবতার কল্যাণে ডাকো।
তবে হিজরতের সময় রাসূলের আগমনে আরবের ছোট ছোট শিশুরা "দফ" ব্যবহার করেছেন। আরবের শিশুরা বিবাহ, আকীকা অনুষ্ঠানে "দফ" ব্যবহার করে।
একটা কথা সব সময় মনে রাখবেন যেটা হালাল সেটা আপনি মসজিদেও আনতে পারবেন।
ইসলাম কখনো অর্থহীন উম্মাদ, উম্মাদনা, হৈ হুল্লাস, আমাদ ফূর্তিকে অনুমোদন দেয় না।
বাংলার মুসলিম জমিদাররা ধ্বংসের একমাত্র কারন নারী, গান - বাজনা, নাচ ও মাদক।
হুমায়ন আহমদের "গেটোপুত্র কমলা" ও হেলাল খানের "হাসন রাজা" বাংলা ছায়াছবির কথা মনে আছে ?
তবে আমার রাসূল ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে নিষেধ করেছেন। গান, বাজনা, নাচ সনাতন ধর্মের ধর্মীয় আহার, আবেগ ও অনুভূতি। সনাতন ধর্মের লোক গান, বাজনা, নাচ দিয়ে তাদের প্রভুকে রাজি খুশি করে।
আপনারা ভারতীয় হিন্দি ছবি দেখলে বুঝতে পারবেন।
কিন্তু গানের সাথে বাদ্যযন্ত্র বাজনা, নাচ এগুলা ইসলাম অনুমোদন
করেন না
করেন না
করেন না
হারাম
হারাম
হারাম।
পরিশেষে আল্লাহর গুনাগার বান্ধা হয়ে এটাই বলবো
" গান শুনা ভালো কথা কোন সে গান
যে গানে তাজা হয় মানুষের ঈমান"