Forhadul Islam - Forhad

Forhadul Islam - Forhad Md Farhad

সাতকানিয়ার কৃতি সন্তান চট্টগ্রাম প্রেস ক্লাবের বার বার নির্বাচিত সাবেক সভাপতি, রূপালী ব্যাংক পরিচালনা পরিষদের সাবেক সম্ম...
17/09/2023

সাতকানিয়ার কৃতি সন্তান চট্টগ্রাম প্রেস ক্লাবের বার বার নির্বাচিত সাবেক সভাপতি, রূপালী ব্যাংক পরিচালনা পরিষদের সাবেক সম্মানিত পরিচালক, সাপ্তাহিক চট্টলা'র প্রধান সম্পাদক, ঢেমশা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শ্রদ্ধাভাজন জননেতা জনাব Abu Sufian সাহেব সদ্য ঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনোনীত হওয়ায় সৌজন্য সাক্ষাৎ।

আলোচনা সমালোচনা কাদের নিয়ে হয়?যারা পরিবারের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে, সমাজের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে,...
07/09/2023

আলোচনা সমালোচনা কাদের নিয়ে হয়?
যারা পরিবারের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে, সমাজের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে, বন্ধু বান্ধব এলাকাবাসীর জন্য কাজ করে তাদের নিয়ে আলোচনা সমালোচনা হয়েই থাকে। কাজ করতে গিয়ে কাজের সুবাধে কিন্তু মানুষের সাথে সাথে একটা সম্পর্ক তৈরি হয় সেক্ষেত্রে ঐ মানুষ গুলির ভিতরে আপনি শতভাগ মানুষকে কাজ দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না। সেটা যত সুন্দর কাজ হউক বা যতো ভালো কাজ হউক না কেন এক শ্রেণীর মানুষ সে কাজটিকে একটু অপছন্দ করবে সেটা তাদের জন্মগত একটি স্বভাব। এই আলোচনা সমালোনায় কান না দিয়ে যারা কাজ করে সামনের দিকে এগিয়ে যাবে তারাই কিন্তু প্রকৃত কাজের মানুষ। কাজ করতে গেলেই আলোচনা সমালোনা হবেই যারা এসব বিষয়ে খুব বেশি চিন্তায় মগ্ন থাকে তারা কিন্তু এই ধরনের ভালো কাজ থেকে ছিটকে পড়বে। সুতরাং আপনি যদি কাজ থেকে ছিটকে পড়তে না চান তাইলে আপনার সকল আলোচনা সমালোচনা কে গ্রহন করে সেখান থেকে ভালো কোন মেসেজ থেকে থাকলে সেটি আপনি নিয়ে নিতে পারেন। এদেশের মানুষ একটা ভালো কাজ করলে শতভাগ মানুষ আলোচনা বা সমালোনা করবে না আবার শতভাগ মানুষ প্রশংসা ও করবে না, এগুলো আপনার শোনার প্রশ্নেই আসে না কারন আপনার রার্গেট হচ্ছে কাজ করা সেটি মানুষের জন্য হউক পরিবারের জন্য হউক সমাজের জন্য হউক দেশের জন্য হউক রাষ্ট্রের জন্য হউক।
*যারা ভালো কাজ করতে চাই সামাজিক ভাবে সবাই তাদের পাশে থাকুন উৎসাহিত করে সহযোগিতা করুন আপনি নিজেও ভালো কাজ নিয়ে এগিয়ে আসুন তাতেই আপনি আমি সমাজ সবকিছুই সুন্দর হবে।
*বন্ধু Mahmud Hasan Sumon এর ভিডিও বার্তা থেকে সংগৃহীত*

07/07/2023

Address

Chandgaon

Telephone

+8801813700548

Website

Alerts

Be the first to know and let us send you an email when Forhadul Islam - Forhad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share