14/08/2025
হিজরতের সেই ঐতিহাসিক রাত—যখন রাসুলুল্লাহ ﷺ আল্লাহর আদেশে মক্কা থেকে মদিনার পথে যাত্রা করলেন—তার সঙ্গী ছিলেন তাঁর প্রিয় বন্ধু ও সাহাবী হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু আনহু। তারা গোপনে মক্কা ত্যাগ করে মদিনার দিকে রওনা দেন। পথে মুশরিকরা সর্বশক্তি দিয়ে তাঁদের অনুসন্ধান শুরু করে। এমন এক সময় তাঁরা আশ্রয় নিলেন সাওর পাহাড়ের একটি গভীর গুহায়।
গুহার ভিতরে ঢোকার আগে হযরত আবু বকর রা. নিজ হাতে গুহার প্রতিটি গর্ত পরীক্ষা করতে লাগলেন, যাতে কোনো সাপ বা ক্ষতিকর প্রাণী রাসুল ﷺ-এর ক্ষতি না করতে পারে। একে একে সব গর্ত কাপড় দিয়ে বন্ধ করে দিলেন। কিন্তু একটি গর্ত বন্ধ করার জন্য আর কাপড় বাকি ছিল না। তখন তিনি নিজের পা দিয়ে সেই গর্ত ঢেকে দিলেন, যাতে কিছু বের হলেও তা প্রথমে তাঁর গায়ে লাগে, রাসুল ﷺ-এর গায়ে নয়।
রাসুলুল্লাহ ﷺ সেই সময় তাঁর মাথা হযরত আবু বকর রা.-এর কোলে রেখে গভীর নিদ্রায় ছিলেন। হঠাৎ সেই গর্ত থেকে একটি সাপ বের হয়ে হযরত আবু বকর রা.-এর পায়ে দংশন করে। ব্যথা এতটাই তীব্র ছিল যে তাঁর চোখে পানি চলে আসে, কিন্তু তিনি কোনো শব্দ করলেন না, যাতে রাসুল ﷺ-এর ঘুম ভেঙে না যায়। তীব্র যন্ত্রণা সত্ত্বেও তিনি নীরব রইলেন।
অবশেষে ব্যথার চাপে তাঁর চোখের পানি রাসুল ﷺ-এর গায়ে পড়ে যায়, এবং তিনি জেগে ওঠেন। রাসুল ﷺ জিজ্ঞেস করলেন কী হয়েছে। তখন হযরত আবু বকর রা. ঘটনা খুলে বললেন। রাসুল ﷺ তাঁর পায়ে ফুঁ দিয়ে দোয়া করলেন, আল্লাহর রহমতে ব্যথা তৎক্ষণাৎ চলে যায়।
এই ঘটনা আমাদের শেখায়—সাহাবীগণ রাসুল ﷺ-এর প্রতি কতটা ভালোবাসা, ত্যাগ ও আনুগত্য দেখিয়েছেন। হযরত আবু বকর রা. নিজের জীবন ও স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছেন শুধু প্রিয় নবীর ﷺ নিরাপত্তার জন্য। সাপের দংশনের ব্যথা সহ্য করে তিনি প্রমাণ করেছেন যে ঈমানদার ব্যক্তির কাছে রাসুল ﷺ-এর ভালোবাসা নিজের জীবন থেকেও শ্রেষ্ঠ।
এ ঘটনা হিজরত ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়, যা কুরআন শরীফের সূরা আত-তাওবার ৪০ নং আয়াতে উল্লেখ আছে—যেখানে আল্লাহ বলেন: “যখন তারা দুইজন ছিল গুহায়, তখন তিনি তাঁর সঙ্গীকে বললেন: ‘ভয় করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন।’”
এই কাহিনী শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং তা আমাদের হৃদয়ে ঈমান, ত্যাগ ও নবীপ্রেম জাগ্রত করে। আল্লাহ যেন আমাদেরও রাসুল ﷺ-এর প্রতি এমন ভালোবাসা ও আনুগত্য দান করেন।
Saiyed Makhdum Shah Al Madani, allah, bangla waz, bangla waz mahfil, bd waz, emotional waz madani, full waz, islamic lecture, islamic lectures, islamic teachings, islamic video, islamic waz, muslim, muslim lecture, new waz, new waz 2023, quran, saiyed makhdoom shah gojol, syed makhdoom shah al madani, waz, waz 2025, waz bangla, waz mahfil, waz makhdoom shaha, waz video, আবু বকর, ইসলাম প্রেম, ইসলামী ইতিহাস, ওয়াজ, ওয়াজ ২০২৫, ওয়াজ মাহফিল, নতুন ওয়াজ, বাংলা ওয়াজ