06/04/2025
গাজাবাসীর প্রতি সমর্থন ও ভালবাসা রইলো।।😭😭
একদিন মেঘ কেটে যাবে, হারানো মানুষগুলি হয়তো ফিরবে না। মানবতা একদিন জাগবে, অবুঝ শিশুগুলো আর ফিরবে না।
কত স্বপ্ন, আবেগ, না বলা কথা, ভালবাসা, আকালে ঝড়ে যাচ্ছে অমানবিকতার বোমার আঘাতে, একদিন তার কোন প্রজন্ম দাঁড়াবে হিসাবের অংক মিলাতে।
আর নিরবে যারা সমর্থন দিয়ে যাচ্ছেন কোন না কোন স্বার্থের মোহে, একদিন এ মোহ ভেঙ্গে জেগে দেখতে হবে কতটা দেরী হয়ে গেছে।।
এ অমানবিকতা বন্ধ হোক, মানবতা জাগ্রত হোক।।