Kplus tv

Kplus tv .... ... . Assalamu Alaikum.......
Welcome To Kplus Tv
আমাদের পেইজে আপনাকে স্বাগতম

লোহাগাড়া থানার অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার এক,  বড়হাতিয়ার‘ তৌহিদ বাহিনী’র সদস্য আবদুল্লাহ তার কাজ থেকে উদ্ধার হয়  একটি দ...
13/07/2025

লোহাগাড়া থানার অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার এক,
বড়হাতিয়ার‘ তৌহিদ বাহিনী’র সদস্য আবদুল্লাহ তার কাজ থেকে উদ্ধার হয় একটি দেশি অস্ত্র , কার্তুজ , দেশীয় তৈরি লম্বাদা উদ্ধার।

10/07/2025

Celebrating my 11th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

02/07/2025

চট্টগ্রামের পটিয়া থানার ওসি
জায়েদ নূরকে প্রত্যাহার করেছে বাংলাদেশ পুলিশ।

কলাউজান ইউনিয়নে গুরুত্বপূর্ণ একটি অভিযান হয়েছে। ঝুকিপূর্ণ, অনৈতিক, অনুমোদনবিহীন কাজটি বেশকিছু দিনে রাতের বেলায় মানুষ ঘুম...
02/07/2025

কলাউজান ইউনিয়নে গুরুত্বপূর্ণ একটি অভিযান হয়েছে।

ঝুকিপূর্ণ, অনৈতিক, অনুমোদনবিহীন কাজটি বেশকিছু দিনে রাতের বেলায় মানুষ ঘুমিয়ে গেলে তারা এই কাজে নামতো।

ঐ এলাকার একজন সচেতন মানুষ গতকাল সন্ধ্যায় তথ্যটি একটি মাধ্যমে (সরাসরি নয়) উপজেলা নির্বাহী অফিসারের নিকট পৌঁছে দেন।তার পরিচয় এখনো জানিনা।
গতকাল রাত এবং আজকে দিনে সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে সফল অভিযান সম্পন্ন হয়েছে।

অভিযোগ, তথ্য, বরাদ্দের আবেদন বা এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসারের নিকট সরাসরি আসার কোন প্রয়োজন নেই।
যদি আপনি ব্যাক্তিগত স্বার্থ বা রাজনৈতিক স্বার্থ পরিহার করে বস্তুনিষ্ঠ তথ্য দিতে পারেন বা নিরপেক্ষ থাকতে পারেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নাম নাজানা সচেতন মানুষটির জন্য শুভকামনা থাকলো।সহকারী কমিশনার (ভূমি)সহ পুরো টীমকে ধন্যবাদ।

দক্ষিণ চট্টগ্রামে এই ধরনের ঘটনায় অনেক প্রানহানি হয়েছে। গুগলে সার্চ করলে নিউজ পাওয়া যাবে।এটি সাংঘাতিক একটা বোমের মতো। ইতিপূর্বে এই উপজেলায় একই ক্যাটাগরীর বেশকিছু অনুমোদনবিহীন ট্রাকে করে সিএসজিতে গ্যাস বিক্রি হতো এগুলো এক একটি ছিল এক একটি বোম এবং আবাসিক এলাকায় অনুমোদনবিহীন সিলিন্ডারের কার্যক্রম। উপজেলা প্রশাসনের উদ্যোগে আমরা এগুলো অভিযান করে বন্ধ করে দিয়েছি।
অনেকে পূর্বের বন্ধ করে দেওয়া এইসব অবৈধ কার্যক্রম আবার চালু করার সুপারিশ নিয়েও আসেন মাঝে মাঝে।আপনারা বলেন তাদেরকে কি করা উচিত।?

ডিসি পার্ক, চট্টগ্রাম এর পুকুরে বড়শি দিয়ে মাছ ধরা উৎসব।  তারিখ: ১২ জুলাই ২০২৫, রোজ শনিবারটিকিট মূল্য - ১৬০০০/ উৎসবের রেজ...
02/07/2025

ডিসি পার্ক, চট্টগ্রাম এর পুকুরে বড়শি দিয়ে মাছ ধরা উৎসব।

তারিখ: ১২ জুলাই ২০২৫, রোজ শনিবার

টিকিট মূল্য - ১৬০০০/

উৎসবের রেজিস্ট্রেশন ফরম ও টিকিট জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম , উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সীতাকুণ্ড, চট্টগ্রাম, উপজেলা ভূমি অফিস, সীতাকুণ্ড, চট্টগ্রাম ও ডিসি পার্কে পাওয়া যাবে।

এছাড়া প্রথম কমেন্টে দেয়া লিংকে বিস্তারিত শর্তাবলি ও ফরম পাওয়া যাবে।

বিস্তারিত জানতে পোস্টারে দেয়া নম্বরে যোগাযোগ করুন
+8801745963840

আসন সংখ্যা সীমিত।

পুলিশ কনস্টেবল পদে নিয়োগেঅনলাইনে আবেদন শুরু আজ (১ জুলাই ২০২৫), শেষ ২৪ জুলাই ২০২৫। বিস্তারিত জানতে ভিজিট করুন www.police...
01/07/2025

পুলিশ কনস্টেবল পদে নিয়োগে
অনলাইনে আবেদন শুরু আজ (১ জুলাই ২০২৫), শেষ ২৪ জুলাই ২০২৫।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.police.gov.bd
#বাংলাদেশ

পিআর পদ্ধতি বা *সংখ্যানুপাতিক পদ্ধতি  !!১.নমিনেশন বানিজ্য বন্ধ। ২.মোট ৩০০ আসন হলে, ১০০% ভোটে এ ৩০০ আসন।৩.১% এ ৩ আসন,২% এ...
30/06/2025

পিআর পদ্ধতি বা *সংখ্যানুপাতিক পদ্ধতি !!
১.নমিনেশন বানিজ্য বন্ধ।
২.মোট ৩০০ আসন হলে, ১০০% ভোটে এ ৩০০ আসন।
৩.১% এ ৩ আসন,২% এ ৬ আসন,৩% এ ৯ আসন, এই হিসেবে একটি দল যত % ভোট পাবে, সেই হিসাবেই সংখ্যানুপাতিকে আসন পাবে।
৪.পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক নির্বাচনে প্রতিটি দল এবং ভোটারের ভোটের মূল্যায়ন হবে।
৫.প্রতিটা দল আগেই পার্থী তালিকা দিবে নির্বাচন কমিশন কে!
৬.ভোটকেন্দ্র থেকে ব্যালট বক্স ছিনতাই করেও কেউ জিতে যেতে পারবে না। কারণ তার আসন নির্ভর করবে দলের মোট ভোটের উপর।

বিশ্বের প্রায় ৮০ টিরও বেশি দেশে এই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। ক্রমান্বয়ে অনেক দেশ পিআর পদ্ধতির দিকে ঝুকে যাচ্ছে। আপনি যত পার্সেন্ট ভোট পাবেন তার আলোকে এমপি পাবেন। বাংলাদেশের জনগনকে ভোটাধিকার থেকে বঞ্চিত করায় আওয়ামীলীগকে ২-৩ টার্ম নির্বাচন থেকে দূরে রেখে এই সিস্টেম চালু করতে পারলে দেশের রাজনীতি অনেক বেশি ব্যালেন্স হবে৷ বিএনপির মহাসচিব বলেছেন আমরাতো এই নতুন সিস্টেমে অভ্যস্ত নই। বাস্তবতা হলো আমরাতো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদেও অভ্যস্ত নই। উচ্চকক্ষ যদি পিআর সিস্টেমে হতে পারে তাহলে নিম্নকক্ষ পিআর সিস্টেমে হতে সমস্যা কোথায়। মুল বাস্তবতা হলো বাংলাদেশের বিদ্যমান সিস্টেমে যেখানে আওয়ামী লীগ কিংবা বিএনপি ৩০-৪০% ভোট পেয়ে ২৫০+ আসন পেয়ে থাকে, সেখানে পিআর সিস্টেমে তাদের আসন চলে আসবে ১০০-১২০ এর মধ্য।

অনেকের যুক্তি এই সিস্টেমে সংসদ অনেক দূর্বল হবে। সম্প্রতি প্রথম আলোতে একজন মতামতে বলেছেন পিআর পদ্ধতিতে সংসদ নেপাল কিংবা ইরাকের মত সংসদ দূর্বল হয়ে যেতে পারে। আমাদের দেশে ৯৯% প্লাস জনগন এক জাতির। নেপাল কিংবা ইরাকের মত আমাদের দেশে গোত্রীয় কিংবা এথনিক প্রভাব নাই, যার কারনে অর্ধ শতাধিক আঞ্চলিক, ব্যক্তি কিংবা গোত্র প্রভাবিত ছোট ছোট দল এমপি হওয়ার ফলে ঝুলন্ত সংসদ হওয়ার সম্ভাবনা নাই। তাছাড়া অতিতে বাংলাদেশের সকল বড় দলই ছোট দলদের সাথে কোয়ালিশন করে সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা কমিয়ে, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে নতুন সিস্টেম দাড় করানোর মাধ্যমে রাষ্ট্র ভালভাবে এগিয়ে যেতে পারবে।
ব্যক্তিগতভাবে মনে করি বিএনপির উচ্চকক্ষ প্রস্তাবনা এবং জামায়াত, জাতীয় পার্টি, শাসনতন্ত্র, সিভিল সোসাইটিসহ অনেকের প্রস্তাবিত পিআর পদ্ধতিও বাংলাদেশের নতুন ধারার রাজনীতির জন্য জরুরি।

বাংলাদেশেও পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। সংখ্যানুপা‌তিক নির্বাচনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ভোটের অপচয় ঘটে না। যে দল যত পার্সেন্ট ভোট পাবে সংসদে সে তত পার্সেন্ট অনুসারেই আসন পাবে। যেকারণে প্রতিটি নাগরিকের ভোটই গুরুত্বপূর্ণ হয়ে উঠে।

ভোটকেন্দ্র থেকে ব্যালট বক্স ছিনতাই করেও কেউ জিতে যেতে পারবে না। কারণ তার আসন নির্ভর করবে দলের মোট ভোটের উপর।

সংখ্যানুপা‌তিক নির্বাচনে সবচেয়ে উপকারটা যেখানে হয় সেটা হচ্ছে, টাকা দিয়ে ভাড়া করে লোক নিয়ে আসা কাগে না, কতো বড় সমাবেশ করলাম সেটার গুরুত্ব থাকে না। রাস্তাঘাট বন্ধ করে মিছিল মিটিং করতে হয় না। রাজনীতিটা চোর, বাটপার, ভবঘুরে, ধান্দাবাজদের জন্য কঠিন হয়ে পরে।

প্রচলিত নির্বাচন পদ্ধতি একটা চরম ভাওতাবাজি। ধরুন, আপনার দেশে মোট ১০০ জন ভোটার আছে। তাদের মধ্যে—

বিএনপিকে ভোট দিলো- ৩০ জন

জামায়াত কে দিলো- ২৫ জন

গন অধিকার কে দিলো - ২০ জন

ইসলামি আন্দোলন কে দিলো - ১৫ জন

অন্যান্যকে- ১০ জন।

তাহলে জিতবে কে? জিতবে বিএনপি। মানে, দেশের ১০০ জনের মধ্যে মাত্র ৩০ জন লোক বিএনপিকে ভোট দিয়েছে, ৭০ জন লোক বিএনপিকে ভোটই দেয় নাই, তবুও বিএনপি পাস! বেশির ভাগ লোক বিএনপিকে ভোট না দেওয়ার পরও বিএনপি পাস।
কেন পাস?
এটাই ভাওতাবাজি। গণতন্ত্রের ভাওতাবাজি।

এই ভাওতাবাজির একটা সংস্কার দরকার।

এজন্যই আনুপাতিকভাবে সংসদ সদস্য নির্বাচনের প্রস্তাব এসেছে। একটি দল যত শতাংশ মোট ভোট পাবে, তারা সেই অনুপাতে সংসদীয় আসন পাবে

প্রতিনিধিত্বমূলক সরকার অর্থাৎ যে দল যত পার্সেন্ট ভোট পাবে সে অনুযায়ী প্রতিনিধি দিয়ে সরকার গঠন করবে।

দেশে আনুপাতিক পদ্ধতির (PR) নির্বাচন হলে কিছু immediate পরিবর্তন/সমাধান পরিলক্ষিত হতে পারে -

আনুপাতিক পদ্ধতিতে(PR) নির্বাচন হলে বার বার সীমানা নির্ধারণের কোন প্রয়োজন নেই, সারাদেশই একটি constituency!

আনুপাতিক পদ্ধতির নির্বাচন হলে এমপিদের স্থানীয় ভাবে কোন কাজ থাকেনা, ফলে উপজেলা পরিষদের কার্যকারিতা বৃদ্ধি পাবে তথা স্থানীয় সরকার শক্তিশালী হবে!! এমপি, উপজেলা চেয়ারম্যান এর দ্বন্দ্বও চুকে যাবে !!!

আনুপাতিক পদ্ধতিতে ৩০০ আসনে ৩ লাখ ভোট চুরিতে ১ জন এমপির পরিবর্তন হতে পারে।
আর চলমান এফপিটিপি পদ্ধতিতে মাত্র ১টি ভোট চুরিতে ১ জন এমপি পরিবর্তন হতে পারে! তাই এই ভোট চোর/ডাকাতদের দেশে আনুপাতিক পদ্ধতিই উপযুক্ত হতে পারে !

প্রবাসীরাও সহজে ভোট দিতে পারবে !

যেহেতু ১ টিই constituency, তাই সহজে অগ্রিম ভোটও গ্রহন করা যেতে পারে!

আর অগ্রিম ভোট হলে ভোটের দিনের ভোটারের অতিরিক্ত চাপও কমবে!

কোন সাংসদ মৃত্যুবরণ করলে উপনির্বাচনের প্রয়োজন নেই, রাজনৈতিক দল থেকে সরবরাহকৃত তালিকার ধারাবাহিকতায় পরবর্তী ব্যক্তি সাংসদ হতে পারেন!

পি.আর পদ্ধতিতে ভোটাররা যেহেতু কোন ব্যক্তিকে বরং দলকে ভোট দেন, সেহেতু স্থানীয় পর্যায়ে ব্যক্তির প্রভাব নিয়ে মারামারি, হানাহানির পরিমানও কমিয়ে আনা যেতে পারে!
©

I've just reached 8K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one ...
29/06/2025

I've just reached 8K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

কিছুদিন আগে একজনকে বলছিলাম যে FAZAR এর দাম কমাবে সে আমার লগে মজা নিছে । এখন সেইটাই ঠিক হলো । এসিআই মটরস মার্কেটে নিয়ে আস...
29/06/2025

কিছুদিন আগে একজনকে বলছিলাম যে FAZAR এর দাম কমাবে সে আমার লগে মজা নিছে । এখন সেইটাই ঠিক হলো ।

এসিআই মটরস মার্কেটে নিয়ে আসলো Yamaha Fazer V2 এর নতুন কালার। দাম নির্ধারন করেছে ২৮০,০০০ টাকা এবং রয়েছে স্পেশাল ১২,০০০ টাকা ক্যাশব্যাক।

সুতরাং, ক্যাশব্যাকের পর এই বাইকটি কিনতে পারবেন ২৬৮,০০০ টাকা। নতুন কালারের পাশাপাশি বাইকটিতে দেয়া হয়েছে LED হেডলাইট

বলেন এই দাম কেমন হলো।

28/06/2025

বরইতলী ইনানী রিসোর্ট এর একটু আগে।
গাড়ি দুর্ঘটনায়।

 #চট্টগ্রাম জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ জেলা।  এটি দেশের...
27/06/2025

#চট্টগ্রাম জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ জেলা। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা হিসেবে পরিচিত, যার আয়তন প্রায় ৫,২৮৩ বর্গকিলোমিটার। জেলার মোট জনসংখ্যা ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী প্রায় ৯১ লক্ষ ৬৩ হাজার ৭৬০ জন। এদের মধ্যে পুরুষ ৪৫ লক্ষ ৬৬ হাজার ৩৯ জন এবং মহিলা ৪৫ লক্ষ ৯৭ হাজার ৭৬ জন।
---

📍 ভৌগোলিক অবস্থান ও সীমানা

চট্টগ্রাম জেলা ২১°৫৪´ থেকে ২২°৫৯´ উত্তর অক্ষাংশ এবং ৯১°১৭´ থেকে ৯২°১৩´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এটি দক্ষিণে কক্সবাজার জেলা, পূর্বে বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলা, উত্তরে ফেনী জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে নোয়াখালী জেলা ও বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত।
---

🏛️ প্রশাসনিক কাঠামো

চট্টগ্রাম জেলা ১৫টি উপজেলা ও ৩৩টি থানা নিয়ে গঠিত। এছাড়া, চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসি) ৪১টি ওয়ার্ড নিয়ে গঠিত। জেলার মধ্যে ১৯০টি ইউনিয়ন, ৮৯০টি মৌজা, ১২৬৭টি গ্রাম এবং ১৬টি সংসদীয় আসন রয়েছে।
---

🏞️ প্রাকৃতিক বৈশিষ্ট্য

চট্টগ্রাম জেলা পাহাড়, সমুদ্র, নদী, উপত্যকা ও অরণ্যবেষ্টিত। এ জেলার প্রধান নদীগুলোর মধ্যে কর্ণফুলী, হালদা, সাঙ্গু ও মুহুরী উল্লেখযোগ্য। এছাড়া, তুলনামূলক ছোট ডলু ও টংকাবতী নদীও রয়েছে।
---

🗣️ ভাষা ও সংস্কৃতি

চট্টগ্রামের প্রধান ভাষা বাংলা হলেও এখানকার আঞ্চলিক ভাষা চাটগাঁইয়া (চট্টগ্রামিয়া) ভাষা। এ ভাষার নিজস্ব ব্যাকরণ ও শব্দভাণ্ডার রয়েছে। চট্টগ্রাম জেলা বিভিন্ন ধর্মাবলম্বীদের মিলনস্থল, যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন সহাবস্থানে রয়েছে। মুসলিম সম্প্রদায়ের মেজবান, হিন্দুদের বৈশাখী উৎসব, বৌদ্ধদের পূণ্যাহ ও খ্রিস্টানদের বড়দিনসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান চট্টগ্রামের সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরে।
---

🏛️ ঐতিহাসিক গুরুত্ব

চট্টগ্রাম জেলা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়, এবং বঙ্গবন্ধুর পক্ষ থেকে মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এই ঘোষণা চট্টগ্রামের কালুরঘাট অঞ্চল থেকে প্রচারিত হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামে পাকিস্তানি বাহিনীর অত্যাচারের স্মৃতিচিহ্ন হিসেবে গণকবর, বধ্যভূমি ও স্মৃতিস্তম্ভ রয়েছে।
---

🎓 শিক্ষা প্রতিষ্ঠান

চট্টগ্রাম জেলা শিক্ষাক্ষেত্রে সমৃদ্ধ। এখানে ১৩টি বিশ্ববিদ্যালয়, ১১৯টি কলেজ, ৩টি মেডিকেল কলেজ, ৩টি আইন কলেজ, ২৯৯টি মাদ্রাসা, ৭১৯টি মাধ্যমিক বিদ্যালয়, ২৯টি স্কুল-কলেজ, ২টি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, ১টি নেভাল একাডেমী, ১টি মেরিন ফিশারিজ একাডেমী, ৮টি পাবলিক লাইব্রেরি, ২টি পরীক্ষণ কেন্দ্র এবং ২৯৯৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
---

🏖️ দর্শনীয় স্থান

চট্টগ্রাম জেলা পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানসমৃদ্ধ। এখানে রয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকত, ডিসি হিল, জাতীয় জাদুঘর, চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম চিড়িয়াখানা, ভাটিয়ারী লেক ও গলফ ক্লাব, বায়েজিদ বোস্তামীর মাজার, বাটালী হিল, ফয়েজ লেক, গুপ্ত এস্টেট জমিদার বাড়ি, চট্টগ্রাম কমনওয়েলথ ওয়ার সিমেট্রি ইত্যাদি।
---

🏗️ অর্থনীতি ও বাণিজ্য

চট্টগ্রাম বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর শহর। এটি দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবেও পরিচিত। চট্টগ্রামে অবস্থিত এক্সপোর্ট প্রসেসিং জোন দেশের প্রথম এক্সপোর্ট প্রসেসিং জোন (১৯৮৩)। এছাড়া, চট্টগ্রামে বিভিন্ন শিল্প-কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সেবা খাতের বিকাশ ঘটেছে, যা জেলার অর্থনীতিকে শক্তিশালী করেছে।
---

চট্টগ্রাম জেলা তার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক গুরুত্ব, সাংস্কৃতিক বৈচিত্র্য ও অর্থনৈতিক অবদানের জন্য বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা হিসেবে বিবেচিত।

#জেলা #চট্টগ্রাম #বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামে দেখা মিললো বিলুপ্তপ্রায় চিতাবাঘের!এটা একদিকে যেমন খুশির সংবাদ অন্যদিকে এই প্রাণিগুলো বাঁচিয়ে রাখতে আ...
27/06/2025

পার্বত্য চট্টগ্রামে দেখা মিললো
বিলুপ্তপ্রায় চিতাবাঘের!
এটা একদিকে যেমন খুশির সংবাদ অন্যদিকে এই প্রাণিগুলো বাঁচিয়ে রাখতে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার।
স্থানীয় ও পর্যটকদের এ ব্যাপারে বেশি সচেতন হওয়া দরকার।পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটা প্রাণি গুরুত্বপূর্ণ।
সে হিসেবে এই বিপন্ন প্রায় চিতাবাঘ টিকিয়ে রাখা জরুরি।

পার্বত্য চট্টগ্রামের চিতাবাঘ!

আমাদের ফিল্ড টিম সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত বন থেকে চিতাবাঘের অবিশ্বাস্য ক্যামেরা ট্র্যাপ ছবি ধারণ করেছে।
এই ছবিগুলি প্রমাণ করে যে এই অধরা বড় বিড়ালগুলো এখনও এই অঞ্চলে টিকে আছে।তাদের বেঁচে থাকা নির্ভর করে স্থানীয় সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ সহায়তার উপর, যারা তাদের আবাসস্থল ভাগ করে নেয়।

📸ক্রিয়েটিভ কনজার্ভেশন এলায়েন্স

Address

Chandgaon

Alerts

Be the first to know and let us send you an email when Kplus tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kplus tv:

Share