07/09/2023
আলোচনা সমালোচনা কাদের নিয়ে হয়?
যারা পরিবারের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে, সমাজের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে, বন্ধু বান্ধব এলাকাবাসীর জন্য কাজ করে তাদের নিয়ে আলোচনা সমালোচনা হয়েই থাকে। কাজ করতে গিয়ে কাজের সুবাধে কিন্তু মানুষের সাথে সাথে একটা সম্পর্ক তৈরি হয় সেক্ষেত্রে ঐ মানুষ গুলির ভিতরে আপনি শতভাগ মানুষকে কাজ দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না। সেটা যত সুন্দর কাজ হউক বা যতো ভালো কাজ হউক না কেন এক শ্রেণীর মানুষ সে কাজটিকে একটু অপছন্দ করবে সেটা তাদের জন্মগত একটি স্বভাব। এই আলোচনা সমালোনায় কান না দিয়ে যারা কাজ করে সামনের দিকে এগিয়ে যাবে তারাই কিন্তু প্রকৃত কাজের মানুষ। কাজ করতে গেলেই আলোচনা সমালোনা হবেই যারা এসব বিষয়ে খুব বেশি চিন্তায় মগ্ন থাকে তারা কিন্তু এই ধরনের ভালো কাজ থেকে ছিটকে পড়বে। সুতরাং আপনি যদি কাজ থেকে ছিটকে পড়তে না চান তাইলে আপনার সকল আলোচনা সমালোচনা কে গ্রহন করে সেখান থেকে ভালো কোন মেসেজ থেকে থাকলে সেটি আপনি নিয়ে নিতে পারেন। এদেশের মানুষ একটা ভালো কাজ করলে শতভাগ মানুষ আলোচনা বা সমালোনা করবে না আবার শতভাগ মানুষ প্রশংসা ও করবে না, এগুলো আপনার শোনার প্রশ্নেই আসে না কারন আপনার রার্গেট হচ্ছে কাজ করা সেটি মানুষের জন্য হউক পরিবারের জন্য হউক সমাজের জন্য হউক দেশের জন্য হউক রাষ্ট্রের জন্য হউক।
*যারা ভালো কাজ করতে চাই সামাজিক ভাবে সবাই তাদের পাশে থাকুন উৎসাহিত করে সহযোগিতা করুন আপনি নিজেও ভালো কাজ নিয়ে এগিয়ে আসুন তাতেই আপনি আমি সমাজ সবকিছুই সুন্দর হবে।
*বন্ধু Mahmud Hasan Sumon এর ভিডিও বার্তা থেকে সংগৃহীত*