Golpo Pagol

Golpo Pagol Entertainment all time. Make lots of fun.

24/08/2025

মিনি টেরেরিয়াম তৈরি। Mini terrarium making.

19/08/2025

বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মনিরুজ্জামান এর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা।

এই প্লান্টটি হলো ফিটোনিয়া (Fittonia), যাকে সাধারণভাবে “Nerve Plant” বা “Mosaic Plant” বলা হয়।       1. বায়ু পরিশোধক (...
18/07/2025

এই প্লান্টটি হলো ফিটোনিয়া (Fittonia), যাকে সাধারণভাবে “Nerve Plant” বা “Mosaic Plant” বলা হয়।

1. বায়ু পরিশোধক (Air Purifier): যদিও সীমিতভাবে, তবে এটি ইনডোরের বাতাস পরিষ্কার করতে সাহায্য করে।
2. সৌন্দর্য বৃদ্ধি: ছোট ও শোভন গাছ হওয়ায় এটি ঘরের পরিবেশে প্রশান্তি ও সজীবতা আনে।

3. মানসিক প্রশান্তি: সবুজ গাছপালা দেখা এবং পরিচর্যা করলে স্ট্রেস কমে ও মন ভালো থাকে – Fittonia সেই দৃষ্টিকোণ থেকেও উপকারী।

4. কম যত্নে বেঁচে থাকা: খুব বেশি যত্ন না নিয়েও বাঁচে, তাই ব্যস্ত জীবনের জন্য উপযোগী।

• মানুষের জন্য ক্ষতিকর নয়।
• ইনডোর প্লান্ট হিসেবে উপকারী ও নিরাপদ।
• কেবল খাওয়া থেকে বিরত থাকতে হবে।

এই গাছটি নিশ্চিন্তে বাসা বা অফিসে রাখতে পারো। 🌿

27/05/2025

এবার ইন্ডিয়ান গরু আসবে না। বাজারে সব দেশি গরু। 😂😂

19/05/2025

আহ্ হা সব খাদকরে। খাওয়ার জন্য তোরা সেরা। 👌 FoodAppi

18/05/2025
16/03/2025
13/03/2025

> اَللهُمَّ انَّ نَسْئَلُكَ الْجَنَّةَ وَ نَعُوْذُبِكَ مِنَ النَّارِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউজুবিকা মিনান নার।’

অর্থ : হে আল্লাহ! আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই।’

12/03/2025

বিপদ-মুসিবত মুমিন বান্দার পরীক্ষার অন্যতম মাধ্যম।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপদ-বিপদের কঠোরতা, ভাগ্যের অশুভ পরিণতি, দুর্ভাগ্যে নিপতিত হওয়া এবং দুশমনি কাজে আনন্দিত হওয়া থেকে আশ্রয় চাইতেন।

এ সব রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন-

اللهمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ،
وَشَمَاتَةِ الْأَعْدَاءِ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন ঝাহদিল বালায়ি ওয়া দারকিশ শাক্বায়ি ওয়া সুয়িল ক্বাদায়ি ওয়া শামাতাতিল আদায়ি।’ (বুখারি)
অর্থ : ‘হে আল্লাহ! আমি বালা-মুসিবতের তীব্রতা, দুর্ভাগ্যে পতিত হওয়া, ভাগ্যের অশুভ পরিণতি এবং দুশমনের আনন্দিত হওয়া থেকে বেঁচে থাকার আশ্রয় প্রার্থনা করছি।’

11/03/2025

أَسْتَغْفِرُ اللهَ وَأَتُوْبُ إِلَيْهِ

উচ্চারণ : ‘আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি।‘

অর্থ : আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তাঁর দিকেই ফিরে আসছি।

নিয়ম : এ ইসতেগফারটি প্রতিদিন ৭০/১০০ বার পড়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিদিন ৭০ বারের অধিক তাওবাহ ও ইসতেগফার করতেন।'
(বুখারি)

11/03/2025

> أَستَغْفِرُ اللهَ

উচ্চারণ : ‘আস্তাগফিরুল্লাহ।’

অর্থ : আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি।

নিয়ম : প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ ইসতেগফারটি ৩ বার পড়তেন।' (মিশকাত)

15/02/2025

Address

Chandina
3510

Telephone

+8801673992854

Website

Alerts

Be the first to know and let us send you an email when Golpo Pagol posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share